#চারুর_সংসার
#Written_by_Nowshin_Noor
#পর্ব_১৩
.
?
.
আহান সন্দেহ করেছিলো রকিকে কিন্ত পরে সবকিছু ভুলে যায়।।।
(চারুর সাথে যার বিয়ে হয়েছে সে হচ্ছে আহান।)
বর্তমানে……..
চারু ডায়েরি টা হাতে নিয়ে বসে আছে। ভেবেই পাচ্ছে না কী করবে।কিছুক্ষন পর সে শবনমকে একটা ফোন দিলো—
চারুঃহ্যালো শবনম।
শবনমঃআপু,কী খবর।
চারুঃনা এইতো।আচ্ছা তোমরা ৩ ভাই-বোন তাই না??
শবনমঃহ্যা!
চারুঃআমার সব মনে পড়ে গেছে শবনম।এখন বলো আনাফের কী হয়েছিলো।আমার বিশ্বাস ই হচ্ছে না ক্যান্সার হয়েছে।আমি জানি এটা ষড়যন্ত্র।
শবনমঃতোমার সব মনে পড়ে গেছে?ওওয়াও! আমি ভাইয়াকে বলে আসি।
চারুঃনা না উনাকে বলার কোনো দরকার নেই।আমি তোমাকে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও।
শবনমঃআচ্ছা।হ্যা ক্যান্সার হয়ে মারা যায় ভাইয়া দুই বছর আগে।
চারুঃকিন্তু আমার মনে হচ্ছে ক্যান্সার হয়নি!
শবনমঃকিভাবে সম্ভব?ডক্টর ই তো বলল…
চারুঃহস্পিটালের নাম বলো আমাকে…..আর ডক্টরের নাম বলো..
শবনমঃ*******।
চারুঃওকে আমি এখন রাখছি। পরে কথা হবে।
চারু শবনমের সাথে কথা বলে ফোন রেখে দেয়।
চারুঃআনাফকে খুন করা হয়েছে।আমি ১০০% সিওর।আমি ছাড়বো না একজনকেও যারা এই কাজ করেছে।(মনে মনে)
চারু আহান ফোন দেয়।আহান তখন।রুমে চারুর ছবিই দেখছিলো। চারুর ফোন পেয়ে ধরবে কী না ভাবতে ভাবতে কেটে যায় চারু আবার দেয়।এইবার আহান ধরে….
চারুঃহহহেলো!শুনছেন?
আহানঃহুউ বলো।ডিভোর্স পেপার পেয়েছো?
চারুঃহুম পেয়েছি।
আহানঃসাইন করেছো?(আগ্রহ নিয়ে)
চারুঃনা।
আহানঃকেনো?
চারুঃযে জন্য ফোন দিয়েছিলাম,আমাকে নিতে আসবেন?
আহানঃঅবাক হয়ে যায়….
আহানঃ২ দিন আগেই না আসতে চাইলা..এখন আবার চলে আসবে কেনো??
চারুঃকাজ আছে আমার…বেশি কথা বলেন আপনি।(ধমক দিয়ে)
আহানঃআচ্ছা বিকালে নিতে আসবো…রেডি থেকো।
চারুঃআচ্ছা।
চারু বিকেলে রেডি হয়ে আহানের অপেক্ষা করতে থাকে।আহান আসলে আহানের সাথে দু একটা কথা বলে দুজনে বের হয়ে যায় আহানদের বাসার উদ্দেশ্যে।
গাড়িতে…..
চারুঃআমাকে প্রথমেই সবকিছু জানালে কী হতো?
আহানঃকিসের কথা বলছো তুমি?
চারুঃআনফের কথা!আপনার অভিনয় সবকিছু?
আহানঃতুমার মনে পড়ে গেছে সবকিছু?(অবাক হয়ে)
চারুঃহ্যা….
আহানঃ…….
আর বেশি কিছু বলে না দুজন।আহানও কিছু জিজ্ঞেস করতে যায় না।দুজনে বাসায় পৌছালে, শবনম এসে চারুকে জড়িয়ে ধরে….মা অনেক খুশি হন চারু আসায়…এবং চারুর সবকিছু মনে পড়ায়।চারু রুমে চলে যায়।গিয়ে দেখে আহান শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছে।সে আস্তে করে ডিভোর্স পেপার টা টেবিলে রেখে দেয়।এরপর ফ্রেশ হয়ে আসে….
চারুঃআপনার সাথে কিছু কথা ছিলো…
আহানঃহুমম বলো….
চারুঃআনফের কী সত্যি ই ক্যান্সার হয়েছিলো?
আহানঃহ্যা!ডক্টর ই তো বলল…
চারুঃকিন্তু আমি জানি এটা মিথ্যা কথা…কেউ ষড়যন্ত্র করেছে মনে হচ্ছে আমার….
আহানঃবলো কী…(অবাক হয়ে)
চারুঃহুমম….আমি ওই হসপিটালে যাবো..এবং ডক্টরের সাথে কথা বলবো….
আহানঃআমিও যাবো তুমার সাথে…তবে কেউ যদি এমন করে থাকে তাহলে তো সত্যি টা তো বলবে না….
চারুঃদেখা যাবে…..
বিকালে দুজন হস্পিটালে যায় যেখানে আনাফের রোগ ধরা পড়েছিলো….যে ডক্টর ওর ট্রিটমেন্ট করেছিলো সেই ডক্টর কে খুজতে থাকে ওরা……খোজ নিজে দেখে এখানে নেই উনি শিফট হয়েছেন…….উনার বাড়ির ঠিকানা নিয়ে ওরা সেখানে চলে যায়……
বাড়িতে ঢুকে নক করে…….উনি দরজা খুল্লে ওদেরকে বসতে বলেন…..এরপর ওরা পরিচয় দেয়…..উনি অভিনয় করে বলেন……
____হ্যা ছেলেটা মারা গেলো অনেক কস্ট পেয়েছি আমি…ক্যান্সার বড়ই মারাত্মক রোগ….সবাইকে মেরে ফেলে….এই রোগ যেনো আমার শত্রুর ও না হয়….
আহানের মাথা গরম হয়ে যায় এমন কথা শুনে…..সে উঠে গিয়ে লোকটির শার্টের কলার ধরে বলে……
____খুব অভিনয় হচ্ছে না?আমার ভাইকে খুন করেছেও তোমরা….সব সত্য বলো….আর কে কে জড়িত ছিলো এসবের সাথে….সব বলো….নাহলে পুলিশের কাছে দিয়ে দিবো….
____শান্ত হোন….. কী বলছেন এসব….খুন হবেন কেনো উনি?উনার তো ক্যান্সার হয়েছিলো…
____মিথ্যা কথা….সব সত্যি বলে দে এক্ষুনি…. নাহলে ভালো হবেনা বলে দিলাম…..
____দেখুন আপনারা ভুল বুঝছেন….কোথাও একটা ভুল হচ্ছে আপিনাদের…..
আহান রেগে ডক্টরের নাকে এক ঘুষি মারে…..এতেই নাক থেকে গলগলিয়ে রক্ত বের হতে থাকে….. তবুও কিছুই স্বিকার করছে না….আহান পেটে একটা ঘুষি দেয়…ডক্টর টি ব্যাথায় কুকিয়ে উঠে……
একটু মার খেয়েই নাজেহাল অবস্থা উনার…এরপর উনি কোকাতে কোকাতে বলেন…..
___আমি সব বলছি……সব বলছি….
চারুঃএইতো লাইনে এসেছো….তাড়াতাড়ি বলো….(আগ্রহ নিয়ে)
উনি সব কিছু বলতে শুরু করেন…….
চলবে……
.