এ_শহরে_বৃষ্টি_নামুক❤️পর্ব-৪৪(অন্তিমপাতা)

0
2643

#এ_শহরে_বৃষ্টি_নামুক❤️পর্ব-৪৪(অন্তিমপাতা)
#লেখিকা_মালিহা_খান❤️

পশ্চিমাকাশের মনচিত্ত উদাসীন হয়ে আছে ভোর থেকেই। একগুচ্ছ কৃষ্ণবর্ণীয় কাদম্বিনী ছেঁয়ে আছে সেখানটায়। খুব মন্থরগতিতে বিস্তার লাভ করেছে তার প্রান্তর। আধিপত্য বাড়ছে গুমোট কালোর।
অন্তরীক্ষের গাঢ় ছাই রঙা বেশভূষা সহজেই জানান দিচ্ছে ভয়ানক বর্ষণ নামবে আজ।
রিক্ত কাঙাল প্রেমিকটাও হয়তো খোঁজ পেয়ে যাবে সিক্ত অনুভূতির। ভিজে উঠবে পাহাড়, রাজপথ, প্রকৃতি আর রুক্ষ্ন হৃদপিন্ড।
রাত্রি অসন্ধিত, অনন্বিত, নিস্পৃহ চেয়ে আছে শুন্য গগনে। বামকাঁধের আঁচলটা যত্নহীন উড়ছে শিশির সমীরনে। আঁধখোলা খোঁপাটা যেন পুর্ণতা দিয়েছে তার অমিত্রাক্ষর সন্ন্যাসী ভাবাবেশ। আদিত্য উত্তাপরাজা এখনো পদার্পণ করতে পারেননি। মেঘেদের কঠোর নিষেধাজ্ঞা আছে। আকাশ আজ তাদের দখলে। শীতলস্নিগ্ধ মেঘমালার রাজ্যে আজ উত্তাপের প্রবেশ বারণ। হাল্কা হাল্কা ময়ুখের ঝলকানি অবশ্য বারণ অমান্য করেই মেঘের ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে যাচ্ছে। রাত্রি হাসলো হঠাৎই। আকাশেও কি যুদ্ধ হয়? ওখানেও কি মতবিরোধ লাগে?
পেছন থেকে একটা ঘুমে অসাড় হয়ে আসা উচ্চডাক,”রাত? ওখানে কি করছো? একা একা উঠেছো কেনো? সকাল হয়নি এখনো। ঘুমাতে এসো।”

রাত্রি ঘাড় ফিরিয়ে তাকালো। নিভ্রানের উদাম গা। বালিশ থেকে মাথা খানিকটা উঠিয়ে নিদ্রাভারে চোখের পাতা কুঁচকে হাঁক ছাড়ছে সে। কি সুন্দর লাগে মানুষটাকে। এক্কেবারে রক্ত জমানো সুপুরুষ যেনো। মিষ্টি রিনঝিনে গলায় সে উওর দিলো,
—“একটু দাড়াই? ভালোলাগছে খুব। আপনি ঘুমান।”

নিভ্রানের কপালে দুই ভ্রুর মাঝবরাবর একটা ভাঁজ পরলো। সৌন্দর্য্য বাড়লো আরো। রাত্রি যেনো মরে গিয়েও বেঁচে উঠলো সেই রুপে। তাকে অকপট চেয়ে থাকতে দেখে ঘুমে বিবশ নিভ্রান কাতর, টলমলে, নিশ্চল পায়েই উঠে দাড়ালো। ডানহাতে দু’বার চোখমুখ ডলে তন্দ্রাঘোর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। রাত্রির কাছাকাছি যেতে যেতে বললো,”তুমি চরম অবাধ্য হয়েছো রাত। আমার একটা কথাও শুনোনা।’
রাত্রি অসহায় গলায় প্রতিবাদ করলো,
—“আহ্, আপনি উঠলেন কেনো? আমার ঘুম হয়ে গেছে তো। আর ঘুমাবোনা।”
নিভ্রান রুগ্ন গলায় বললো,
—“ঘুম হয়ে গেছে না? তুমি ঘুমিয়েছো কখন? ঠি ক চারটা বাইশে। আযানের পর। আমি নামায পড়ে শুলাম, তখন মাত্র তোমার ঘুম গভীর হয়েছে। আর এখন ক’টা বাজে? সাড়ে ছয়টা। সারাদিনে মাত্র দু’ঘন্টা ঘুমালে কিভাবে হবে?”

রাত্রি মুখ ছোট করলো। অকস্সাৎ প্রভন্জনে শাড়ির আচঁল খসে পরলো কাঁধ থেকে। নিভ্রানে তীক্ষ্ণ চোখে আশেপাশে তাকিয়ে দ্রুত তুলে দিলো। কব্জি চেপে বললো,
—“আমি এসি বন্ধ করে ঘুমাই তোমার শীত করে বলে আর তুমি সকাল সকাল গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছো? চলো রুমে, আমার মেয়েটাও বিরক্ত হয় পেটের ভিতর। কই মা একটু চুপচাপ থাকবে। ঘুমাবে, খাবে। না! তা না! এসো।’

রাত্রি গেলোনা। ঠাঁট মেরে দাড়িয়ে রইলো। নিভ্রান রক্তগরম চোখে তাকাতেই সে পায়ের পাঁচআঙ্গুলে ভর দিয়ে একটু লম্বা হলো। হাত ছাড়িয়ে দু’হাতে গলা জড়িয়ে কাঁধে মুখ গুঁজলো। নিভ্রান নিজ থেকেই ঝুঁকে গেলো অনেকটা। রাত্রির আঙ্গুল ফ্লোরে নেমে যেতেই স্বস্তির শ্বাস ফেললো সে। পরমূহুর্তেই প্রেয়সীর বিচিত্র কর্মকান্ডে ভ্রযুগল স্হির হয়ে গেলো। মাথার পিছে হাত রেখে হতভম্ব গলায় বললো,
—“কামড়াচ্ছো কেনো?”

রাত্রি আবার কামড় বসালো একই জায়গায়। নিভ্রান স্বর টেনে বললো,
—“রাত!”

রাত্রি দুষ্টু কন্ঠে বললো,”ব্যাথা পান?”
নিভ্রান হাসলো। চুলের ভাঁজে ঠোঁট ছোঁয়ালো। শান্ত গলায় বললো,”তোমার দাঁতের এতো ক্ষমতা নেই বিড়ালিনী।”
রাত্রি হাল ছাড়লো। মুখ তুলে চোখে চোখে চেয়ে রইলো কিছুক্ষণ। নিভ্রান দৃষ্টি সরিয়ে বললো,
—“হয়েছে চলো, ঘুমাবে।”
রাত্রি গলা ছাড়লো ঠি ক তবে পরমূহুর্তেই গালে হাত রেখে ত্রস্ত, ভীত গলায় বললো,”আপনি আবার গাল কেটেছেন?”

নিভ্রান প্রত্যুওর করলোনা। পলকশূণ্য, নিমেষহীন চেয়ে রইলো সামনের বিচলিত, ব্যাথাতুর নয়নজোড়ায়।
এই চোখের চেয়েও বেশি মায়া ধারণ করার মতো বস্তু আছে এ ধরণীতে? নেই বোধহয়। অন্তত তার জন্যে?
রাত্রি আবার বললো,”এটা কাটলো কখন? রাতেও আপনার দাঁড়ি ছিলো।”
নিভ্রান ভাবলেশহীন বললো,
—“তুমি ঘুমানোর পর শেভ করেছিলাম রাত। এখন চলোতো। ঠান্ডায় তোমার লোম দাড়িয়ে গেছে।”
____________
মেঘলা মধ্যান্হ।
নাহিদা ইলিশ মাছের লেজের কাঁটা বাঁছতে ব্যস্ত। তার একনিষ্ঠ ভাব দেখে রুবিনা মলিন গলায় বললো,” এত কষ্ট করছেন কেনো আপা? লেজে কাঁটা বেশি। আমি টুকরো বেঁছে দেই।”
নাহিদা হাসলেন। চোখের ইশারায় মানা করে আল্হাদি কন্ঠে বললেন,
—“উহুম! মেয়ে আমার হরিণের মাংস খাবে। ওটাই নাকি মজা লাগে। কাল জানেন, পুরো সাত টুকরো মাছের সাইডের ওইটুকু খয়েরি রংয়ের মানে তার হরিণের মাংস দিয়ে ভাত খাইয়েছি। মাছ খাবেনা। লেজে এই মাংস বেশি থাকে। তাই ওর জন্য লেজই করেছি আলাদা করে।”
রুবিনা হাঁফ ছেড়ে বললেন,
—“মেয়েটা এতো কষ্ট করায়। আর আপনিও কিছু বলেন না।”

নাহিদা যেনো একমূহুর্তের জন্য অতীতে ফিরে গেলেন। বিশীর্ণ কণ্ঠে বিরবির করলেন,”আমি ওকে কম বলিনি আপা।”
রুবিনা থেমে গেলেন। তার জানা আছে সবই। যদিও সেসব নিয়ে আফসোস নেই বিন্দুমাত্র। এই পরিবারের প্রত্যেকটা সদস্য এখন যেভাবে তার মেয়েকে নি:স্বার্থ ভালোবাসে এর চেয়ে বেশি আর কিছু চাওয়া যায়না।
রাত্রির বাবা যখন বেঁচে ছিলেন তখন মেয়েই ছিলো তার সব। অঢেল টাকা পয়সা না থাকলেও একমাত্র মেয়েকে রাজকুমারীর মতোই রাখতেন তিনি। একটা বকা পর্যন্ত দিতেন না কখনো। রুবিনা বকলে উল্টো তাকেই ধমক লাগাতেন। ছোট্ট রাত্রিকে কোলে নিয়েই বলতেন,”তুমি দেখো রুবি, আমার মেয়ের জন্য একটা সত্যিকারের রাজকুমার রেখে দিয়েছে বিধাতা।” রুবিনা তখন হেসে বলতেন,”এই যুগে রাজকুমার পাওয়া যায়না।” তিনি বিশ্বাস করতেন না। মেয়ের দিকে এক আকাশ মুগ্ধতায় ঘেরা স্বপ্ন নিয়ে চেয়ে থাকতেন শুধু। রুবিনা মনে মনেই স্বগতোক্তি করলেন,”আচ্ছা, আপনি কি দেখতে পারছেন আপনার মেয়ের জন্য সত্যিই সত্যিই রাজকুমার এসেছে?”
চোখের জ্বলনে ভাবনার সুঁতো ছিঁড়লো। নাহিদার মাছ বাঁছা শেষ। তিনি উঠে দাড়িয়েছেন প্লেট হাতে। রুবিনা চোখের জল লুকালেন অতি সন্তর্পনে। এতো সুখে আজ কাঁদার সময় কোথায়?
_____________
নীলিমা আকাশ কোথায় যেনো হারিয়ে গেছে। খোঁজ করার কেউ নেই। প্রকৃতি ব্যস্ত বর্ষণ বরণে।
খেলনার দোকান থেকে নওশাদ সাহেবকে একপ্রকার টেনেহিঁচরে নিয়ে এলো নিভ্রান। নওশাদ সাহেব তিক্ত গলায় বললেন,”কি সমস্যা? তোমার টাকা দিয়েতো আর কিনছিনা।”
নিভ্রান বিস্মিত কন্ঠে বললো,
—“আপনি এতো কিছু কেনো কিনছেন বাবা? একই পুতুল কিনেছেন, তাও আবার তিনটা তিন রংয়ের।”
নওশাদ সাহেব সাথেসাথেই বললেন,
—“তোহ? আমার নাতনীর কোন রং পছন্দ হবে তা তো আর আমি জানিনা।”

নিভ্রান অসহায় চোখে চেয়ে রইলো। পরিশ্রান্ত স্বরে বললো,”এই দানবাকৃতির পুতুল আমি কোথায় রাখবো বাবা? ঘরে এতো জায়গা নেই। সব আগেই ভরে গেছে।”

নওশাদ সাহেব বিরক্ত হলেন,
—“বাবা হয়ে মেয়ের খেলনাপুতুল নিয়ে কিপ্টামি করছো তুমি। আমার মতো হও। তোমার জন্মের সময় গাড়িটাড়ি দিয়ে পুরো বাড়িকেই আস্ত টয়স্টোর বানিয়ে ফেলেছিলাম। আর আমার ছেলে হয়ে তুমি মেয়ের পুতুলের পিছে হাত ধুঁয়ে নেমেছো?”

নিভ্রান গোলমেলে শ্বাস ছাড়লো। এদেরকে বোঝানোই বেকার। সব গুলো গেছে।
—“আচ্ছা ঠি কাছে। যা কিনেছেন, কিনেছেন। আর কিছু লাগবে না। উঠুন গাড়িতে উঠুন।”
নওশাদ সাহেব উঠলেন। ফোন বাঁজলো নিভ্রানের। গাড়ি স্টার্ট দিতে দিতে সে কল রিসিভ করলো। ওপাশের কথাগুলো শুনে বললো,”হ্যাঁ, বাবা আমার সাথেই আছে। আসছি বাসায়।”
ফোন রাখতেই নওশাদ সাহেব হাল্কা গলায় বললেন,
—“তুমি আসলেই আমাকে ‘বাবা’ ডাকো, আমার মাঝেমধ্য বিশ্বাস হয়না।”
নিভ্রান উওর দিলোনা। একবার রাত্রি খুব অসুস্থ হলো। অসহ্য ব্যাথায় মেয়েটার জান যায় যায় অবস্থা।হসপিটালে নেয়া লাগলো। তখন পাঁচমাস চলছে। ভারি শরীর তারউপর ব্যাথায় দাড়ানোর শক্তি নেই। নিভ্রান কোলে করে নামাতে যেয়েও কি একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছিলো। ডক্টর চেহারা দেখেই
এডমিট করালো দ্রুত। সেইবার, সেইবার নিভ্রান নিজেকে সামলে রাখতে পারেনি। করিডোরে দাড়িয়ে নওশাদ সাহেবকে জাপটে ধরে ফুঁপিয়ে উঠেছিলো। এই লোহার মতো কঠিন ছেলের চোখের জ্বল যখন কাঁধে পড়ছিলো, গলা ধরে এসেছিলো নওশাদ সাহেবের। আলতো করে ছেলের পিঠে হাত বুলিয়ে তিনি বলেছিলেন,”কিছু হবেনা বাবা।”
ব্যস! সেই থেকে আর বাবা ছেলের দুরত্ব ঘুঁচে গেলো। অভিমানের পাহাড় গুঁড়িয়ে গেলো নিমিষেই। ‘রাত্রি’,
মেয়েটা যেনো সব পারে।
_____________
ঘরে বাতি জ্বলছে। বাইরে ঘনালি সন্ধ্যার অন্ধকারে ডুবছে জগৎ। নিভ্রান দরজা খুলে রুমে ঢুকলো। রাত্রি শুয়ে আছে। ঘুমাচ্ছে। কাছে গেলো সে। মাথায় হাত বুলিয়ে দিলো। ফর্সা চেহারাটা মলিন হয়ে আছে। গত পরশু ভাতের সাথে বেগুনভাজা খেয়ে ফেলেছিলো। এলার্জির ফলে গলার কিছু কিছু অংশ লালবর্ণ ধারণ করেছে। সকালে ওষুধ লাগিয়ে দিয়ে গিয়েছিলো। আবার রাতে লাগিয়ে দিবে। কমে যাবে। স্বাস্হ্য হয়েছে অল্প একটু। সাতমাসের উঁচু পেট। এতো সুন্দর লাগে মেয়েটাকে। বুঝিয়ে কুল পায়না।
মাথা থেকে হাত সরাতেই পিটপিট করে চোখ খুললো রাত্রি। নিভু নিভু তাকাতে তাকাতে ভালো করে চোখ মেললো। নিভ্রানকে দেখতেই মিষ্টি করে হাসলো। হাসলো নিভ্রানও। নরম গলায় বললো,”শুয়ে থাকো। উঠতে হবেনা।”

রাত্রি শুনলোনা। নিভ্রানের বাহু আঁকড়ে, একহাতে পেট চেপে ধরে উঠে বসলো। নিভ্রান পিঠের পিছে বালিশ দিয়ে হেলান দিয়ে বসালো। রাত্রি ভ্রু কুঁচকে বললো,”আজকে না ভাইয়াদের আসার কথা ছিলো? আসেননি?”

নিভ্রান শার্টের বোতাম খুলতে খুলতে বললো,”বাবা এসেছে। নিশাদ আসবে একটু পরে। কাজে আটকে গেছে।”

—“বাবা এসেছে?”

—“হুম। ব্যস্ত হয়োনা। মাত্রই আসলাম আমরা। একটুপরে দেখা করলেও হবে। আমি শাওয়ার নিয়ে আসি তারপর একসাথে চলো।”

রাত্রি মাথা কাত করে সম্মতি জানালো। নিভ্রান ওয়াশরুমে ঢুকলো। সে বসে রইলো চুপচাপ। অনার্সের রেজাল্ট দিয়ে দিয়েছে। সার্টিফিটেক পেয়ে গেছে। বেশ ভালো হওয়ায় জব নিতে সমস্যা হবেনা। নিভ্রান শুধু বলেছে,”বাচ্চাটা হোক। তারপর জব নিও।” রাত্রি আপত্তি করেনি। আপত্তি করার মতো কিছু নেইও। এই অবস্থায় তার পক্ষেও সম্ভব না কিছু করা।
_____________

ঝলমলে ঝাড়বাতিটা ড্রইংরুমের মাঝখান থেকে জ্যোতি ছড়াচ্ছে।
নওশাদ সাহেবের কাছে বসে আছে রাত্রি। তিনি তুমুল উৎসাহে প্যাকেট থেকে পুতুল বের করছেন। বড় বড় দুটো টেডিবিয়ার বসে আছে সামনের সোফা দুটোয়। বাকিগুলো ছোটখাটো জিনিস দিয়ে ভর্তি। নিভ্রানের বসার জায়গা নেই। সে দাড়িয়ে আছে। অদ্ভুতচোখে চেয়ে আছে রাত্রির ঠোঁটভর্তি হাসিতে। মেয়েটা এতো খুশি হয়ে যায় অল্পতেই। নওশাদ সাহেব বিশাল আকৃতির পলিথিন ছিঁড়ে তৃতীয় টেডিটা বের করতে করতে বললেন,”তোমার কি মনে হয় মা? ওর কোনটা পছন্দ হবে?”
রাত্রি বিস্তৃত হাসলো। মিনমিন করে বললো,”আমার মনে হয় সবই পছন্দ হবে বাবা।”
নওশাদ সাহেব উওর দিলেননা। তীক্ষ্ণ চোখে চেয়ে রইলেন পুতুলগুলোর দিকে। এতবড় পুতুল দেখে আবার ভয় পাবেনাতো তার নাতনীটা। আচ্ছা থাক! এরপর নাহয় ছোটগুলো কিনে আনবেন।

দরজা দিয়ে নিশাদ কে ঢুকতে দেখামাত্রই হাসি থামিয়ে নড়েচড়ে বসলো রাত্রি। নিশাদ এগিয়ে আসলো দ্রুত। নিভ্রানের দিকে একপলক চেয়ে ঝুঁকে গিয়ে আলতো করে রাত্রির মাথাটা কাঁধের কাছে চেপে ধরলো। সে এ বাড়িতে আসেনা দেড়মাসের উপরে হয়তো। এত ব্যস্ততা ছিলো একয়দিন। এখনো আছে অবশ্য। ঢাকার বাইরেই তো কাটিয়েছে অনেকদিন। বাবার পুরো ব্যবসাটা তাকে সামলাতে হয়। নওশাদ সাহেবের বয়স হয়েছে। ব্যাবসাবিষয়ক কোন কারনে বাবার উপর চাপ পড়ুক, সে চায়না। হিমশিম খেতে হলেও একাই সব সামলে নেয়। একয়দিনে রাত্রি হাজারবার তাকে আসতে বলেছে। সে আসতে পারেনি কাজের চাপে। এইযে ক’দিন আগে রাত্রি অসুস্থ হলো। হসপিটালে রইলো একসপ্তাহ। তখনো সে রাজশাহীতে। একটাবার দেখতে পর্যন্ত আসতে পারেনি মেয়েটাকে। অথচ ভাতিজির চিন্তায় মন ছটফট করতো সারাক্ষণ। আগত পিচ্চিটাকে ঘিরেই পুরো পরিবারের সব।
রাত্রি আর তার সম্পর্কটা একেবারেই অন্যরকম। বড়ভাবি হলেও বয়সে রাত্রি অনেক ছোট। বোনের মতো কি, সে বোনই ভাবে তাকে। মেয়েটা যখন ‘ভাইয়া’ বলে ডাকে তখন তাকে একমূহুর্তও ভাবি মনে হয়না। ছোটবোনই মনে হয়।
রাত্রি অভিমানি স্বরে বললো,
—“আপনি কতদিন আসেননা ভাইয়া।”

নিশাদ হেসে ফেললো। আলতো করে মাথায় হাত বুলিয়ে বললো,
—“ব্যস্ত ছিলাম ভাবি। সময় করে উঠতে পারিনি।”পরপরই তাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাড়ালো। পকেটে হাত গুঁজে রসালো গলায় বললো,”দেখেছেন, আমি যে আসলেই জ্যোতিষবিদ। ভবিষ্যত বলতে পারি। আপনিতো বিশ্বাসই করতে চাইতেন না। মিললো না? মিললো তো। আপনার মেয়ে হবে। ডাক্তার বললো, আমি তখনই শুনেছি।”

রাত্রির চোখ ছোট ছোট করে চাইলো। ব্যঙ্গ করে বললো,”হুহ! ‘আমি তখনই শুনেছি’। আপনি ছিলেন ওখানে যে শুনবেন?”
নিশাদ ভ্র নাচিয়ে কন্ঠে রহস্য মেখে বললো,
—“আমার শোনার জন্য সেখানে থাকা লাগেনা ভাবি। আমি হাজার হাজার মাইল দূর থেকেও শুনতে পারি। ইউ নো? আধ্যাত্বিক ক্ষমতা। অলৌকিক ব্যাপার- স্যাপার। আপনি বুঝবেননা।”
রাত্রি ভাবলেশহীন তাকালো। নিভ্রানের দিকে চেয়ে বললো,
—“ধুর! আপনি বলেছেন তাইনা? আপনাকে না বলেছিলাম ভাইয়াকে জানাতে না?”

—“আমাকে ভাইয়া বলেনি ভাবি। আমি নিজেই শুনেছি। তোর বউ আমাকে কখনো বিশ্বাস করেনা ভাইয়া।”
নিভ্রান কাঁধে চাপড় মেরে বললো,
—“তোকে বিশ্বাস করা উচিত ও না অসভ্য।”

নিশাদ পাশের সোফার দিকে তাকালো। একটা টেডি সরিয়ে মাটিতে রেখে নিজের বসার জায়গা করলো।আশেপাশে তাকিয়ে সন্দেহজনক কন্ঠে নিভ্রানকে বললো,”এসব কবে পয়দা হলো? কে জন্ম দিলো ওদের? তুই?”

নিভ্রান হতভম্ব চোখে তাকাতেই সে ফিচেল গলায় বললো,”না মানে, হতেও তো পারে। ভাবির সংস্পর্শে তুইও প্রেগনেন্ট হয়ে গিয়েছিস। ইট ক্যান হ্যাপেন্ড।”

—“নিশাদ, চড় খাবি কিন্তু।”

—“চড় খায় কেমনে? তুই কি আমার মুখের ভিতর থাপ্পড় দিবি? ছিহ্! থুতু থাকে ভাই। তুই বরং গালেই মার।”

নিভ্রান চোখ গরম করে তাকালো। নিশাদ থেমে গেলো। রাত্রিকে ইশারা করে ঠোঁট নাড়িয়ে আস্তে করে বললো,”এইটার সাথে থাকেন কেম্নে?”

রাত্রি অমায়িক হাসলো। বলতে তো পারে না,”একে ছাড়া যে সে থাকতেই পারেনা।”

রাতের খাবারটা একসাথেই খেলো সবাই। নিশাদ আর নওশাদ সাহেব চলে গেলো এগারোটার দিকে। সকালে কাজ আছে তাদের। এত ব্যাস্ততায়ও এসেছে এই তো বেশি। কতদিন পর পুরো পরিবার একসাথে হলো।
________
আয়নার সামনে দাড়িয়ে আছে রাত্রি। ফুঁটে উঠা স্বীয় প্রতিবিম্বটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার বিষাদিনী চোখজোড়া। হাতে ধরা চিরুনিটা ধীরগতিতে চলছে চুলের ভাঁজে ভাঁজে। কথায় আছে,”সৌন্দর্য নারীর অহংকার”। এইযে তার চোখের নিচে কালি জমেছে। রাতে ঘুম আসেনা। বামগালের পাশটায় কয়েকটা ব্রন। চেহারা নিষ্প্রান, ম্লান হয়ে থাকে সারাক্ষণ। শুয়ে বসে কাটাতে কাটাতে শরীরেও পরিবর্তন এসেছে। অতিভাবনায় মাথায় এক উদ্ভট চিন্তা এলো হঠাৎই। আয়না দিয়েই তাকালো সে। নিভ্রান খাটে বসে ফোন স্ক্রল করছে। দৃষ্টি সেখানেই নিবেশিত। নিরুদ্যম গলায় ডাকলো,
—“শুনেন?”

নিভ্রান তাকালো। দুই ভ্রু উঁচিয়ে বললো,”হুম?”

রাত্রি চিরুনিটা নামিয়ে রাখলো। কেমন একটা পীড়াদায়ক অসহ্য যন্ত্রনা নিয়ে ধরা গলায় বললো,
—“আচ্ছা, আমি যদি কখনো কুৎসিত হয়ে যাই? আপনি কি তখনো আমাকে ভালোবাসবেন? ধরেন, আগুনে যদি আমার চামড়া ঝলসে যায় বা…”

নিভ্রান হতভম্ব। চোখের দৃষ্টি বজ্রহত। মেয়েটা কি সব বলছে? কখনো কিছু বলেনা দেখে যা ইচ্ছা তাই বলে যাবে নাকি? রাগ দমাতে না পেরে কথা শেষ না করতে দিয়েই সজোরে ধমকে উঠলো সে। বাঘের মতো গর্জে বললো,
—“রাত! গাল বরাবর ঠাঁটিয়ে দিবো কিন্তু একটা।”

রাত্রি থেমে গেলো। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো। টপটপ করে পানি পড়লো। ফোঁটাগুলো জমা হলো পায়ের কাছটায়। নিভ্রান উঠে দাড়ালো। কাছে যেতেই এককদম পিছিয়ে গেলো রাত্রি। লোকটা তাকে চড় দিবে বললো? কেনো বললো? তার খারাপ লাগলো না? খুব খুব খারাপ লাগলো তো।
নিভ্রান শক্তহাতে বাহু খামছে কাছে টেনে নিলো তাকে। একহাতে গাল মুছিয়ে দিতে দিতে গম্ভীর গলায় বললো,”কেনো বলো এসব? আর হয়ে গেলে হয়ে যাবে। ঝলসে যাক চামড়া। পুড়ে যাক সৌন্দর্য। ভস্ম হোক সব। শুধু তুমি থাকলেই হবে। কি মনে করেছো? এতোটা ঠুনকো আমার ভালোবাসা? সামান্য ঝলসানো চামড়ার কাছেই হেরে যাবে? এতো তুচ্ছ?”

—“আমি সেটা বলিনি।” মিনমিন করলো রাত্রি।

নিভ্রান আগের মতোই প্রকান্ড স্বরে বললো,
—“তবে? কি বললে? “আপনি আমাকে তখনো ভালোবাসবেন?” এটাই তো বললে। আমার পক্ষে অন্য কারো প্রতি আকৃষ্ট হওয়া অসম্ভব রাত।”

রাত্রি নতজানুই হয়ে রইলো। বাহুতে ব্যাথা পাচ্ছে। এতো জোরে ধরেছে। কিন্তু বলার সাহস পাচ্ছে না। নিভ্রান যদি আরো রেগে যায়? লোকটা রাগলে প্রচন্ড ভয় পায় সে। সেই প্রথম থেকেই। নিভ্রানের এক ধমকে হৃদস্পন্দন থেমে যায় যেন। এতো ভালোবাসে তবু তো কম ধমকায়নি এ পর্যন্ত। সে’বার যে গাড়ির মধ্যে। কি রাগটাই না দেখালো। বেচারী সে তো ভয়েই শেষ।
তার উসখুসানী আর ভয়ে সংকুচিত চোখের কোঁণ দেখে নিভ্রান নিজেই বাহু ছেড়ে দিলো। খানিকটা সময় নিরব থেকে দু’গালে হাত রাখলো। কপালে কপাল ঠেকিয়ে খুব নরম কন্ঠে বললো,

—“এই ধূলিমলিন চেহারায়ও আমি এক বিশ্বসুন্দরীকে দেখি।”
____________

আকাশ ভয়াবহ সাদা। অরন্জিত সরল মেঘেরা প্রস্তুত জলরূপে বাহিত হবার জন্য। হিমঠান্ডা অনিল ইতিমধ্য তার পালকহীন অদৃশ্যডানা ঝাঁপটে দিয়েছে। গাছের পাতা দুলছে জোরালো গতিতে। সাঁই সাঁই শব্দটা স্পষ্ট চড়া। রাত্রি গোসল করে বেরোলো মাত্র। খুব গরম লাগছিলো। চুলের পানিতে আধভেজা কাঁধ-পিঠ। আলগা শাড়ি কোনরকমে জড়ানো। নিভ্রান কতো বলেছে এখন শাড়ি পরার দরকার নেই। ঢিলেঢালা জামা দিয়ে আলমারি ভর্তি করেছে। তবু সে নাছোরবান্দা। শাড়ি ছাড়া ভালোলাগেনা একদম। ব্যালকনির দরজা আটকানো। সচ্ছ কাঁচের ভিতর দিয়েই দেখা যাচ্ছে রেলিংয়ে হাত রেখে দাড়িয়ে আছে চওড়া কাঁধের দীর্ঘকায় মানুষটা। গায়ে একটা সাদা হাফহাতা টি-শার্ট। ফুঁলে ফেপে উঠা শক্তপোক্ত বাহু নজর কাড়ছে খুব। কালো ট্রাউজার। চুলগুলো উড়ছে প্রচন্ড অনিয়মে।
ভেজা চুলে তোয়ালে না পেচিয়েই স্লাইডিং ডোরটা একটুখানি সরালো রাত্রি। ধুলোঝড়ে সব লন্ডভন্ড। অবচেতন চোখ চট করে ফুলগাছের দিকে তাকালো। বেশ শখ করে লাগিয়েছিলো সন্ধ্যামালতি গাছটা। তিনটা নতুন ফুল ফুটেছে গতকালই। ঝড়ে ভেঙে গেলো নাতো? নাহ্, গাছটা তো নেই এখানে। রাত্রি শূন্যচোখে চেয়ে রইলো।
ঘর থেকে আসা আলোতে লম্বাটে একটা ছায়া দৃষ্টিগোচর হতেই দ্রুত পেছনে ফিরলো নিভ্রান। অর্ধভেজা সিক্ত প্রেয়সী। গলায় লেপ্টে থাকা ভেজা চুলের গোছায় আজন্মের উত্তপ্ত অভিলাষ। একটা ফাঁকা ঢোক গোপনে নেমে গেলো কন্ঠনালি বেয়ে। রাত্রির দৃষ্টি অনুসরণ করে সে হাল্কা গলায় বললো,

—“ঘরে রেখে এসেছি, ভাঙেনি তোমার গাছ।”

রাত্রি তাকালো। বুঝতে অসুবিধা হয়না, লোকটা চেয়ে আছে অন্যনজরে। সেই গভীর দৃষ্টির বিপরীতে লজ্জায় আড়ষ্ট হয় শরীর। থমকে যায় উপশিরা পর্যন্ত। চলে যাবার আগেই নিভ্রান এগিয়ে আসে। গলার পাশে হাত দিয়ে নত মুখ উপরে তুলে। বাতাসে তখন সব এলোমেলো। চুল, শাড়ি, মন, অনুভূতি। নিভ্রান আসক্তের মতো শ্বাস টানে কাঁধের কাছটায়। চুলের পানিতে ভিজে উঠে গাল- ঠোঁট। মাদকীয় ঘ্রাণে বুজে যায় চোখের পাতা। দূবর্ল গলায় প্রশ্ন করে সে,

—“চুল মোছোনি কেনো? জ্বর বাঁধবে তো।”

রাত্রি অবশ স্বরে উওর দেয়,”মুছবো।”
নিভ্রান শুনতে পেলোনা বোধহয়। সব কেমন অন্ধকার লাগছে। ঘোর ঘোর আশপাশ। একটা কাঁপানো ছোঁয়া দিতে দিতে সে অস্ফুট স্বরে বললো,
—“হুম?”

গালজোড়া মনে হচ্ছে রক্তশোভিত। একটু ছুঁলেই লহুরন্জিত হবে। ঝিরিঝিরি মেঘ নেমেছে। রাস্তার ল্যাম্পপোস্টটায় কি যেনো হয়েছে। একবার জ্বলছে, একবার নিভছে। নিভ্রান মুখ তুললো। অবিন্যস্ত চেয়ে চেয়ে বললো,
—“এই রাঙা গালেই তো মরেছিলাম আমি।”

বর্ষন তখন জোরেই নেমেছে। খুব জোরে। ঝিম ঝিম শব্দে কর্ণকুহর ধাঁধিয়ে যাচ্ছে। নিভ্রান আচমকাই বললো,”চলো, তোমাকে শাড়ি পরিয়ে দেই।”
রাত্রি মৃদু অষ্পষ্ট স্বরে বললো,”শাড়িই তো পরে আছি।”

—“এটা না, বিয়ের শাড়ি।”

নিভ্রান আবার পাগলামি করলো। সারা আলমারি ঘেঁটেঘুটে এককোণে চাপা পড়ে থাকা বেনারসিটা বের করলো। রাত্রি থামালোনা। যে সেচ্ছায় পাগলামি করে তাকে কি থামানো যায়? উহু!
নিভ্রান নিজহাতে তাকে পরিয়ে দিলো শাড়িটা। মেয়েটার শাড়ি পরা দেখতে দেখতে এই পোশাকের আদ্যপান্ত মুখস্ত হয়ে গেছে।
বিয়ের পর থেকে আজপর্যন্ত রাত্রি এটা গায়ে জড়ায়নি। কেনো? জানেনা। হয়তো ব্যস্ততায়, হয়তোবা সুপ্ত অবহেলায় অথবা আজকের দিনের অপেক্ষায়।
______________

পিচঢালা মসৃন পথ। বৃষ্টিভেজা জলে তার রূপ বেড়েছে শত শত গুন। বর্ণণা করা অতিদুষ্কর। আশেপাশে নাম না জানা বহু গাছগাছালির ভীড়। সবুজপাতা গুলো যেনো এক একটা প্রেমপত্র। বাতাসের সাথে পাল্লা দিয়ে কাঁপছে সব। কাঁপছে তাদের অনুভূতি। ঝড়ো হাওয়ায় উঁচু মগডালগুলো যেনো মাথা নুইয়ে নুইয়ে অভিবাদন জানাচ্ছে এই বৃষ্টিবিলাসী যুগল কে। ফাঁকা রাস্তায় শুধু তারাই যে এই ভিন্ন প্রেমের সাক্ষী।
রাত্রিকে দু’হাতে ধরে খুব সাবধানে নামিয়ে দিলো নিভ্রান। গাড়ির দরজা আটকে পিছনে তাকাতে তাকাতেই ভিজে চুপচুপে হয়ে গেছে তার অঙ্গনা। ভিজেছে সে নিজেও।
এতদিন বাদে আকাশ ছুঁয়ে আসা শীতল পানি শরীর স্পর্শ করতেই মন ভালো হয়ে গেলো রাত্রির। ঠোঁটে ফুটলো এক আশ্চর্য সুন্দর হাসি। দু’বাহু দু’দিকে মেলে দিয়ে চিবুক উঁচু করলো সে। বেশিক্ষণ স্হায়ী হলোনা অবশ্য। বৃষ্টির ফোঁটার অসহ্য রুগ্নতায় চোখমুখ কুঁচকে মাথা সোজা করে নিলো। শেষবার বৃষ্টিবিলাস এই মানুষটার সাথেই করেছিলো। আজ আবার। তবে মূহুর্তটা ভিন্ন। সেদিন দুজনের কাছে আসায় ছিলো বিরাট বাধা। আর আজ তার সবচেয়ে কাছের মানুষটাই ইনি।
নিভ্রান দূর্বোধ্য হাসছে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্যটাই বোধহয় প্রেয়সীর অসংকোচ বৃষ্টিবিলাস। কোন জড়তা নেই। সে জানে সামনের মানুষটা তার খুব ভরসার।
বেহিসেবী অঝোর ধারায় স্পষ্ট দেখতে পারছেনা রাত্রি। এতো তেজ বর্ষণে। হাত দিয়ে চোখের উপর ছাউনির মতো করে পানি থেকে চোখদুটো আড়াল করলো সে। ঈষৎ কম্পিত কন্ঠে বললো,
—“আপনার হঠাৎ কি হলো আজ? আমি একটু রাত করে গোসল করলেই তো চেঁচিয়ে বাড়ি মাথায় তুলেন। আর আজকে সোজা ভিজতে নিয়ে এলেন?”
নিভ্রান পলক ফেললোনা। একই দৃষ্টি চেয়ে থেকে আচ্ছন্নের মতো বললো,”হুম?”
রাত্রি এককদম আগালো। গায়ের বেনারসি ভিজে শেষ। কালো চুলের গোছা পিঠজুড়ে। নিভ্রান হাত বাড়িয়ে খুব কাছে টেনে নিলো তাকে। চোখে দূর্দমনীয় প্রেম নিয়ে বললো,
—“বর্ষণমন্দ্রিত এক নিকষ রজনীর হঠাৎ যাত্রাপথের সঙ্গীনী। এই বুকে মাথা রাখা প্রথম এবং সর্বশেষ রমণী। আমার ভালোবাসা। আমার আঁধার কাটানোর রাত। আমার জীবন সঙ্গীনী। যার ছোট্ট আতর্নাদেও ঘাবড়ে যায় আমার প্রতিটি রক্তবাহিকা। অস্থিরচিত্ত নিংড়ে উঠে সর্বাঙ্গে। আমার রাণী, আমার প্রেমিকা, আমার অর্ধাঙ্গীনী। আমার সব।”

রাত্রি লাজুক হাসলো। চোখ নামিয়ে ছোট্ট করে বললো,”বুঝেছি।”

নিভ্রান বৃদ্ধাঙ্গুল আর তর্জনীর সাহায্য থুতনি ধরে মুখ তুললো। চোখের দিকে চেয়ে খুব ধীরে ধীরে বললো,
—“একদিন এই বৃষ্টিকে সাক্ষী রেখে বলেছিলাম ‘আপনি আমার হবেন’। আর আজ, তুমি আমার হয়ে গেছো। আমি কিন্তু কথা রেখেছি। বৃষ্টি কিন্তু আজও সাক্ষী।”
রাত্রি কোনরকমে সাড়া দিলো,”হু।” সেদিনতো সে-ও প্রার্থনা করেছিলো,”আমি যেনো এই মানুষটারই হই।” তার প্রার্থনাটাও তো কবুল হয়েছে। কিন্তু বলতে পারছেনা। গোপনে করেছিলো যে!
নিভ্রান দুরত্ব কমালো। ঠোঁটের কাছাকাছি আসতেই রাত্রি ভীত কন্ঠে বললো,”এটা রাস্তা।”
ওপাশ থেকে একরোখা উওর এলো,”হোক।”

শহরজুড়ে তখন প্রবল বৃষ্টি। পৃথিবীর আনাচে কানাচে হয়তোবা আজও কতোশত নতুন গল্পের সূচনা হচ্ছে খুব গোপনে। এই প্রেমধারা কে সাক্ষী রেখে, প্রেমিকার চোখে তাকিয়ে সহস্র কাঙাল প্রেমিকরা বোধহয় আজও প্রতিজ্ঞা করছে এক হয়ে যাবার। বৃষ্টি প্রেমের জন্ম দেয়। সাদা কালোর এই বিবর্ণ পৃথিবীতে রঙিন প্রেমের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও এ শহরে বৃষ্টি নামুক। এ শহরে সময় অসময়ে বৃষ্টি নামুক।

~সমাপ্ত~

[আসসালামু আলাইকুম। গল্পটা আজ শেষ হলো তবে। আপনাদের শত প্রতিক্ষার সমাপ্তি। কেনো জানিনা, আপনারা সবাই-ই ভাবছিলেন স্যাড এন্ডিং হবে। অথচ গল্পে আমি বিষাদের কিছুই লিখিনি। আপনাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, গল্পের নায়িকা প্রেগনেন্ট মানেই মারা যাবে। সত্যি বলতে আমি একদমই বুঝিনি আপনারা সবাই এটা কেনো ভাবছিলেন। মা হতে গিয়ে কি সবাই মারা যায় নাকি? একদমই না।
যাই হোক, অনেক ভালোবাসা পেয়েছি গল্প চলাকালীন সময়ে। এন্ডিংটা আমি আমার মনের মতোই দিয়েছি।
সবশেষে, কমেন্টবক্সে আপনাদের ভালবাসাগুলো শেষবারের মতো পড়ার জন্য অধীর অপেক্ষায় রইলাম। ভালোবাসা সবাইকে❤️]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here