# রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_4
নীরা ঘরে গিয়ে দেখলো,,,,,,,,অরুর রুমের অবস্তা ১২টা,,,,বালিশ,,টেডি সবকিছু এদিক সেদিক ছড়িয়ে রেখেছে,, আর অরু???সে ফ্রেস হয়ে একবার এদিক হাঠছে,,একবার ওদিক হাঠছে,দুই হাত মুষ্টিবদ্ধ করে নিজে নিজে বকবক করছে,,,
অরু:কালা উগান্ডা,,, তোরে আর একবার,সামনে পায় দেখিস তুর কি হাল করি আমি,,,,,,আমার সাথে লাগতে আসিস তুই??আমার সাথে????লাত্তি মেরে তুরে তুর ঠিকানায় পাঠায় দিমু,,,,কালা হাতি,,,,,,,
নীরা:কিরে নিজে বকবক করছিস কেন তুই,,
অরু:তো করবো না,,ওই কালা হাতির সাহস কি করে হয় আমার মুখে কেক মারার,,,,
নীরা:কালা হাতি,,,ওয়েট এ মিনিট,,,,,,,, ,মানে????কালকের ওই ছেলেটা??
অরু:হো ওই কালা উগান্ডাটা আর কি,,
নীরা:তো ও কিভাবে তুর মুখে কেক মারবে,,,
অরু সব কিছু বললো,,,,,নীরা হাসতে হাসতে বললো,,,
নীরা:সিরিয়াসলি তুই পারিস ও বটে,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আহান আর মিটিং করতে পারেনি,,সোজা ঘরে চলে এলো,,,মুখে রাগি রাগি ভাব,,,আহানের অবস্তা দেখে আফরা হাসতে হাসতে নিচে গড়াগড়ি খাচ্ছে,,,,,,
আফরা:এটা কি আমার ভাইয়া??
আহান:না রে জঙলের থেকে আসা বাঘ,(দাত চেপে বললো)
আহানের মম এসে বললো,,
-কিরে আহান তুর এই অবস্তা কিভাবে হলো,,,
আহান:আর বলো না মম,,একটা বজ্জাত মেয়ে,,
-কি,,,, মেয়ে??আহান সত্যি করে বলতো কি চলছে,,
আহান:মম তুমিও না,, কি চলবে আবার,,
আফরা:মম আমার মনে হয় আমি ভাবি পেতে যাচ্ছি,,
আহান:কানের নিচে দিবো,,ওই বজ্জাতনি আবার ভাবি,, Like seriously??
-আচ্ছা বাবা যা fresh হয়ে আয়,,
আহান ফ্রেস হতে চলে গেল,,,,,ফ্রেস হওয়ার পর ভাবতে লাগলো কিভাবে অরুকে শায়েস্তা করা যায়,,,
আহান:জাস্ট একবার সামনে এসো বজ্জাত মেয়ে,,,তখন বুঝবে আহান কি জিনিস,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
অরু:আপু তুই দেখিস আরেকবার যদি আমার সাথে ওল্টা পাল্টা কিছু করে আমি ওই কাইল্লাকে জানে মেরে দিবো বলে দিলাম,,
নীরা:আচ্ছা তোরা Birthday Celebration করবি ভালো কথা একটু দেখবি না,,,
অরু:কেন দেখবো,,আমরা কি জানতাম মিস্টার কালা ওখানে মিটিং না ছিটিং করবে,,,যত্তোসব,,
নীরা:ওকে ওকে কুল,,,নীরা চলে গেল,,অরু হাত মুচরাতে মুচরাতে নিজে নিজে বললো,,,,
অরু:মিস্টার কালা জাস্ট আরেকবার আমার সাথে লাগতে আসো তখন দেখবে আমি কি করি,,,,,
পরদিন,,,,
অরু স্কুটি নিয়ে কলেজ যাচ্ছে,,,,,,,,আর অন্যদিকে আহান রেড়ি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পরলো অফিসের উদ্দেশ্যে,,,,,
পথিমধ্যে এমনভাবে জ্যামে আটকে গেল ছাড়বার কোনো নাম গন্ধ ও নেই,, সবার মুখে বিরক্তির চাপ,,,অরু বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকাচ্ছে,,,,,,,,,,,হঠাৎ একপাশে তাকাতেই মাথায় আগুন জ্বলে উঠলো,,,,
আহান গাড়ির গ্লাস খোলে বাহিরে দেখছে জ্যাম আর কতোটুকু আছে,,,,,,আহান একদিকে তাকাতেই তারও মাথায় আগুন জ্বলে উঠলো,,,,,,,,,,,,
অরু মুখে বিরক্তি ভাব নিয়ে নিজে নিজে বলছে,,,
অরু:উফ এই জ্যাম টাকে কি এখানেই বাজতে হলো,,,বিরক্তিকর,,
আহানও অরুকে শুনিয়ে শুনিয়ে বললো,,,,,
আহান:একদম অসহ্যকর,,,,,,, এমন জায়গায় এসে আটকে গেলাম,,,কি বলবো,,,,
অরু: এমনিতেই এতো গরম তার মধ্য কিছু পাবলিকদের সামনে জ্যামটা লেগেছে,,,
আহান: মানুষের তো খেয়ে দেয়ে আর কাজ নেই শুধু অন্যের সাথে ঝগরা করা ছাড়া,,,
সবাই ওদের দিকে ডেবডেব করে তাকিয়ে আছে তা দেকে অরু বললো,,,
অরু:এখানে কি কোনো মুভি চলছে,,আজব এভাবে তাকিয়ে আছেন কেন আপনারা,,,,,
একজন বললো,,,
-মুভির থেকেও কম কিসে আপনি যেইভাবে পাগলের মতো একা বকবক করছেন,,
আহান লোকটার কথা শুনে হেসে দিলো,,অরুর গা জ্বলছে আহানের হাসি দেখে,,,,,,,আহান বললো,,,,
আহান:ভাই থাক বাদ দেন মনে হয় ঘর থেকে কোন ঝামেলা পাকিয়ে আসছে,,,
তখন ওই লোকটি বললো,,,,,
-ভাই আপনিও কম কিসে,,আপনিও তো নিকে নিজে বকবক করছেন,,,
এবার অরু জুরে হেসে দিলো,,,,আহান লোকটাকে একটা ধমক দিলো,,,,,,অরু বললো,,,
অরু:সত্যি কথা সবার গায়ে লাগে,,,
আহান:হাহাহা নিজেকে ও এই কথাটা বলেছে,, ,,,,
কিছুক্ষণ পর জ্যাম ছুটে গেলো,,,,,অরু আহানের দিকে তাকিয়ে মুখ ভেঙিয়ে চলে গেল,,,,,,,,,আহানও কম না,,,সেও চোখে সানগ্লাস দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে গাড়ি নিয়ে চলে গেল,,,,,
কলেজে এসে তিন্নি বললো,,,,,,,
তিন্নি:মুখ দেখে মনে হচ্ছে খুব বিরক্ত হয়ে আছিস,,,
অরু:সকাল সকাল কালা হাতি কে দেখলে বিরক্ত না হয়ে খুশি হবো,,,,,
রাফিয়া :বুঝলামনা এই কালা হাতিটা কে,,,
অরু:কাল যে আমাদের Celebration এর ১২ টা বাজালো,,,
রাফিয়া:এরোকম চকলেক বয়কে কালা হাতি বলছিস তুই,,,,
অরু:চকলেট বয়????How funny,,
রাফিয়া:??
অরু:যাক,,,,,, তিহান শাঁকচুন্না কই,,শয়তানটাকে দেখ আমি কি করি,,,
এর মধ্য তিহান,,ফাহিম,,সাহির এসে বললো,,,,
-Hey পেত্নির দল,,,,
অরু:পেত্নি তাই না দাড়া,,,,,,
অরু গিয়ে তিহানকে ইচ্ছা মতো মারতে লাগলো,,,,,,ফাহিম আর সাহির বললো,,
ফাহিম:শুনলাম কাল নাকি তোরা একটা ছেলেটে স্প্রাই মেরে অবস্তা নাজেহাল করেছিস,,
সাহির:আরে ফাহিম কি বলিস পেত্নিদের কাজ টাই তো এটা,,,
রাফিয়া&তিন্নি :কি আমরা পেত্নি???
এবার রাফিয়া গিয়ে ফাহিমকে আর তিন্নি গিয়ে সাহিরকে উরাধুরা মারতে লাগলো,,,,অরু বললো,,
অরু:বেশি করে মার,,,,,
অরুকে থামাতে তিহান বললো,,,
তিহান:বইন একটু থাম,,,,,,,একটা কথা বলতে আসছি,,
অরু:ওকে থামলাম,,বল কি কথা শুনি,,,,,
তিহান:ভাবছি আজ তোদের সবাইকে ট্রিট দিবো,,,,,
সবাই মাইর বন্ধ করে দিলো তিহানের কথায়,,,অরু বললো,,,,
অরু:বুঝলাম না ভাবা ভাবির কি আছে,,,তুর Birthday তুই ট্রিট না দিয়ে কি আমরা দিবো,,,
সবাই বললো,,,,”একদম ঠিক বলছিস”
অরু: আমি Always ঠিক বলি(একটু ভাব নিয়ে)
ফাহিম&সাহির:ক্লাস???
রাফিয়া:প্রতিদিন ক্লাস করতে হয় নারে পাগলা,,,,
অরু:Right,,,চল সবাই,,,,,Wait wait কালকের ওই রেস্টুরেন্ট টাতে যদি আর গেছিস তাহলে খবর আছে,,,
তিহান:আচ্ছা যা,, ওইটাতে যাবো না,,,,,
তিন্নি:নোভা কই??
কলেজ গেটে ডুকতে নোভা দৌড়ে ওদের কাছে গিয়ে বললো,,,
নোভা:এই তো আমি,,,,
তিন্নি:ওকে চল,,,,,,,
নোভা:কই যাবো,,,,,,
তিন্নি নোভাকে সব বললো,,,এরপর সবাই অন্য রেস্টুরেন্টের উদ্দেশ্য রওনা দিলো,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আহান বসে বসে লেপটপে মনোযোগ দিয়ে কাজ করছে এমন সময় কেউ একজন বললো,,
-May I come in Sir??
আহান না দেখে বললো,,,
আহান:Yeah come in,,
আহান মাথা তুলতেই দেখলো তার পুরোনো Friend রায়ান তার সামনে দাড়িয়ে আছে,,,
আহান:আরে রায়ান,,তুই??? বস না,,,
রায়ান:হুম আমি,,,,
আহান:তুই দেশে কবে আসলি,,,,,
রায়ান:পরশু আসলাম,,,,,ভাবছি তুর সাথে দেখা করি,,,,
আহান:পরশু আসছিস অথচ আজ আসছিস আমার সাথে দেখা করতে,,,,
(রায়ান হলো আয়ানের পুরোনো বন্ধু,,লেখাপড়ার জন্য দেশের বাহিরে চলে গিয়েছিল,,,,)
রায়ান: দোস্ত রাগ করিস না,,,মা বললো ফুফিকে দেখে আসতে তাই কাল ওইখানে গিয়েছিলাম,,,,,,
আহান:আচ্ছা,,,,, চা খাবি নাকি কফি???
রায়ান:উফ দোস্ত প্লিস এইখানে না,, চল বাহিরে কোথাও কোনো রেস্টুরেন্ট বা কফি শপে যায়,,,
আহান:আচ্ছা চল,,,,,,,
আহান আর রায়ান বেরিয়ে গেল,,,,রায়ান বললো,,
রায়ান:চল এই রেস্টুরেন্টে যায়,,,
আহান দেখলো এইটা কালকের ওই রেস্টুরেন্ট টা,,,আহানের মাথা গরম হয়ে গেল,,,,মনে পড়লো কালকের ঘঠনা,,,,
আহান:নাাা,,,,(একটু জুরে বললো)
রায়ান:যাবি না বললেই হলো এভাবে চিৎকার দিচ্ছিস কেন,,,
আহান:ওহ না এমনি,,
রায়ান:আচ্ছা এইটাতে কি হয়েছে, যাবিনা কেন,,,
আহান:বলবো,আগে চল অন্য রেস্টুরেন্ট এ যায়,,,,,
এরপর রায়ান আর আহান অন্য রেস্টুরেন্টে আসলো,,,,আর বসে ওয়েটারকে অর্ডার দিয়ে গল্প করতে লাগলো,,,,,,
দুর্ভাগ্যবশত একই রেস্টুরেন্ট বসে আছে অরু আর তার ফ্রেন্ডসরা,,,,,,,তারাও গল্প করছে,,
অরু:আজ তিহাইন্না কে ফকির বানায় ছাড়বো,,,
তিহান:যদি বলি আমি টাকা আনি নাই??
অরু:তাহলে কিন্তু আমি সব বলে দিবো,,আমি তুর একটা সিক্রেট জানি ,,,,,
তিহান:ম,,ম,মানে কি জ,জানিস তুই,,,
অরু:তুই যে,,,,,,,
তিহান:আরে গাধী আমি কি বলছে আমি টাকা আনি নাই,,,,এনেছি তো,,তুদের যা অর্ডার দিতে মন চায় দে,,,,(দাতে দাত চেপে বললো)
অরু:এই তো বেটা লাইনে আসছিস,,,,,
তিন্নি অরুর কানে কানে বললো,,,
তিন্নি:এই অরু তুই আবার কি সিক্রেট জানিস,,
অরু:আরে ধুর ওইটা তো ফান করছি,হিহিহি,,
তিন্নি:ড্রমা কুইন কোনহানের,,,,,
সবাই খাবার অর্ডার দিলো,,,তারা কথা বলছে এমন সময় নোভার চোখ গেল পাশের টেবিলে,,,,,,নোভা মনে মনে বললো,,,,
নোভা:(হায় হায়,,এই লোকটা এইখানে কি করে এলো,,ধুর এটা তো রেস্টুরেন্ট,,,, ওদের নিয়ে এখনি এখান থেকে যেতে হবে,,নয়তো ওই লোকটার সাথে অরুর আবার ঝগরা লাগতে পারে)
অরু:কিরে নেভিয়া ক্রিম,,(নোভা কে সবাই নেভিয়া ক্রিম ডাকে)তুই চুপ করে আছিস কেন,,,
নোভা:বলছিলাম কি চল আমরা গিয়ে অন্য রেস্টুরেন্টে বসি,,,,,
হঠাৎ তিন্নিরও চোখ পড়লো,,তিন্নি বললো,,
তিন্নি:নোভা ঠিক বলেচে চল অরু,,,
ওদের কথা শুনে আহানের চোখ গেল পাশের টেবিলে,,,,,সাথে সাথে তার রাগ উঠে গেল,,,,,অরু পাশে তাকাতেই তার মাথায়,আগুন জ্বলে উঠলো,,,
রাফিয়া:দোস্ত চল না,,,,
অরু আহানকে শুনিয়ে শুনিয়ে বললো,,,
অরু:কেন??এই রেস্টুরেন্ট কি কারো কেনা???আমরা কেন যাবো,,,
আহানও ওদের শুনিয়ে শুনিয়ে বললো,,,
আহান:দোস্ত আমি কিছু বুঝলাম না ঝগরাটে কেন আমার পিছে লেগে আছে,,,,
অরু:হাহ মানুষের যে ডং দেখলেই গা জ্বলে,,
আহান:এতোই যখন জ্বলে তাহলে তো পানি দিয়ে নিভিয়ে পারে তাই না দোস্ত,,,,,কি আজাইরা পাবলিক ,,,
অরু:আজাইরা পাবলিক কিনা জানি না কিন্তু এখানে প্রচুর ক মামা আছে,,,
রাফিয়া বললো:দোস্ত ক মামা মানে??
অরু:আরে কালো মামা,,,, বলে তিন্নির সাথে হাই ফাইভ দিয়ে সবাই মিলে হাসতে তাকে,,,,,আহানের রাগ উঠে গেলো কালো মামা শুনে,,,,তাই সে রায়ানকে বললো,,
আহান:কোথা থেকে আসে এই পেত্নিগুলো কে যানে,,,,,
পেত্নি শুনে অরুর রাগ উঠে গেল,,,অরু সোজা গিয়ে আহানের টেবিলে জোরে বারি দিয়ে বললো,,,
চলবে?!!
( ভূল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন প্লিস,,, আমি কিন্তু timeline এ গল্প দি না আমার পারসোনাল প্রবলেম এর কারণে,আর অনেকেই বলছেন এটা নাটকের থেকে কপি,,ভাই কপি কই দেখলেন??জাস্ট সিন টা imagine করে লিখা আমি নিজ থেকে সাজিয়েছি,,,ভালো না লাগলে জাস্ট ইগনোর করেন,,,)