#রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_1
লা,লা,লা, লা,,হুম,মুজকো হুয়িনা হাবার,চোরি চোরি চুপ চুপ কার,,,আব,,অরু গুন গুন করে গান গায়ছে আর রেড়ি হচ্ছে এমন সময় তার বোন নীরা বললো,,
নীরা:তুর এ বেসুরে গলায় গান মানায় না,,,শাঁকচুন্নি রেড়ি হতে এতো সময় লাগে তুর!!!
অরু:Excuse me,,,শপিং করতে তুই আমাকে নিয়ে যাচ্ছিস,, so আমার দেরী হলে তুই কিছু বলতে পারিস না,
নীরা:উফ অরু প্লিস একটু তাড়াতাড়ি কর না,,,
অরু:হয়ে গেছে চল,,,,,,
এবার আসি পরিচয় পর্বে,,অরু,, , “অরুনিমা আফরিন”দেখতে মাশাল্লাহ ভীষন সুন্দর,,কোমর পর্যন্ত কালো লম্বা চুল, হাসলে তার ডান গালে একটা টোল পড়ে যেটা তেমন দেখা না গেলেও সামান্য একটু দেখা যার কারণে তার হাসির সৌন্দর্য টা আরো বেশি বৃদ্ধি পায়,,,,অরু Inter 2nd year এ পড়ে,,,আর নীরা হলো অরুর বড় বোন,,,সে ও দেখতে ভীষন সুন্দর,,,, নীরা অনার্স ২ বর্ষের ছাত্রী,,,তারা মধ্যবিত্ত পরিবারের,,,,,
অরু আর নীরা শপিং এ গেল,,,,,,শপিং এ যেতে অরু কার সাথে যেন বাজে ভাবে ধাক্কা খায়,,,যার কারণে অরু নিচে পড়ে যায়,,,,,,
অরু:কোন কালা উগান্ডা, কোন কালা হাতি, কালা শাঁকচুন্না পেত্না আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলো গো,,,,,আমার কোমর তো শেষ,,,,,
অরু চোখ তুলে তাকাতেই দেখতে পায় একজন কালো কোর্ট কালো জিন্স কালো সানগ্লাস পরা ছেলে দাড়িয়ে আছে,,,অরুর মাথা গরম হয়ে গেল,,,,অরু বললো,,
অরু:এই যে কালা উগান্ডা আমাকে নিচে ফেলে দিয়ে এখন হিরোর মতো দাড়িয়ে আছেন,,,একবার Sorry পর্যন্ত বললেননা,,
-Excuse me,,, দোষ তো আপনার,,না দেখে হাঠেন কেনো,,,,,,হাঠতে না জানলে কে বলেছে শপিং এ আসতে,,,
অরু:কি???আমি হাঠতে পারি না????চোখের মধ্য এতো বড় কালা মালা দিয়ে রাখলে দেখবেন কিভাবে যত্তোসব,,,,এই আপু চল,,,
নীরা নিরব দর্শক হয়ে দাড়িয়ে আছে,,,,,অরু বললো,,,
অরু:দাড়িয়ে দাড়িয়ে এই কালা হাতিটাকে দেখবি,, না কি শপিং করতে যাবি,,,
-আপনার সাহস তো কম না,,আমাকে কালা হাতি বলছেন আপনি,,,,,,আমাকে কোন এন্গেল দিয়ে মনে হয় কালা হাতি,,,
অরু:হাহাহা হাস্যকর,,,মাথা থেকে পা পর্যন্ত কালো পরে আছেন,,,,,,এটা কি যথেষ্ট নয়,,
ছেলেটার মাথা গরম হয়ে যাচ্ছে অরুর কথা শুনে,,,,,,
অরুর:আপনার সাথে কথা বলে নিজের টাইম নষ্ট করার কোনো মানে হয়,,,হাহ,,,,
অরু চলে গেল নীরাকে নিয়ে,,,,,,
কালা উগান্ডা থুক্কু ছেলেটি হলো আহান,,আহান আবরার,,,,,,ভীষণ রাগী আর জেদি,,,,,,,দেখতে একজন হিরোর চেয়ে কোনো অংশে কম না,,,,,অল্প বয়সে পড়ালেখা শেষ করে বাবার বিজনেস কে অনেক উচ্চ পদে নিয়ে গেছে,,,,,,তার একটা বোন আছে,, আফরা,,, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে,,,,,,,,
আহান এসেছে তার বোনের জন্মদিনের জন্য একটা গিপ্ট কিনতে,,,,,শপিং এ ডোকার আগে তো ঘটেই গেল অঘটন,,,,,আহানের মাথা গরম হয়ে আছে,,,,,মিনার কে ডাক দিলো,মিনার হলো আহানের পি এ,,,,,,
দুজনে শপিং এ ডুকলো,,,,
এদিকে অরু বকবক করছে,,অরু একটু চঞ্চল,,নীরা শান্ত স্বভাবের,,,,,, নীরা বললো,,
নীরা:লোকটাকে ওইভাবে না বললেও পারতি,,দোষ আমাদের ছিল,,,,আমরা,,
অরু:চুপ থাক তুই একদম,,কালা হাতির পক্ষে নিয়েছিস তুই আপু??
নীরা:ওহহো সরি,,চল এবার,,,,
নীরা আর অরু ঘুরে ঘুরে শপিং করছে,,,,,
হঠাৎ অরুর চোখ পড়ে একটা সুন্দর সো পিছ এর উপর,,দূর থেকে অনেক সুন্দর লাগছে,,অরু দৌড় দিয়ে শো পিছ টাই হাত দিলো,, একই সময়ে অন্য কেউ এসে শো পিছটার অন্য পাশে ধরলো,,,
অরু চোখ তোলে তাকাতেই মাথা খারাপ হয়ে গেলো,,,,,,
এদিকে আহান একটার পর একটা শো পিছ,টেডিবিয়ার দেখছে কিন্তু একটাও পছন্দ হচ্ছেনা,,,হঠাৎ সে একটা শো পিছ দেখে অনেক পছন্দ হয়ে যায়,,আহান তাড়াতাড়ি গিয়ে ওই শো পিছটাই হাত দিলে কেউ একজন শো পিছটার একপাশে হাত রাখল,,
আহান তার দিকে তাকাতেই তার রাগ চরম পর্যায়ে পৌছালো,,,,,,,,,,
অরু:আপনি????
আহান:আমার ও একি প্রশ্ন আপনি আমার শো পিছটাই হাত দিলেন কেন,,,
অরু:এএহ আসছে ওনার শো পিছ,,,,,এটা আমি আগে নিয়েছি,,,,এটা আমার,,,,
আহান:বলছিনা এটা আমি আগে ধরেছি,,,,
অরু:আমি আগে দেখছি দূর থেকে দেখছি,,S এটা আমার,,ছাড়েন বলছি,,,
নীরা:আরে অরু ছাড় না,,,,আরেকটা পাবি ওটার মতো,,,
হঠাৎ দোকানদার এসে বললো,,
-সরি মেম এটা এক পিসই আছে,,
নীরা:আপনার একটু খুজে দেখেন,,
-মেম দেখেছি,,এটা এক পিছই আছে,,,,
অরু:শুনেছেন,,,এটা এক পিছ,,তাই এটা আমি নিবো,,
আহান:একদম না,,,,,এটা আমার পছন্দ হয়েছে,,আপনি অন্য একটা নিন,,
অরু:আপনি বাড়াবাড়ি করছেন,,ছাড়েন বলছি,,,
আহান আর অরু দুজনে টানাটানি করছে,,,
দোকানী :এইযে আপনারা এভাবে টানাটানি কেন করছেন,,ভেঙে যাবে তো,,
অরু:আরে মিয়া আপনি চুপ থাকেন,,এক পিছ কে আনতে বলছে আপনাকে,,,
নীরা:অরু ভেঙে যাবে,,প্লিস ওনাকে দিয়ে দে,,,,
অরু:দিবো না, দিবো না, দিবো না,,,ওনাকে ছাড়তে বল,,
আহান:আমিও ছারবো,,এটা আমি নিয়েই ছাড়বো,,
দুজনে টানাটানি করতো করতে করতে হঠাৎ,,,,,
চলবে!!!?
(জানিনা প্রথম পর্ব কেমন লেগেছে,, আপনাদের সাড়া পেলে পরের পর্ব দিবো,,,,আর ভুল-ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন)