প্রেমাঙ্গনা পর্ব ২৫

0
415

#প্রেমাঙ্গনা
#জান্নাতুল_ফারিয়া_প্রত্যাশা
২৫।

পৃথা প্রচন্ড রেগে গেল। সে চেতে গিয়ে বলল,

‘এখন আর কোন ভাবে বিয়েটা আটকাতে পারছেন না বলে, আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন? ছি, কতটা জঘন্য আপনি।’

ফরহাদ শব্দ করে হাসে, তার ঐ হাসির শব্দে পৃথার রাগ যেন আরো তরতর করে বেড়ে যায়। পৃথার বাবা ফরহাদের কাছে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন,

‘এসব কি শুরু করেছে, ফরহাদ?’

ফরহাদ মুখে কিছু বলে না, তার হাতে রাখা কাগজটা পৃথার বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলে,

‘আপনিই দেখুন।’

পৃথার বাবা ভ্রু কুঁচকে বলেন,

‘এটা কিসের কাগজ?’

ফরহাদ বলে,

‘খুলেই দেখুন না।’

চারদিকে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। সবাই থমকে তাকিয়ে আছে পৃথার বাবার মুখ পানে। কী হচ্ছে, কেন হচ্ছে তার কিছুই মেলাতে পারছে না বাড়ির লোকেরা। পৃথা তখন বাবাকে জিজ্ঞেস করল,

‘কাগজে কী আছে, বাবা?

পৃথার বাবা কাগজটা খুলে ভালোভাবে পরখ করলেন। আর তার সঙ্গে সঙ্গেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল উনার। ভীত চোখে তিনি পৃথার দিকে চাইলেন। বাবার অমন মুখখানা দেখে পৃথার দুশ্চিন্তা যেন আরো বেড়ে গেল। জিজ্ঞেস করল,

‘কী হয়েছে, বাবা? কাগজে কী আছে?’

পৃথার বাবা নিশ্চুপ রইলেন। কাগজটা পৃথার দিকে এগিয়ে দিয়ে বললেন,

‘তুমি দেখো।’

পৃথা কাগজটা হাতে নিয়ে দেখল, এটা তো ডক্টরের রিপোর্ট। আর সেখানে তার নাম লেখা। পৃথা বুঝতে পারল না কিছু। সে সন্দেহ নিয়ে কাগজটা খুলে ধরল। ডাক্তারের সেই রিপোর্টটা খোলা মাত্রই রুহার মুখটাও সঙ্গে সঙ্গে চুপসে যায়। পৃথা রিপোর্ট খুলে দেখে সেখানে একটা প্রেগন্যান্সির রিপোর্ট আর সেটা পজিটিভ। রিপোর্টের গায়ে তার নাম, বয়স আর তারিখ দেখে সে যেন আরো চমকে যায়। পৃথার মনে হয়, এটাই কি সেই রিপোর্ট যেটা হারিয়ে যাওয়ার কথা অর্ণব বলেছিল? কিন্তু, এখানে তাকে প্রেগন্যান্ট দেখাচ্ছে কেন? এটা তো অসম্ভব। আতঙ্কে সে রুহার দিকে তাকায়। কিন্তু, রুহার শুকিয়ে যাওয়া চোখ মুখ দেখে পৃথা কোনো উত্তর মেলাতে পারে না। পৃথার বাড়ির লোকেরাও ইতিমধ্যে উত্তেজিত হয়ে পড়েন, কী হয়েছে জানার জন্য। ফরহাদ তখন বলে,

‘তেমন কিছুই হয়নি, শুধু আপনার বাড়ির মেয়ে বিয়ের আগেই প্রেগন্যান্ট হয়ে গিয়েছে।’

এটা শোনার সঙ্গে সঙ্গেই ফুপি যেন আকাশ থেকে পড়লেন। তিনি বড়ো বড়ো চোখ করে পৃথার দিকে চেয়ে বলেন,

‘এসব কী পৃথা? এই ছেলেটা এসব কী বলছে?’

পৃথা অসহায় সুরে বলে,

‘ আমিও কিছু বুঝতে পারছিনা ফুপি।’

তারপর সে রুহার দিকে তাকাল, বলল,

‘রুহা, আমি তো সেদিন প্রেগন্যান্সি টেস্ট করিনি। তাহলে এই রিপোর্ট কোথ থেকে এল?’

রুহা কিছু জবাব না দিয়ে চুপচাপ বসে আছে কেবল। এর মাঝেই বাড়িতে হৈ চৈ পড়ে গিয়েছে যে, বিয়ে হওয়ার আগেই বউ প্রেগন্যান্ট; আর এই যেন এক বিরাট ঘটনা।

পৃথার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। ফরহাদ পকেটে দুহাত পুরে শক্ত গলায় বলল,

‘কী হলো পৃথা, এখন কিছু বলছো না কেন? বলো, তোমার এই বাচ্চার বাবা কে? কার বাচ্চা গর্ভে নিয়ে তুমি অন্য একজনের বউ হতে যাচ্ছিলে? কী হলো পৃথা, এখন বোবা কেন, বলো কিছু।’

পৃথা তার কথার বিপরীতে রিপোর্টটা ছুড়ে মারে। সে চেঁচিয়ে বলে ওঠে,

‘সব কিছু মিথ্যে, এসব কিছু কখনোই সম্ভব না। এটা আমার রিপোর্ট হতেই পারে না।’

তার ছুড়ে ফেলা রিপোর্টটা তখন একজন হাতে তুলে নেয় আর সে মানুষটাকে দেখে চোখে মুখে যেন আরো অসহায়ত্ব ভর করে পৃথার। সে তখন কাতর সুরে বলে,

‘অর্ণব, আমি এসব কিছুই জানি না।’

অর্ণবকে দেখে বাড়ির সবার মনোযোগ এবার তার দিকে যায়। ফরহাদ তাকে দেখে দাঁত কেলিয়ে হাসে বলে,

‘আরে, এই তো আমাদের বর সাহেবও চলে এসেছেন। আসুন আসুন, আপনারই আসার বাকি ছিল।’

অর্ণব ফরহাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে,

‘কী হচ্ছে এখানে?’

ফরহাদ তার মুখের হাসি জারি রেখেই বলে,

‘তোমার বউ যে আগে থেকেই প্রেগন্যান্ট, এটা কি তুমি জানতে, অর্ণব?’

অর্ণব হতভম্ব হয়ে পড়ল, কী করে সে এখন এই পরিস্থিতি সামলাবে সেটাই সে বুঝতে পারছে না। পৃথা মিইয়ে যাওয়া সুরে বলল,

‘আমি এসবের কিছুই জানিনা, অর্ণব। এই রিপোর্ট কোত্থেকে এল? এই রিপোর্টে কী আছে সেই সম্পর্কে আমার কোন ধারণা নেই।’

ফরহাদ তখন দাঁতের দাঁত চেপে বলল,

‘কী জানো না তুমি? এখন নাটক করছো? বিয়ের আগে প্রেগন্যান্ট হয়েছ বলেই এখন একটা সহজ সরল ছেলেকে ফাঁসিয়ে তুমি বিয়ে করতে চাইছো, তুমি কি ভাবছো, আমি কিছু বুঝিনা? ভাগ্যিস, তোমার মতো এমন চরিত্রহীন একটা মেয়ের সাথে আমার বিয়ে হয়নি।’

চরিত্রহীন শব্দটা পৃথার মস্তিষ্কে যেতেই তার শরীর যেন আসার হয়ে যায়। অর্ণব আর সহ্য করতে পারল না, সে সজোরে ফরহাদের গালে একটা চড় মেরে বসল। আর চেঁচিয়ে বলতে লাগল,

‘তোর সাহস কী করে হলো আমার বউকে চরিত্রহীন বলার?’

ফরহাদের মেজাজ তখন আরো বিগড়ে গেল। রাগে সে কটমট করতে করতে বলল,

‘বিয়ের আগেই যে মেয়ে প্রেগন্যান্ট হয় তাকে চরিত্রহীন বলব না তো কি দুধে ধোয়া তুলসীপাতা বলব?’

অর্ণব আর এসব সহ্য করতে পারছে না। সে চোখ বুজে নিজেকে শান্ত করার চেষ্টা করছে। পৃথা যেন আর তার হুঁশে নেই। অর্ণব নিজেকে খানিকটা ধাতস্ত করে বলল,

‘পৃথা বিয়ের আগে প্রেগন্যান্ট হয়নি, পৃথা আর আমার বিয়ে আরো আগেই হয়েছে।’

ফরহাদ ভ্রু কুঁচকে বলল,

‘সেটা আর আমাদের বুঝাতে হবে না। তোমাদের বিয়ে হয়েছে কেবল এক সপ্তাহ হয়েছে আর এখানে রিপোর্টে দেওয়া, পৃথা দুই মাসের প্রেগন্যান্ট। সেটা কী করে সম্ভব বলো?’

পৃথার ফুপি ঝাঁঝাল স্বরে বলে উঠল,

‘ছি ছি, পৃথা, এসব আমি কী শুনছি? শেষে কিনা তুই বিয়ের আগেই প্রেগন্যান্ট? কিরে ভাই, তুই তোর মেয়েকে এই শিক্ষা দিয়েছিস? তোর মেয়ে তো আজ আমাদের মান সম্মান ডুবিয়ে ছাড়ল।’

পৃথার বাবা চুপ রইলেন। তিনি দ্বিতীয় কোন কথা বলার সাহস পেলেন না। পৃথা যেন নীরব দর্শক। তার সাথে কী ঘটছে কেন ঘটছে তার কোন ইয়ত্তা সে পাচ্ছে না। একহাতে সে রুহার হাতটা চেপে ধরে কান্না ভেজা স্বরে বলে,

‘এসব কেন হচ্ছে রুহা?’

রুহা তাকে আশ্বাস দিয়ে বলে,

‘শান্ত হো, এবার তোর সব সত্যির মুখোমুখি হতে হবে।’

পৃথা তার দিকে ফিরে বলে,

‘কী সত্যি? রুহা ঢোক গিলে। অর্ণবের দিকে চেয়ে বলে,

‘ভাইয়া, আপনি এবার সব বলুন।’

অর্ণব দীর্ঘশ্বাস ছাড়ে, বলে,

‘হ্যাঁ, এবার সব সত্যি বলার সময় এসেছে।’

পৃথার বাবা এবার চমকে দাঁড়ান। বলেন,

‘অর্ণব, দাঁড়াও। তুমি জানো, পৃথার শারীরিক অবস্থা এখন ভালো না। ডাক্তার বারণ করেছে ওকে এসব কিছু শোনাতে। তুমি কি আমার মেয়ের জীবন রিস্কে ফেলতে চাইছ?’

পৃথা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। জিজ্ঞেস করে,

‘কী লুকাতে চাইছো তোমরা আমার কাছ থেকে? অর্ণব, আপনি কোন সত্যের কথা বলছেন?

অর্ণব পৃথার বাবার দিকে চেয়ে জবাব দিল,

‘আজ আর আমি চুপ থাকব না। একবার চুপ থেকে আমি পৃথাকে হারিয়ে ছিলাম। এবার আর হারাতে পারব না। এতদিন এই ভয় দেখিয়েই আপনি আমাকে চুপ রেখেছিলেন, তবে আর না। এবার পৃথাকে সব জানতে হবে, তার ভাগ্যকে মেনে নিতে হবে। আর তাতে তার খুব কষ্ট হলেও আমার কিছু করার নেই।’

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here