চারুর_সংসার পর্ব ৭

0
982

#চারুর_সংসার
#Written_by_Nowshin_Noor
#পর্ব_৭

(সবারই একটা প্রশ্ন আনাফ কী চোখে দেখে?আবার অনেকে মনে করছেন আনাফ চোখে দেখতে পায়।যাই হোক মনে হতেই পারে।কারণ আমি বলছি যে আনাফ ল্যাপটপ চালাচ্ছে।[যারা চোখে দেখতে পায়না তারা কিন্তু বই পড়তে পারে এতদ্বারা বুঝায় ল্যাপটপ চালানো বেশ কঠিন কিচ্ছু না।]এবং আনাফ চারুকে সোফায় যেতে দেখেছে? এটা আমি লিখেছিলাম।এটা রহস্য!আসতে আসতে সব জানতে পারবেন।যেহেতু বেশিরভাগই বলেছেন গল্প বড় করতে আর অনেকে না বলেছেন।আমি গল্প বড় করবো।যাদের প্যাচ গুচ ভাল্লাগেনা তারা পড়বেন না জোর করবো না।অনেকে বলছেন বড় করবেন না বড় করলে পড়ত ভাল্লাগেনা,প্যাচ ভাল্লাগেনা। তাদের বলছি পড়বেন ন।আমার কী এত ঠেকা পড়ছে যে সময় নস্ট করে বড় করে প্যাচ দিয়ে লেখবো?আমি তো চাইলেই অগোছালো করর গল্পটা শেষ করে দিতাম!লিখি তো আপনাদের জন্য!আপনাদের থেকে উৎসাহ পাই ভালোলাগে লিখি!তো যাদের ভালোলাগে পড়বেন।প্যাচমুচ থাকবেই রহস্য থাকবেই??)

[আজকের পার্ট টা একটু ছোট হবে বেশি লিখতে পারিনি অনেক মাথা ব্যাথা ছিলো।আগের পার্টও ছোট করে দিছি কাল বড় করে দিবো ইনশাল্লাহ?]

.
?
.

আনাফের জোরাজোরি তে বিছানায় আনাফের পাশে গিয়েই শুয়ে পরলো চারু।মধ্যখানে একটা বড় আকারের কোলবালিশ রয়েছে কিন্তু হুম?।

সকালে♨

চারু ঘুম থেকে উঠে দেখে আনাফ এখনও ঘুমিয়ে আছে।নিজে উঠে গিয়ে ফ্রেশ হয়ে মা,শবনমের সাথে নাস্তা করে।

অন্যদিকে……

নীলিমাঃচারুর বাচ্চা??।শয়তানের হাড্ডি। কাল আমার সাথে কী করলো??!!!আমার মুখে কালি লাগিয়ে দিলো!কাল সবার সামনে আমাকে অপমান হতে হয়েছে!কত্ত হেসেছে সবাই।তোকে তো আমি দেখে নিবো তুই আমার আনাফকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস?।আমি আনাফের সব সত্যি বলে দিবো দেখবো কিভাবে সংসার করো আনাফের সাথে।গেট রেডি বেবি!আমি আসছি তোমাদের সংসারে আগুন লাগাতে??।(শয়তানী হাসি দিয়ে)

???

আনাফ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বারান্ধায় বসে আছে।তখনি শবনম আসে সেখানে……

শবনমঃভাইয়া….
আনাফঃআরে শবনম! বল..
শবনমঃভাইয়া এভাবে আর কত দিন?(অসহায় দৃস্টিতে)
আনাফঃনারে,আর বেশিদিন নয়!১ বছর পুর্ণ হতে বেশিদিন নয়।ওই রকির জন্য আমাকে শাস্তি পেতে হচ্ছে।বিনা অপরাধে আমি শাস্তি পাচ্ছি।১ বছর পুর্ন হোক আমি ওই রকিকে তিলে তিলে মারবো(প্রচন্ড রেগে)
শবনমঃকুল ভাইয়া কুল?।
শবনমঃভাইয়া আপু যখন সব সত্যি জানতে পারবে তখন কী হবে বুঝতে পারছ কী হবে?
আনাফঃহ্যা রে কিন্তু কিচ্ছু করার নাই?।

চারু এদিকেই আসছিলো। অখান থেকেই সবকিছু শুনতে পেলো।রুমে ঢুকেই বলল…

চারুঃএই কিসের ১ বছর আরও কি যেনো? কী বলছিলে তোমরা?।আমাকে একটু বুঝিয়ে বলতো।
শবনমঃনা…..না কিচ্ছু না।
আনাফঃহ্যাঁ হ্যাঁ আমরা এমনিতেই গল্প করছিলাম
চারুঃহুম??।

????

বিকেলে…..

নীলিমা আসে চারুদের বাসায়।নীলিমাকে দেখে চারুর ওকে আরেকটু শিক্ষা দিতে মন চায়।তাই সব প্রিপারেশন নিয়ে রাখে।

নীলিমাঃআনাফ আমি শপিং এ যাবো বুচ্ছিস কিন্তু একা যাবো না চারু যাবে আমার সাথে প্লিজ্জ পার্মিশন দে প্লিজ প্লিজ প্লিজ প্লিজ।
আনাফঃওকে নিয়ে যা।আমার কোনো আপত্তি নেই?।
নীলিমাঃতুমি যাবে না চারু?
চারুঃহ্যা হ্যা।(জোরে হেসে)

হঠাৎ চারুর মাথায় শয়তানী বুদ্ধি আসে।সে বলে…

চারুঃঅবশই যাবো!তুমি বলেছো আর আমি না গিয়ে পারি? বলো?
নীলিমাঃহ্যা হ্যা?।

চারুঃকিছু খাবা নীলিমা?
নীলিমাঃকালকের ঘটনা মনে পড়তেই নীলিমা জোরে বলে এই না,না,, না খাবো না?

???

দুজন শপিং করতে চলে যায়।আর চারুর মাথায় ঘুরতে থাকে কিভাবে নীলিমাকে জব্দ করবে।মুখে চুইংগাম ছিলো চুইংগাম চিবোতে চিবোতে বিড়বিড় করছিলো হঠাৎ মাথায় দুস্টু বুদ্ধি চলে আসে।সে চুপিচুপি নীলিমার চুলে চুইংগাম লাগিয়ে দেয়?।

চারুঃবেডি বুঝ মজা অন্যের স্বামীর সাথে লুচ্চামী করিস না?এখন দেখ! না পারছি খুন করতে না পারছি কিছু বলতে!এখন বুঝবি চারু কী জিনিস কত প্রকার ও কী কী?।(মনে মনে)

দুজনে শপিংমলে ঢুকে….

নীলিমা বেছে বেছে ড্রেস কিনছিলো।আর চারু যেটা দেখছিলো সেটা দেখে বলছিলো এটা নেই এটা নেই নীলিমাও হ্যা বলছে কী আর বলবে বেচারি!

চারু শপিংমলের অর্ধেক ড্রেস কিনে ফেলে।নীলিমা না পারছে কিছু বলতে না পরছে সইতে।রাগে নীলিমার মাথা ফেটে যাচ্ছে তবুও কিছু বলছে না।

বিল পেয় করতে গিয়ে দেখে….

চলবে..♥

এগেইন সর‍্যি ছোট করে দেওয়ার জন্য প্রচুউউউউর মাথা ব্যাথা ইচ্ছা ছিলো বড় করে লিখবো কিন্তু পারিনি???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here