#প্রেম_প্রেম_পায়
#স্বর্ণালী_সন্ধ্যা
পর্ব সতেরো
১৭.
বসার ঘরে খুব সুন্দর আয়োজন করা হচ্ছে মেহমানদের জন্য।এসব দেখে অপরাজিতার মেজাজ তুঙ্গে। তখন ফায়াদের সাথে কথা বলার পর অপরাজিতা ফোনের ধারে কাছেও যায় নি। কিছুক্ষণের মধ্যেই যারা আসার তারা চলে আসবে৷ অপরাজিতার বাবা গিয়েছে তাদের আনতে। অপরাজিতাকে রামিসা বেগম অ্যাশ কালারের মধ্যে কালো পাড়ের সুন্দর একটি শাড়ি পড়ালেন৷ একটু সাজাতে চেয়েছিলেন। কিন্তু মেয়ের জিদের কাছে পারলেন না।তারপর ভাবলেন মেয়ে তার এমনিতেই মাশাল্লাহ, সাজানো লাগবে না।
অপরাজিতা শাড়ি পড়ে সোফায় বসে আছে মুখ ফুলিয়ে। রামিসা বেগম কাজের ফাকে ফাকে মেয়ের চেহারা দেখছেন আর মিটিমিটি হাসছেন। মা কে হাসতে দেখে অপরাজিতা মুখ ফুলিয়েই বলল,
‘হাসো কেন?’
রামিসা বেগম হেসে দিয়ে বললেন,
‘তোকে কিউট লাগছে। পাত্রের সামনে এভাবে বসে থাকলে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে।’
অপরাজিতা বুঝলো মা তাকে ক্ষ্যাপাচ্ছে।ক্ষ্যাপাবেই তো তার পছন্দের ছেলে তো আসলো না মায়ের সাথে দেখা করতে। ফায়াদকে ধরে নদীতে চুবাতে ইচ্ছে করছে অপরাজিতার। কি হতো যদি মায়ের সাথে দেখা করতো!তাহলেই তো তাকে অন্য ছেলের সামনে বসতে হতো না। মনে মনে ফায়াদের চৌদ্দ গোষ্ঠী ধুয়ে দিচ্ছে অপরাজিতা। এরই মধ্যে আবির এসে বলল,
‘আপু তুমি বিয়ে করে চলে যাবে?’
বলার সাথে সাথে ছোট খাটো এক চ’ড় খেলো বেচারা। আবির টিভিতে দেখেছিল বিয়ে করে মেয়েরা কান্না করতে করতে চলে যায়। তাই সে এসেছিল আপুর সাথে ইমোশনাল হতে। কিন্তু বেচারা তো আর জানে না তার আপুর মাথা আগুনের মতো গরম হয়ে আছে।
রামিসা বেগম আবির কে সেখান থেকে সরিয়ে বলল,
‘ থাক কান্নার নাটক করা লাগবে না আব্বাজান। গিয়ে দেখেন আপনার আব্বা কতো দূর!গেটের বাহিরে দাড়ান। বাড়ি থেকে বেশি দূরে যায়েন না।যান।’
তারপর অপরাজিতার দিকে তাকিয়ে বললেন,
‘ আর তুই তোর রুমে যাহ। এখানে বসে থাকিস না। যখন তোর দরকার হবে ডাকবো নে।’
‘যাবো কেন? আমাকেই তো দেখতে আসতেছে। দেখুক এখানেই বসে থাকি।’
অপরাজিতার ত্যাড়ামি দেখে চোখ গরম করে তাকালেন রামিসা বেগম। নিরুপায় হয়ে অপরাজিতা রুমে গেল।
ফায়াদ একটা সাদা পাঞ্জাবি পড়েছে। বর্তমানে সে ড্রাইভিং সিটের পাশে বসে আছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে।আর পিছে ফারদিন আহমেদ ও তার স্ত্রী বসে আছে। ফারদিন আহমেদ একটু সময় পর পর ই ছেলেকে জিজ্ঞেস করছেন,
‘তুই মেয়েটাকে পটালি কিভাবে বলতো? এতো সুন্দর ফুলের মতো মেয়েটা তোকে কেন পছন্দ করলো?’
এখন আবার জিজ্ঞেস করলেন। এবার আখি বেগম হালকা ধমকের স্বরে বললেন,
‘আহহা! আমার ছেলে কি কম সুন্দর নাকি? মেয়েরা ওর পিছনে লাইন ধরে যায় আর তুমি আসছো আজগুবি কথা নিয়ে। কলেজে থাকতে এই দুই ছেলে নিয়ে কতো ঝামেলা পোহানো লাগতো আমার তা কী ভুলে গেছি নাকি আমি!’
ফারদিন আহমেদ বললেন,
‘সুন্দর না সেটা তো বলছি না। ফারাজ হলে মানতাম। কিন্তু এটা তো মেয়েদের থেকে দূরে দূরে থাকতো।কখন কোন ফাকে প্রেম করলো? করলো তো করলো ধরাও পড়লো না! কিভাবে সম্ভব?’
ফায়াদ পিছে ঘুরে তার মায়ের উদ্দেশ্যে বলল,
‘মা তুমি বাবাকে সহ্য করো কিভাবে! এতো কথা মানুষ কিভাবে বলে? কিভাবে সম্ভব!’
শেষ কথা টা বাবাকে কপি করে বলল সে। ফারদিন আহমেদ চোখ রাঙালেন ছেলেকে৷ কিন্তু ফায়াদ পাত্তা দিল না। আখি বেগম হাসছেন বাপ ছেলের কান্ড দেখে। এরা যে বাপ ছেলে এদের কান্ড দেখে মনে হয় বন্ধু।মনে মনে মাশাল্লাহও বললেন। অটুট থাকুক তাদের বন্ধন। ফারাজকে অনেক মনে পড়ে উনার। ছেলেটাকে সামনাসামনি আবার কবে যে দেখবেন!
অবশেষে তারা এসে পৌছালো অপরাজিতার বাড়ির সামনে। গাড়ি থেকে নামলো একে একে সবাই। অপরাজিতার বাবা তাদের অপেক্ষায়ই ছিলেন। ফারদিন আহমেদ ও আসিফ ইসলাম কুশল বিনিময় করলো গলাগলি করে। ফায়াদ এগিয়ে এসে সালাম দিল,
‘আসসালামুআলাইকুম আংকেল’
সালামের জবাব দিলেন আসিফ ইসলাম,
‘ওয়ালাইকুমুসসালাম’
মনে মনে বললেন,
‘মাশাআল্লাহ ছেলেটাকে সাদা পাঞ্জাবি তে কতো স্নিগ্ধ লাগছে।’
ফারদিন আহমেদ বললেন,
‘এই হলো আমার বড় ছেলে। আপনি চিনেন আমি জানি। আর ইনি আমার প্রিয়তমা স্ত্রী।’
আখি বেগম সালাম দিলেন। আসিফ ইসলাম ব্যস্ততা নিয়ে সবাইকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছেন। মা আর বাবাকে ফায়াদ আগে যেতো দিল। ফায়াদ গেট দিয়ে ঢুকতে গেলে আবির এসে বলল,
‘তুমি আপুকে বিয়ে করতে আসছো? তুমি তো সুন্দর তাহলে আপু রাগে কেন?’
ফায়াদ গেটের ভেতরে ঢুকে হাটতে লাগলো আবিরকে পাশে নিয়ে। বলল,
‘তোমার আপু আমাকে দেখে নি তাই।’
হঠাৎই ফায়াদের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো,
‘আমার একটা কাজ করবে?’
আবির বলল,
‘না’
ফায়াদ ভ্রু কুচকে বলল,
‘কেনো?’
‘আমার কি দিবা?’
ফায়াদ মনে মনে বলল,
‘এই ভাই বোন দুইটাই ফাজিল!’
মুখে বলল,
‘কি লাগবে?’
আবির কিছুক্ষন ভেবে বলল,
‘আমাকে আইস্ক্রিম খাওয়াবা আর একটা গাড়ি কিনে দিবা’
‘আচ্ছা দিব। আমার কাজ টা করে দাও।’
তারপর আবিরের কানে কানে কিছু বলল।আবির সবটা শুনে আগে আগে চলে গেল।
ঘরে প্রবেশ করেই আবারো সবাই কুশল বিনিময় করলো। বসার ঘরে সোফায় বসলো সবাই। ফায়াদের সাথে অপরাজিতার বাবা ভালো মন্দ অনেক কথা বলছেন। খোজ খবর নিচ্ছেন। আবার ফারদিন আহমেদের সাথেও বিভিন্ন বিষয়ে কথা হচ্ছে।
রামিসা বেগম রান্না ঘরে ব্যস্ত হয়ে গেলেন আবার। সাহায্য করার জন্য কেউ নেই। হঠাৎ করে এসব আয়োজন হওয়ায় কাউকে ডাকতেও পারেন নি।
আখি বেগম ছেলেদের একসাথে ছেড়ে তিনি গেলেন রামিসা বেগমের কাছে।
‘আরে আপা আপনি আসলেন কেন আবার? আপনি বসুন আমি আসছি এগুলো নিয়েই।’
আখি বেগম বললেন,
‘ব্যস্ত হবেন না। ওখানে ছেলেদের কথা বার্তা মজা লাগছে না। তাই আসলাম। আপনার সমস্যা হবে না তো?’
রামিসা বেগম হালকা হেসে বললেন,
‘কি যে বলেন! সমস্যা হবে কেন?’
‘আপনার একজনই মেয়ে?’
‘হ্যা একজন মেয়ে নাম অপরাজিতা । আর ছোট ছেলে আবির।’
‘বাহ নাম গুলো ভীষণ কিউট। আমার দুই ছেলে। ফায়াদ বড় এবং ফারাজ ছোট। ফারাজ দেশের বাহিরে থাকে। ফায়াদ ডাক্তারি তে আছে।’
‘ ফায়াদ কে দেখেছি আমি। আপনার ছেলেটা আপা মাশাআল্লাহ।আমার খুবই ভালো লেগেছে।আমার যদি এমন একটা ছেলে থাকতো!’
আখি বেগম হেসে দিয়ে বললেন,
‘নিয়ে যান ছেলে টাকে। আমার কোনো মেয়ে নেই। আপনার মেয়েটা কিন্তু আমার চাই ই চাই আপা।’
রামিসা বেগম আখি বেগমের কথায় মুগ্ধ হচ্ছেন।খুবই ফ্রেন্ডলি ভাবে কথা বলছেন। এমন ভালো শাশুড়ী যদি অপরাজিতা পায় রামিসা বেগম এর থেকে খুশি কেউ হবে না। কারন আজকাল অনেক শাশুড়িদের জ্বালায় সংসারে অশান্তি লেগে থাকে।
আখি বেগম আবার জিজ্ঞেস করলেন,
‘আপনার মেয়েটা কোথায় আপা?’
রামিসা ব্যস্ত হয়ে বললেন,
‘আপনি বসুন না আপা! আমি নিয়ে আসি ওকে?’
আখি বেগম চমৎকার হেসে বললেন,
‘আপনি রুম বলেন। আমি নিয়ে আসি। আমি ফুলকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড!’
রামিসা বেগম তার এক্সাইটমেন্ট বুঝলেন না। তবে রুমটা দেখিয়ে দিলেন তিনি। আখি বেগম রুমের দিকে এগোলেন।
অপরাজিতা বসার ঘরে মানুষের কথার আওয়াজ পেয়েছে আগেই। সে মন খারাপ করে বসে আছে।শাড়ি পড়ে বিছানায় পা উঠিয়ে তো বসতে পারবে না। তাই বিছানার কিনারে পা ঝুলিয়ে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে।হঠাৎ শুনলো,
‘ অপূর্ব সুন্দর ফুল মাশাল্লাহ!’
দরজার দিকে তাকিয়ে দেখলো মাঝবয়সী এক নারী দাঁড়িয়ে আছে। দেখতে খুবই কিউট একজন মানুষ মনে হলো অপরাজিতার কাছে।সে তাকাতেই বলল,
‘ভেতরে আসতে পারি?’
অবাক হলো তার কাছে রুমে আসার পারমিশন চাচ্ছে।
অপরাজিতা সোজা হয়ে বসে বলল,
‘জি জি আসুন’
আখি বেগম রুমে প্রবেশ করে অপরাজিতার সামনে গিয়ে বললেন,
‘ আমার ছেলের পছন্দ আছে বলতে হবে!’
আখি বেগমের কথা বুঝতে না পেরে অপরাজিতা ভ্রু কুচকে তাকালো। কিন্তু কিছু বলল না।আখি বেগম আবার বললেন,
‘চলো বাকি কথা বসার রুমে হবে।তোমার মা তোমাকে নিয়ে যেতে বলেছে।’
অপরাজিতার যেতে ইচ্ছা না করলেও মায়ের কথা শুনে গেল। অপরাজিতা ইচ্ছে করছে শাড়ি টাড়ি খুলে ঘুমিয়ে থাকতে। এসব তার কাছে বিরক্ত লাগছে।
বসার ঘরের কাছাকাছি যেতেই পুরুষদের গলা শুনতে পেল সে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল এই ছেলেকে এমন কথা বলবে যে মেয়ে দেখতে আসার আগে একশ বার ভাববে কার প্রেমিকা কে দেখতে আসছে!
বসার ঘরে ঢুকেই তিনজন পুরুষকে দেখতে পেল। তার বাবার চেহারা দেখতে পেলেও বাকি দুজনকে সে দেখতে পারছে না কারন সে তাদের পিছন দিকে দাঁড়িয়ে আছে।রামিসা তাদের নাস্তা খাবার দাবার দিচ্ছেন। অপরাজিতাকে দেখেই আসিফ ইসলাম বললেন,
‘এইতো আমার আম্মাজান এসে পড়েছে।’
আসিফ ইসলামের কথা শুনে দুজন পুরুষ পিছে ঘুরলো।দুজনকে দেখেই অপরাজিতা অবাকের থেকেও অবাক হলেন।এদেরকে এখানে সে কল্পনা তেও আশা করে নি। ডাক্তার আর ডাক্তারের বাবা! এরা দুজন এখানে।তার মানে তার সাথে দাড়ানো নারী আর কেউ নয় ফায়াদের মা! ফায়াদের বাবা কে অপরাজিতা চিনলেও মা কে চিনে না। সে অবাক হয়ে তার পাশের আখি বেগমের দিকে তাকালো।আবার ফায়াদের দিক তাকালো।
মেয়েকে এমন ড্যাবড্যাব করে তাকাতে দেখে রামিসা বেগম এগিয়ে এসে আস্তে করে বললেন,
‘এভাবে তাকিয়ে আছিস কেন? চোখ নামা ফাজিল!’
আখি বেগম তা শুনতে পেরে ফিক করে হেসে দিলেন। লজ্জা পেল অপরাজিতা। আখি বেগম অপরাজিতাকে নিজের পাশে বসিয়ে নিজেও বসলেন। অপরাজিতা আড়চোখে ফায়াদের দিকে তাকাচ্ছে। যতবার চোখাচোখি হচ্ছে চোখ রাঙাচ্ছে সে। ফায়াদ মিটমিটিয়ে হাসছে।
রামিসা বেগমও বসলেন স্বামীর পাশে। আখি বেগম বললেন,
‘এখন বলেন আপা আর ভাই।মেয়ে কি আমাদের দেওয়া যায়? আমাদের কোনো মেয়ে নেই।তাই ছেলের বউকে মেয়ের থেকে কম আদরে রাখবো না ইনশাআল্লাহ।’
ফারদিন আহমেদ হেসে হেসে বললেন,
‘আমার ছেলে কি পছন্দ হয় আসিফ?মেয়ের জামাই করা যায় নাকি?’
আসিফ ইসলাম মুচকি হেসে বললেন,
‘আপনার ছেলে তো মাশাআল্লাহ। যেকোনো মেয়ের বাবা চাইবে এমন ছেলেকে তার মেয়ের জন্য। এখন আমি বললেই তো হবে না। আমার মেয়েটার মতও লাগবে আমার। আমি আমার আম্মাজানের উপর কিছু চাপিয়ে দিতে চাই না।’
অপরাজিতা বাবার কথায় মাথা তুলে বাবার দিকে তাকালো।তার কাছে মনে হলো এর থেকে ভালো বাবা আর কোথাও নেই।
ফারদিন আহমেদ ফায়াদের কানে কানে বললেন,
‘কিরে মেয়ে কি তোকে পছন্দ করে না?’
ফায়াদ বাবাকে ইশারায় বুঝালো, থামো রে বাবা!
ফারদিন আহমেদ হাসলেন। আসিফ ইসলামকে বললেন,
‘তা তো অবশ্যই। কারো কোনো আপত্তি না থাকলে ছেলে মেয়েকে আমরা একে অপরের সাথে কথা বলতে দেই?’
আসিফ ইসলাম বললেন,
‘হ্যা অবশ্যই। আম্মাজান তুমি ফায়াদকে নিয়ে ছাদে চলে যাও। আবিরকে নিয়ে যাও সাথে।আমরা ততোক্ষণ বড় রা কথা বলি।’
অপরাজিতা মাথা হেলিয়ে ফায়াদকে ইশারায় আসতে বলল।তাদের সাথে আবিরও এলো।বসার ঘর থেকে বের হতেই অপরাজিতা মাথার থেকে ঘোমটা ফেলে দিল।আবিরকে বলল,
‘এই তোর যাওয়া লাগবে না ছাদে। তুই এখানেই থাক আমি ডাকলে আসিস।আমার ব্যাগে চকলেট আছে তোকে দিব পরে।’
চকলেট এর লোভে আবির মেনে গেল।তারপর ফায়াদের দিকে ফিরে রাগী ভাবে বলল,
‘আসেন’
বলার পর নিজেই আবার হাত টেনে নিয়ে গেল ছাদে। রেলিঙের পাশে দাঁড়িয়ে অপরাজিতার কোমরে হাত দিয়ে বলল,
‘আপনি আমাকে এভাবে ধোকা দিলেন! আমাকে বললে কি হতো? আপনি জানেন আপনার জন্য আমাকে কতো কথা শুনতে হইছে। আপনি আমার পছন্দের ছেলে এটা তো আর আম্মু জানেন না।আমার সারা জীবন কথা শুনাবে যে আমার পছন্দের ছেলে ভয় পেয়ে পালাইছে। আর আমাকে এভাবে ভয় দেখালেন এটা কি ঠিক? আমি ভাবছি কে না কে দেখতে আসবে।যদি অন্য কেউ এসে আমাকে—‘
মাঝপথেই থেমে গেল অপরাজিতা।থামতে বাধ্য করা হয়েছে তাকে। হৃদস্পন্দন থেমে গেল যেন এক মুহুর্তের জন্য। ফায়াদ খুব যত্ন সহকারে ঠোঁট ছুয়ে আছে অপরাজিতার কপালের মধ্যখানে। চোখ বন্ধ করে ফেলল অপরাজিতা। হাত মুঠো করে নিজেকে সামলানোর চেষ্টা করছে। এ যেন এক সুখের পরশ বইছে সাড়া মন জুড়ে।
কপালে ঠোঁট ছুয়ে অপরাজিতার চুলগুলো ঠিক করে দিল ফায়াদ। অপরাজিতার কপালের ছোট্ট টিপ টা খুলে ফেলে দিল। তারপর আরো একবার কপালের মধ্যেখানে ছুয়ে দিল।শাড়ির আচল দিয়ে মাথায় ঘোমটা টেনে দিয়ে বলল,
‘অন্য কেউ আসবে না। তুমি আমার বাগানের ফুল। তাই আমারই বউ হবে।’
তারপর কপালে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল,
‘টিপ পড়বে না আর কখনো’
অপরাজিতা তাকিয়ে রইলো। তার কান্না পাচ্ছে। ভীষণ রকম কান্না পাচ্ছে। কেন কান্না পাচ্ছে সে জানে না। ফায়াদকে নিজের কাছে রেখে দিতে ইচ্ছে করে তার। মনে হয় যেন দূরর গেলেই হারিয়ে যাবে। কিশোরী বয়সের সেই প্রথম ভালোবাসা ফায়াদ তার। হারালে সে নিজেকে সামলাতে পারবে? পারবে না। তাই ভয় হয়! ভীষণ রকম ভয়।
অপরাজিতা ভীষণ অস্থিরতা নিয়ে এলোমেলো ভাবে ফায়াদকে বলল,
‘আমি আপনাকে একটু জড়িয়ে ধরি?’
ফায়াদ অপরাজিতার বলার ধরণে কেপে উঠলো। তাকে অনুরোধ করছে অপরাজিতা। এভাবে কেউ কাউকে অনুরোধ করেছে কখনো একটু জড়িয়ে ধরার জন্য?
অপরাজিতা আবার বলল,
‘প্লিজ!’
ফায়াদের অপরাজিতার এই ব্যাকুলতা এবার আর সহ্য হলো না। সে এক টান দিয়ে অপরাজিতাকে বুকে জড়িয়ে নিল। খুব নিবিড়ভাবে জড়িয়ে নিল তার পুচকি ফুলকে। অপরাজিতা হাত দিয়ে পিঠ জড়িয়ে ধরলো শক্ত করে। চোখের কুর্ণিশ বেয়ে গড়িয়ে পড়লো এক ফোটা জল।বিরবির করে বলল,
‘শান্তি’
ফায়াদ শুনলো। শুনে আরেকটু আকড়ে ধরলো অপরাজিতাকে। কানের কাছে বলল,
‘জায়গা টা তোমারই।’
কিছু সময় ছাদে কাটিয়ে দিল একে অপরের অনুভূতি আদান-প্রদান এর মাধ্যমে ।ছাদ থেকে নিচে নেমে অপরাজিতা আর ফায়াদ আবারো বসার ঘরে গেল। অপরাজিতা বাকিদের সাথে এবার স্বাভাবিক ভাবে কথা বলছে মুচকি হেসে হেসে। আখি বেগমের সাথে এটা ওটা বলছে। আবার আড়চোখে ফায়াদকেও দেখছে কিছু সময় পর পর। ফায়াদও দেখছে শাড়িতে জড়ানো তার ফুলকে।
বেশ অনেকটা সময় তারা কথা বলল। এখন বিদায়ের পালা। আসিফ ইসলাম এবং রামিসা বেগম সকলকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন।আসিফ ইসলাম ফারদিন আহমেদ এর সাথে টুকটাক কথা বলছিল তখন ফায়াদ একটু দূরে দাঁড়ানো রামিসা বেগমের কাছে গিয়ে বলল,
‘আন্টি একটা কথা ছিল’
রামিসা হাসি মুখে বললেন,
‘বলো বাবা’
ফায়াদ কিছুটা ইতস্তত হয়ে বলল,
‘অপরাজিতা যাকে পছন্দ করে সে আমি। অন্য কেউ নয়।’
তখনই ডাক পড়লো ফায়াদের,
‘ফায়াদ আসো!’
‘আসছি আব্বু’
তারপর রামিসা বেগমের উদ্দেশ্যে বলল,
‘আসি আন্টি। আসসালামু আলাইকুম!’
বলে গাড়িতে বসে গেল। রামিসা অবাক হয়ে তাকিয়ে রইলেন।
গাড়িতে বসে অপরাজিতাকে ম্যাসেজ পাঠালো ফায়াদ,
‘আর কথা শুনতে হবে না। পছন্দের ছেলে ভয় পেয়ে পালায় নি।’
(চলবে)