হৃদপূর্ণিমা পর্ব-২৩

0
551

#হৃদপূর্ণিমা
লাবিবা_ওয়াহিদ
| পর্ব ২২+২৩ |

-‘গতকাল রাতে কোথাও গিয়েছিলে নাশিদ?’

মনিকার দিকে না তাকিয়েই খেতে খেতে নাশিদ বললো,

-‘থানায় গেছিলাম। কেন মা, আজ নতুন নাকি?’

মনিকা থতমত খেয়ে গেলো নাশিদের এরূপ ব্যবহারে। ইদানীং আগের মতো ঠিকভাবে কথা বলে না। ব্যবহারটাও কেমন পাল্টে গেছে। ইদানীং ‘আপনি’ বলেও সম্বোধন করছে তাকে। অর্পি নাশিদকে টাচ করতে গেলে নাশিদ প্লেট নিয়েই উঠে দাঁড়ায় এবং লিভিংরুমে যেতে যেতে বলে,

-‘ঢোলাঢোলির জন্য ক্লাবে যাও, এটা খাবারের টেবিল। আর আমিও তোমার সো কল্ড প্লে বয় নই যে তোমার ইশারায় সাড়া দিবো!’

নেওয়াজ নাশিদকে পিছুডাক দেয় কিন্তু নাশিদ শুনলো না। নেওয়াজ অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই বাবা চোখ রাঙিয়ে মনিকার দিকে তাকালো। মনিকার চাল যে সে ধরতে পারেনি এমনটি নয়! বাবা মনিকাকে দাঁতে দাঁত চেপে আস্তে করে বললো,

-‘ছেলেটাকে কী খেতেও দিবে না শান্তিমতো?’

মনিকা কিছু বললো না, চুপ করে রইলো। নেওয়াজ আর বাবা কোনরকম খেয়েই চলে গেলো। নেওয়াজও যাওয়ার আগে মায়ের সাথে কথা বলেনি। ভাবী খাওয়া শেষ করে নাফিসাকে নিয়ে উঠে গেলো। কিছুক্ষণের মাঝে নাশিদ প্লেট নিয়ে কিচেনে চলে গেলো। সেখানে হাত ধুঁয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সিঁড়ির সামনে গেলো এবং নাফিসার উদ্দেশ্যে চেঁচিয়ে বললো,

-‘ভার্সিটি কী আমি তোকে ড্রপ করে দিয়ে আসবো?’

-‘না ভাইয়া। আমার যেতে লেট হবে!’

নাশিদ আর কিছু না বলেই বেরিয়ে গেলো। মনিকা বা অর্পিতার দিকে ফিরেও তাকালো না। রথি অনেক আগেই কোচিং সেন্টারে চলে গেছে। অর্পিতা নাশিদের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে মনিকার দিকে তাকালো।

-‘এরকম কেন হচ্ছে ফুপ্পি? তোমার ছেলে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না!’

-‘সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধর!’

অর্পিতা কিছু বললো না।
রেগে বোম হয়ে চলে গেলো।

রথি রিকশার জন্য কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে। সে খানিক চিন্তিত। আজ ফাহাদ স্যারের ঘেঁষাঘেঁষিটা বিরক্তিকর ছিলো। তার ঘোরলাগা দৃষ্টিও রথির বুঝতে সময় লাগেনি। তার উপর গতকাল রাতের এমন আকস্মিক বিয়ে। রথির তো এখনো বিশ্বাস হচ্ছে না, সে বিবাহিত, মিসেস নাশিদ। রথির ভাবনার মাঝেই কোথা থেকে নাশিদের গাড়ি এসে থামলো। রথি চোখ বড়ো বড়ো করে তাকালো। নাশিদ সানগ্লাস খুলে রথির দিকে তাকিয়ে বলে,

-‘গুড আফটারনুন বউ!’

নাশিদের মুখে ‘বউ’ শুনে রথির ভেতরটা শীতল হাওয়ায় ছেয়ে গেলো। এক অদ্ভুত শিহরণ অনুভব হচ্ছে তার। পরমুহূর্তে নিজেকে সামলে রথি বলে উঠলো,

-‘আপনি এখানে?’

-‘হু। আমি!’

-‘আমার কোচিং সেন্টারের এড্রেস কই পেলেন?’

নাশিদ গাড়ি থেকে নেমে রথির বরাবর দাঁড়িয়ে বললো,

-‘মাথা কী গেছে তোমার? এর আগেও তো এখানে তোমার সাথে মিট করেছি, মনে নেই?’

বলেই নাশিদ মাথা নিচু করে রথির দিকে ঝুকতেই রথি পূর্বের ন্যায় দুই পা পিছিয়ে থরথর করে কাঁপতে লাগলো। রথির এরূপ রিয়েকশনে নাশিদ হেসে উঠলো।

-‘কী মনে পরেছে?’

রথি জোরে জোরে মাথা নাড়ায়। ঠিক এভাবেই! গত দেড় মাস আগে ঠিক এভাবেই নাশিদ তার উপর অদ্ভুত কারণে রাগাম্বিত হয়ে এভাবে ঝুকেছিলো। তবে আজ নাশিদ রেগে নেই, তার আজ পাগল করা হাসি।

-‘তাহলে যাওয়া যাক?’

-‘আপনার সঙ্গে যাবো না আমি!’

-‘ওরে বাচ্চাটাহ! এতো অভিযোগ, অভিমান কেন? তোমায় কী গুতা দিয়েছি?’ নাশিদ বাচ্চা বাচ্চা ফেস করে বললো! নাশিদের এমন বাচ্চামো দেখে রথির চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। এ কোন রূপ দেখাচ্ছে নাশিদ?

-‘কী হলো চুপ কেন? কই ভাবলাম তোমার সাথে লাঞ্চ করবো! কিন্তু তুমি তো আমার সাথে যেতেই চাও না। ঠিক আছে আমি লাঞ্চ না করেই থানায় চলে যাচ্ছি!’

-‘উফফ, এমন করেন কেন? উঠছি তো গাড়িতে!’

নাশিদ বাঁকা হাসলো। রথি গিয়ে দরজা খুলে উঠে বসলো। নাশিদ এর মাঝে কোথায় যেন গেলো। রথি এদিক সেদিক খুঁজতে গিয়েই তার পাশের ডোর খুললো নাশিদ। হাতে তার দুটো সান চিপসের প্যাকেট। নাশিদ মুখে হাসি নিয়ে বলে,

-‘বাসরে নাকি বউদের উপহার দিতে হয়। কিন্তু আমার তো বাসর হয়নি, তাই বাসরে না দিয়ে এখানে দিলাম। নেও তোমার উইদাউট বাসর গিফট!’

বলেই রথির কোলে চিপসের প্যাকেট ছুঁড়ে মেরে দরজা লাগিয়ে দিলো। আর রথি সেখানেই বেক্কলের মতো বসে রইলো৷ নাশিদ ড্রাইভিং সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিলো। রথি চিপসের প্যাকেট উল্টে পাল্টে দেখতে দেখতে বলে,

-‘আচ্ছা ছেলেরা কী এভাবেই বিয়ের পর গিরগিটির মতো রূপ বদলায়?’

নাশিদ স্টেয়ারিং ঘোরাতে ঘোরাতে বাঁকা হেসে বলে,

-‘সব ছেলের কথা তো জানি না তবে আমার হৃদপূর্ণিমার খুশির জন্য এই নাশিদ তার সর্বোচ্চ করতে রাজি, তবে লিমিট বজায় রেখে। তোমার ছেলেমানুষি আবদার করলে ঠিকই বকা খাবা!’

-‘ছেলেমানুষি আবদার মানে?’

-‘যেগুলা করা ঠিক না, আমার লিমিটের বাইরে!’

রথি ভেংচি কেটে বাইরের দিকে তাকালো। নাশিদ নিঃশব্দে হেসে ড্রাইভিং-এ মনোযোগ দিলো। একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে ওরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। রাস্তাতেই নাশিদ এমন একটা প্রশ্ন করলো যা রথিকে বিষম খাইয়ে দিলো।

-‘মা তোমায় কিছু বলেছে রথি?’

রথি বিষম খায় এবং নাশিদের দিকে তাকায়। কিন্তু নাশিদের কোনোরকম পতিক্রিয়া নেই! রথি আমতা আমতা করে বললো,

-‘মা..মানে?’

-‘মানে টা তুমি আমার চেয়ে বেশি ভালো জানো! যা জিজ্ঞেস করেছি বলো, এমন চুপ করে লুকিয়ে লাভ নেই!’

রথি প্রথমে অস্বীকার করলো। পরমুহূর্তে নাশিদের কঠোর দৃষ্টিতে ঘাবড়ে বলতে বাধ্য হলো। রথি মাথা নিচু করে চিপসের প্যাকেটটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠলো,

-‘সেদিন আমি একা ঘরে ছিলাম, আন্টি আমার ঘরে এসে আমায় উল্টো পাল্টা কথা বলেছে। আমার কোনোরকম অধিকার নেই এই বাড়িতে থাকার। আমি থাকলে আপনি আমার প্রতি দুর্বল হবেন, অতঃপর আমার মতোন সমাজছাড়া মেয়ের সাথে সে আপনাকে কিছুতেই সহ্য করবে না। আমায় বাড়ি থেকে চলে যেতে বলেছে! তাই….’

-‘তাই তুমি আমায় বিয়ে করে আমার বউয়ের পরিচয়ে থাকতে চেয়েছিলে। আমার বিয়ের জন্য চাপ দিয়েছো তাইতো?’

রথি মাথা নাড়ায়। সে আবারও বলেছে,

-‘আমি আলাদা বাসা খোঁজাও শুরু করেছিলাম। মা তো আর আমার মুখও দেখবেন না বলেছিলেন তাই আলাদা বাসা দেখা ছাড়া আমার কোনো উপায় নেই। আর আপনি তো… মাঝেমধ্যে মনে হতো আপনি দায়িত্ব মনে করে আপনার কাছে রেখেছেন, দায়িত্ব শেষ হলে হয়তো আপনার সাথে আমারও কোনো সম্পর্ক থাকবে ন…’

রথি আর কিছু বলার আগেই নাশিদ বেশ জোরে ব্রেক কষে। রথি ভয় পেয়ে নাশিদের দিকে তাকালো। নাসজিদের চোখ-মুখ অসম্ভব লাল হয়ে আছে। রথি অনেকটা ভয় পেয়ে যায়। নাশিদ কয়েক সেকেন্ড রাগে ফোঁসফোঁস করে রথির দিকে তাকিয়ে রথির মুখ চেপে বাজখাঁই গলায় বলে উঠলো,

-‘তোর কী আমার ভালোবাসা ঠুনকো মনে হয়? কাল থেকে আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলছিস! কেউ ভালোবাসি না বললেই সে ভালোবাসে না? আর এদিকে যে তোর জন্য আমি নিঃস্বার্থে সব করে গেলাম? তোকে সময় দিয়েছি, ইঙ্গিতেও বুঝিয়েছি। তুই এতোটাও বাচ্চা না যে আমার কথা, টাইম স্পেন্ড করার মানে বুঝবি না! তুই যদি এতোই বুঝ হতি বারবার এভাবে আমায় আঘাত করতি না, আমায় চলে যাওয়ার কথাও বলতি না। তুই এখন বিবাহিত! এই নাশিদের বউ তুই! তোরে যেমন ভালোবাসতে পারবো তেমনই কষ্ট দিতে পারবো। তুই ওই মহিলার কথা শুনতে যাবি কেন? আমি বলসি, ওই মহিলার কথা শুনতে? ওই মহিলা কতোটুকু জানে আমার ভালোবাসা সম্পর্কে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি রথি, আমার ভালোবাসাকে খারাপ দিকে ইঙ্গিত করলে আমি যে তোকে কী করবো তা আল্লাহ’র চেয়ে ভালো কেউ জানে না। তিন কবুলে তোকে বিয়ে করেছি মনে রাখিস!’

বলেই নাশিদ রথিকে ছেড়ে নিজের সিটে গিয়ে বসলো। নাশিদ যথাসম্ভব চেষ্টা করতে লাগলো নিজের রাগকে সংগত করার। নাশিদ সরে যেতেই রথির চোখ বেয়ে টুপ করে এক ফোটা জল গড়িয়ে পরলো। তার বৃষ্টি স্তব্ধ, বিমূঢ়! নাশিদ চোখ বুজে কয়েকবার লম্বা নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিলো।

সারা রাস্তায় আর দুজনের মধ্যে কথা হলো না। রথিকে বাসায় পৌঁছে দিয়েই রথিকে কিছু না বলেই গাড়ি টান দিয়ে নাশিদ আবার থানাতে চলে যায়। রথি মন খারাপ করে ভেতরে চলে গেলো। এভাবে দুইদিন কেটে গেলো নাশিদ রথির সঙ্গে কথা বলে না। ভুল করেও রথি নাশিদের সামনে পরলে নাশিদ নিখুঁতভাবে তাকে এড়িয়ে চলে। এখন রথিকে নাশিদ একা ছাড়ে না। ড্রাউভার দিয়ে কোচিং পৌঁছে দেয় আবার ড্রাইভারের মাধ্যমে নিয়ে আসে। কিন্তু নাশিদ ভুল করেও রথিকে পিক করে না। রথির ইচ্ছে করছে সবকিছু তছনছ করে দিতে। নাশিদের এমন ইগনোরেন্স সে নিতে পারছে না।

সে মানছে সে ভুল করেছে, তাই সে রেগে আছে। এর জন্য তাকে মারুক, বকুক। তাই বলে কথা কেন বন্ধ করবে? নাশিদের এই ইগনোরেন্স তার বুকে ছুঁড়ি দ্বারা বারংবার ক্ষত-বিক্ষত করছে তা কী নাশিদ বুঝে না?

গত দুই রাতের মতোই আজও রথি বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছে নাশিদের জন্য। নাশিদ আজ এখনও ফিরেনি। এখন নাশিদকে না দেখলে তার ঘুম আসে না, আসে না অবস্থা। দেরী করে ফিরছে, এজন্য তার চিন্তার শেষ নেই। আচ্ছা বিয়ে হলে কী সকল মেয়েরাই এমন হয়ে যায়? আগেও তো নাশিদ দেরীতে ফিরেছে, রথির ঘুমিয়ে পরার পরে এসেছে। কিন্তু এখন? নাশিদের জন্য কতোটা উদ্বীগ্ন হয়ে আছে। বিয়ের নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তাদের ভালোবাসা আরও গাঢ়তে রূপ নিয়েছে! অপেক্ষা করার মাঝেও আলাদা সুপ্ত অনুভূতি রয়েছে। রথির ভাবনার মাঝেই সে গাড়ির শব্দ পেলো। মুহূর্তেই তার মুখমন্ডলে খুশির আলোড়ন তৈরি হলো। রথি চোখ মুছে মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে ভেতরে আসলো। নাফিসা ঘুমোচ্ছে। রথি মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেলো। সিঁড়ির কাছে নাশিদকে রক্তাক্ত অবস্থায় দেখে রথি সেখানেই থমকে গেলো।

~চলবে।

বিঃদ্রঃ ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গঠনমূলক মন্তব্যের প্রত্যাশায় রইলাম।

~~পর্ব ২২~~

রথি অশ্রুসিক্ত নয়নে নাশিদের পানে একপলক তাকিয়ে দ্রুত পা চালিয়ে নাশিদের দিকে ছুটলো। নাশিদ শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে দেয়াল ঘেঁষে হাঁটছে। নয়ন বারংবার বলেছিলো সে নাশিদকে পৌঁছে দিবে কিন্তু নাশিদ একবারের জন্যেও তার মতামত কর্ণাধারে না নিয়ে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে। যার ফলস্বরূপ সে হাঁটার শক্তিটাও পাচ্ছে না। এক কর্মচারী তাকে বাসা অবধি পৌঁছে দিয়েছে আর বাড়িতে ঢুকে একাই সিঁড়ি বেয়ে উঠে কোনরকম নিজের রুমের দিকে যেতে অগ্রসর হয়। কিন্তু এই যন্ত্রণা তাকে বারংবার দুর্বল পর্যায়ে নিয়ে যাচ্ছে। রথি তার নরম হাতজোড়া নাশিদের বাহুতে শক্ত করে ধরে ক্ষীণ কন্ঠে বলে উঠলো,

-‘কী হয়েছে আপনার? একি হাল করেছেন, ঠিকাছেন আপনি?’

নাশিদের দিক থেকে কোনো প্রতিত্ত্যর এলো না। নাশিদের অবিন্যস্ত চাহনি তাকে ক্রমে ক্রমে উত্তেজিত করে তুলেছে।

-‘আমি বাড়ির বাকিদের ডাকছি দাঁড়ান!’

রথি পা বাড়াবে তার পূর্বেই নাশিদ মৃদু স্বরে বলে উঠলো,

-‘নাহ..!”

রথি থেমে যায় এবং পুনরায় নাশিদের দিকে তার ঝাপসা দৃষ্টি নিক্ষেপ করলো। রথি উপায়ন্তর না পেয়ে নাশিদের বাহু ধরে ধীরগতিতে তার রুমে নিয়ে গেলো। নাশিদ বিছানার নিকট আসতেই পায়ে বল না পেয়ে আহত শরীরটা নিয়ে ধপ শব্দে বিছানায় শুয়ে পরলো। হালকা ধূসর রঙের বেডশিটটা রক্তে মাখামাখি। এই মাঝরাত্রে রথি কী করবে কোনোরূপ উপায়ন্তর খুঁজে পায় না সে। তবে তার মস্তিষ্ক এইটুকুনি জানান দিচ্ছে, যা করার তার নিজেরই করতে হবে। রথি দ্রুত লাইট জ্বালিয়ে নাশিদের কাবার্ডসহ, কয়েকটি ড্রয়ারে ফাস্ট এইড বক্স হতবিহ্বল হয়ে একমনে খুঁজে চলেছে। ওদিকে নাশিদ কৈ মাছের ন্যায় ছটফট করছে অনবরত। মিনিটখানেকের মধ্যেই সে ফাস্ট এইড বক্স নিয়ে নাশিদের সামনে হাজির হয়। তার চোখের কোণ বেয়ে নোনাজল অনবরত পরছেই। তার এই কান্না জানান দিচ্ছে প্রিয়মানুষের বেদনায় সে নিজেও সমানতালে ব্যথিত। রথি তার সকল অস্বস্তিকে দূরে সরিয়ে নাশিদের টেনে উঠায় এবং কোনরকমে বসিয়ে দেয়। নাশিদ বারবার নিজের নিয়ন্ত্রণ হারালেও রথি শক্ত করে নাশিদের এক হাত ধরে রইলো এবং আশ্বাসের ভঙ্গিতে বলে উঠলো,

-‘একটু ধৈর্য ধরুন, পুলিশম্যান। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ!’

নাশিদ কোনোরকমে চোখ মেলে শূন্য দৃষ্টি নিক্ষেপ করলো রথির পানে। রথি রক্তাক্ত শার্টের বোতাম এক এক করে খুলে খুবই সাবধানে নাশিদের শরীর থেকে ছাড়ালো। এর মাঝে রথি এক সার্ভেন্টকে ডেকে জলদি গরম পানি আর একটা ছোট কাপড়ের ব্যবস্থা করতে বললো। সার্ভেন্ট রথির আদেশ পেয়ে দ্রুত চলে যায় সরঞ্জামাদির ব্যবস্থা করতে। রথি ঘরে এসে নাশিদকে স্পর্শ করতেই তার সর্বাঙ্গ সিঁথিল হয়ে এলো। জ্বরের তীব্রতায় নাশিদকে স্পর্শ করা যাচ্ছে না। রথি চোখে জল নিয়ে ভাবছে, “হে আল্লাহ, আপনি আমায় এ কোন পরীক্ষায় ফেললেন!?”

সার্ভেন্ট পানি এনে দিতেই রথি দ্রুত কুসুম গরম পানিতে ছোট কাপড়টা ভিঁজিয়ে নাশিদের পিঠ আর পেট থেকে সাবধানে রক্ত মুছতে শুরু করে দেয়। রক্ত মোছার শেষ পর্যায়ে রথির চোখ আটকে যায় নাশিদের শুভ্র নির্মল পিঠে। এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ক্ষতের দাগ। তবে ক্ষতগুলো গভীর নয়। পেটের দিকে দুটো ছুঁরির আঁচড় দৃশ্যমান। এরূপ অবস্থা দেখে রথির চোখ আবারও ঝাপসা হয়ে এলো। দ্রুত ক্ষতস্থানগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিলো। অতঃপর কাবার্ড থেকে ঢোলা করে একটি ফতুয়া নিয়ে সেটা নাশিদের গায়ে জড়িয়ে দিলো। নাশিদ শুতে গেলে পিঠে ব্যথা ব্যথা অনুভব করে যার ফলে চোখ-মুখ কুচকে ফেলে। রথি দ্রুত নাশিদকে কাত করে শুইয়ে দেয়। এছাড়া আর কোনো উপায় নেই। ক্ষতস্থানের তো ব্যবস্থা করা হলো কিন্তু জ্বরের কী করবে? এর তীব্রতা যে মোটেই কমছে না। রথি যাহোক করেই হোক কিছুক্ষণ কপালে জলপট্টি দিলো। যেহেতু নাশিদ কাত হয়ে শুয়েছে সেহেতু রথির হাত দিয়ে কাপড়টা ধরে রাখলো। সারারাত অনেক সেবা করলো নাশিদের। নাশিদ ঘুমের ঘোরে কিছুক্ষণ বাদে বাদেই বিরবির করছিলো অনবরত। রথি তার কর্ণধার নাশিদের মুখের সামনে নিতেই কিছু অস্পষ্ট বচন শুনলো যা শুনে রথি স্তব্ধ!

-‘উনি আমার মা নন! আমার মা নেই। আমিও তোমার মতো এতিম। মায়ের মতো উনি আমার ভালো চাননি, কখনোই চায়নি। সব থাকলেও মায়ের মমতা আমার কাছে নেই, আমি একা! রথ, আমায় ছেড়ে যেও না। তোমায় ছাড়া আমার পৃথিবী থমকে যাবে। আমার মন খারাপের সঙ্গী হিসেবে তোমাকে চাই, রথ। প্লিজ আমায় ছেড়ে যেও না খুব ভয় হয় আমার, তোমায় হারানোর ভয়!’

রথি বিছানায় বসে নাশিদের মাথাটা নিজের কোলে নিয়ে আবেগ মিশ্রিত কন্ঠে বলে উঠলো,

-‘কোথাও যাবো না আপনাকে ছেড়ে পুলিশম্যান। আপনি যে আমার নিঃশ্বাসের রন্ধ্রে রন্ধ্রে মিশে গেছেন। আপনি ছাড়া আপনার এই রথও অঁচল। জলদি সুস্থ হয়ে যান পুলিশম্যান, আপনাকে এই অবস্থায় মানায় না।’

পরমুহূর্তেই নাশিদের বাকি কথায় তার টনক নড়লো। সে স্তম্বিত হয়ে কিছুক্ষণ একমনে ভাবলো। ‘মহিলা’ বলে কাকে উদ্দেশ্য করলো? মনিকাকে? নাশিদ রথির কোলে পুনরায় ঘুমিয়ে পরলো। রথিও একসময় নাশিদের মাথায় হাত বুলাতে বুলাতেই ঘুমিয়ে গেলো দেয়ালে পিঠ লাগিয়ে।
নাশিদের রুম ক্রস করে যাওয়ার সময় ভাবী নাশিদের রুমের দরজা খোলা অবস্থায় পেলো। ভাবী হালকা উঁকি দিতেই শক খেলো। ড্রিম লাইটের আবছা আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে রথির কোলে মাথা রেখে নাশিদ ঘুম। ভাবী বিড়ম্বনা না করে দ্রুত চলে গেলো। তার অবশ্যই জানতে হবে রথি এবং নাশিদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না! সম্পর্ক না থাকলে দুজন এভাবে ঘনিষ্ঠতার সাথে ঘুমিয়ে কেন? এই ঘটনাকে কেন্দ্র করে ভাবীর মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে!

ভোরের দিকে পাখিদের কিঁচিরমিচিরের শব্দে নাশিদের ঘুমটা আকষ্মিক ভেঙ্গে যায়। পিটপিট করে তাকিয়ে যেই পিঠ বিছানায় দিবে তখনই পিঠে জ্বালা অনুভূত হলো না। কিঞ্চিৎ শব্দ করে ধীরে ধীরে উঠে বসলো। তার শরীর কেমন ঘাম দিয়েছে। নাশিদ চারদিকে অবিন্যস্ত দৃষ্টিতে চোখ বুলিয়ে নেয়। পিছে কারো অস্তিত্ব টের পেয়ে নাশিদ ঘাড় ঘুরিয়ে পিছে ফিরে তাকালো। রথি এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। তার মাথা দেয়ালে ঠেকানো। গতরাতের অস্পষ্ট স্মৃতি একে একে তার অক্ষিকাচে ভেসে উঠলো। তবে ঘুমিয়ে যাওয়ার পর আর কিছুই মনে নেই। এর মানে কী দীর্ঘ রাত রথি নাশিদের সেবা করেছে। নাশিদ এবার পূর্ণ দৃষ্টিতে রথির দিকে তাকালো। এই দৃষ্টিতে পবিত্রতা বিদ্যমান, সঙ্গে একরাশ মুগ্ধতা। রথি নামক মেয়েটি যে কি না নাশিদের স্ত্রী সে আবারও নাশিদকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়, এই স্ত্রী ব্যতীত নাশিদ তার জীবনে কিছুই না। রথি-ই তার উত্তম সহধর্মিণী।

হ্যাঁ, তার এই রথি-ই তার হৃদপূর্ণিমা, যে কিনা তার হৃদয়ের পূর্ণিমা হয়ে তার জীবনে এসেছে। যেই পূর্ণিমা এই দুনিয়াকে অগ্রাহ্য করে নাশিদকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে। নাশিদ শব্দ না করে রথিকে সাবধানে বিছানায় শুইয়ে দিয়ে নিজের ওষ্ঠ্য-জোড়া আলতো রথির কপালে ছুঁইয়ে দেয়। অতঃপর ধীরে-সুস্থে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো।

রথিও হুট করে ঘুম ভেঙ্গে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখলো নাশিদের বিছানায় সে ঘুমিয়ে আছে। রথি ধড়ফড়িয়ে উঠে বসলো।

-‘প..পুলিশম্যান কোথায়?’

রথি চারপাশে চোখ বুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই ওয়াশরুম থেকে শব্দ আসলো। এর মানে নাশিদ ওয়াশরুমে গেছে। রথি স্বস্তির নিঃশ্বাস ফেললো। বেডশিটের দিকে চোখ যেতেই দেখলো রক্তগুলো শুকিয়ে গেছে। রথি বেডশিট তুলে রুমের বাইরে নিয়ে আসলো। অতঃপর রুমে এসে দেখলো নাশিদ ওয়াশরুম থেকে বেরিয়ে গেছে। রথি উদ্বীগ্ন হয়ে নাশিদের দিকে ছুটলো। নাশিদের কপালে হাত রেখে তাপমাত্রা চেক করে বুঝলো জ্বর ছেড়ে গেছে। ভাগ্যিস তখন সার্ভেন্টের কথামতো একটা ওষুধ খাইয়ে দিয়েছিলো। নাশিদ মুগ্ধ হয়ে রথির কর্মকান্ড লক্ষ্য করছে। রথি এবার বিচলিত হয়ে প্রশ্ন করলো,

-‘আপনি ঠিক আছেন তো? আপনার এ অবস্থা হলো কী করে পুলিশম্যান?’

-‘আলহামদুলিল্লাহ ঠিক আছি রথ! চিন্তা করিও না আমায় নিয়ে। আর গতকাল একটা ভয়ানক মিশন ছিলো আমাদের। আমার কোনো প্রটেকশন ব্যবহার করিনি বিধায় ক্রিমিনালরা সুযোগ পেয়েছে। বাট নাও আই এম ওকে।’

-‘গতকাল রাতে তো ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না, আবার এখন বলেন আই এম ওকে? ফাইজলামি পাইসেন?’

নাশিদ নিঃশব্দে হাসলো। অতঃপর দুই হাত দুই দুই কাঁধে ঝুলিয়ে রথির সামনে ঝুঁকে নির্লিপ্ত কণ্ঠে বলে উঠলো,

-‘আমার এরকম একটা বউ থাকলে আর কী লাগে বলো? তোমার ওই নরম হাতের জাদু আর আল্লাহ’র দয়ায় আমি অনেকটা সুস্থ।’

-‘আমি এতসব শুনছি না। খাবার আনছি, খেয়ে মেডিসিন নিবেন।’

-‘এই ভোরে? কে জেগে আছে?’

-‘কেন আমি! আমি রাঁধবো আপনার জন্য। বলুন কী খাবেন?’

নাশিদ মুচকি হেসে বলে, ‘তোমার যা ইচ্ছে তাই বানিয়ে আনো!’

রথি কিছু না বলে চলে গেলো। বেডশিট বাইরেই পরে রইলো। নাশিদ ঠোঁটজোড়া কিঞ্চিৎ বাঁকা করে রথিকে নিয়ে এক আকাশ-সম স্বপ্ন বুনতে ব্যস্ত। নাশিদ হেলান দিতে গিয়েও পারলো না। কতোকগুলো লারকির উপর পরেছিলো সে, যার কারণে এমন বেহাল অবস্থা। কিছু সময় অপেক্ষা করার পর রথি কিছু বানিয়ে আনলো। বেশি কিছু না শুধুই নুডুলস। নুডুলস ব্যতীত হাতের কাছে রথি কিছুই পায়নি।

নাশিদের সামনে নুডুলসের বাটিটা রেখে রথি বলে উঠলো,

-‘ফটাফট খাওয়া শুরু করুন, রাত থেকে না খেয়ে আছেন আপনি!’

-‘তুমি খাইয়ে দাও!’

নাশিদের আবদার রথি ফেলতে পারলো না। রথি নাশিদের সামনে বসে নাশিদকে খাইয়ে দিতে লাগলো। নাশিদ তৃষ্ণার্ত দৃষ্টিতে একমনে রথিকেই দেখে চলেছে। পুরো খাওয়াটা সে রথিকে দেখেই শেষ করলো। নাশিদের ঘোর লাগা দৃষ্টি রথিকে বিব্রত করলেও সে কোনোরূপ অভিব্যক্তি প্রকাশ করলো না। খাওয়া শেষ হতেই নাশিদের দেখিয়ে দেয়া ওষুধগুলো নাশিদকে খাইয়ে দিয়ে রথি নাফিসার ঘরে চলে গেলো। নাশিদ বিছানায় কাত হয়ে শুয়ে আপনমনে মনে উঠলো,

-‘কবে তোমায় সম্পূর্ণভাবে নিজের কাছে রাখবো রথ? আমি যে চেয়েও তোমায় আপন করতে পারছি না। পরিস্থিতি আমায় হাতকড়া পরিয়ে রেখেছে!’

______________________________

রথি হসপিটালে কেবিনের বাইরে চুপ করে বসে আছে। তার দৃষ্টি স্থির। তার সামনের কেবিনে তার মাকে চেকআপ করানো হচ্ছে। সাইফ বোনের পাশে বসে আছে। ক্ষমা চাওয়ার মুখ তার নেই। মার্জান অদূরে তাতানকে নিয়ে দাঁড়িয়ে আছে। নাশিদ ডক্টরের সাথে আলোচনা করছে। এই অসুস্থ অবস্থায় রথির মায়ের কথা শুনে রথির সাথেই চলে এসেছে। সাইফ তার বোনের এই চুপ থাকাটা মেনে নিতে পারছে না। সাইফ বোনের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কাতর কন্ঠে বলে উঠলো,

-‘আমায় ক্ষমা করে দে বোন! আমি সত্যি জানতাম না মার্জান এই অঘটন ঘটিয়ে এসেছে। তুই আমায় আর মাকে ক্ষমা করে দে। মা যেদিন তাতানের মুখে তোর ঘটনা শুনেছে সেই থেকে দিন-রাত কেঁদেই কাটিয়েছে। কেঁদেকেটে এমন অবস্থা করেছে যে ভোরবেলা মা…’ সাইফ আর বলতে পারলো না হুঁ হুঁ করে কেঁদে উঠলো। রথির চোখে জল নেই, সে যেন পাথরে রূপান্তরিত হয়েছে৷ মায়ের এমন একটা খবর সে একদমই আশা করেনি।

অদূরে মার্জান কাঁদছে অনবরত। সাইফ গতরাতেই বলেছে তাকে তালাক দিবে আর ভোরবেলা এমন অঘটন ঘটে গেলো। সে এখন কোথায় যাবে, কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। পাপের শাস্তি বুঝি এভাবেই চক্রাকারে ফিরে আসে? রথি উত্তর দিচ্ছে না দেখে সাইফ রথির পাশ থেকে উঠে দূরে গিয়ে দাঁড়ালো। তখনই ডক্টর কেবিন থেকে বেরিয়ে আসলো। নাশিদ দ্রুত ডক্টরের কাছে এসে বললো,

-‘ডক্টর..’

-‘শি ইজ আউট অফ ডেঞ্জার। উনি এখন ঘুমোচ্ছেন। ঘুম থেকে উঠলে আপনারা একে একে দেখা করতে পারবেন। তবে আমি পূর্বের ন্যায় আবারও বলছি, ওনাকে কষ্ট এবং মানসিক চাপ থেকে বিরত রাখবেন। আজ উনি স্ট্রোক করেছেন। এ কোনো ভালো লক্ষণ নয়। ওনাকে যথেষ্ট সময় দিন।’

-‘থ্যাংকিউ ডক্টর!’

ডক্টর মাথা নাড়িয়ে সেই স্থান প্রস্থান করলেন। অতঃপর নাশিদ রথির পাশে বসে রথির কাঁধে আলতো হাত রেখে ক্ষীণ কন্ঠে বললো,

-‘সব ঠিক আছে। ট্রেস নিও না!’

রথি আলতো করে নাশিদের কাঁধে মাথা রাখলো। সাথে সাথেই তার চোখ বেয়ে নোনাজল গড়িয়ে পরলো। ওদের একসাথে সাইফ এবং মার্জান উভয়ই খেয়াল করলো কিন্তু কেউ-ই কোনোরূপ অভিব্যক্তি প্রকাশ করলো না। হয়তো দুজনেই বুঝলো, এই অচেনা ছেলেটি রথির ভরসার কেন্দ্রস্থল!

~চলবে।

বিঃদ্রঃ ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গঠনমূলক মন্তব্যের প্রত্যাশায় রইলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here