#বিরহের_নাম_তুমি
#পর্ব_২৩
#মুন্নি_আক্তার_প্রিয়া
_________________
৬০.
ব্যথায় বাঁ হাতটি নাড়াতে পারছে না ভূমিকা। সোফার ওপর হাত ছড়িয়ে নিচে ফ্লোরে বসেছে সে। ফোনটিও সোফার ওপর রেখে অপেক্ষা করছিল সূচনার জন্য। অশান্তির মধ্যে বাড়ি কিংবা সূচনা; কারোর সাথেই কথা হওয়ার সুযোগ হয়নি। বাড়িতে ফোন করলে মা কণ্ঠ শুনে এবং ভিডিয়ো কলে মুখ দেখে কিছু না কিছু ঠিকই আন্দাজ করে ফেলবে। যেটা ভূমিকা এখন চাচ্ছে না। সূচনা যেহেতু কথা বলতে পারে না, তাই ভিডিয়ো কলে কথা বলার প্রয়োজন নেই। টেক্সটেই সকল খোঁজ-খবর নিতে পারবে।
তার চিন্তার মাঝেই হোয়াটসএপের ম্যাসেজ টোন বেজে ওঠে। ফোনের লক খুলে দেখতে পায় ম্যাসেজে লেখা,’আপু, আমি সূচনা।’
ভূমিকা একটু নড়েচড়ে বসে রিপ্লাই করে,’কেমন আছিস?’
‘আলহামদুলিল্লাহ্ আপু। তুই কেমন আছিস?’
ম্যাসেজটির দিকে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকে ভূমিকা। আসলেই তো, কেমন আছে সে? ভালো? না, ভালো থাকাটা তো এখন তার জন্য হারাম হয়ে গেছে। তার সুখের জীবনে দুঃখের প্লাবন এসেছে। সে তো ভালো নেই। সে জানে না, আর কখনো তার ভালো থাকা হয়ে উঠবে কিনা। তবে সে, ছোটো বোনকে বলতেও পারবে না সে ভালো নেই। তার মনের দুঃখ প্রকাশ করার জন্য পারবে না একটু বোনকে জড়িয়ে ধরতে। পারবে না একটু মায়ের কোলে মাথা রেখে কাঁদতে। আর না পারবে একটু বাবার কাঁধে মাথা রাখতে। সে কতটা অসহায় এই মুহূর্তে, তা বোধ করি কারো অজানা নয়। এই বিদেশের মাটিতে সে বড়ো-ই একা, নিঃস্ব। তার চাতকপাখির মতো প্রিয় মানুষটির পথ চেয়ে বসে থাকা, তৃষাতুর দৃষ্টিতে অপেক্ষার মূল্যায়ন করার জন্য যে মানুষটি কেবল ছিল, সে এখন বড্ড অচেনা। পরিবর্তন মানুষকে সম্পূর্ণ আলাদা রূপে গুণান্বিত করে, যেটি রাসেল পরিবর্তন না হলে ভূমিকা বুঝতেই পারত না।
‘এই আপু? কোথায় গেলি?’ সূচনার ফিরতি ম্যাসেজে অশ্রুশিক্ত টলমল নয়নে সে ফোনের স্ক্রিনের দিকে তাকায়। সবকিছু ঝাপসা দেখছে সে। ডান হাতে চোখের পানি মুছে। প্রস্তুত হয় বোনকে সাজিয়ে-গুছিয়ে মিথ্যা বলার জন্য। সে লিখে,’স্যরি রে সোনা, পানি খেতে গেছিলাম।’
সাথে সাথে রিপ্লাই আসে সূচনার,’আচ্ছা এখন বল,কেমন আছিস?’
‘আলহামদুলিল্লাহ্ ভালো। কী করছিস তুই?’
‘পড়ছিলাম। তুই কী করিস?’
‘আমি বসে আছি। খেয়েছিস তুই?’
‘হ্যাঁ। তুই?’
ভূমিকা কিছুই খায়নি পানি ব্যতীত। তাও সে লিখল,’হ্যাঁ।’
এবার সূচনা লিখল,’আপু ভিডিয়ো কল দে।’ এই ম্যাসেজটার জন্য ভূমিকা একদমই প্রস্তুত ছিল না। সে এখনই সূচনাকে কিছু জানাতে চাচ্ছে না। এমনিতেই তার বোনটা কথা বলতে পারে না। এসব শুনে ভেতরে কষ্ট জমিয়ে দম আটকে মরে যাবে। নিজের কষ্টের জন্য সে তার আদরের বোনকে কষ্ট পেতে দেবে না। তাই এবারও সে একটা মিথ্যা কথা বলল,’এখন তো আমি রান্না করব রে। তোর ভাইয়া চলে আসবে একটু পর-ই। আমি তোকে পরে কল করব।’ ম্যাসেজটা পাঠিয়ে সঙ্গে সঙ্গে সে অফলাইন হয়ে যায়। ফোনের পাওয়ার অফ করে সোফার ওপর মাথা রাখে। ফুঁপিয়ে কেঁদে ওঠে সে। তার যে কতটা কষ্ট হচ্ছে, সেটি সে কাউকে বলতে পারছে না। সে পারবে না কাউকে বোঝাতে। সবচেয়ে প্রিয় মানুষটির এভাবে বদলে যাওয়াটাকে সে কিছুতেই মেনে নিতে পারছে না।
______
৬১.
সুমিকে আজ হাসপাতাল থেকে রিলিজ করবে তাই হাসপাতালের সব বিল রাসেল মিটিয়ে দিচ্ছে। সবকিছু কমপ্লিট হলে রাসেল সুমির কেবিনে আসে। রিয়া আর সুমি তখন গল্প করছিল। রাসেলকে দেখে সুমি মিষ্টি করে হাসে। রিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে,’এইতো আপনি এসে পড়েছেন। এবার আমায় উঠতে হবে।’
‘কোথায় যাবে?’ জিজ্ঞেস করে রাসেল।
‘আমার তো ক্লাস আছে ভাইয়া। তারপর আবার জব। ফিরতে সন্ধ্যা নয়তো রাত হবে।’
‘আচ্ছা সাবধানে যেও। আর ক্লাসে যা পড়ায় নোট করে রাখবে। সুমিকে কিন্তু তোমারই সাহায্য করতে হবে এখন।’
রিয়া সহাস্যে বলল,’অবশ্যই ভাইয়া। আমি তাহলে আসি।’
‘আমাদের সাথে নাস্তাটা করে যেতে?’
‘না ভাইয়া। আমি নাস্তা করেই এখানে এসেছি। বাড়িতে আপনাদের জন্যও নাস্তা বানানো আছে। খেলে খুব খুশি হব।’
রাসেলও এবার হেসে বলল,’অবশ্যই।’
পুরো সময়ে সুমি রাসেলের সাথে কোনো কথা বলেনি। রিয়া চলে যেতেই রাসেল প্রশ্ন করল,’ওমন গোমড়া মুখ করে বসে আছো কেন?’
‘তুমি সত্যি সত্যিই আমার জবটা ছাড়ালে তাহলে?’
‘হ্যাঁ। এতে কোনো সন্দেহ নেই। রাগ করলেও আমি শুনব না।’
সুমি আর কিছু বলল না। ওপরে ওপরে রাগ দেখালেও মনে মনে সে খুশি। প্রিয় মানুষ এতটা টেক কেয়ার করলে কার না ভালো লাগে? রাসেল সুমিকে নিয়ে ওদের ফ্ল্যাটে যায়। এক রুমের ফ্ল্যাট। পাশে ছোট্ট একটা কিচেন, আর ছোট্ট ড্রয়িংরুম। সুমি এবং রিয়ার জন্য একদম পার্ফেক্ট। সুমিকে বেডে বসিয়ে দিয়ে রাসেল কিচেনে যায় রিয়ার বানানো নাস্তা আনতে। খুব বেশি কিছু নয়। স্যান্ডউইচ এবং আপেল জুস। রাসেল আগে সুমিকে খাইয়ে দিয়ে তারপর নিজে খায়। ওষুধ খাওয়ানোর সময়ে সুমি জিজ্ঞেস করে,’তুমি কি চলে যাবে এখন?’
সুমিকে আগে ওষুধ খাইয়ে দেয় রাসেল। কোনো কথা বলে না। ওষুধ এবং পানি সরিয়ে রেখে সে সুমির পাশে বসে। সুমির হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে বলে,’চলে গেলে খুশি হবে?’
‘একদম না। খুব একা লাগবে।’
‘যাব না।’
সুমি উৎসাহিত কণ্ঠে জিজ্ঞেস করল,’সত্যি?’
‘৩ সত্যি।’
সুমি খুশি হয়ে রাসেলের হাত চেপে ধরে কাঁধে মাথা রাখে। আহ্লাদী কণ্ঠে বলে,’এখন একটা গল্প শোনাও।’
‘গল্প? গল্প তো আমি পারি না।’
‘যা পারো তাই শোনাও।’
রাসেল কিছুক্ষণ চুপ করে থেকে বলে,’আচ্ছা ঠিক আছে। শোনো তাহলে। এক ছিল রাজকুমার আর এক ছিল রাজকন্যা। রাজকন্যা ছিল অনেক বেশি সুন্দরী। কত ছেলে তার আশেপাশে ঘোরে। কিন্তু সে কাউকে পাত্তা দেয় না। সে ছিল পরিবারের বাধ্য মেয়ে। বাবা-মায়ের সুখ, দুঃখ সব বুঝত। একদিন তাদের রাজ্যে স্নো ফলস্ হয়। সেদিন রাজকন্যা একা একা ঘুরতে গিয়েছিল। রাতের বেলায় স্নো ফলস্-এর জন্য সে প্রাসাদে ফিরতে পারছিল না। ডাকাতের ভয় তো ছিলই, তার ওপর আবার বরফ! শীতে প্রাণ যাওয়ার উপক্রম। ঠিক সেই সময়ে রাজকুমারের সাথে রাজকন্যার দেখা হয়ে যায়। একটা কাজ সেরে রাজকুমার বাড়ি ফিরছিল। কিন্তু পথে রাজকন্যাকে বিপদে পড়তে দেখে, সে আর প্রাসাদে ফিরে যায় না। বাড়িতে খবর পাঠিয়ে দেয়, স্নো ফলস্-এর জন্য রাস্তা-ঘাট বন্ধ থাকায় সে ফিরতে পারবে না।’
এতটুকু বলার পর সুমি রাসেলকে থামিয়ে দিয়ে বলে,’এটা তো তুমি আমার আর তোমার ঘটনা বলছ।’
রাসেল হেসে বলে,’ধরে ফেলেছ দেখছি।’
সুমি মুচকি হেসে বলে,’মাঝে মাঝে বিপদও ভালো হয় বলো?’
‘কী রকম?’
‘সে রাতে যদি স্নো ফলস্ না হতো আর তোমার সাথে আমার দেখা না তো তাহলে কি এখন আমরা এক সাথে থাকতাম?’
‘একদম তাই। আমি তো কখনো ভাবতেই পারিনি, সুন্দরী রাজকন্যা আমাকে ভালোবেসে ফেলবে।’
‘তোমার ভালোবাসাকে উপেক্ষা করার মতো ক্ষমতা যে আমার ছিল না।’
রাসেল আলতো করে সুমির কপালে চুমু খায়। দুজনে কিছুক্ষণ গল্পগুজব করে। দুপুরে রাসেল এখানেই রান্নাবান্না করে। সুমি গোসল করে আসার পর ভেজা চুল মুছে দেয়। চুল আচড়ে দেয়। ড্রয়িংরুমে বসে দুজনে গল্প করে। দুপুরে দুজনে একসাথে খায়, ফোনে মুভি দেখে, সিরিজ দেখে সময় পার করে ফেলে। সন্ধ্যার দিকেই রিয়া ফিরে আসে। রিয়া চলে আসার পর রাসেলও বাড়ি ফিরে আসতে চাইলে রিয়া বাঁধ সেধে বলে,’আজ আমরা তিনজন একসাথে ডিনার করব প্লিজ ভাইয়া!’
রাসেল বুঝতে পারে সুমি নিজেও এটা চাচ্ছে। তাই সেও রাজি হয়ে যায়। ডিনারের আয়োজন করে রাসেল এবং রিয়া। রান্নাবান্না করে ডিনার করতে করতে রাত দশটা পার হয়ে যায়। ওদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় রাসেল। পথে গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে নেয় ভূমির জন্য।
__________
৬২.
এক হাতের সাহায্যেই পুরো বাড়িটা গোছগাছ করে নিয়েছিল ভূমিকা। অনেকদিন বাদে গার্ডেনে যাওয়ার দরুণ মিসেস চৌধুরীর সাথে দেখা হয়েছিল। তিনি জানিয়েছিলেন বিকেলে বাসায় আসবেন। তিনি যেন কোনো কিছু সন্দেহ না করতে পারে তাই সে কষ্ট করে হলেও বাড়িটা গুছিয়ে ফেলে। মিসেস চৌধুরীর সামনে বাঁ হাত শাড়ির আঁচল দিয়ে ঠেকে রেখেছিল। হেসে হেসে কথা বলতে, ভালো থাকার অভিনয় করতে তার অনেক বেশি কষ্ট হচ্ছিল তবুও সে ভালো থাকার অভিনয় করতে কোনো ত্রুটি রাখেনি। কিন্তু তার সকল চেষ্টা বৃথা গেল মিসেস চৌধুরী ফিরে যাওয়ার সময়ে। তাকে বিদায় দিতে যাওয়ার সময়ে ভুলবশত শাড়ির আঁচল হাতের ওপর থেকে সরে যায় এবং সাদা ব্যান্ডেজ চোখের সামনে ভেসে ওঠে। মিসেস চৌধুরী আৎকে উঠে জিজ্ঞেস করেন,’এসব কী? হাতে কী হয়েছিল?’
ভূমি অস্বস্তিতে পড়ে যায়। উপস্থিত কোনো বুদ্ধিই সে খাটাতে পারছিল না। আবার সে চাচ্ছিলও না তিনি কিছু বুঝে ফেলুক। ভূমি কিছু বলার পূর্বেই তিনি বললেন,’রাসেলের সাথে রাগ করে হাত কেটেছ?’
ভূমি মৃদু হাসার চেষ্টা করে বলে,’না, তেমন কিছু না। কীভাবে যেন কেটে গেল!’
‘মিথ্যেও তো গুছিয়ে বলতে পারো না। তোমাদের স্বামী-স্ত্রীর মধ্যে কী হয়েছে আমি জানিনা। তবে এতটুকু বলব, এগুলো পাগলামি একদম করবে না। সবার আগে নিজেকে ভালবাসতে হবে বুঝেছ? আর রাগ-অভিমান বেশিদিন মনের মাঝে পুষে রেখো না কেমন? নিজের যত্ন নাও। চোখের নিচে তো ডার্ক সার্কেল পড়ে গেছে। আমি কাল আসব, যাই এখন। সন্ধ্যা হয়ে গেছে।’
‘জি আপু।’
মিসেস চৌধুরী চলে যাওয়ার পর ভূমি মনে মনে বলে,’আমাদের মাঝে তো কোনো রাগ-অভিমানই নেই আপু। যা আছে, তা হচ্ছে সম্পর্কের ফারাক। দুজনের মধ্যকার মনের দূরত্ব। তবে একটা কথা সঠিক বলেছেন, নিজেকে সবার আগে ভালোবাসা উচিত।’
.
রাসেল আজও কলিংবেল না বাজিয়েই ভেতরে প্রবেশ করে। ঘরের পরিবেশ দেখে কিছুটা অবাকও হয়। বেডরুমে উঁকি দিয়ে দেখে ভূমি ফোনে কিছু লিখছে। সে দরজায় দাঁড়িয়েই বলে,’খাবার এনেছি। খেয়ে নাও।’
কথাটা বলে রাসেল চলে যায়। ভূমি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় এগারোটা বাজে। সে ফোন রেখে ডাইনিংরুমে আসে। খাবার সার্ভ করছিল রাসেল। সবকিছু এগিয়ে দিয়ে বলল,’খেয়ে মেডিসিন খেয়ে নিও।’
ভূমি জিজ্ঞেস করল,’মেডিসিন কেন?’
রাসেল না তাকিয়েই বলল,’হাতের ব্যথার জন্য।’
‘ওহ। তুমি খাবে না? নাকি গার্লফ্রেন্ডের বাড়ি থেকে খেয়ে এসেছ?’
ভূমির ত্যাড়া প্রশ্নে রাসেল এবার মুখ তুলে তাকায়। চেয়ার টেনে বসে বলে,’খাব।’
ভূমিকে অতি মাত্রায় স্বাভাবিক দেখে রাসেল ভীষণ অবাক হচ্ছে। হুট করে সবকিছু এত স্বাভাবিক কেন? অন্যদিকে শুধু ভূমিই জানে, সে কোন দহনে পুড়ছে। খেতে খেতে ভূমি শীতল কণ্ঠে বলে,’আজ তুমি অফিসে যাওনি।’
‘অদ্ভুত। আজকাল কি লিন্ডাকে আমার পেছনে গোয়েন্দাগিরি করতে কাজে লাগিয়েছ?’
ভূমি তাচ্ছিল্য করে হাসে। বলে,’না। আমার এত টাকা-পয়সা নেই যে তোমার পেছনে গোয়েন্দা লাগাব। তাছাড়া যেখানে তুমি নিজেই স্পষ্টভাবে সব স্বীকার করেছ, সেখানে তো গোয়েন্দাগিরি করার কোনো প্রশ্নই আসে না। লিন্ডা আমাকে কিছুই বলেনি। তোমার মুখ দেখেই আন্দাজ করলাম, তুমি অনেক খুশি। গার্লফ্রেন্ডের সাথে ছিলে বলেই হয়তো এতটা খুশি! এছাড়া তোমার গায়ে পারফিউমের ঘ্রাণ তো আছেই। তোমার গার্লফ্রেন্ডের পারফিউমের ঘ্রাণটা সুন্দর। মারাত্মক! হাসপাতালেও কি সে পারফিউম ইউজ করে? নাকি তার বাসায় গিয়েছিলে তুমি?’
‘তুমি কি মজা করছ?’
ভূমি এবার শব্দ করে হেসে বলে,’না তো!’
‘পাগল হয়ে গেছ তুমি।’
হাসতে হাসতে এবার ভূমি কেঁদে ফেলে। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলে,’শুধু পাগল? জীবন্ত লাশ হয়ে আছি আমি রাসেল! তোমার মতো ছেলেরা কখনো এই কষ্ট বুঝবে না।’
রাসেল মাথা মত করে খাবারের প্লেটে চামচ দিয়ে নাড়াচাড়া করতে থাকে। তার পেট তো এমনিতেই ভরা ছিল। ভূমি বাম হাতে চোখে পানি মুছে ফেলে বলে,’যতই মানুষ বলুক, সৌন্দর্যে আসলে কিছু আসে যায় না কিন্তু দিনশেষে মানুষ সৌন্দর্যকেই প্রাধান্য দেয়। সবাই-ই একজন সুন্দর জীবনসঙ্গী প্রত্যাশা করে।’
‘তুমি বলতে চাচ্ছ সুমির সৌন্দর্যের প্রেমে পড়েছি আমি?’
‘বলতে চাচ্ছি না; সরাসরিই বলছি। অস্বীকার করেও লাভ নেই।’
‘তবে তোমার ধারণা ভুল।’
‘তাই? আমার ধারণা কতটুকু ভুল আর কতটুকু সঠিক তা বোধ করি, আমার থেকে তুমিই বেশ ভালো জানো।’
রাসেল কথা বাড়ায় না। চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে ভূমি বলে,’সেদিন ভুল করে তোমায় না ভালোবেসে যদি ফুল ভালোবাসতাম, তাহলে আজ আর তুমি নামক কোনো কষ্ট আমার থাকতো না।’
রাসেলের মনে পড়ে যায় সেদিনটির কথা। বিয়ের আগে ভূমিকার সাথে রাসেলের টুকটাক কথা হতো। ভূমি যে ফুল খুব পছন্দ করত তাও রাসেল জানত। তাই সে ফুল নিয়ে একদিন ভূমির ভার্সিটির সামনে যায়। সেদিন সে ভূমিকে জিজ্ঞেস করেছিল,’বলো তুমি আমায় গ্রহণ করবে নাকি ফুল?’
রাসেলের ওমন পাগলামিতে ভূমি বিস্ময়ের শেষ পর্যায়ে পৌঁছে যায়। তবে সত্য তো এটাও যে, মনে মনে রাসেলকে পছন্দ করত। কিন্তু পারিবারিক ঝামেলার দরুণ সে রাসেলকে বিয়ে করতে চায়নি। তবে রাসেলের করা সেদিনের পাগলামির প্রেমে পড়ে গিয়েছিল। তাই সে ফুলকে নয় রাসেলকে-ই বেছে নিয়েছিল। অতীতের ঘটনাটি রাসেলের সাথে সাথে ভূমিরও মনে পড়ে যায়। টপটপ করে চোখ থেকে পানি ঝড়তে থাকে। কাঁদতে কাঁদতে বলে,’তুমি করেছিলে নিঁখুত অভিনয়, আর আমি তোমায় নিঁখুতভাবে ভালোবেসে ছিলাম। আমার ভালোবাসায় তো কোনো খাদ ছিল না। তাহলে কেন তুমি আমার সাথে প্রতারণা করলে বলতে পারো?’
‘আমি বুঝতে পারিনি আসলে কী থেকে কী হয়ে গেছে।’
ভূমি আশার আলো দেখতে পায়। চেয়ার থেকে উঠে রাসেলের কাছে যায়। খপ করে হাত ধরে বলে,’রাসেল, যা হওয়ার হয়ে গেছে। আমি সব ভুলে যাব। তুমি ঐ মেয়েকে ছেড়ে দাও প্লিজ! আমরা আবার একসাথে ভালো থাকব। সুখে থাকব।’
রাসেল মাথা মত করেই বলল,’আমি ওকে ছাড়তে পারব না।’
হাত ছেড়ে দেয় ভূমি। বাঁকা হেসে বলে,’ও। তাহলে তুমি আমাকেই ছাড়তে পারবে।’ এরপর সে পূণরায় শব্দ করে হাসে। পাগলের মতো আচরণ করতে থাকে। চিৎকার করে বলতে থাকে,’আমি ভালোবাসি তোমায়। তুমি আমার সাথে প্রতারণা করেছ। এরপরও আমি তোমায় একটা সুযোগ দিতে চেয়েছিলাম। সব ভুলে গিয়ে আবারও তোমায় বিশ্বাস করতে চেয়েছিলাম, একসাথে থাকতে চেয়ে ছিলাম। তবে তুমি আমার চোখে এবারও আঙুল দিয়ে দেখিয়ে দিলে, তুমি আসলে বিশ্বাসের যোগ্যই নও। তবে একটা কথা মনে রেখো, এটাই ছিল তোমার জন্য প্রথম এবং শেষ সুযোগ। ভূমি ফ্যালনা নয় রাসেল, ভূমি ফ্যালনা নয়। ভূমি তোমায় ভালোবাসে তাই সুযোগ দিয়েছিল। এজন্য তুমি ভূমিকে সস্তা ভেবো না। বরং আফসোস হচ্ছে আমার তোমার জন্য, তুমি সত্যিকারের ভালোবাসাকে মূল্যায়ন করতে পারলে না।’
কাঁদতে কাঁদতে ভূমির হেঁচকি উঠে গেছে। সে টেবিল থেকে কাচের গ্লাসটি ছুঁড়ে ফেলে ফ্লোরে। বিকট শব্দে রাতের নিস্তব্ধতায় যেন বাজ পড়ার মতো মনে হলো। রাসেল ভূমিকে কিছুই বলল না। কী বলবে সে? তার কি আদৌ কিছু বলার আছে? ভূমি কান্না থামিয়ে কাঠ কাঠ গলায় বলল,’প্রতারণা ছাড়া আর কিছুই তো করতে পারোনি। তবে তোমায় ভালোবাসা-স্বরূপ আমি তোমায় একটা উপহার দেবো। নিঃসন্দেহে এই উপহার তোমার জীবনের সেরা উপহার হবে। তোমায় আমি সারাজীবনের জন্য মুক্ত করে দেবো। তোমার পথের কাঁটা হয়ে আমি থাকব না। তুমি সুখে থাকতে পারবে তোমার ভালোবাসাকে নিয়ে। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করো।’
এতক্ষণে রাসেল কথা বলে। জিজ্ঞেস করে,’তুমি শিওর বাংলাদেশে ফিরে যাবে?’
ভূমি তাচ্ছিল্য করে হাসে। কষ্ট লাগে খুব। তবুও সে মুচকি হেসে বলে,’যেখানে ভালোবাসা থাকে না সেখানে হয়তো থাকা যায়। কিন্তু যেখানে সম্মান থাকে না, সেখানে কখনো থাকা যায় না।’
‘আমি তোমায় অসম্মান করি?’
‘আমার ভালোবাসাকে তুমি অসম্মান করেছ। আমার বিশ্বাসকে তুমি অপমান করেছ।’
রাসেলকে আর কিছু বলতে না দিয়ে ভূমিকা রুমে চলে যায়। শব্দ করে দরজা লাগিয়ে দিয়ে ফ্লোরে বসে পড়ে। দু’হাতে মুখ চেপে অঝোরে কাঁদতে থাকে সে।
চলবে…
[কার্টেসী ছাড়া কপি করা নিষেধ।]