হৃদয়ে লুকানো প্রেম পর্ব ২৯

0
592

#হৃদয়ে_লুকানো_প্রেম
#নুুরুন্নাহার_তিথী
#পর্ব_২৯
আয়ানরা পিহুদের সাথে গিয়ে বসলো। আয়ান বলে,

“সেদিন তোমাকে বলে যাওয়া উচিত ছিল।”

পিহু অভিমানী কন্ঠে বলে উঠে,
“হ্যাঁ। আপনি একটুও ভালো না। জানেন কতো খুঁজেছি আপনাকে? পুরো রিসোর্ট তন্নতন্ন করে খুঁজেও পাইনি। তারপরে ম্যানেজারকে জিজ্ঞেস করাতে বলল আপনি চলে গেছেন। আপনি আগের রাতেও কথা বলার সময় বলেননি চলে যাবেন।”

আয়ান মাথা নিচু করে হাসলো অতঃপর বলল,
“তাই তো বলতে এলাম। এবার বলেই যাবো।”

পিহুর হুট করে অনেক লজ্জা লাগতে শুরু করলো। পিহুর বান্ধুবীরা মিটিমিটি হাসছে। আয়ান রাদ ও সাদের দিকে তাকিয়ে চোখের ইশারা করে পিহুকে উদ্দেশ্য করে বলে,

“একটা কথা বলো তো? তুমি আমায় খুঁজছিলে কেনো? হোটেল ম্যানেজার আমাকে সবটা জানিয়েছে।”

পিহু থতমত খেয়ে যায়। একবার রাখি, তনিমাদের দিকে তাকায়। থম মে*রে বসে থাকে সে। আয়ান কোনো জবাব না পেয়ে বলে,

“একদিনের পরিচয়ে তাও আবার বি*রক্তিকর সাক্ষাত! তারপরেরদিন নিশ্চয়ই তোমার আমার চলে যাওয়াতে খুশি হওয়ার কথা।”

আয়ান পিহুর দিকে তাকালো কিন্তু জবাব পেলো না। পিহুর দৃষ্টি নিচের দিকে নামানো। তাই বলল,

“আগামীকাল সকালের বাসে আমরা ফিরে যাবো। দুইদিন পর বান্ধুবীর বিয়ে। আমার প্রিয় একজন মানুষের বিয়ে।”

পিহু বিমর্ষ ভাবে চাইলো। এদিকে পিহুর বন্ধুরা বুদ্ধি করে আয়ানের ফেসবুক অ্যাকাউন্ট জেনে নিয়েছে। আয়ানরা ওদের থেকে বিদায় নিয়ে চলে আসে হোটেলে। পথিমধ্যে সাদ বলে,

“মেয়েটাকে দেখে মনে হলো তোকে ভালোবাসে।”

“জানি আমি। তবে আমি কি তাকে ভালোবাসি? তা জানিনা। প্রিয়াকে হ্যাপি দেখলে খুব ভালো লাগে। আগের মতো কস্ট হয় না।”

রাদ কাঁধে হাত রেখে মুচকি হেসে বলে,
“পিহু মেয়েটাকে সুযোগ দিতে পারিস। খুব সাফ মনের মনে হলো। লাইফ থেমে থাকবে না। যে যার মতো আগাবে। প্রিয়ার বিয়েতে আমরা খুব খুব ইঞ্জয় করব এটা মনে রাখিস।”

আয়ান বিপরীতে হাসলো। সে তার মনকে সুযোগ দিবে আবারও ভালোবাসার।

___________

সকাল থেকে মেহেন্দির অনুষ্ঠানের তোড়জোড় চলছে। আগামীকাল গায়ে হলুদ। মেহেন্দির অনুষ্ঠান হবে সন্ধ্যার পর কিন্তু বাড়িতে অর্গানিক কোণ মেহেদী টিউব বানানোর হিরিক পরে গেছে। এতে নেতৃত্ব দিচ্ছে প্রিয়ার বিবাহিতা কাজিন বোনেরা। প্রিয়া গানের কলি খেলছে ওর অন্য কাজিনদের সাথে। দিনটা আড্ডা আনন্দেই কেটে যাচ্ছে। রাহা প্রিয়ার কাছে এসে বলে,

“আপুইগো! তোমার বিয়েতে কি তোমার হ্যান্ডসাম কোন দেবর আসবেনা? জীবনে একটা প্রেম হলো না! খুব শখ ছিল বোনের দেবরের সাথে প্রেম করবো! এদিকে বোনের কোনো দেবরই নাই!”

রাহার কথায় প্রিয়া সহ অন্য কাজিনদের মাঝে হাসির রোল পরে গেলো। প্রিয়া রাহার কাঁধে কনুই রেখে বলে,

“আমার কিছু হ্যান্ডসাম বন্ধু আছে। চাইলে সেটআপ করে দিতে পারি।”

“না। তোমার বন্ধু নিবো না। আমার তো তোমার দেবরই লাগবে। কোনো কাজিন দেবর তো থাকবেই তোমার। দেখো, ঠিক তার সাথে ভাব করে তোমার সাথে চলে যাবো।”

এক কাজিন রাহার কথার প্রতিউত্তরে বলে উঠে,
“রাহারে, প্রিয়ুর তো কাজিন দেবর দুটো অবিবাহিত আছে। চাইলে লাইন লাগাতে পারিস!”

রাহা লাজুক কন্ঠে এক্সাইটেড হয়ে বলে,
“প্রিয়ুপুর বিয়ের দিন আমি তবে শাড়িই পড়বো। মাকে যেভাবেই হোক রাজি করাবোই।”

সকলের হাসির তেজ আরও বাড়লো। আরেক কাজিন বলে,
“তোর কপালে দুঃখ আছেরে রাহা। কান্নাকা*টি করে গাউন কিনেছিস। এখন পড়বি শাড়ি! তোর মা তোকে জু**তা না মা**রলেই হয়।”

কাঁদো কাঁদো কন্ঠে রাহা বলল,
“এভাবে বলো কেন আপু? আমার ভয় করে তো। মাকে বলব রিশেপশনের ড্রেসটা যেটা কিনিনি সেটাতে গাউন পড়ব। আমার তো শপিং একটু বাকি। বিকেলে যেতাম। এখন আর যাবো না। আম্মুর টাকাও বাঁচবে। আম্মুর একটা লাল-বেগুনী কাঞ্জিভরম শাড়ি আছে। ওটা সে পড়বে না। ওটাই পড়ব আমি।”

প্রিয়া হাসতে হাসতে বলে,
“আচ্ছা বাবা পরিস। এখন আমার দেবর মহোদয়রা সিঙ্গেল থাকলেই হয়!”

আরেকদফা হাসির ধ*ম*কা বয়ে গেলো কিন্তু রাহা ঠোঁট উলটিয়ে সবাইকে দেখে চলেছে। দিনটা এভাবেই কেটে যাচ্ছে ওদের। রাতের জন্য প্রিপারেশন নিচ্ছে।

________

জারিফের কাজিনরাও জারিফকে ঝেঁকে ধরেছে ব্যাচলর পার্টি করবে বলে। জারিফ এসবে উৎসাহ প্রকাশ করছে না। সে বলেছে,

“এসব পার্টি ভ্যালুলেস। বিয়ের সাথে এসব কেনো? ব্যাচলর পার্টিতে ড্রিং*কস করা হয়। বি*য়া*র তো মাস্ট। অ্যাই ডোন্ট ওয়ান্ট ইট।”

জারিফের ইউনিভার্সটি পড়ুয়া এক কাজিন বলে,

“হেই ব্রো, ব্যাচলর পার্টিতে বি*য়ার আনা হয় ঠিক তবে ওটা তো একদিনই তাই না? অন্যান্য জুসও থাকবে।”

“নো মিনস নো। তোদের বিয়ের সময় তোরা এসব ব্যাচলর পার্টি করিস। আর তোদের যদি বি*য়ার খেতে ইচ্ছে হয় তবে নিজেদের মতো খা কিন্তু আমার বিয়ের দোহাই দিয়ে না। বাড়ির কারও যেনো কোনো অসুবিধা না হয়। আব্বু জানলে তোদের রক্ষে নাই। সো বি কেয়ারফুল।”

আরেক কাজিন বলে,
“খালু তো এসব বাড়িতে ঢোকাতেই দিবে না। তোমার সাপোর্ট পেলে দারোয়ানকে মেনেজ করতে ইজি হতো।”

“আমি এসবে নেই। আমার কাজ আছে। ইউ গাইস ক্যারি অন।”

জারিফ তার ল্যাপটপ নিয়ে ডিভানে গিয়ে বসে। আগামীকাল গায়ে হলুদ। প্রিয়াদের বাড়িতে আজ মেহেন্দির অনুষ্ঠান তাই রাতে প্রিয়াকে ফোন করবে। মেহেদীর ছবিও তো দেখবে।

_________
রাদিফ সকালে চলে গেছে। যাওয়ার সময় মুন্নির সাথে দেখা করতে চেয়েছিল কিন্তু মুন্নির ঘরের দরজা লক ছিল। মালা খালাও কয়েকবার ডেকেও মুন্নির কোনো সাড়া শব্দ পায়নি। এদিকে রাদিফের অফিস টাইম হয়ে যাচ্ছিল আবার মেসে ব্যাগ ও জিনিসপাতি রেখে অফিসে যাবে। কালকে অবশ্য মুন্নির বাবা তাকে বলেছে, চাইলে তাদের বাসায় থাকতে পারে। মেসে উঠতে হবে না। কিন্তু রাদিফের নিজের কাছে ব্যাপারটা শোভনীয় লাগেনি। এক মাস ছিল এইতো অনেক। তাই সে বলে দিয়েছে মেসেই উঠবে। মাঝেমধ্যে এসে দেখা করে যাবে।

মুন্নি এখন ব্যালকনিতে বসে চা পান করছে। সময়টা বিকেল। প্রতিদিন এই সময়টা তার ছাদে কা*টে কিন্তু আজকে এই দুই মাসের মধ্যে অন্যথা হলো। আজ তার ছাদে যেতে ইচ্ছে করছে না। সে আজ ব্যালকনিতে বসে থাকবে। আকাশে মেঘ করেছে। মাঝে মাঝে মেঘের গ*র্জন শোনা যাচ্ছে। প্রকৃতিতে অন্যরকম শীতলতা। দেখে মনে হচ্ছে ঝড় হবে। ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শীতল বাতাস বইছে। মালা খালা এসে বলেন,

“জানলা, দরজা বন্ধ কইরা ঘরে আহো খালা। তুফান আইব।”

মুন্নি হেসে বলে,
“তুমি অন্য ঘরের গুলো বন্ধ করো। আমারটা পরে করব নে। বাতাসটা ভালো লাগছে।”

মালা খালা কথা বাড়ালো না। মুন্নিও সন্ধ্যা অবধি বসে রইল। তার মা সকালে ফোন করেছিল। পৌঁছেছে জানিয়েছে। রাদিফ যাওয়ার পর সকালে একটা চিরকুট পেয়েছে দরজার নিচ দিয়ে। সকালে সে ইচ্ছে করেই দরজা খুলেনি। চিরকুটে লিখা ছিল,

“দুঃখবিলাসিনী,
আপনার কোনো দুঃখের কারণ হতে চাই না আমি। চেয়েছিলাম বন্ধু হতে। সুখ-দুঃখের ভাগীদার হতে। বুঝিনি আপনাকে কষ্ট দিয়ে ফেলব। পারলে মাফ করবেন।
ইতি
সুখের অন্বেষক পথিক”

মুন্নি কয়েকবার চিরকুটটা পড়েছে। কয়েকটা পঙক্তি হৃদয়স্পর্শী। পিহু চোখ বন্ধ করে আকাশপানে মুখ উুঁচিয়ে রাখলো।

________

“আমার হাত চু*লকা*চ্ছে প্রচুর!”

“উফ প্রিয়ু! একটু সহ্য কর। মেহেদী দিলে এমনই লাগে।”

প্রিয়া উদগ্রীব হয়ে বলে,
“না না। তোমরা এগুলো বানানোর সময় কী কম বেশি দিয়েছ বলো। আমার হাতের যদি কিছু হয় তবে আমার বর তোমাদের আস্ত রাখবে না মিলিয়ে নিও।”

ইফা টি*ট*কারি করে বলে,
“ইশ! এখনি বরের ক্ষমতার বড়াই করছে দেখো। হাতের উপর গর্জিয়াস করে মেহেদী দিয়ে দিচ্ছি তাই এমন লাগছে। শুকোলো ঠিক হয়ে যাবে।”

রাহাও মেহেদী দিচ্ছে তবে প্রিয়ার মতো গর্জিয়াস করে না। রাহা বলে,
“এই প্রিয়ুপু, আমার হাত কিন্তু অতো চু*লকা*চ্ছে না। ফাঁকা স্থানগুলো একটু চু*লকা*চ্ছে। ওটা তো সবসময় হয়।”

প্রিয়া এক হাতে ফুঁ দিচ্ছে আর নিজে নিজেই বলছে,

“জলদি শুকিয়ে যা। আমি হাত চু*লকা*বো।”

প্রিয়া কান্ডে ওরা মিটিমিটি হেসে যে যার কাজ করছে। প্রিয়ার মা এসে প্রিয়াকে ভাত মাখিয়ে খাইয়ে দিয়ে গেছে। খাবারের পর একটা এ*লার্জির ঔ*ষধ খেয়ে নিয়েছে। এখন সে ঘুমাবে। এমনিতেও এ*লার্জির ঔ*ষধ খেলে ঘুম আসে। এদিকে বেচারা জারিফ বউয়ের মেহেদী ডিজাইন দেখবে বলে রাত বারোটার অপেক্ষায় আছে কিন্তু বউ তার আগেই ঘুমিয়ে কাদা!

চলবে ইনশাআল্লাহ্‌,
ভুল ত্রুটি ক্ষমা করবেন। কপি নিষিদ্ধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here