ছোট গল্প — হেলোসিনেশন
~ সবুজ আহম্মদ মুরসালিন
৫.
রাসেল তার ঘরে শুয়ে ছিলো। জ্বর এখনো কমেনি। তবে গতকালের থেকে অনেকটা কম। কিছুটা ভালো লাগছে তার এখন। সে হঠাৎ আনিকাকে তার ঘরে ঢুকতে দেখে চলকে উঠলো। সে তেমন গুরুত্ব দিলো না। আগেও জ্বরের মধ্যে আনিকাকে দেখেছে। তার সাথে কথা বলেছে। এবার সে বোকা হতে চায় না। কিছুতেই না।
আনিকা তার দিকে হেঁটে আসছে। রাসেল খাটে শুয়ে আছে। তার বুক ধুপধুপ করছে। কিছুটা কাছে আসতেই সে দেখলো আজ আনিকা তার স্বপ্নে শাড়ি পড়ে এসেছে। ভীষণ সুন্দর লাগছে আজকে। নীল রঙে আনিকা সবচে বেশি সুন্দর লাগে। সে যদি আনিকাকে তার জীবনে পায় তাহলে সে সারাজীবন শুধু নীল রঙের জামাকাপড় কিনবে। অন্য কোনো রঙ না। আনিকা মানেই নীল।
আনিকা হেঁটে এসে রাসেলের খাটের পাশে বসল। কোনো কথা বলল না। রাসেল ও কথা বলবে না ভেবেছে কিন্তু সে কথা না বলে থাকতে পারলো না।
সে বলল,
— আজ হঠাৎ নীল শাড়ি পড়ে আসলেন?
— আপনার পছন্দ বলেই।
— আমার সারাবছর জ্বর থাকলেই ভালো হতো।
— কেনো?
— আপনাকে নীল শাড়িতে দেখতে পারবো।
— শুনুন!
একটা কথা বলতেই আজ নীল শাড়ি পড়ে এসেছি।
— হ্যাঁ, বলুন।
— অনেক ভেবেছি।
— কী কী ভেবেছেন?
— আমার মনে হয়, আমি আপনাকে ভালোবাসি।
— আমার কপালে একটু হাত দিয়ে দেখুনতো জ্বর কতটা?
— আপনার জ্বর নেই।
— মিথ্যা বলছেন!
আমি জানি, আমি জ্বরের ঘোরে স্বপ্ন দেখছি। এবার আমি বোকা হবো না। কিছুতেই না।
রাসেলের কথা শুনে আনিকার মেজাজ খারাপ হলো। সে রাসেলের হাটে জোরে একটা চিমটি কাটলো।
রাসেল ব্যাথায় কুঁকড়ে উঠে বলল,
— এতো জোরে কেউ চিমটি কাটে?
এটা কি সত্যিই বাস্তব?
আনিকা বিরক্ত হয়ে বলল,
— তাহলে কি?
— আমার জ্বর কেটে গেলে, আপনাকে তুমি করে বললেই আপনি রেগে যাবেন আগের মত?
আনিকা হেসে দিলো। হাসি মাখা কন্ঠে বলল,
— না, রাগবো না!
— সত্যি? এটা কি আমার হ্যালোসিনেশন না?
— আপনিও না!
— এই যে এখনো আপনি করে বলছেন! তাহলে এটা সত্যি হ্যালোসিনেশন।
— আচ্ছা, তুমি।
— আবার বলেন তো।
— তুমি, তুমি, তুমি!
— না এখনো হ্যালোসিনেশন মনে হচ্ছে আমার।
আনিকা প্রচন্ড বিরক্ত হয়ে বলল,
— আমি তোমাকে ভালোবাসি!
রাসেলের হঠাৎ কি হলো সে জানেনা। তার সম্পূর্ণ শরীর কেঁপে উঠলো। সে তার নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি? সে উঠে আনিকাকে তাৎক্ষণিক জড়িয়ে ধরে বলল,
— এটা কি সত্যি? আপনি কি সত্যি আমাকে ভালোবাসেন?
আনিকা এবার মহা বিরক্ত। তার রাসেলের উপর রাগ হচ্ছে। রাসেলের মুখে একটা থাপ্পর দিয়ে সে বলল,
— তাহলে কি মিথ্যা? আচ্ছা আমি চলে যাচ্ছি৷
এই বলে আনিকা চলে যাওয়ার জন্য হাটা শুরু করতেই রাসেল আনিকার হাত ধরে টেনে নিয়ে বুকের কাছে মাথাটা রেখে বলল,
— শুনতে পাচ্ছো? আমার হৃদয় কি বলছে?
আনিকা উত্তর দিলো,
— সে বলছে, সে পাগলের মত ভালোবাসে আমায়।
সমাপ্ত!