#রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_18
তিন্নিরা অরুকে নিয়ে গেল রেড়ী করার জন্য,,,,,,অরুকে একটা গোল্ডেন রঙের লেহেঙ্গা পরানো হলো,, একদম হালকা মেকাপ,,,,অরু তিন্নি আর নোভা মিলে দুই হাতে অরুকে মেহেদি দিয়ে দেয়,,,,,আর হাতের তালুতে স্টাইল করে আহানের নাম লিখে দেয়,,কিন্তু বেচারী অরুর সেদিকে খেয়াল নেই,,,,তিন্নি,নোভা আর,রাফিয়া একি রকম গাউন পরলো,হালকা মেকাপ,,আর সোহাও গাউন পরেছে বাট তাদের থেকে আলাদা,,,
অরুকে স্টেজে বসিয়ে তারা নামলো,,,,হাঠাৎ সবার কানে গানের সাউন্ড আসলো,,,অরুসহ সবাই অবাক তিহান সাহির আর আয়াশ গোল্ডেন পান্জবি পরে নায়কদের মতে পোজ নিয়ে দাড়িয়ে আছে,,আর মিউজিকের তালে তালে তিহান, সাহির,ফাহিম আর আয়াশ নাচছে,,,,তিহান টান মেরে তিন্নিকে নিয়ে আসলো,,সাহির নোভা কে, যেহেতু রুশান নেই তাই ফাহিম রাফিয়াকে নিয়ে আসলো আর আায়শ সোহাকে,,,,,, গানের তালে তারা নাচছে,,,,,,
Mehendi pyar wali hathon par lagaogi..!!
Ghar mere baad gher ka basaogi.!!
Jab mein duniya mein na raha to kisey barbaad karogi…!!
Mujhe marne se pehly hi yaqeen tha ye kaam mere baad karogi..!!
Dil tor k hasti ho mera wafayein meri yaad karogi..!!!
(বাকিটা নিজ দায়িত্বে শুনে নিয়েন?)
সবাই অনেক মজা করলো,,,,,,পরেরদিন,,,
আজ অরুর গায়ে হলুদ,,,,অরুকে বাঙালী স্টাইলে শাড়ী পড়ানো হলো,,গা ভর্তি ফুলের গহনা,,,চোখে গাড় কাজল দেওয়া,,ঠোটে রেড় লিপস্টিক দেওয়া,ব্যস এতোটুকু,,,
অরুকে নিয়ে তিন্নি নোভা আর রাফিয়া স্টেজে নিয়ে আসলো,,অরুর আত্নীয়রা একে একে অরুকে হলুদ লাগাচ্ছে,,,,,তিন্নিরা ঠিক করলো তারা সবার শেষে লাগাবে,,,,
এদিকে তিহান,সাহির আর রুশান চলে আসলো,কিন্তু ফাহিম আসলো না,,,,বাকি তিনজন হলুদ আর সবুজ রঙের পান্জবি পড়লো,,,,,তিন্নি নোভা রাফিয়া পরলো হলুদ আর সবুজ মিক্স করা লেহেঙ্গা,, একটার চেয়ে একটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে,,,,,
তিহান:তিন্নি দেখো ওই ছেলেটা তোমার দিকে তাকিয়ে আছে তুমি এখানে থাকো না হলে সুযোগ পেলে ছেলেটা তোমার সাথে কথা বলতে চায়বে??
তিন্নি :বেটা বজ্জাত কোথায় বলবে,,”তিন্নি তোমাকে সুন্দর লাগছে”এখন আসছে কোন ছেলে তাকিয়ে আছে তা দেখতে,,(রেগে বললো)
তিহান:তোমাকে তো always সুন্দর লাগে,,তাই আর extra করে বললাম না আর কি,,,
তিন্নি :হয়েছে আর বলা লাগবে না,,,
,
,
,
সাহির: একটা জিনিস মিস হয়েছে???
নোভা:কি????
সাহির হাত দিয়ে নোভার কাজল থেকে একটু করে নিয়ে টিপ পরিয়ে দিলো,,,নোভা চোখ বন্ধ করে রয়েছে,,,
সাহির:ব্যস একূম পারফেক্ট লাগছে,,এটা কেন দিয়েছি জানো??
নোভা:কেন??
সাহির:নজর না লাগার জন্য,,তোমাকে খুব সুন্দর লাগছে নোভা,,,
নোভা:Thanks,,
,
,
,
রাফিয়া একটা গোলাপ ফুল নিয়ে তার উপর হাত বুলাচ্ছে,,, এমন সময় রুশান পেছন থেকে বললো,,
রুশান: গোলাপটা হাতে নয় খোঁপায়,দিলে আরোও বেশি সুন্দর লাগতো,,,
রাফিয়া রুশানের কন্ঠ শুনে পেছন ফিরে তাকালো,,,রুশানকে পান্জবিতে অনেক ভালো লাগছে,,রাফিয়া এক দফা Crush খেলো,,রুশান তো রাফিয়ার উপর ফিদা,,বেচারা,রাফওয়ার একেক রুপ দেখে ক্রাস খেয়েই যাচ্ছে,, আজও ব্যতিক্রম হলো না,,,
রাফিয়া:কিন্তু আমি তো খোঁপা করিনি,,,
রুশান:তাতে কি হয়েছে,,,,
রাফিয়া:মানে??
রুশান রাফিয়ার হাত থেকে গোকাপটা নিয়ে কানের পাশে গোজেঁ দিলো,,এতে রাফিয়াকে আগের চেয়ে আরো বেশি সুন্দর লাগছে,,
রুশান:ওয়াও,,এখন ঠিক আছে,,,,
রাফিয়া লজ্জায় মাথা তুলতে পারছে না,,,,
রুশান:রাফিয়া আজ অনুষ্ঠান শেষ হবার পর ছাদেঁ আসতে পারবা??
রাফিয়া:কেন??
রুশান:আসলেই দেখতে পারবে,,,
রাফিয়া:ওকে,,,
,
,
,
এদিকে সোহা হলুদ রঙের শাড়ি পরেছে,,আয়াশ তো বেহুশ হবার উপক্রম,,
সোহা:এভাবে তাকিয়ে আছো কেন??
আয়াশ:Soha you look like very beautiful,, শাড়িতে তোমাকে এতে ভালো মানায় আগে জানতাম না,,
সোহা:আগে কিভাবে জানবা আমি তে আগে শাড়ি পরিনি?
আয়াশ:হুম তাও ঠিক,,,
,
,
সবার হলুদ লাগানে শেষ হলে তিন্নি এসে অরুর কপালে হলুদ লাগিয়ে দেয়,,নোভা গালের এক পাশে,,রাফিয়া অন্য পাশে,,সোহা হাতে অল্প লাগিয়ে দেয়,,,,,এবার তিহান,সাহির,তিন্নি,নোভা,রাফিয়া মিলে অরুর পুরো মুখে হলুদ লাগিয়ে ভূত বানিয়ে দেয়,,,সোহা এই সময়ে একটা ছবি তুলে,,,যেখানে অরুর পুরো মুখে হলুদ আর অরু রাগি চেখে সবার,দিকে তাকিয়ে আছে,,,অরু গিয়ে একদম একেকটা কে হলুদ দিয়ে গোসল করালো,, সবাই তাদের কান্ড দেখে হাসছে,,,,সবার শেষে রুশান আর আয়াশ হলুদ লাগাতে আসলে অরু ওদের,পুরো মুখে হলুদ লাগিয়ে দেয়,,,,তারা দুজন ও একই ভাবে লাগিয়ে দিলো,,,,রাফিয়া আড়ালে রুশানকে বললো,,
রাফিয়া:আচ্ছা রুশান তুমি তোমার ফ্রেন্ড i mean জিজুর ওখানে না থেকে এখানে কেন,,বুজলাম না,,
রুশান:কারণ হলো এটা আহান বলেছে,, আর আহানদের ওখানে আজ তেমন কিছু হবে না,,শুধু আহানকে হলুদ লাগাবে,,তাছাড়া আমি আহানকে হলুদ লাগিয়েই এসেচি হিহিহি,,
রাফিয়া:ফাজিল,,,,,,
রুশান:অরুর কয়েকটা ছবি তুলে দাও,,
রাফিয়া:কেন??
রুশান:আরে আহান বলেছে,,
রাফিয়া গিয়ে অরুর কতোগুলো ছবি তুলে রুশানকে দিলো,,,,,রুশান আহানকে সেন্ড করলো,,,,,
,
,
,
এদিকে আহান অপেক্ষায় ছিলো কখন রুশান অরুর ছবি তুলে দিবে ,, মোবাইল বাজতেই এক সেকেন্ড ও ওয়েট না করে মেসেজ ওপেন করলো,,,,অরুর ছবি ডাউনলোড হতেই আহানের মুখ থেকে এমনি এমনি বের হয়ে এলো,,
আহান:ওয়াও,,শাড়িতে অরুকে এতো কিউট লাগে আগে জানতাম না,, শুধু একবার বিয়েটা হোক দেন প্রতিদিন শাড়ি পড়ায় বসায় রাখবো আমার সামন হিহিহি,,,
এর মাঝে কোথা থেকে আফরা এসে আহানের হাত থেকে মোবাইল নিয়ে নিলো,,,
আফরা:ওহহো ভাবির ছবি দেখা হচ্ছে তাই না??দাড়া,,, মমমমমমম,,,,,
আহান:ওই পেত্নি চুপ চুপ,,,,prestige এভাবে নষ্ট করিস না, আজ না আমার,গায়ে হলুদ,
আফরা:তো কি হয়েছে, আমার তো আর না,,,,
আহান:মোবাইল দে,,,
আফরা:No no কাভি নেহি,,,,
আহান পকেট থেকে দুইটা চকলেট বের করলো,,সাথে সাথে আফরা মোবাইল দিয়ে দিলো,,
,
,
,
আহানকে হলুদ লাগানোর জন্য স্টেজে নিয়ে আসা হলো,,,আহান সবাইকে আগে তেকেই বলে দিয়েচে যেন অল্প করে লাগায়,,,তার আবার এসব ভালো লাগেনা,,
(মিস্টার নিরামিষ হলে যা হয় আর কি),,,,,
কিন্তু আমাদের আফরা তো আফরাই,,আফরা গিয়ে আহানকে পুরো মুখে হলুদ লাগিয়ে দেই,,
আহান:বজ্জাত মাইয়া,,ঠিক অরুর কার্বন কপি,,দুজনেই ফাজিলের ডিব্বা,,দাড়া তুই,,,
আহানও আফরাকে হলুদ লাগিয়ে দেই,,আহার কিছুক্ষন পর তার রুমে চলে গেল,,,রুমে এসে ভাবতে থাকলো,,
আহান: আমার গায়ে হলিদ অথচ আমার বউকে আমি এখনো হলুদ লাগায়নি,,This is not fear,,
আহান কিছু না ভেবে অরুকে হলুদ লাগানোর উদ্দেশ্যে চলে গেল,,,অরুর বেলকণির দরজা খোলা থাকায় আহানকে কষ্ট করতে হলো না,তবে উঠতে একটু কষ্ট হলেও আহানের তাতে কোনো মাথা ব্যাথা নেই,,,,,,আহান চুপি চুপি অরুর বিছানার পাশে এলো,,,আহান অরুর ঘুমন্ত চেহেরা দেখে ক্রাশ না খেয়ে থাকতে পারলো না,,,,আহান দেখলো অরু হলুদ উঠিয়ে নিয়েছে তাও মুখের মধ্য হলদে হলদে ভাব রয়ে গেছে,,আহান আরও বেশি অবাক হলো ঘুমানোর ধরণ দেখে,,,অরুকে দেখে মুটেও মনে হচ্ছে না আজ তার গায়ে হলুদ আর কাল বিয়ে,,,অরু সাদা একটা টি-শার্ট আর কালো প্লাজু পরেছে,,,আহানের চোখ গেল অরুর পেটের দিকে কারণ অরুর শার্ট সামান্য উঠে গিয়েছে,,,আহান সাত পাচঁ না ভেবে অরুর পেটে হলুদ ছোঁয়ে দিলো,,ঘুমের মধ্য অরু কেঁপে উঠলো,,,,আহান অরুর মুখের দিকে তাকিয়ে চলে গেল,,,
,
,
হলুদের অনুষ্ঠান শেষ হবার পর আফরা হাত ঝারতে ঝারতে ওয়াশরুমে যাচ্ছে হলুদ ওটানোর জন্য এমন সময়,,
চলবে?!!
( ভূল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আসা করি)