এক মঠো অনুভূতি পর্ব ১২

0
844

#এক_মুঠো_অনুভূতি💖
লেখিকা- তাহসীন নাওয়ার রীতি
পর্ব:১২

আশ্বিনের কল পেয়ে রোদ্দুর ফোন রিসিভ করলেও, ওপর পাশ থেকে কোন কথা শুনতে পায় না রোদ্দুর। রাফিন তখন রোদ্দুরের কাছে এসে।
–কি হয়েছে রোদ্দুর?
–আশ্বিন ফোন করেছে, কিন্তু কথা বলছে না। আমি আবার কল দিয়েছি তাও রিসিভ করেনি।
–চলো যাই আশ্বিনের কাছে।
রোদ্দুর ফোন রেখে রাফিনের সাথে মুল ভবনের দিকে রওনা দেয়।

এদিকে,
আশ্বিন মাথা চেপে ধরে কোনমতে উঠে বসে। ঝাঁপসা চোখে চারদিকে তাকিয়ে ওহিকে মেঝেতে পড়ে থাকতে দেখে। আশ্বিন ধীরে ধীরে ওহির কাছে এসে তাকে কোলে তুলে উঠে দাঁড়ায়।
–আমার বোঝা উচিত ছিল, এখানে কেউ তো অবশ্যই আছে। বোকার মতো এভাবে একা আসাটা আমার ঠিক হয়নি। যাই হোক, এমন কাজ যে করেছে, তার শাস্তি আমি নিজ হাতে দিবো দেখো ফাইজা!
আশ্বিন কথাটা বলে ওহিকে কোলে নিয়ে অন্ধকার রুম থেকে কোনমতে বেরিয়ে আসতেই রোদ্দুর আর রাফিন সেখানে আসে। রাফিন ওহিকে দেখে অবাক হয়ে,
–ওহি! এসব..! কিভাবে হলো?
–আশ্বিন তুই ঠিক আছিস..?
রোদ্দুর আশ্বিনের মাথার দিকে তাকিয়ে কথাটা বলতেই আশ্বিন তাদের পাশে কাটিয়ে যেতে যেতে,
–গাড়ি বের কর রোদ, ফাইজাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

আফরা আর ওসমান ওহির দূর সম্পর্কের সকল আত্মীয়স্বজনের কাছে ওহির কথা জিজ্ঞেস করেও ওহির কোন খবর পাচ্ছে না। হঠাত আফরার ফোন বেজে উঠতেই সে দেখে রোদ্দুর,
–হ্যা রোদ, ওহিকে পেয়েছিস তোরা?
–হুম, ভার্সিটিতেই পেয়েছি ওহিকে। জ্ঞান নেই ওহির। তাই তাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আমরা। তোরাও চলে আয়।
রোদ্দুরের কথায় আফরা ওসমান আর জাইমাকে নিয়ে রওনা দেয়।

ঘন্টা খানেকের মাঝে ওসমান, ওহির মা, আফরা আর জাইমা মিলে ওহির কাছে চলে আসে। তারা এসেই রোদ্দুরের পাশে দাঁড়িয়ে,
–ওহি কোথায়, বাবা?
–আন্টি, ডাক্তার ওহির চেক আপ করছে। একটু অপেক্ষা করুন।
কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসতেই ওসমান উনার কাছে গিয়ে,
–আশরাফ স্যার, ওহি কেমন আছে?
–ওসমান? ওহি তোমার বোন?
–জি স্যার। কেমন আছে সে এখন?
–চিন্তা করো না, ওহি এখন ভালো আছে। মাথায় হঠাত আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ছিলো। কপাল ভালো যে আঘাতটা বেশি গভীর না। আমি ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি। এখন একটু রেস্ট করুক।
–ধন্যবাদ স্যার।
ডাক্তার ওসমানের কাধে হাত রেখে চলে যায়। ওহির মা, জাইমা আর ওসমান মিলে ওহিকে দেখতে চলে যায়। আফরা রোদ্দুরের কাছে এসে,
–আশ্বিন কোথায়?
–আশ্বিনের মাথা ফেঁ/টে গিয়েছে। ওহিকে খুঁজে পেয়ে তাকে নিয়ে আসার সময় কেউ একজন আশ্বিনের উপর হামলা করেছে।
আফরা অবাক হয়ে রোদ্দুরের দিকে তাকাতেই তারা ভার্সিটির সকল ঘটনা তাকে খুলে বলে।
–কিন্তু কে ওহির সাথে এমন করতে পারে?
আফরার কথায় রোদ্দুর চুপ হয়ে ভাবতে থাকে।

ওহির কেবিনের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে আশ্বিন। দূর থেকে ওহির ঘুমন্ত মুখের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। চঞ্চল প্রকৃতির মেয়েটা কিভাবে শান্ত হয়ে ঘুমিয়ে আছে সেই দৃশ্য দেখছে আশ্বিন। রোদ্দুর আশ্বিনের পাশে এসে,
–অনেক রাত হয়েছে আশ্বিন। চল বাসায় চলে যাই। কাল সকালে নাহয় আবার আসবো।
–আর কিছুক্ষণ থাকি। বাসায় গিয়ে কি করবো?
আশ্বিন ওহির দিকে তাকিয়েই শান্ত ভাবে কথাটা বলে। রোদ্দুর একটা দীর্ঘশ্বাস ফেলে,
–ওহির কাছে তার মা-বাবা, ভাই আর জাইমাও তো আছে। আফরা আর রাফিন সেই কখন চলে গিয়েছে। আমাদেরও এখন যাওয়া উচিত। তাছাড়া তোর এখন রেস্ট দরকার।
আশ্বিন রোদ্দুরের দিকে তাকিয়ে কেবিনে ঢুকে ওসমানের কাছে বিদায় নিয়ে একবার ওহির দিকে ফিরে সেখান থেকে চলে আসে।
————–

বারান্দার দেয়ালে হেলান দিয়ে শান্তভাবে বসে আছে আশ্বিন। সকালেই যে ওহিকে স্বাভাবিক ভাবে দেখেছে, কে জানতো মুহূর্তেই তার উপর দিয়ে এতো বড় ঝড় বয়ে যাবে? আশ্বিনের বাবা তার কাছে এসে,
–এখনো ঘুমাওনি বাবা?
–না, আব্বু। ঘুম আসছে না। ভার্সিটির ভেতর এতো বড় এক কাহিনী হয়ে গেলো আর আমি কিছুই করতে পারলাম না।
–এখানে তোমার কোনো দোষ ছিল না, আশ্বিন।
আশ্বিন তার বাবার দিকে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে,
–আব্বু জানো? হাসান স্যারকে আমি ফাইজার কথা জানিয়েছি। স্যার আমাকে সম্পূর্ণ ভাবে বিষয়টা এড়িয়ে যেতে বলেছেন। মানে, তিনি এই ঘটনার জন্য ভার্সিটির সুনাম নষ্ট করতে চাইছেন না।
–হয়তো তিনি জানেন আসল দোষী কে। তুমি চিন্তা করো না বাবা। এই ঘটনার জন্য যারা দোষী হিসেবে বের হবে, আমি নিজে তাদের ব্যবস্থা করবো।
–ফাইজাকে যারা কষ্ট দিয়েছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না আব্বু। আমি তাদের দেখে নিবো।
আশ্বিনের বাবা ছেলের কথা শুনে তার মাথায় হাত রাখে।
————-

সকাল সকাল একাই ওহিকে দেখতে চলে এসেছে আশ্বিন। ওহির কেবিনের সামনে আসতেই দেখে ওহির বাবা মা আর হাসান স্যার বেরিয়ে আসছেন। আশ্বিন কপাল কুঁচকে স্যারের কাছে আসতেই স্যার তার দিকে তাকিয়ে,
–আশ্বিন এসেছো! ওহির সাথে দেখা করতে এলাম। ভালো লাগলো এখন তাকে ভালো দেখে। সাতদিনের জন্য ভার্সিটি থেকে তাকে ছুটি দেওয়া হয়েছে। যাই হোক, তুমি এখন কেমন আছো আশ্বিন বাবা?
–জি স্যার, আমি ভালো আছি।
–আচ্ছা, থাকো তাহলে। তোমার সাথে পরে কথা আছে আমার।
স্যার কথাটা বলে ওহির বাবার সাথে কথা বলতে বলতে চলে যান। ওহির মা আশ্বিনের কাছে এসে,
–কেমন আছো, বাবা? মাথায় কি এখনো ব্যথা করছে?
–না আন্টি, আমি ঠিক আছি। আপনারা কোথাও যাচ্ছেন?
–একটু বাসায় যাচ্ছি। কিছুক্ষণ পরেই আমি চলে আসবো।
–ঠিক আছে।
ওহির মা কথাগুলো বলে চলে যেতেই আশ্বিন ওহির কেবিনের সামনে এসে দেখে রাফিন ওহির পাশে বসে তার সাথে গল্প করছে। ওহি আধশোয়া অবস্থায় বসে হেসে হেসে তার সাথে কথা বলছে। দুজনকে একসাথে দেখে মুহূর্তেই কাল রাফিনের বলা কথাটা মনে পড়ে।

”আমার যাকে ভালো লাগে, তার সাথে বন্ধুত্ব করতে কোন স্বার্থ আমি দেখি না।”

আশ্বিন কথাটা মনে করে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে তাদের কর্মকান্ড দেখে ভেতরে প্রবেশ করে। এদিকে, ওহি আশ্বিনের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে আনমনে বলে উঠে,
–আশ্বিন ভাইয়া!

আশ্বিন ওহির দিকে একবার তাকিয়ে রাফিনের সামনে এসে,
–কখন এসেছো রাফিন?
–এইতো ঘন্টা খানেক হলো এসেছি। এখন চলে যাবো, একটু কাজ আছে আমার। আচ্ছা ওহি, আমি যা যা বললাম ঠিক ঠাক ভাবে মনে রাখবে, বুঝেছো? আমি পরে আবার আসবো।
–ঠিক আছে রাফিন ভাইয়া।
রাফিন ওহির গাল টেনে আশ্বিনের পাশ কাটিয়ে চলে যায়।
আশ্বিন কিছু না বলে আড়চোখে রাফিনের যাওয়ার দিকে তাকিয়ে একটা চেয়ারে বসে পড়ে। ওহি এতোক্ষণ ধরে আশ্বিনের কর্মকান্ড দেখছিলো,
–সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো? মানে, আশ্বিন ভাইয়া একাই সকাল সকাল আমাকে দেখতে চলে এসেছে!
ওহি কিছুটা মজা করে কথাটা বললো। আশ্বিন সেদিকে পাত্তা না দিয়ে টেবিলের দিকে তাকিয়ে,
–এই ফুলগুলো কি রাফিন নিয়ে এসেছে?
–হুম। ফুলগুলো খুব সুন্দর, তাই না?

ওহি ফুলগুলোর দিকে তাকিয়ে হেসে কথাটা বলে আশ্বিনের দিকে ফিরে দেখে সে রাগী চোখে তার দিকেই তাকিয়ে আছে। আশ্বিনকে এভাবে তাকাতে দেখে মুহূর্তেই ওহির হাসি উড়ে যায়। কিছুক্ষণ চুপচাপ থেকে পরে প্রসঙ্গ পাল্টানোর জন্য বললো,
–ভাইয়া বলেছে, কাল রাতে আমাকে আপনি খুঁজে পেয়েছেন। ধন্যবাদ আশ্বিন ভাইয়া। আমি…।
ওহিকে বাকি কথা বলতে না দিয়ে আশ্বিন তার দিকে ফিরে,
–হাসান স্যার কেনো এসেছিলো? কি বলেছে তোমাকে?
–তেমন কিছু না। এমনি দেখতে এসেছিলো।
–ফাইজা! কথা লুকিয়ে লাভ নেই। বলো আমাকে স্যার কি বলেছে তোমায়।
ওহি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘশ্বাস নিয়ে,
–স্যার বলেছেন, এর জন্য যারা দায়ী তাদের স্যার নিজে শাস্তির ব্যবস্থা নিবেন। কিন্তু এই বিষয়ে ভার্সিটির অন্য কাউকে যেন কিছু না জানানো হয়। মানে বিষয়টা তিনি গোপন রাখতে বলেছেন।
–আর তুমি কথাটা মেনে নিয়েছো? ফাইজা, তুমি কি খুঁজে বের করতে চাও না কে এসব করেছে? শাস্তির প্রয়োজন নেই তাদের?
আশ্বিনের রেগে বলা কথায় ওহি কেঁপে উঠে চুপ হয়ে যায়। ওহিকে ভয় পেতে দেখে আশ্বিন একটা দীর্ঘশ্বাস নিয়ে,

–আচ্ছা, এই নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার হয়ে আমি তাদের দেখে নিবো ফাইজা।
আশ্বিন কথাটা বলে নিজের ফোনে কিছু একটা দেখতে থাকে। ওহি চুপচাপ ঘোর লাগা নয়নে আশ্বিনের দিকে তাকিয়ে তার মাথার ব্যান্ডেজে হাত রাখতেই,
–আহ!
আশ্বিন ফোন থেকে মাথা তুলে ওহির দিকে তাকাতেই ওহি তাকে দেখে হেসে উঠে,
–এতো অস্থির হয়ে যাচ্ছেন কেনো? নাকি তারা আপনার আপনার মাথায় বাড়ি দিয়ে মাথা বিগড়ে দিয়েছে আপনার?
–কি বললে তুমি?
ওহি হেসে উঠে আশ্বিনের হাত ধরে একটা চকলেট দিয়ে,
–আমাকে নিয়ে এতো অস্থির হয়ে যাচ্ছেন কেনো, আশ্বিন ভাইয়া? কাল রাতে নিজে বিপদে পড়ে আমাকে উদ্ধার করে নিয়ে এসেছেন। আবার এখন স্যারের বিরুদ্ধে গিয়ে তাদের খুঁজে শাস্তির ব্যবস্থা করছেন। এসব কেনো করছেন আপনি?

ওহি কৌতুহল হয়ে আশ্বিনকে কথাটা বলতেই আশ্বিন চুপ হয়ে যায়। এই প্রশ্নের উত্তর তার জানা নেই। শুধু জানে, ওহির নিখোঁজ হওয়ার খবরে তার অস্থিরতা ছিলো কতটা তীব্র। হয়তো মনের কোণে বাসা বাঁধা ওহির প্রতি এই অনুভূতিই তাকে এমন পাগলামি করতে বাধ্য করছে।

–চলবে(ইনশাআল্লাহ)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here