#তোমার_তুমিতেই_আমার_প্রাপ্তি
লেখক-এ রহমান
পর্ব ২৮
‘আইবুড়ো ভাত’ শব্দটা ঈশা আজ সকালেই প্রথম শুনল। ইভানের দাদি নাকি বলেছে তাদের দুজনকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে। তিনি সেকালের মানুষ। আর থাকেনও গ্রামে। সেখানে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান পালন করা হয় বিয়েকে ঘিরে। এগুলো আদৌ পালন করা জরুরি কিনা সেটা মুখ্য বিষয় নয়। তিনি চান তার বিয়েতে যেসব নিয়ম পালন করা হয়েছে সেসব যেন ইভানের বিয়েতেও পালন করা হয়। ইভানের দাদি নিয়ম পালনে খুব স্ট্রিক্ট। তাকে এসব নিয়ে কেউ বাধা দিতে পারবে না। খুব রেগে যাবেন। তাই কেউ কিছুই বলছে না। নিজেদের মতো তার এসব হুকুম পালনে ব্যস্ত হয়ে পড়ছেন। ঈশার ফুপু এসে একটা মেরুন সূতি শাড়ি হাতে দিয়ে তাড়াতাড়ি গোসল সেরে সেটা পরতে বললেন। ঈশা গোসলে যাবে ঠিকই কিন্তু তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সমস্ত এই নতুন শব্দটাকে ঘিরে। সে ভ্রু কুচকে তার ফুপুকে বলল
–আচ্ছা ফুপু? এই আইবুড়ো কি জিনিস?
ঈশার ফুপুর কথায় কথায় রেগে গিয়ে চেচামেচি করার বাতিক আছে। সেটার প্রস্তুতি নিলেও মুহূর্তেই দমে গেলেন তিনি। একটু ভাবলেন। এইসব আচার অনুষ্ঠান এখন তেমন চোখে পড়েনা। নেই বললেই চলে। আর শহরে বড় হওয়ায় এসব সম্পর্কে না জানাটাই স্বাভাবিক। তাই তিনি টেনে ঈশাকে বসালেন। তারপর খুব শান্ত ভাবে বললেন
–প্রাপ্ত বয়স্ক হওয়ার পরেও যখন মেয়েদের বিয়ে হয়না তখন তাকে আইবুড়ো বলে। আর বিয়ের আগে অনেক আয়োজন করে তাদের পছন্দের খাবার খাওয়ানো হয়। সেটা ছেলে মেয়ে দুজনের জন্যই আয়োজন করা হয়। তাদের সমস্ত পছন্দের খাবার সামনে দেয়া হয়। সব কিছুই একটু একটু করে মুখে দিতেই হয়। সেটাকে আইবুড়ো ভাত বলে। এটা খাওয়ানোর একটাই কারন হল বিয়ের পর এই আইবুড়ো নামটা ঘুচে যাবে। তাই শেষ বারের মতো বিয়ের আগের এমন আয়োজন করে খাওয়ানো।
ঈশা কি বুঝল কে জানে। আবারো প্রশ্ন করে বসলো
–কেন? আর কখনও এমন করে খাওয়াবে না?
ঈশার ফুপু মুচকি হেসে বলল
–খাওয়াবে কিন্তু সেটা বিয়ের পর। আইবুড়ো অবস্থায় এটাই শেষ খাওয়া।
ঈশা গভির চিন্তায় ডুবে গেলো। তার ফুপু এভাবে চিন্তিত হয়ে বসে থাকতে দেখে বলল
–আর দেরি করিস না। সবাই তোর জন্য বসে থাকবে।
ঈশা উঠে দাড়িয়ে ভ্রু কুচকে জিজ্ঞেস করলো
–সবাই মানে? কে বসে থাকবে?
ঈশার ফুপু উঠে ঘর থেকে যেতে যেতে বলল
–ইভান আর তোর আইবুড়ো ভাত একসাথেই খাওয়ানো হবে। ছাদে আয়োজন করা হয়েছে। তাড়াতাড়ি রেডি হয়ে নে।
ঈশা থেমে গেলো। আবার ইভান আসবে? কথাটা শুনেই তার অসস্তি হচ্ছে। কেমন এক অনুভুতি। ভয় লজ্জা সব মিলেমিশে একাকার। আচ্ছা বিয়ের সময় কি সব মেয়েদেরই এমন হয়? ঈশা আর ভাবতে পারলো না। ওয়াশ রুমে চলে গেলো। গোসল শেষ করে অনেকটা সময় নিয়ে শাড়ীটা পড়লো। আজ নিজে নিজেই পরেছে। আয়নার সামনে দাড়িয়ে গেলো। কি করবে বুঝতে পারলো না। রুমাকে সেদিক দিয়ে যেতে দেখেই ডাকল। রুমা এগিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বলল
–কি হল? কিছু বলবে? শাড়ি তো পরে ফেলেছ ঠিকঠাক।
ঈশা অসহায় হয়ে বলল
–আর কি করব বুঝতে পারছি না।
রুমা একটু হাসল। পুরোটাই ভিতরে ঢুকে ঘাড়ে হাত রেখে বলল
–মেয়েদের বিয়ের সময় এমন অদ্ভুত রকমের অনুভুতি হয় ঈশা। চেনা পরিবেশ অচেনা হয়ে উঠে। গোছানো অনুভুতি এলোমেলো হয়ে যায়। লজ্জা আড়ষ্টতা সব সময় ঘিরে থাকে। এটা স্বাভাবিক। তোমার যা যা করতে ইচ্ছা করে করো।
বলেই চলে গেলো। ঈশা অনেকটা সময় দাড়িয়ে থাকলো। তারপর একটু ভেবে হালকা করে চোখে কাজল দিলো। শাড়ির পাড়ের সাথে মিলিয়ে ছোট্ট করে কালো রঙের একটা টিপ পরল। ঠোঁটে হালকা লিপস্টিক ছুয়ে দিলো। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিলো। বাইরের সোরগোল কানে আসছে। বিছানায় বসে মাথাটা হেলে দিলো। চোখ বন্ধ করে ফেলল। তখনই রুমা তাড়াতাড়ি করে এসে বলল
–তাড়াতাড়ি চল। সবাই এসে গেছে।
ঈশা আয়নার সামনে দাড়িয়ে লম্বা করে ঘোমটাটা টেনে দিলো। রুমার সামনে দাড়িয়ে বলল
–সব ঠিক আছে?
রুমা হেসে মাথা নাড়াল। ঈশাকে নিয়ে সবাই ছাদে গেলো। ঈশা ছাদে উঠেই চোখ উঠিয়ে একবার চারিদিকে দেখে নিলো। ইভান্ দের বাড়ির সবাই প্রায় এসেছে কিন্তু ইভান কে কোথাও দেখা যাচ্ছে না। ঈশাকে টেবিলে নিয়ে গিয়ে বসাল। ঈশার সাথে তার আর ইভানের কাজিনরা টেবিলে বসে পড়েছে। পুরো টেবিল জুড়ে খাবারের মেলা। একটা বড় প্লেটে অল্প করে সব ধরনের খাবার সাজিয়ে দিয়েছে ঈশার জন্য। ঈশা খাবারের থালাটা সামনে নিয়ে বসে ভাবছে কোথা থেকে শুরু করবে আর কিভাবে শুরু করবে। তার ভাবনা দেখে ইভানের দাদি বলল
–শুভ কাজে মিষ্টি মুখ করতে হয়। মিষ্টি দিয়েই শুরু করো।
তার কথা শুনে ঈশা কোন কিছু না ভেবেই সামনে থেকে একটা বরফি তুলে মুখে দিতে যাবে তখনই কেউ একজন তার হাত ধরে ফেলে। ঈশা পাশ ফিরে দেখে ইভান তার হাত ধরে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশা বুঝতে পারল না ঠিকই কিন্তু কোন কথা বলল না। চোখ নামিয়ে নিলো। ইভান তার হাত থেকে বরফিটা নিয়ে ইফতির হাতে দিয়ে বলল
–সবাই নাহয় ভুলে গেছে কিন্তু তুই? বাদামে এলারজি সেটা মনে রাখা উচিৎ ছিল। না দেখে খেয়ে ফেললে বাকি খাবার আর খেতে হতোনা।
ঈশা ইফতির হাতে থাকা বরফিটার দিকে তাকাল। সত্যিই ওটার উপরে বাদাম কুচি দেয়া। আর ঈশার সাংঘাতিক রকমের এলারজি আছে বাদামে। একটু বেশী পরিমানে খেয়ে ফেললে নিঃশ্বাস নিতেও কষ্ট হয় তার। এখনি না দেখে খেয়ে ফেললে অসুস্থ হয়ে যেত। ইভান পাশের চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল। ঈশা চুপচাপ বসে আছে। ভালো করেই বুঝতে পারছে এখানে সবাই না থাকলে ইভান আজ তাকে ইচ্ছা মতো বকত। ঈশার মা এবার ভালো ভাবে খেয়াল করলো সব মিষ্টি জাতীয় খাবারের উপরেই বাদাম কুচি দেয়া। তিনি মা হয়ে মেয়ের এতো বড় বিষয়টা কিভাবে ভুলে গেলেন। কিছুটা অপরাধ বোধ কাজ করলো তার মধ্যে। কিন্তু পরক্ষনেই আবার ইভানের এমন খেয়াল রাখা দেখে চোখ ছলছল করে উঠলো। তার মেয়ে ইভানের কাছে কতটা সুখী হবে সেটা নিয়ে তাকে আর ভাবতে হবে না। ইভানের দাদি ইভান কে দেখে বলল
–এতক্ষন কোথায় ছিলে তুমি? আর একটু দেরি করলেই তো বিপদ হয়ে যেত।
ইভান খাবারের দিকে তাকিয়ে খুব স্বাভাবিক ভাবেই বলল
–আমার আগে বিপদ আসবে এটা তো মোটামুটি অসম্ভব দাদু। কখনও এরকম হয়নি আর আমি বেঁচে থাকতে হবেও না।
ইভানের কথা শুনে ঈশা নত দৃষ্টিতেই মুচকি হাসল। ঈশার মা সময় নষ্ট না করে ঈশার প্লেট থেকে সমস্ত মিষ্টি জাতীয় খাবার গুলা সরে ফেলল। খুব স্বাভাবিক ভাবেই অনুষ্ঠানটা শেষ হল। অনুষ্ঠান শেষ করে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে গেলো।
——————
হাত ভর্তি করে মেহেদি পরে দুই হাত উঁচু করে ধরে অসহায়ের মতো সেদিকেই তাকিয়ে আছে ঈশা। চোখে ঘুম তার। সারাদিনে অনেক ক্লান্ত হয়ে গেছে সে। ঘুমানোর কোন উপায় নেই। কাজিনরা সবাই মেহেদি পরছে। সবার মেহেদি পরা শেষ হবে তারপর তারা দেখবে কতোটুকু রঙ ধরেছে। সে অনুযায়ী তুলতে পারবে। আরও কতো রাত হবে কে জানে। ঈশা বারবার করে বলেছিল তার খুব ঘুম পাচ্ছে। কাল সকালে মেহেদি পরবে। কিন্তু কে শোনে কার কথা। কাল হলুদের আয়োজন নিয়ে সকাল থেকেই সবাই ব্যস্ত থাকবে। সন্ধ্যা বেলা হলুদ। তাই আলাদা কোন প্রেসার নিবে না। বাকি যা কিছু আছে সব আজ রাতেই শেষ করে ফেলবে। ঈশা আর নিজের চোখ খুলে রাখতে পারছে না। এক পাশে দেয়ালে হেলানি দিয়ে চোখ বন্ধ করে ফেলল। কিন্তু এভাবে কি আর ঘুমানো সম্ভব। বিরক্ত হয়ে উঠে বারান্দায় গেলো। চোখে মুখে বিরক্তি নিয়ে দাড়িয়ে রাস্তায় তাকিয়ে আছে। ইভান ছাদে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। পিছনে ঘুরতেই ক্লান্ত ঈশার চেহারা চোখে পড়তেই ভ্রু কুচকে নিলো সে। এতো রাত পর্যন্ত জেগে আছে। একটু ভেবে ফোন বের করে ফোন দিলো ঈশার নাম্বারে। কিন্তু ঈশা তো বারান্দায়। কিছুক্ষন বাজার পরে ফোন রিসিভ হল। ইভান ঈশাকেই দেখছিল। ফোন তো ঈশার হাতে নেই তাহলে রিসিভ করলো কে? ইভান চুপ করে আছে বিষয়টা বোঝার জন্য। নিলা ফোনটা রিসিভ করে একটু থেমে বলল
–ইভান ভাইয়া তুমি এতো ডেস্পারেট কেন বলতো? দুপুরেই তো বউকে নিজে হাতে খাইয়ে দিয়ে গেলে। আবার কাল বাদে পরশু তো বউকে নিয়েই যাবে। তাহলে এতো রাতে আবার ফোন দিয়েছ কেন?
ইভান বিরক্ত হয়ে বলল
–অকারনে তো ফোন দেইনি। যথেষ্ট কারন আছে। এই যে তোরা আমার এতো গুলো শালা শালি আছিস কিন্তু কেউ কোন কাজের না। এতো রাত পর্যন্ত আমার বউটাকে জাগিয়ে রেখেছিস। সারাদিনে কতো ক্লান্ত হয়ে গেছে। এই রাতের বেলাতেও তোদের অত্যাচার সহ্য করবে?
নিলা বিস্ময় নিয়ে বলল
–সারাদিন এই গরমে আমরা খেটে মরছি। আর তোমার বউ বসে থেকেই ক্লান্ত হয়ে গেলো? আমরা কেউ না তাই না? বউই সব হয়ে গেলো এখন? খুব ভালো।
ইভান নিলার কথা শুনে হেসে ফেলল। তারপর খুব শান্ত ভাবে বলল
–আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন আপাতত আমার বউটাকে একটু ঘুমানোর ব্যাবস্থা করে দে। আর দুইটা দিন ওর খেয়াল রাখ। তোদের জন্য স্পেশাল ট্রিটের ব্যবস্থা থাকবে।
নিলা হাসল। তারপর বলল
–দাড়াও ঈশাকে দিচ্ছি।
বলেই ফোনটা নিয়ে বারান্দায় গেলো। ঈশা গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দাড়িয়ে আছে। নিলা ফোনটা ঈশার কানে ধরেই বলল
–তোর জামাই। কথা বল।
ঈশা ‘হ্যালো’ বলতেই ওপাশ থেকে ইভান বলল
–কেন এভাবে বারান্দায় দাড়িয়ে আছিস? শুয়ে পড়। কাল সারাদিনে অনেক কাজ আছে। ঠিক মতো রেস্ট না নিলে নিতে পারবি এতো প্রেসার?
ঈশা অবাক হল। ইভান তাকে দেখছে। চারিদিকে চোখ বুলিয়ে ছাদের দিকে তাকাতেই দেখল ইভান এক কোনায় দাড়িয়ে আছে কানে ফোন ধরে। ঈশাকে সেদিকে দেখতে দেখে হাসল। ঈশাও হেসে চোখ নামিয়ে নামানো কণ্ঠে বলল
–এখনি শুয়ে পড়ব।
ইভান একটা তপ্ত শ্বাস ছেড়ে বলল
–ভালবাসি জান।
ঈশা কোন কথা বলল না। চুপ করে থাকলো। ইভান একটু হেসে আবার বলল
–ভালবাসি বলতে হবে না। তোর এই অনুভুতি গুলোই আমার কাছে সব। তোর এই নিরব অনুভুতির সাক্ষী হয়ে থাকুক ভালবাসাময় প্রতিটা মুহূর্ত। এই মুহূর্ত গুলো এভাবেই থাক সারাজীবন ভালবাসাময় হয়ে।
চলবে………