স্বপ্নছায়া ১৩

0
907

#স্বপ্নছায়া
#১৩ম_পর্ব

পিউকে সাজিয়ে দিচ্ছে আসমা বেগম।৷ আজ শিহাবের বাবা-মা তাকে দেখতে আসছে। বদরুল সাহেব যখন পিউকে তার পছন্দ নিয়ে জিজ্ঞেস করেছেন তখন কোনো উত্তর ছিলো না তার কাছে। কারণ আজ অবধি তার কারোর সাথে প্রেমের কোনো সম্পর্ক তৈরি হয় নি। তাই কোনো আপত্তি করে নি সে এই বিয়েতে। পিউ এর সম্মতি পেয়ে বেশ খুশি হন বদরুল সাহেব। অবশ্য পিউ এর মাঝে এই বিয়ে নিয়ে বিন্দু মাত্র উৎসাহ নেই। তার মোটেই সাজতে ভালো লাগছে না। কিন্তু কাউকে তা বলতে পারছে না। কারণ এই কারণটা নিজেও জানে না সে। এর মাঝেই বদরুল সাহেব উপস্থিত হয় সেখানে। তার মুখের অবস্থা বেজার। আসমা বেগম বললেন,
– কি গো উনারা কখন আসবেন?
– উনারা আসবে না আসমা। শিহাব কে আমার ভাগ্নীর প্রেমিক মেরে হাসপাতালে পৌছে দিয়েছে। ছেলেটার বা হাতে ফ্রাকচার হয়েছে।

বদরুল সাহেব বরফ শীতল কন্ঠে কথাটা বললেন। কথাটা তিনি আসমা বেগমের উদ্দেশ্যে বললেও তার দৃষ্টি পিউ এর দিকে স্থির। বদরুল সাহেবের প্রথম লাইনটি শুনে হুট করেই পিউ এর মনে শিহরণ জেগে উঠলো। উদাস মনটা হুট করেই প্রফুল্লতায় ভরে উঠলো। অন্য সময় হলে সে হয়তো নেচেই উঠতো। কিন্তু তার শেষ দুটো কথা শুনে তার হৃদ্দয় থমকে গেলো। এজন্য নয় যে শিহাব হাসপাতালে হাত ভেঙ্গে পড়ে রয়েছে। বরং এজন্য যে ব্যাক্তি শিহাবকে মেরেছে সে নিজেকে তার “প্রেমিক” হিসেবে দ্দাবি করেছে। প্রেমিক শব্দটি পিউ এর মাথায় পেন্ডুলামের মতো পর্যাবৃত্ত গতিতে ঘুরছে। আজ পর্যন্ত তার জীবনে এই শব্দটির অস্তিত্ব ছিলো না। অথচ আজ বলা নেই কয়া নেই কোথা থেকে প্রেমিক নামক শব্দটি তার জীবনে এসে টপকালো। অজানা কারণেই লোকটাকে সামনা-সামনি দেখতে খুব ইচ্ছে করছে পিউ এর। হয়তো এটা বয়সের দোষ। বিজ্ঞানীরা বলে ১৫-২৫ বছরের মেয়েদের আবেগ সর্বোচ্চ নাকে। তাই তো অজানা, অদেখা লোকটাকে দেখার প্রবল বাসনা মনে উকি দিচ্ছে পিউ এর। আসমা বেগম ধপ করে খাটে বসে পড়লেন। মাথায় হাত দিয়ে বলেন,
– সে কি কথা? আমার তো মাথা ঘুরাচ্ছে! কি বলছো তুমি? শিহাব হাসপাতালে?
– শুধু তাই নয়। ইকবাল সাহেব আমাকে ফোন দিয়েছেন। ভাগ্নের এমন দূর্দশায় তার মাথাটা বিগড়ে গেছে। অকথ্য বাসায় আমাকে কথা শুনিয়েছেন। তার ভাষ্য মতে আমার ভাগ্নী চরিত্রহীন। সে তার এই বিয়েতে অমত ছিলো বলেই এমন একটি ঘৃণ্য কাজ করেছে। আমিও তাকে দুকথা শুনিয়ে দিয়েছি। কারণ আমি তো আমার ভাগ্নীকে চিনি। তাই আমি নিজ থেকে বিয়ের সম্বন্ধটা ফিরিয়ে দিয়েছি। ঠিক করেছি না পিউ মা?

বদরুল সাহেব হুট করেই প্রশ্নটা করলেন। পিউ তখন ও “প্রমিক” সম্বোধন করা লোকটির চিন্তার গোলকধাধায় ছিলো। তাই বদরুল সাহেবের প্রশ্নটি শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় সে। ফ্যালফ্যাল নয়নে তাকিয়ে জিজ্ঞেস করলো,
– হ্যা?
– বললাম, আমি বলেছি আমার ভাগ্নী কখনো এমন কারোর সাথে প্রেম করতেই পারে না। তার রুচিতে বাঁধে। আর যে শিহাবকে মেরেছে তার সাথে পিউ এর কোনো সম্পর্ক নেই। কারণ যদি তার কাউকে পছন্দ হতো, তবে সে নিজ থেকেই আমাকে বলতো। আমার ভাগ্নী আমাকে মিথ্যে বলতে পারে না। ঠিক বলেছি না?

বদরুল সাহেব পিউ এর পরখ করছেন। পিউ তার মামুর এমনধারা কাজের সাথে বেশ আগ থেকেই পরিচিত। তিনি তাকে সন্দেহ করছেন। করাটা অস্বাভাবিক কিছু না। বদরুল সাহেব তাকে দুটো ব্যাপারে সাবধান করে দিলেন; এক- পিউ যেনো এমন বখাটে কাউকে বেঁছে না নেয়; দুই- পিউ যাতে ব্যাপারটা তার কাছ থেকে এই প্রেমের ব্যাপারে তাকে মিথ্যে না বলে। এটাকে এমোশনাল ব্লাকমেইলের একটা অংশ ও বলা যায়। পিউ এর মামুর কাজে বেশ হাসি পেলো। কিন্তু সেটা সে প্রকাশ করলো না। ধীর কন্ঠ বললো,
– মামু, তুমি চিন্তা করো না। আমি তোমাকে কখনো মিথ্যে বলি নি, বলবো ও না। যদি কাউকে কোনোদিন ভালোবেসেও থাকি, নির্ভীক হয়ে তোমাকে বলবো। তুমি শুধু আমার মামু নও, আমার অনেক প্রিয় বন্ধুও। বন্ধুকে আর যাই হোক মিথ্যে বলা যায় না।

পিউ এর কথায় স্বস্তির দীর্ঘশ্বাস ফেললেন বদরুল সাহেব। তার ভেতর অনন্য গর্ববোধ হচ্ছে। তার ভাগ্নী তাকে ঠকায় নি। আসমা বেগম পিউ এর মাথায় হাত বুলিয়ে দিলেন। আফসোসের কন্ঠে বললেন,
– তুই মন খারাপ করিস না মা? যে তোর নাম বদনাম করেছে সে মোটেই সুখী হবে না দেখিস! বেয়াদব! হারামী!
– মামী, কারোর খারাপ চাওয়া উচিত না। তুমি তাকে বদদোয়া দিও না। আল্লাহ তাআলা যা করেন, ভালোর জন্য করেন। এতে আমার হিত নেই বিধায় ই বিয়েটা ভেঙ্গেছে। এভাবে চিন্তা করো, মানুষটা এখন আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা শুনেই বিশ্বাস করে নিয়েছে। এই ঘটনাটা বিয়ের পর হলে কি হতো? নিশ্চয়ই কোনো মঙ্গল রয়েছে। আর আমাকে নিয়ে চিন্তা করো না। আমি ঠিক আছি, শুধু একটু ঘুমাতে চাই। আযান দিলে ডেকে দিও। এখন আমি ঘুমাবো।

পিউ এর শান্ত কন্ঠে কথাটা শুনে আসমা বেগম খানিকটা স্বস্তি পেলেন। মেয়েটা যে ভেঙ্গে পড়েনি এটাই অনেক। তার কাছে পিউ নিজের মেয়ের চেয়েও আদরের। যখন তিনি বিয়ে করে এই পরিবারে আসেন। তখন পিউ এর বয়স মাত্র কয়েক মাস। বিয়ের সাত বছর পরও যখন মাতৃত্বের স্বাদ তিনি পান নি তখন এই পিউটিকে বুকে জড়িয়েই তার মাতৃত্বের যন্ত্রণা নিবারণ হতো। সাত বছর পর তিনি দিশাকে গর্ভে ধারণ করেন। কিন্তু তখন ও তার জন্য পিউ ই তার বড়মেয়ের স্থানটি দখল করেছিলো। তাই মেয়েটির ব্যাপারে সর্বদাই আসমা বেগম অতিরিক্ত সংবেদনশীল। একসময় তো ভাবতেন, নিজের কাছেই পিউ কে রেখে দিবেন। কিন্তু মেয়ে হয়ে জন্মানোর মানেই সে এক না এক সময় অন্যের ঘরে যাবে। তাই তার খুব ইচ্ছে ছিলো নীলাদ্রির সাথে মেয়েটার বিয়ে দিবেন। কিন্তু সে ইচ্ছের গুড়েবালি; বদরুল সাহেব আত্নীয়ের মাঝে বিয়ের ঘোর বিরোধী। তার ধারণা এই বিয়েতে সম্পর্ক নষ্ট ছাড়া আর কিছুই হয় না। কারণ বদরুল সাহবের খালাতো দুই ভাইয়ের ছেলে এবং মেয়ের বিয়ে হবার পর থেকেই সেই ভাই দুজনের মাঝে ছত্রিশের আকড়া হয়ে গিয়েছে। তাই সাহস করে কখনো সেই কথাটা বলতে পারেন নি আসমা বেগম। স্বামীর রাগ সম্পর্কে ভালো ধারণাই তার আছে। অহেতুক ঝুঁকি নিতে চান না তিনি। তবে পিউ এর জন্য তার মনটা বেশ খারাপ হয়ে গেলো। এই চাঁদের মতো মেয়ের গায়ে কি না এক বাঁদর কালীমা একে দিলো!!

৮.
দিশানের কান্নামাখা মুখটা দেখতে একেবারেই ভালো লাগছে না ঐন্দ্রিলার। সকাল থেকে ছেলেটা কেঁদেই যাচ্ছে। আজ তাদের ঢাকা ফেরার কথা ছিলো। অধীর আগ্রহে দিশান বসে ছিলো আজ তার মাম্মাম ফিরবে৷ কিন্তু যখন তার দাদী জানালো আজ তার মাম্মাম ফিরছে না, অমনি কান্নার প্রলয় এলো। এই দূর্যোগ সামলানো অন্তত শারমিন বেগমের দ্বারা সম্ভব নয়। তাই বাধ্য হয়ে ঐন্দ্রিলাকে ফোন করেছে তিনি। ভিডিও কলের সুবিধাটা আজকের দিনের সবচেয়ে অন্যতম আবিষ্কার। এই ভিডিও কল আছে বলেই হয়তো দূরের মানুষ গুলোকে খুব একটা দূর মনে হয় না। ঐন্দ্রিলাকে দেখতে পেয়ে বাচ্চাটা ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। এই কয়দিনে ঐন্দ্রিলার মনে দিশানের জন্য মাতৃস্নেহ তৈরি হয়েছে। ছেলেটা কাঁদলে তার মনটা কাঁদে। দিশানকে নিয়ে আসলে হয়তো ভালো হতো। কিন্তু কে জানতো এখানে অভ্র অসুস্থ হয়ে যাবে। আজকের ড্রাইভিং এর ধকল টা সে নিতে পারতো না। ঐন্দ্রিলা ব্যাথিত স্বরে বললো,
– কাঁদে না বাচ্চা। আমি আগামীকাল ই চলে আসবো। আমার আব্বু তো স্ট্রং বেবি। স্ট্রং বেবিরা কাঁদে না সোনা।
– মাম্মাম আমাকে নিয়ে যাও। আমি তোমাল কাচে যাবো।
– বাবু আর একটা দিন। তুমি এভাবে কাঁদলে মাম্মাম ও কেঁদে দিবে। সোনা, তুমি কান্না থামাও। নয়তো দাদীর কষ্ট হবে। আহানা তোমাকে কিভাবে সামলাবে?
– আহানা পচা, ও আমাকে বকে। তুমি আসো।

দিশানের কান্নার জোর বাড়তে লাগলো। সে হিচকি দিয়ে কাঁদছে। তখন ই ঐন্দ্রিলার পেছনে এসে অভ্র দাঁড়ালো। অভ্র গম্ভীর কন্ঠে বললো,
– দিশান তুমি যদি আজ সারাদিন না কেঁদে থাকো তবে বাড়ি ফিরে আমি তোমাকে তোমার পছন্দের কার কিনে দিবো। এটা তোমার জন্য টাস্ক। তুমি যদি টাস্ক কমপ্লিট করতে পারো তবে কার পাবে তুমি। আর না পারলে তোমার একটা প্রিয় খেলনা তোমার থেকে কেঁড়ে নিবো। এখন তোমার ডিসিশন। ভালো বেবির মতো থাকবে নাকি কাঁদবে।

অভ্রের কথা শুনে ঐন্দ্রিলা হা হয়ে যায়। একটা তিন বছরের বাচ্চার সাথে এভাবে কে কথা বলে! ঐন্দ্রিলা আরো ও অবাক হয় এটা দেখে যে দিশান চুপ হয়ে গেছে। সে ফুপাচ্ছে কিন্তু শব্দ করছে না। ঐন্দ্রিলা দিশান বললো,
– বাবু তুমি তোমার বাবাকে দেখিয়ে দিও তুমি কতো ভালো বাচ্চা ওকে?
– অকে
– তাহলে আমি ফোনটা রাখি?
– হুম
– টাটা

শারমিন বেগম এবার স্বস্তির নিঃশ্বাস ফেললেল। অবশেষে তার নাতী কাঁদা নামিয়েছে। এদিকে ফোনটা কেঁটেই ঐন্দ্রিলা কড়া দৃষ্টি৷ প্রয়োগ করলো৷ অভ্রের উপর। অভ্র কিছু না বুঝার ভাব৷ নিয়ে বললো,
– কি হলো? চোখ দিয়ে গিলে খাবে নাকি?
– আপনাকে আসলেই গিলে খাওয়া উচিত। এভাবে কোনোবাচ্চার সাথে কেউ বিহেব করে?

বলেই হাটু গেড়ে বিছানায় বসে ঐন্দ্রিলা। অভ্র নির্লিপ্ততার সাথে বলে,
– বাচ্চাটা আটার দলা হয়, তুমি তাদের যেভাবে মানুষ করবে তারা ঠিক যেভাবেই মানুষ হবে। এখন দেখো তুমি ওকে আহ্লাদ দিলে ও আহ্লাদি ই হবে। ফলে মা বা আহানা কষ্ট হবে ওকে সামলাতে। আমরা তো এখন তার কাছে নেই। যে ছুটে তাকে থামাতে পারবো। তাই আমাদের বাচ্চাদের এমন ভাবে মানুষ করা উচিত যাতে তারা যেকোনো পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে। সবসময় কি তুমি ওর কান্না থামাতে ছুটে যাবে? না, তুমি যাবে না। তাই ওকে নিজের উপর নির্ভর থাকতে হবে। আমি সেটার জন্য একটু অন্যভাবে ওকে তৈরি করছি। আজ যদি সে সত্যি আর না কাদে, তবে আমি তাকে গাড়ি কিনে দিবো। ফলে ও বুঝতে পারবে কোন কাজটা প্রশংসাযোগ্য। ফলে ও কিছু পাওয়ার আশাতেও সেই কাজটা করবে। আর ওর পানিস্মেন্টের কথা সেটাও জরুরি। এখন থেকেই ওকে হারানোর ভয় থাকতে হবে। ভয় মানুষ কে পেতে হবে এটা জরুরি নয়, তবে পরিস্থিতিকে ভয় পাওয়া দরকার। এতে করে ও বুঝতে পারবে, কোন কাজ তার জন্য ক্ষতিকর। কোন কাজ করলে সে মূল্যবান কিছু হারিয়ে ফেলবে। বুঝলে, দিশানের মাম্মাম?

ঐন্দ্রিলা হা করে অভ্রের দিকে তাকিয়ে রয়েছে। লোকটার মধ্যে একজন আদর্শ বাবার সকল ধরণের গুন রয়েছে। সে দিশানকে আদর করে আবার শাসন ও করে। কিন্তু তার শাসনটা বেতাঘাতের মতো নয়। যত দিন যাচ্ছে ততই যেনো অভ্রকে নতুন করে আবিষ্কার করছে ঐন্দ্রিলা। লোকটার কত আবরণ! একটার পর একটা আবরণ খুলছে আর মুগ্ধ নয়নে দেখছে সে তার হৃদয়হীন বরকে। অভ্রের মাথায় খানিকটা দুষ্টু বুদ্ধি খেলে। সে ঐন্দ্রিলার কাছে এসে ফু দিয়ে তার কপালের চুল গুলো সরিয়ে দেয়। তারপর ফিসফিসিয়ে বলে,
– কি দেখছেন দিশানের মাম্মাম? আমি কি সুন্দর হয়ে উঠেছি? এভাবে দেখতে থাকলে তো প্রেমে পড়ে যাবেন।
– পড়ার তো কিছু নেই, অলরেডি প্রেমে পড়ে সাঁতার কাটছি। ডুবেও যেতে পারি……….

চলবে

[ইনশাআল্লাহ পরবর্তী পর্ব আজ রাতে পোস্ট করবো। দয়া করে কার্টেসি ব্যাতীত কপি করবেন না]

মুশফিকা রহমান মৈথি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here