#স্বপ্নছায়া
#৩য়_পর্ব
নিজের চোখের সামনে তার বোনকে এমন একজন পুরুষের সাথে সংসার করতে দেখতে হবে, কথাটা ভাবতেই রেলিং এ জোরে আঘাত করে নীলাদ্রি৷
– যা হবার তাতো হয়েই গেছে, এখন এই নির্জীব রেলিংটার উপর রাগ দেখিয়ে আর নিজের ফুসফুসটাকে পুড়িয়ে কি লাভ?
কন্ঠটি কানে আসতেই চমকে উঠে নীলাদ্রি। তড়িৎ গতিতে পেছনে ফিরতেই দেখলো তার পেছনে একজন নীল সালোয়ার কামিজ পরিহিতা নারী পড়ে দাঁড়িয়ে রয়েছে। নারীটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলাদ্রি৷ জ্যোৎস্নার স্নিগ্ধ আলোতে নারীটিকে আরোও বেশি মোহনীয় লাগছে তার কাছে। রোদ্রতপ্ত দুপুরের একপশলা বৃষ্টির ন্যায় শীতল অনুভূতি হয় এই নারীটি উপস্থিতিতে। নীলাদ্রির তর্জনী এবং মধ্যমার ভেতরকার নিকোটিনের উৎসটি জ্বলছে। কিন্তু তার সেদিকে মন নেই, সে এক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা চব্বিশ বছরের রমনীকে দেখে যাচ্ছে। মেয়েটিকে ছোট বেলা থেকে দেখছে, অথচ যতবার মেয়েটি তার দৃষ্টির সামনে আসে সে ততবার সে থমকে যায়। মেয়েটি একটু এগিয়ে এলো, নীলাদ্রির থেকে পাঁচ কদম দূরে দাঁড়িয়ে রেলিং এর উপর হাত রাখলো৷ নীলাদ্রির দৃষ্টি এখনো মেয়েটির দিকে স্থির। হাতের সিগারেটটা জ্বলতে জ্বলতে যখন আঙ্গুলিকে হালকা ছ্যাকা দিতে লাগলো তখন স্বম্বিত ফিরলো তার। দৃষ্টি সরিয়ে কালো আকাশটির দিকে তাক করে হিনহিনে কন্ঠে বলে,
– রাতবিরাতে শাকচুন্নির মতো চুল ছেড়ে ধেই ধেই না করে ঘুমালে তো পারিস! কয়েক মিনিটের জন্য আমার হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিলো।
– এতোই যখন ভয় পান তো রাত বিরাতে আপনাকে ছাঁদে থাকতে কে বলেছে? নিজের রুমে বসে এইসব ছাইপাস টানলেই পারেন! আর হার্ট অ্যাটাকের কথা বলছেন, কিছুদিন পর এমনেই সেটা হবে যখন আপনার ফুসফুসটা অকেজো হয়ে যাবে।
– আজকাল দেখি আমাদের পিউরানীর মুখে খই ফুটছে। তা আমার জন্য এতো চিন্তা করতে তো আগে দেখি নি, আজ সূর্য বুঝি পশ্চিম থেকে উঠেছে?
নীলাদ্রির ঠেস মারা কথায় উত্তর দিলো না পিউ। শুধু আড়চোখে রাগান্বিত দৃষ্টিতে নীলাদ্রির দিকে তাকালো। মেয়েটির নাম পিউ, নীলাদ্রির খালু বদরুল সাহেবের একমাত্র ভাগ্নী। পিউ এর বাবার মৃত্যুর পর থেকে বদরুল সাহেব তার বোন রত্না বেগম এবং ভাগ্নী পিউকে নিজের কাছে নিয়ে আসেন। কিন্তু ভাগ্যের নির্মমতা রত্না বেগম কিছু বছরের মাঝে পৃথিবী মোহ ত্যাগ করেন। তারপর থেকে পিউ বদরুল সাহেবের কাছেই মানুষ। পিউ যখন বদরুল সাহেবের বাসায় থাকা শুরু করে তখন থেকেই ঐন্দ্রিলার সাথে তার বন্ধুত্ব হয়। পিঠাপিঠি হবার কারণে তাদের মাঝে সম্পর্কটাও অনেক গভীর। একই সাথে বড় হওয়া যাকে বলে। একই বিল্ডিং এর দোতালায় বদরুল সাহেব এবং তিনতালায় শরীফ সাহেব থাকেন। সেই সুবাদেই নীলাদ্রির সাথে পরিচয় পিউ এর। লোকটির এই ঠেস মারাকথা একেবারেই সহ্য হয় না পিউ এর। বয়সে বড় হবার কারণে নীলাদ্রিকে ভয়ের চোখেই দেখে এসেছে সে। হয় লোকটি মানুষ ঠেস মেরে কথা বলবে নয় হুংকার ছেড়ে ঘর মাথায় করবে। এছাড়া যেনো কিছুই পারে না এই লোক। দৃষ্টি বাহিরের দিকে দিয়ে অভিমানী কন্ঠে প্রতিবাদ করে উঠলো পিউ,
– আমার বয়েই গেছে অহেতুক আপনার জন্য চিন্তা করতে।
– জানি তো, তোর মতো স্বার্থপর মেয়ে কি আমার চিন্তা করবে! আসলে কি বলতো, সব জায়গায় বড় বড় ভাব নিয়ে কথা বলে বোঝানো দরকার যে তুই বড় হয়ে গেছিস!
– আচ্ছা আপনি এমন কেনো নীল ভাই? আমার পেছনে না লাগলে বুঝি আপনার শান্তি হয় না? আর আমার ই ঘাট হয়েছে, কি ভেবে যে আপনাকে কথাটা বকতে গেলাম কে জানে!
পিউ এর মেজাজ অত্যধিক খারাপ হচ্ছে। এই নীলাদ্রি নামক ব্যাক্তিটিকে হয়তো জন্মের সময় মধুর বদলে করলার রস খাওয়ানো হয়েছিলো। তাই তো সারাক্ষণ এতো তেতো কথা বলে। আগে যদি জানতো লোকটি ছাদে রয়েছে তবে কখনোই পিউ ছাদের ত্রিসীমানাতেও ভিড়তো না। একটা জিনিস কখনোই বুঝে না এই নীলাদ্রি নামক ব্যাক্তিটি তাকে এতোটা অপছন্দ কেনো করে! সেই ছেলেবেলা থেকে দেখছে হয় বকাঝকা করবে, নয়তো ঠেস মেরে টিককারি দিকে; আজকের কথাই ধরা যাক। সে কি তাকে খারাপ কিছু বলেছে কিন্তু সেই কথার বিনিময়ে আরোও পাঁচটা কথা শুনিয়ে দিলো। পিউ কোনো কথা বললো না। উলটো দিকে ফিরে দরজার দিকে হাটা দিলো৷ পিউ কে চলে যেতে দেখে নীলাদ্রি আকুল কন্ঠে বললো,
– চলে যাচ্ছিস?
– হ্যা, দাঁড়িয়ে থেকে আপনার টিটকারি মারা কথা শুনতে আমার বয়েই গেছে। এমনিতেই ঐন্দ্রি যাবার মনটা ভালো লাগছে না। তাই ছাদে এসেছিলাম দু দ্বন্দ ঠান্ডা হাওয়া খেতে। আপনি আমার এই ইচ্ছের তেরোটা বাজিয়ে দিয়েছেন।
মুখ ফুলিয়ে কথাটা বললে হাটা দিল পিউ। নীলাদ্রি পিউ এর যাবার দিকে তাকিয়ে রইলো। মেয়েটা বড্ড অবুঝ, তাই তো নীলাদ্রির অনুভূতিগুলো কখনোই তার চোখে পড়ে না। নিঃশব্দে হাসলো নীলাদ্রি এই ভেবে শেষে কিনা একটা অবুঝ মেয়ের কাছে হৃদয় হারালো সে। পকেট থেকে আরো একটি সিগারেট বের করলো নীলাদ্রি, আগুন জ্বালিয়ে সুখটান দিলো। দমকা হাওয়ার মতো এসে হৃদয়ের জ্বলন্ত আগুনটাকে একেবারেই শান্ত করে দিয়ে মেয়েটি। হয়তো একারণেই মেয়েটির কাছে বারবার হেরে যায় নীলাদ্রি_________________
সকাল ৮টা,
সূর্যের তীর্যক দৃষ্টি চোখে মুখে আছড়ে পড়ছে ঐন্দ্রিলার। টিপটিপ করে চোখ খুলে উঠে বসলো সে। আশেপাশে চোখ বুলালো। না ঘরে কেউ নেই, বিছানাটাও ঠান্ডা। যতটুকু মনে পড়ে অভ্র তার পাশেই শুয়েছিলো। অবশ্য কথাটা সম্পূর্ণ সঠিক নয়, গত কাল রাতে ঐন্দ্রিলার পালটা উত্তর শুনে গজগজ করতে করতে বিছানায় শুতে চলে গিয়েছিলো লোকটা। ঐন্দ্রির শরীরটাও ক্লান্ত ছিলো তাই কোনো বাধ বিচার না করেই তার পাশে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে তা নিজের ও মনে নেই। অভ্রের মুখে ঝামা ঘষে অবশ্য একটা সুপ্ত তৃপ্তি অনুভূত হয়েছে তার। হয়তো একারণেই ঘুম ভালো হয়েছে। দেরি না করে ফ্রেস হয়ে এলো ঐন্দ্রিলা। শ্বশুর বাড়ি বলে কথা, এখানে সে বাবার আদুরে মেয়ে কিংবা ভাইয়ের কলিজার টুকরোটি নয়। যদিও শারমিন বেগম অর্থাৎ ঐন্দ্রির শ্বাশুড়ি মানুষটা বরাবর ই অসম্ভব নমনীয় প্রকৃতির মানুষ। নয়তো যেখানে অন্যেরা তার গায়ের রঙ কে ছিঃ ছিঃ করে মুখ বেঁকিয়ে হাঁটা দিতো, সেখানে এই নারী তাকে প্রথম দেখাতেই কপালে চুমু একে আংটি পড়িয়ে দিয়েছিলেন। অবশ্য যার জন্য আংটি পড়িয়ে দিয়েছিলেন সেই ব্যাক্তিটি ভরা আসরে তাকে নাকোচ করে চলে গেলো। আহাশের চিন্তাটা মাথায় আসতেই আয়নায় নিজের প্রতিবিম্বটিকে নিপুন দৃষ্টিতে দেখতে লাগলো ঐন্দ্রিলা। লোকটাকে সে ভালোবেসে ফেলেছিলো বললে মিথ্যে হবে, তবে যখন জানতে পেরেছিলো লোকটা তাকে পছন্দ করে কথাটা ভাবতেই বুকের স্পন্দন বেড়ে গিয়েছিলো তার। মনের মাঝে মরীচিকার দিবাস্বপ্নের উদ্ভব হতে লেগেছিলো। তার মতো নারীকেও কেউ ভালোবাসতে পারে, কথাটা ভাবতেই এক অন্যরকম শিহরণ হয়েছিলো হৃদয়ে। কিন্তু ওই যে দিবাস্বপ্ন, ভেঙ্গে চুরমার হয়ে গেছে আহাশের প্রত্যাখানে। না ভেঙ্গে পড়লে চলবে না ঐন্দ্রির। জীবন থেমে থাকে না, সে এখন কারোর স্ত্রী, একটা ছোট নিস্পাপ ছেলে তাকে “মাম্মাম” বলে সম্বোধন করে; সুতরাং তাকেও তার যোগ্যতার প্রমাণ দিতে হবে, ভাগ্যের নির্মমতাকে কঠোর হস্তে কলাগাছ দেখাতে হবে। এটা যে তাকে পারতেই হবে।
রুম থেকে বের হতেই বসার ঘরের দিকে চোখ গেলো ঐন্দ্রিলার। শওকত সাহেব পেপারে মুখ গুজে বসে আছেন। আহানা দিশানকে খাওয়ানোর চেষ্টায় লিপ্ত। শারমিন বেগম থমথমে মুখে বসে আছেন। পরিবেশটা বেশ শান্ত, অনেকটা গুমোট বলা যেতে পারে। আত্নীয়রা একে একে বিদেয় নিয়েছেন। বিয়েবাড়ির গুমোট অবস্থাটা ঠিক ঠাহর করতে পারছে না ঐন্দ্রিলা। কাজের মেয়েটি দৌড়ে এসে বললো,
– আম্মা, নাস্তা রেডি।
শারমিন বেগম মুখ তুলে তাকাতেই দেখলেন ঐন্দ্রিলা বসার ঘরের কোনায় চুপ মেরে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই শারমিন বেগমের মুখে আরোও চিন্তার ঢল নেমে এলো। দিশান ছুটে এসে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরলো। ঐন্দ্রিও তাকে কোলে তুলে শ্বাশুড়ির পাশে গিয়ে বসলো। কৌতুহলী কন্ঠে জিজ্ঞেস করলো,
– কিছু হয়েছে মা?
– আসলে কিভাবে বলবো বুঝছি না!
কথাটা শুনে ঐন্দ্রিলা শওকত সাহেবের দিকে তাকায়। বেঁচারার মুখখানা ও বেশ শুকনো লাগছে। ঐন্দ্রিলা শারমিন বেগমের হাত ধরে বলে,
– আমি তো আপনার মেয়ের মতো মা, আমাকে নির্দ্বিধায় বলুন।
– তোমাদের বৌভাতের অনুষ্ঠানটি হবে না মা………
চলবে
[পরবর্তী পর্ব আগামীকাল রাতে পোস্ট করবো। দয়া করে কার্টেসি ব্যাতীত কপি করবেন না]
মুশফিকা রহমান মৈথি