এক বেরঙ চিলেকোঠায় পর্ব ৪৬+৪৭

0
365

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৬

আরাব উপুর হয়ে শুয়ে ঘুমোচ্ছে,আর দোয়া ওর উন্মুক্ত পিঠের ওপর মাথা রেখে ঘুমোচ্ছে। কিঞ্চিত নড়েচড়ে উঠলো আরাব। বারান্দা দিয়ে বাইরে তাকিয়ে বুঝলো,ভোরের আলো ফোটেনি এখনো। ঠিকঠাকমতো শুতে যাবে,টের পেলো ওকে কেউ দুহাতে জরিয়ে আরামে ওর পিঠের ওপর মাথা রেখে শুয়ে। নড়াচড়া না করে মুচকি হাসলো আরাব। একহাতে দোয়ার মাথাটা একটুখানি উচিয়ে ধরে সোজা হয়ে শুয়ে পরবে ভাবলো। কিন্তু ও সোজা হওয়ার আগেই চোখ মেললো দোয়া। হুট করেই আরাবকে খালি গায়ে এতো কাছে দেখে ভরকে গিয়ে মোটামুটি লাফিয়ে সরে যাচ্ছিলো ও। আরাব একটানে ওকে নিজের বুকের মাঝে মিশিয়ে নিলো। একহাতে চাদর দিয়ে দোয়াকে ঠিকঠাকমতো জরিয়ে আরেকহাতে ওর ঘাড়ের চুলগুলো মুঠো করে নিলো ও। কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় বললো,

-নিজেকে নতুন করে দেখুন,চিনুন মিসেস তাহসানুল আরাব? এখনো এভাবে চমকালে চলবে? দুরে সরে যেতে চাইলে চলবে? আমি যেতে দেবো?

চোখ খিচে বন্ধ করে রইলো দোয়া। সকাল সকাল ওকে এভাবে লজ্জায় না ফেললে চলছিলো না লোকটার? দোয়ার চুলে চুমো দিলো আরাব। তারপর ওকে শুইয়ে দিয়ে চাদরটা ছেড়ে দিলো। শক্তহাতে ওটা ধরে চোখ বন্ধ করে রইলো দোয়া। আরাব দোয়ার দিকে খানিকটা ঝুকে ওর চুলে আঙুল চালাতে চালাতে বললো,

-জানো দোয়া? বারান্দা দিয়ে ভোরের আকাশে শুকতারা দেখা যাচ্ছে।

দোয়া চোখ মেললো। মুচকি হেসে ওর কপালে ঠোট ছোয়ালো আরাব। কপালে ভাজ ফেলে সরু চোখে তাকালো দোয়া। আরাব মাথার নিচে একহাত রেখে কিছুটা উচু হয়ে শুয়ে বললো,

-আজ অনেকদিন পর এতো সকালে ঘুম ভেঙেছে আমার।

-ত্ তো আবার ঘুমিয়ে পরুন।

অন্যদিক তাকিয়ে কোনোমতে কথাটা মুখ দিয়ে বের করলো দোয়া। চোখ তুলে আরাবের দুষ্টু হাসি দেখেই গালে রক্তিমতা ফুটে উঠলো ওর। ধাক্কা মেরে আরাবকে সরিয়ে উঠে সোজা ওয়াশরুমে ঢুকে গেলো। আরাব মুচকি হেসে আবারো শুয়ে পরলো উপুর হয়ে। ফ্রেশ হয়ে বেরিয়ে দোয়া দেখলো আরাব ঘুমিয়ে। ঠোট টিপে নিরবে হাসলো শুধু। এইতো,তৌফিকার বলা ওর এলোমেলো বর! মাথায় তোয়ালে পেচাতে পেচাতে পুরো ঘরটায় আরেকদফা চোখ বুলালো ও। সবকিছু বেশ ভালোভাবেই গোছানো। তাহলে তৌফিকা ওকে কেনো বললো,এলোমেলো ঘর? বিছানায় থাকা গোলাপের পাপড়িগুলো মেঝেতে পরে আছে। গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে মেঝে থেকে দুহাতের আজলায় কিছু পাপড়ি তুলে নিলো দোয়া। ঘ্রান এখনো যায়নি ওগুলোর। যেমনটা ওর গায়ে এখনো আরাবের ঘ্রান লেগে আছে,তেমনটাই।

চোখ বন্ধ করে আরেকবার নিজের মাঝে আরাবকে অনুভব করতে যাচ্ছিলো ও। পরপরই মনে পরলো,আরাব ওর কাছেই,ওর সামনেই। আর এ মানুষটা তো পুরোপুরিই ওর। আরাবের দিকে কিছুটা ঝুকে আস্তেকরে ওর কপালে ঠোট ছুইয়ে পাপড়িগুলো বেডসাইড টেবিলে রাখলো দোয়া। ওখানেই চোখে পরলো স্বচ্ছ কাচের একটা গোলাকৃতির পাত্রবিশেষ। ভেতরে কালচে,বড়বড় পাতার মতো কিছু। কি সেটা বুঝতে পারছিলো না দোয়া। কপালে ভাজ পরলো ওর। তখনই শুনতে পেলো,

-ওগুলো তোমার তোলা পদ্ম। ওই ফুলকুড়োনির কাছ থেকে আমিই কিনেছিলাম।

আরাবের কথায় ওর দিকে তাকালো‌ দোয়া। আরাব ততক্ষনে উঠে বসেছে। দোয়াকে তাকাতে দেখেই চোখ মেরে বললো,

-কি ম্যাডাম? আপনি নিজে থেকে আমাকে আদর করবেন,আর আমি ঘুমোবো এটা কোনোদিন সম্ভব বলে মনে হয় আপনার?

মাথা নেড়ে দোয়া টেবিলে তোলা পাপড়িগুলো সরিয়ে দিতে যাচ্ছিলো। আরাব ব্যস্তভাবে বললো,

-ওয়েট!

দোয়া থেমে গেলো। আরাব নেমে এসে পাপড়িগুলো ওই কাচের বোলটায় রেখে দোয়ার সামনে দাড়ালো। বললো,

-তো‌মার ভালোলাগা দিয়ে এই ঘর ভরিয়ে তোলো দোয়া। আমি তোমায় হারাতে চাই,তোমার ভালোলাগায় হারাতে চাই।

দোয়া মাথা নামিয়ে নিলো। শাড়ির আচল আঙুলে পেচাতে লাগলো ও। আরাব আপদমস্তক দেখে নিলো ওকে। মিষ্টি রঙের শাড়িটায় একেবারে সদ্য প্রস্ফুটিত ফুলের মতো দেখাচ্ছে দোয়াকে। ওর মাথার তোয়ালে খুলে দিলো আরাব। দোয়া মাথা তুললো। আরাব ওর ভেজা চুল কানে গুজে দিয়ে বললো,

-কোনো এক উপন্যাসে পড়েছিলাম,বরের স্পর্শে নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়। আজ দেখেও নিলাম।

লজ্জায় কান গরম হয়ে গেলো দোয়ার। তবুও নিজেকে সামলে নিলো ও। বরাবরই এই লজ্জাতেই আরাব বারবার লজ্জায় ফেলেছে ওকে। গলা ঝেড়ে আরাবের হাতের তোয়ালে কেড়ে নিলো ও। চোখে চোখ রেখে বললো,

-ও! তারমানে সাইন্টিস্ট মশাই এক্সপেরিমেন্ট ছেড়ে এইসব উপন্যাসও অধ্যায়ন করেন?

একটু প্রসারিত চোখে তাকালো আরাব। দোয়া একটা বিশ্বজয়ের হাসি দিলো। আরাব নিজেও বাকা হাসি দিলো একটা। হচকিয়ে গেলো দোয়া। আরাবের এই বাকা হাসির পরবর্তি কাজগুলো ওর জন্য ভয়ানক লজ্জাজনক হয় মনে পরে গেছে ওর। আমতা আমতা করতে করতে বললো,

-আ্ আসলে আরাব….

বলার সুযোগ না দিয়ে দোয়াকে ঘুরিয়ে দাড় করালো আরাব। একহাতে পেছন থেকে জরিয়ে রেখে আরেকহাতে ওর চুলগুলো ঘাড়ের সামনে দিয়ে দিলো। কেপে উঠলো দোয়া। দুহাতে আরাবের একহাত ছাড়ানোর জন্য দুবার নড়চড়া করলো। ওর ঘাড়ে মুখ গুজে দিয়েছে আরাব। দোয়া অস্ফুটস্বরে বললো,

-আ্ আরাব…

আরাব নেশালো কন্ঠে বললো,

-হুম। পড়েছি। তোমাকে ভালোবাসায় ভরিয়ে রাখবো বলে প্রেমের সব উপন্যাস পড়েছি,সব সঙ্গা জেনেছি,ভালোবাসা নামক বিস্তৃত অধ্যায়ের সকল পরিচ্ছদ অধ্যায়ন শেষ আমার। আরো কি কি স্টাডি করেছি,প্র্যাকটিকালি প্রমান দেই?

দোয়ার চোখ যেনো বেরিয়েই আসবে। ওর দেহের কম্পন অনুভব করে আরাব মুখ তুললো। হাফ ছাড়লো দোয়া। ওর গলায় একটা সরু চেইন পরিয়ে দিলো আরাব। ওকে সামনে ঘুরিয়ে দুগাল ধরে বললো,

-আরাবের পাগলামিগুলোতে গা ভাসাতে অভ্যস্ত হয়ে যাও দোয়া। তোমাকে হুটহাট লজ্জায় পরে যেতে দেখলে আমি আরো বেসামাল হয়ে যাই।

-ও আম্মু! আরাব মামার রুমের দরজা নষ্ট হয়ে গেছে!

বাইরে থেকে টুইঙ্কেলের চিৎকার শুনে বড়বড় চোখে দরজায় থাকালো দোয়া। আরাব গুরুত্ব না দিয়ে ওভাবেই জরিয়ে রইলো দোয়াকে।বললো,

-আমার রুমের দরজা কখনো লক পায়নি। তাই ওভাবে বলছে।

লজ্জায় চোখ বন্ধ করে মাথা নাড়লো দোয়া। সকাল সকাল এই লোক এমন করছে,আর ওই বাচ্চা মেয়েটা বাড়িভর জানান দিচ্ছে ওদের রুমের দরজা লক। আরাব দোয়ার কপালে চুমো দিয়ে ওকে ছেড়ে গিয়ে দরজা খুললো। টুইঙ্কেল ভেতরে ঢুকে আরাবকে শাষনের স্বরে বললো,

-এই পচা ছেলে! খুব ভালো লাগে না মাকে জ্বালাতে? খুব মজা পাও না মাকে ভয় দেখিয়ে? খুব আনন্দ লাগে তাইনা?

আরাব ঘাড় বাকিয়ে হেসে বললো,

-বাহ্! সকাল সকাল নানুমনির লেকচার মুখস্ত করে এসেছো টুইঙ্কেল?

টুইঙ্কেল হেসে দিলো। ওকে কোলে তুলে কাতুকুতু দিতে লাগলো আরাব। খিলখিলিয়ে আরো জোরে জোরে হাসতে লাগলো টুইঙ্কেল। দোয়া মুগ্ধ হয়ে ওদের দিকে তাকিয়ে রইলো। একটুপর দোয়াকে দেখে টুইঙ্কেল বললো,

-গুড মর্নিং উইশমাম।

-ভেরি গুড মর্নিং লিটলস্টার।

টুইঙ্কেল আরাবের মুখ ধরে দোয়ার দিকে ফেরালো। তারপর কানে ফিসফিসিয়ে বললো,

-মামা? উইশমামও কি আমার আর তোমার মতো চুল মুছতে পারে না?

আরাব দোয়ার দিকে তাকিয়ে হেসে দিলো। ও নিজেও ধীর গলায় বললো,

-না টুইঙ্কেল। তুমি গিয়ে উইশমামকে বকে দাওতো! এতো সকালে গোসল করেছে,চুলগুলো ভালোভাবে না মুছলে অসুখ করবে তো!

দোয়া ভ্রুকুচকে ওদের কথা বোঝার চেষ্টা করছে। টুইঙ্কেল ওকে বলে আরাবের কোল থেকে নেমে দোয়ার দিকে এগোলো। দোয়া ভ্রু নাচিয়ে একবার আরাবকে বোঝালো কি বললো টুইঙ্কেল। আরাব একটা ইনোসেন্ট হাসি দিয়ে বললো,

-হ্যান্ডেল হার কোশ্শেনস্!

বেখেয়ালিভাবে হেলেদুলে ওয়াশরুমে চলে গেলো আরাব। দোয়া অবুঝের মতো তাকিয়ে রইলো ওর চলে যাওয়ার দিকে। কি বলে গেলো আরাব? টুইঙ্কেলের প্রশ্ন সামলাবে মানে? কি এমন বলবে টুইঙ্কেল? ওর দিকে তাকালো দোয়া। টুইঙ্কেল দোয়ার হাত থেকে তোয়ালেটা নিয়ে বেডের উপর উঠে দাড়ালো। তারপর দোয়াকে ইশারা করলো এগিয়ে দাড়াতে। দোয়া করলোও তাই। টুইঙ্কেল তোয়ালে দিয়ে ওর মাথা মুছতে মুছতে বলে উঠলো,

-এত্তো শীতে,এত্তো সকালে গোসল কেনো করেছো উইশমাম?

নিরব বজ্রপাতের শব্দ যেনো কানে বাজলো দোয়ার। অসহায়ভাবে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে তাকালো ও। ওয়াশরুমের ভেতর থেকে শাওয়ারের সাথে হুইস্টলিংয়েরও শব্দ আসছে। এখানে টুইঙ্কেলকে উসকিয়ে,ওকে টুইঙ্কেলের উদ্ভট প্রশ্নফাদে ফেলে জনাব সিটি বাজিয়ে বাজিয়ে,নির্বিঘ্নে স্নানে ব্যস্ত? দাতে দাত চেপে রইলো দোয়া। আরাবকে উদ্দেশ্য করে ওর ভেতরের কোনো ক্ষিপ্ত সত্ত্বা যেনো চেচিয়ে বলে উঠলো,

-এবার আসুক! তারে আমি মজা দেখাবো!

#চলবে…

#এক_বেরঙ_চিলেকোঠায়
#লেখনীতে:মিথিলা মাশরেকা
পর্ব-৪৭

আরাব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে টুইঙ্কেল বিছানায় বসে ফুল নাড়াচাড়া করছে। তবে ওর কাছে দোয়া নেই। মাথায় তোয়ালে চালিয়ে আশেপাশে দোয়াকে খুজতে লাগলো ও। টুইঙ্কেলকে কি বলে দোয়া সরেছে আর টুইঙ্কেলই বা এতো সুন্দরমতো বসে আছে কিভাবে,মাথায় ঢুকছে না ওর। ওকে বেরোতে দেখে টুইঙ্কেল বললো,

-বেরিয়েছো?

-হুম। তোমার উইশমাম…

-উইশমাম তো নিচে চলে গেছে।

-ও। ত্ তো তোমার কোশ্শেনের আন্সার দিয়েছে উইশমাম?

টুইঙ্কেল উঠে দাড়ালো বেডের উপর। চেচানোপ্রায় আওয়াজে বলে উঠলো,

-না। উইশমাম বলেছে,তোমার কাছ থেকে জেনে নিতে। আর যদি আন্সার না করো,তাহলে তোমার নামে রংধনুর সবার কাছে নালিশ করতে। তুমি জোর করেছো উইশমামকে এতো সকালে গ্….

তোয়ালে বিছানায় ছুড়ে মেরে টুইঙ্কেলের মুখ চেপে ধরলো আরাব। পেছন থেকে ওর অবস্থা দেখে শব্দ করে হেসে ফেললো দোয়া। আরাব একবার দোয়ার দিকে তাকালো। তারপর টুইঙ্কেলকে বললো,

-এই টপিক ভুলে গেলে মামা টুইঙ্কেলকে অনেকগুলো চকলেট দেবে।

টুইঙ্কেল মুখ ওভাবে চেপে থাকা অবস্থাতেই অস্ফুটস্বরে বললো,

-ডিল?

আরাব বুঝলো ওর কথা। হার মেনে নেওয়ার চেহারা বানিয়ে বললো,

-ডিল।

টুইঙ্কেলকে ছেড়ে দিলো আরাব। ও নাচতে নাচতে দোয়ার কাছে গিয়ে বললো,

-মামার কাছ থেকে চকলেট আদায়ের আইডিয়াটা দারুন ছিলো উইশমাম! থ্যাংকিউ!

দৌড়ে বেরিয়ে গেলো টুইঙ্কেল। আরাবের দিকে তাকালো দোয়া। করুনার স্বরে বললো,

-আহারে! প্রেমাখ্যান পড়তে পড়তে “পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকই” নিউটনের এই তৃতীয় সুত্র ভুলে গেছেন বুঝি? বেচারা সাইন্টিস্ট!

-তাই না?

আরাব এগোলো ওর দিকে। রুম থেকে ছুটে বেরিয়ে আসলো দোয়া। সিড়ির কাছে আসতেই সোফায় তৌফিকা,মুফতাহির,টুইঙ্কেল আর মিসেস ওয়াহিদকে দেখতে পেলো ও। দোয়া শাড়ির আচলটা ‌মাথায় তুলে দিয়ে এগিয়ে গেলো। মৃদ্যুস্বরে সালাম দিয়ে বললো,

-গুড মর্নিং।

মিসেস ওয়াহিদ সালামের উত্তর নিলেন। মুফতাহিরও পেপার ছেড়ে একবার চোখ তুলে তাকিয়ে,উত্তর নিলো সালামের। তৌফিকা বললো,

-গুড মর্নিং! আয়! এদিকে এসে বস!

তৌফিকার তুই সম্বোধনে দোয়া খুশি হয়ে গেলো। এগিয়ে যাবে,মুফতাহির পেপার পড়তে পড়তেই বললো,

-দোয়া সবে আসলো রংধনুতে,এখনই তুই করে বলছো তৌফিকা?

-মা তো বলেই দিয়েছে,দোয়া এ বাড়ির মেয়ে। আমিও ওকে ছোটবোন মানি। তুই করেই বলবো! কিরে দোয়া? তোর কি খারাপ লাগবে আমি তোকে তুই করে ডাকলে?

দোয়া তৌফিকার হাত মুঠো করে নিয়ে বললো,

-না আপু। আমি নিজেকে ধন্য মনে করবো! আপনি তুই করেই ডাকুন আমাকে।

-তাহলে তো তোরও তৌফিকার সাথে আপনি চলবে না দোয়া! তুমি করেই বলতে হবে! আমিও তুই করেই ডাকবো তোকে,তাই আমাকেও তুমি করে বলতে হবে!

মিসেস ওয়াহিদের কথায় মুচকি হাসলো দোয়া। বললো,

-জ্বী,চেষ্টা করবো।

মিসেস ওয়াহিদ ‌দোয়ার গালে হাত রাখলেন। কিছুক্ষন তাকিয়ে থেকে বললেন,

-চল ব্রেকফাস্ট করবি চল।

দোয়া অবাক হয়ে তাকালো। ও ভেবেছিলো নিজেহাতে খাবার বানাবে। কিন্তু এতো তাড়াতাড়িই এ বাসায় ব্রেকফাস্ট করে সবাই তা তো ওর জানা ছিলো না। ইতস্তত করে বললো,

-এ্ এখনি?

তৌফিকা হেসে দিয়ে বললো,

-আজকে তাড়াতাড়িই খাবো আমরা। তোদের রিসেপশন নিয়ে প্লানিং করতে হবে না?

দোয়া আর কিছুই বললো না। মাথা নিচু করে মৃদ্যু হাসলো শুধু। সবাই মিলে ডাইনিংয়ে এসে বসে গেলো। কেয়ারটেকার খাবার বেড়ে দিলে মুফতাহির আর মিসেস ওয়াহিদ খাওয়া শুরু করে দিলো। অবাক হয়ে তাকিয়ে দেখছে দোয়া। আরাব,ওর শশুড়কে ডাকলো না কেনো কেউ? তৌফিকা টুইঙ্কেলকে খাওয়াচ্ছিলো। দোয়াকে খাওয়া বাদ দিয়ে বসে থাকতে দেখে বললো,

-কিরে? খাচ্ছিস না কেনো?

-আ্ আসলে…

-আরাবের জন্য ওয়েট করছিস?

-হ্যাঁ মানে ন্ না মানে আপু…

মিসেস ওয়াহিদ হেসে বললেন,

-ওর ঘুম থেকে ওঠা দেরি আছে। তুই খেয়ে নে!

টুইঙ্কেল এতোক্ষন পুতুল নিয়ে নাড়াচাড়া করছিলো। মিসেস ওয়াহিদের কথা শুনেই বলে উঠলো,

-মামা আজকে সকাল সকালই ঘুম থেকে উঠেছে তো! আজ ঘুমিয়ে নেই! সকালে উইশমামকে….

ওকে বলতে না দিয়ে দোয়া বলে উঠলো,

-ব্ বাবা কোথায়?

টুইঙ্কেল থেমে গেলো। তৌফিকা মেয়ের পাকনামো বুঝেছে। ওরও মনে পরলো,আরাব বিবাহিত। আগের রুটিনে পরিবর্তন আসবেই এখন। টুইঙ্কেলের মুখে খাবার দিয়ে চুপ থাকতে চোখ রাঙালো ওকে। ও আর কিছুই বললো না। মিসেস ওয়াহিদ গলা ঝেরে বললো,

-ওহ্! ভালো কথা মনে করিয়েছিস দোয়া। তৌফিকা? তোর বাবার খাবারটা রু‌মেই দিয়ে আয়। আসার সময় দেখলাম ফাইল নিয়ে বসেছে। তার কি আর খাওয়ার কথা ‌মনে থাকবে?

ট্রে নিয়ে খাবার বাড়তে লাগলো তৌফিকা। দোয়া আরো বিস্ময়ে তাকিয়ে রইলো সেদিকে। মুফতাহির পানির গ্লাস হাতে নিতে গিয়ে দোয়ার বিস্মিত চেহারা দেখে স্বাভাবিক গলায় বললো,

-বিয়ের ব্যস্ততায় দুদিন অফিস যায়নি। কাজ বাড়তি হয়ে গেছে এজন্য। রুমেই খাবারটা দিয়ে আসো তৌফিকা।

দোয়ার একবার মনে হলো কথাটা ওকে উদ্দেশ্য করেই বললো মুফতাহির। একটু চুপ থেকেই হাসি ফুটালো মুখে। উঠে দাড়িয়ে বললো,

-বাবার খাবারটা আমি দিয়ে আসি আপু?

-তা কেনো? তুই খেয়ে নে,আমিই…

-প্লিজ আপু। যাইনা আমি?

মিসেস ওয়াহিদ মাথা নেড়ে তৌফিকাকে বললো ওকে যেতে দিতে। দোয়া খুশি হয়ে খাবার বেড়ে নিয়ে চললো। আরাবের ঘর পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো ও। তখনই মনে পরলো,তৌফিক ওয়াহিদের ফোনটার কথা। ঘরে ঢুকে দেখে আরাব কালো টিশার্ট আর ট্রাউজার পরে। চুল এখনো ঠিকমতো মোছেনি। এলোমেলো হয়ে আছে চুলগুলো। সে ব্যক্তি কাবার্ডের নিজের সব জামাকাপড় নামিয়ে বিছানার ছড়িয়ে ছিটিয়ে রেখে,দোয়ার শাড়ি ভেতরে ঢুকাচ্ছে।

দোয়া পুরো ঘরে আরেকবার চোখ বুলালো। বিছানার চাদর নিচে পরে আছে,টেবিলের বইখাতা এলোমেলো,চেয়ারটাও বাকা হয়ে আছে,সামনেই খাতায় কিছু লেখা,যেনো সকালে উঠেই কয়েকদফায় পড়াশোনা শেষ আরাবের। টি টেবিলের উপর রাখা ফাইলগুলোও দুটো খোলা,বাকি চারটে অগোছালো। দোয়া বড়সড় একটা দম নিলো। তৌফিকা ভুল কিছুই বলেনি। এলোমেলো ঘর! আস্তেধীরে আরেকটু এগিয়ে বললো,

-আরাব?

আরাব পেছন ফিরলো। দোয়াকে দেখেই হাসি ফুটলো ওর চেহারায়। কিন্তু ওর হাতে খাবারের ট্রে দেখে হাসিটা মলিন হয়ে গেলো। ভ্রু নাচিয়ে বুঝালো ওটা কার। দোয়া বললো,

-বাবার খাবার। ওনার রুমে নিয়ে যাচ্ছি।

আরাব হেসে এগিয়ে আসলো। ট্রে নিয়ে পাশের টেবিলে রেখে ওর কোমড় জরিয়ে ধরে বললো,

-একদম বউবউ লাগছে তোমাকে।

-ঘরের এ অবস্থা কেনো?

দোয়াকে ছেড়ে ঘাড় চুলকালো আরাব। দোয়া মুচকি হাসলো। এগিয়ে গোড়ালি উচিয়ে দাড়ালো আরাবের আরো কাছে। বাহাতে আরাবের একহাত নিজের কোমড়ে রেখে,চুলগুলো ডানহাতে ঠিক করতে করতে বললো,

-ডোন্ট ওয়ারি। আপনাকে,আপনার ঘরকে গুছিয়ে রাখতে,আ’ম প্রিটি এনাফ!

হেসে দিয়ে দোয়ার নাকে নাক ঘষলো আরাব। দোয়া নিজেকে ছাড়িয়ে ট্রে হাতে নিয়ে বেরিয়ে যাচ্ছিলো। আরাব পেছন থেকে ডাকলো ওকে। দোয়া থেমে গেলো। এগিয়ে এসে ট্রের উপর তৌফিক ওয়াহিদের ফোনটা রাখলো আরাব। দোয়া মুগ্ধভাবে তাকিয়ে রইলো ওর দিকে। যে জন্য ঘরে ঢোকা,সেটা ও ভুললেও,না জেনেই আরাব ঠিক মনে করিয়ে দিলো ওকে। আরাব খানিকটা ঝুকে,মুচকি হেসে বললো,

-ডোন্ট ওয়ারি। তোমার সবকাজে,সবসময় পাশে আছি। এন্ড আই থিংক,আ’ম অলসো প্রিটি এনাফ!

#চলবে…

[ রিচেইক হয়নি। ভুলগুলো বুঝে নেওয়ার অনুরোধ রইলো। হ্যাপি রিডিং❤ ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here