সবটা অন্যরকম♥ #পর্ব_৩০

0
791

সবটা অন্যরকম♥
#পর্ব_৩০
Writer-Afnan Lara
.
না না এভাবে এটাকে ছেড়ে রাখা যাবে না কিছুতেই
দিবা তোকে ভাবতে হবে অন্নেককককক
আপাতত এগুলো এখানে থাকুক,উনি তো আসবেন রাতের বারোটায়,আমি বরং গিয়ে চা বসাই,খালামণি নামাজ পড়ে এসে দিদি নাম্বার ওয়ান দেখবে আর চা বিসকুট খাবে
মিনি চল!এই মিনি?কিরে
.
মিনি আহনাফের বিছানার নরম কোমল উষ্ণতায় ঘুমিয়ে পগারপার হয়ে গেছে
দিবা ভাবলো উনার আসতে যেহেতু দেরি তখন ও ঘুমাচ্ছে ঘুমাক,আমি যাই আমার কাজে
.
দিবা ওড়না কোমড়ে গুজে গেলো রান্নাঘরের দিকে
.
আহনাফ কাগজে কাস্টমারদের নাম লিখে ফেলেছে এবার বসে বসে সেগুলো কম্পিউটারে টাইপ করে উঠাচ্ছে
নাহিদ কন্ট্রোল রুমের দিকে গেছে কিছুক্ষন আগেই
কাস্টমারদের নাম উঠানো শেষে আহনাফ একটু হেলান দিয়ে বসলো চেয়ারে,সেসময়ে প্রিতম এসে বললো”বস নাকি ওকে আবারও ডাকছে”
.
উফ!এই মেয়েটা মনে হয় আবার কি না কি বলেছে,আগে তো বছরেও বস ডেকে পাঠাতো না আমায় আর এখন দিনে দুবার ডাকে
.
আহনাফ জ্যাকেট টেনেটুনে ঠিক করতে করতে বসের রুমের দিকে গেলো
.
আসবো স্যার?
.
বস তখন ফোনে কার সাথে যেন কথা বলছিলেন,কান থেকে ফোনটা হালকা সরিয়ে বললেন”হুম,কাম ইন”
.
আহনাফ চুপচাপ এক কোণায় এসে দাঁড়িয়েছে,,বসের কথা শেষ হলো আরও দু মিনিট পর,ততক্ষণ আহনাফ বসের রুমে থাকা গ্লাসটা দিয়ে পুরো বার টাকে দেখছিল
এই জায়গা দিয়ে পুরো বারটাকে একত্রে দেখতে পাওয়া যায়
যাই হোক ফোনটা এক পাশ করে রেখে বস আহনাফের হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন
এটা পদউন্নতি নাকি পদ কমানোর কাগজ তাই ভেবেই আহনাফের গলা শুকিয়ে গেছে
বস ওর দিকে না তাকিয়েই আরেকটা সাদা কাগজে কিসব লিখতে লিখতে বললেন”নাফি এগুলো কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করে রাখবা,কোনোমতেই যেন না হারায়,দরকার হলে কয়েক কপি করিয়ে রাখবে”
.
আহনাফ বুঝলো এগুলো বারেরই কাজ,,মুচকি হেসে কাগজটা মেলে ধরলো সে,সব নামিদামি মানুষদের নাম লেখা আছে ওখানে
আহনাফ কাগজটা উল্টে বললো”নতুন কোনো অনুষ্ঠান হবে নাকি স্যার?তাহলে তো ভাম্ফার ফলন”
.
স্যার মুচকি হেসে বললেন”তা বলতে পারো,মিশকার বাবার চেয়েও ধনী ব্যাক্তি আসতে চলেছে,লিস্টের কাস্টমারদের নাম দেখলেই বোঝা যায়,উনি আজ রাতে নয়টার সময় আসবেন বারটা চেক করতে,উনার পছন্দ হলে উনি সাইন করে চেক দিয়ে যাবেন,তার বিবাহবার্ষিকী এখানে পালন করতে চান,বুঝলে?”
.
ওকে স্যার,বাট যদি পছন্দ না হয়?
.
উনি করলে আমাদের বারেই করবেন,তাই তো লিস্ট আগে থেকেই দিয়ে দিলো,কিন্তু যদি পছন্দ না হয় তবে উনি আমাদের রিনোবেশন করতে বলবেন কিছু কিছু,যেহেতু পরশুদিন অনুষ্ঠান সেহেতু আমার মনে হয় আমরা রিনোবেশনটা করে ফেলতে পারবো,নয়টার সময় রেডি থাকবা,আমি চাই না তোমাদের কারোর মিসবিহেভে উনি অসন্তুষ্ট হোন
.
ডোন্ট ওয়ারি,আই উইল ম্যানেজ
.
ইয়েস আই নো,বাট বাকিদের নিয়ে বললাম
.
সেটাও আমি দেখবো,, আপনি নিশ্চিন্তে এক গ্লাস ঠাণ্ডা লেবুর শরবত খান,আমি প্রিতমকে দিয়ে পাঠাচ্ছি
.
আহনাফ চলে যেতেই স্যার মুচকি হাসলেন,এই একটা ছেলেই আছে বারে যে সব দিকের খেয়াল রাখে
মিশকার বাবা কত কথা শুনানোর পরেও তিনি আহনাফকে বের করে দেননি,মিশকার বাবা বলেছিলো নাফিকে বের করে দিতে
এমনি এমনিতেই মিশকার মাথা থেকে নাফির ভূত নেমে যাবে তারপর তিনি তার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে দেবেন,এসবের কথা মিশকা জানে না কিছুঔ
কিন্তু তার পরেও নানা বাহানা দিয়ে উনি নাফিকে বারে ধরে রেখেছেন,কারণ নাফির ওয়ার্কিং স্কিল অনেক ভালো
.
আহনাফ রিসিপশানে এসে দুম করে বসে পড়ে মাথার চুল টানছে চুপচাপ,কদিন বাদেই বিরাট বড় ক্লাইন্ট আসে আর কাজের চাপ বাড়ায়

দিবা খালামণিকে চায়ের কাপ ধরিয়ে নিজে আবার আসতে চেয়েছিলো আহনাফের রুমে কিন্তু খালামণি এক হাতে কাপ নিয়ে আরেক হাতে দিবার হাত ধরে বললেন পাশে বসতে
দিবা আর কি করবে,খালামনির পাশেই বসলো,,খালামণি আজ গল্প শুনাবেন ওকে,সাদাত আর মৌসুমীর গল্প
দিবা প্রথমে শুনতে চাচ্ছিলো না কারণ ওর মাথায় আহনাফের চাকরির রহস্য ভেদ করার ভূত ঘুরছিলো কিন্তু যখন শুনলো সাদাত আর মৌসুীর গল্প তখন সে বাকিসব ভুলো সোফায় পা ভাঁজ করে বসে খালামনির দিকে ফিরে তাকালো
খালামণি চায়ে চুমুক দিয়ে শুরু করলেন কথা
.
অনেক বছর আগের ঘটনা,মানে যখন সবেমাত্র তার আর আহনাফের আব্বুর বিয়েটা হয়েছিলো,নতুন নতুন তারা বেড়াতে এসেছিলো বাসায়,,মানে তার বাপের বাড়ি
মৌসুমী তখন ইন্টার শেষ করে আরামসে ফ্রি দিন কাটাচ্ছে,বোনকে দেখে তার খুশি আরও বেড়ে গেলো,,কয়েকদিন যেতে না যেতেই পরিবারের সবাই খেয়াল করলো ইদানিং সে বারান্দায় বেশি সময় কাটায়,,বোন এসেছপ,বোনের জামাই এসেছে তাও সে বারান্দায় থাকে সারাক্ষণ
মা মৌকে মানে আমাকে বললেন যে বিষয়টা খতিয়ে দেখতে
তো হাজার হোক আমি ওর বড় বোন হই,আমার থেকে তো আর লুকাবে না
কিন্তু সে প্রথমে লুকিয়েছিলো
আহনাফের বাবা অফিস থেকে আসতে দেরি হচ্ছিলো বলে আমি সেদিন ওর সাথে শুয়েছিলাম,রাত দশটার দিকে দেখি সে বারান্দায় গিয়ে কার সাথে যেন কথা বলছে
ওর কাছে ফোন ছিলো না,তাহলে কি করে কথা বলছে
আমি আস্তে করে বিছানা থেকে নেমে গিয়ে দেখি ফাঁকা রোডে একজন যুবক দাঁড়িয়ে,আমাকে মৌসুমীও দেখেনি আর সেই যুবক ও না,মানে সাদাত ও না
সাদাতকে সেদিন প্রথম দেখেছিলাম আমি,তবপ অন্ধকারের কারনে ভালোমতন দেখলাম না,খালি হাইট টাই মনে আছে
সেদিন হাতেনাতে ধরার পর মৌসুমী বাধ্য হয়েই আমাকে ওর কথাটা বলে,এবং ছবিও দেখায় সাদাতের
তোর যদি তোর বাবাকে দেখতে মন চায় তো নিজেকে আয়নায় দেখিস,কারন তুই একদম তোর বাবার মতন হয়েছিস
সাদাতের চেহারা আমার এখনও মনে আছে স্পষ্ট,কারণ মৌসুমী আমাকে হাজারটা ছবি দেখিয়েছে সাদাতের
প্রেমিক প্রেমিকা কাদের বলে তা ওদের দেখে শেখা যেতো,আমি তো ভেবেই নিয়েছিলাম বাবা ওদের না মানলে নির্ঘাত ওরা পালাবে
আর সেটাই হলো তবপ একটু উল্টোভাবে ,সাদাত চাকরি পেয়েছে তখন কিন্তু বাবা রাজি হোননি প্রথমে,,বাবা সাদাতের চেয়েও বড়লোক দেখে একটা ছেলে খুঁজে বের করলেন মৌসুমীর জন্য,বেতনে হাজার বেশি পায় সে
তার পরেও অনেক মনমালিন্য করে বাবা রাজি হলেন কিন্তু হলো আরেক বিপত্তি, রাজি হলেন না সাদাতের মা
কারণ মৌসুমীর গায়ের রঙ ফকফকা ফর্সা ছিলো না,তিনি তার কলিজার টুকরো ছেলের জন্য গায়ের রঙ ফর্সা দেখে একটা মেয়েকে বউ করে আনতে চেয়েছিলেন,তোর মা ভালোই ফর্সা তবে একটুখানি কম আর কি
কিন্তু ওর যে রঙ ছিলো তাতেই সাদাত পাগলপ্রায়
তার পরেও তিনি রাজি হলেন না,বাবা যখন শুনলেন সাদাতের মা রাজি নন তখন তিনি তার পছন্দের একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করলেন মৌসুমীর
কিন্তু সাদাত আর মৌসুমী থেমে থাকে নি,সুযোগ বুঝে পালিয়ে গেলো তারা,কিন্তু এর পরে মাত্র দুইদিনে কি এমন হলো য সাদাত নিজে তোর মাকে বের করে দিলো খালি হাতে তাও তার সর্বস্ব কেড়ে নিয়ে
সাদাত তো এমন না,মৌসুমীর কাছে আমি যা শুনেছিলাম ওকে নিয়ে তাতে আমার মনে হতো সাদাতের চেয়ে ভালো মানুষ বুঝি আর দুটি নেই
তাহলে কি এমন পরিস্থিতি হলো যে সে এমনটা করলো তোর মায়ের সাথে?সাদাতের মা মেনে নিয়েছেন নাকি নেননি?এটাই কি তার কারণ?
নাকি অন্য কারণ ছিলো,যদি উনি না মেনে নিতেন তাহলে তো আর সাদাত দুইদিন ধরে তোর মাকে বাড়িতে নিয়ে রাখতো পারতো না
আসলে সব ঘুরপাক খাচ্ছে,ঠিক কি হয়েছিলো তা খোলসা করে মৌসুমী বলছে না,, সাদাত তো আর কি বলবে,ওকে তো এরপর আর কখনও দেখিনি
মৌসুমী বাড়ি ফিরে মূর্তির মতন হয়ে গিয়েছিলো,কারোর কোনে প্রশ্নের জবাব সে দেয়নি,বাবা চুপচাপ অন্য একটা ছেলে খুঁজে মানে জসিমকে খুঁজে বিয়েটা দিয়ে দিলেন
.
দিবা চোখ মুছে বললো”মা বলতে পারবে সব,তবে মা বলবে না
এত জঘন্য অতীত মা মনে করতে চান না”
.
হুম,,তবে তোর মা কম কষ্ট করেনি,নিজপর ভালোবাসার মানুষকে নিজের সবটা দেওয়ার পরেও তাকে নিজের করে পেলো না,নিজে হয়ে গেলো অন্য কারোর
বাবা জোর করে ওকে জসিমের সাথে বিয়ে দিয়েছিলো,এই অভিমান ও আজ পর্যন্ত ভোলেনি,কবে ভুলবে কে জানে
যখন ওর কোলে ইতি আসে,,তখন আমার আহনাফ ক্লাস সেভেনে পড়তো,,তখন তো তুইও ছোট ছিলি হয়ত,তোকে তে জীবনেও ভিডিও কলে দেখাতো না,জানতেই দেয়নি ওর পেটের আরেকটা সন্তান আছে,যার সাথে আমাদের রক্তের সম্পর্ক আছে
.
দিবার মনটাই গেলো খারাপ হয়ে
খালামণি ওর মাথায় হাত বুলিয়ে চলে গেলেন খালুর কাছে,খালু তখন থেকে ডাকছিলো তার কিসের যেন জামা পাচ্ছে না খুঁজে
দিবা ঘড়ির দিকে তাকালো,,আটটা বাজে
উর্মি ম্যাডামের একটা এসাইনমেন্ট বাকি আছে
সেটা করতে হবে তারপর নাহয় উনার রুমে হামলা করবো
উনি তো আর এখন আসছেন না
.
দিবা তাই গেলো হোমওয়ার্কটা সারতে,,মিনি ঘুম থেকে উঠে আহনাফের আলমারির দরজা একটু ফাঁক পেয়ে সেটার ভেতর ঢুকে তুলকালাম করছে এখন তাও কেনো শব্দ না করে

আহনাফ রেডি হয়ে দাঁড়িয়ে আছে আজকের ক্লাইন্টের জন্য,
,নয়টা বাজতে চললো কবে আসবে লোকটা,এদিকে হাতে সময় ও নেই রিনোবেশনের,আসতে দেরি করলে কতক্ষনে কি করবো আমরা?
.
কিরে এত টেনসড কেন?
.
হুমম রে নাহিদ,এবার যিনি আসবেন তার মনমতন করে বার সাজাতে হবে
.
বাহ তাহলে তো ভালোই,বারের এই একই ডিজাইন দেখতে দেখতে ক্লান্ত,,,নে ধর তোর শার্ট
.
কে দিলো?
.
বস বললো সবাইকে বারের শার্টটা পরে থাকতে,মানে আমরা সবাই হোয়াইটলকস্ বার টিম হিসেবে ক্লাইন্টকে ওয়েলকাম জানাবো একসাথে,কোনো মতেই যাতে উনি আমাদের ব্যবহার নিয়ে কিছু বলতে না পারেন
.
আহনাফ জ্যাকেট খুলে তার গায়ের টিশার্টের উপর দিয়ে বারের টিশার্টটা পরে নিলো তারপর জ্যাকেটটা পরতে যেতেই নাহিদ বললো”একদিন তোর বডি দেখাইস,,আমিও তো দেখি আর কি কি বাকি আছে তোর”
.
আহনাফ মুচকি হেসে বললো”জিম করার টাকা নাই আমার,,সাধারন বাঙালী ছেলেদের মতন আমার ও একটু আকটু ভূড়ি আছে”
.
হাহা!!যাক তাহলে স্বীকার করলি,ঐ মনে হয়ে এসে গেছে
.
আহনাফ আর নাহিদ এগিয়ে গেলো,,বিরাট একটা কার থেকে নামলেন মিঃজহির,,,কার যত বড় তার উচ্চতা ঠিক ততটাই ছোট
আহনাফ আর নাহিদ প্রথমে উপরে তাকালেও পরে তাকে উপরে দেখতে না পেয়ে নিচে তাকালো,উনি নিচে,,নাহিদ ভাবলো মিঃ জহিরের বাচ্চা হবে হয়ত
কিন্তু পরে যখন উনি আহনাফের হাতের সাথে হ্যান্ডশেক করে বললেন”হাই মিঃ নাফি,আই এম মিঃজহির চৌধুরী,,
ওনার অফ জহির’স ইন্ডাস্ট্রি”
.
আহনাফ দাঁত কেলিয়ে হাত ঝাঁকাতে ঝাঁকাতে বললো’নাইস টু মিট ইউ,প্লিস কাম”
.
নাহিদ চোখ বড় করে পিছু পিছু আসছে,কত বড় ঝটকা লাগলো তার
বারের বস শেখর স্যার এগিয়ে এসে মিঃজহিরকে দেখে টাসকি খেয়ে গেলেন কিন্তু সেটা বুঝতে দেওয়া যাবে না,
আগে কখনও তাকে দেখেননি বলে টাসকিত হয়ে গেছেন প্রথমেই
মিঃ জহির ঘুরেঘুরে সব দেখে বললেন”সবই ঠিক আছে তবে রঙটা পাল্টাতে হবে,এখন ব্ল্যাক আছে,সেটা পাল্টে পার্পল করতে হবে,আহনাফ দাঁড়িয়ে থেকে লিস্ট করছে কি কি বদলানোর কথা উনি বলছেন
বস বললো রঙ শুকাতে সময় লাগবে আর স্মেল যেতেও
তাই এখনি রঙ করিয়ে নিতে হবে,নাহিদকে দিয়ে রঙ করার লোকদের খবর দেওয়ালেন তিনি
নয়টা দশ বাজে এখন,আজ সবার ছুটি,রঙ করার সময় তো আর বার চলবে না
আহনাফ মিঃ জহিরকে বিদায় দিয়ে নিজের অফিস ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলো
পরনের হোয়াইটলকস্ বারের শার্টটা খুলতে ভুলে গেলো সে
এদিকে দিবা হোমওয়ার্ক শেষ করে মাত্র ঢুকেছে আহনাফের রুমে,কাজটা সারতে হবে জলদি জলদি
মিনি আহনাফের জামাকাপড় সব মিলিয়ে টর্নেডো করে ফেলেছে আহনাফের রুম জুড়ে
আলমারি খালি আর আলমারির সব জামাকাপড় ফ্লোরে ছড়িয়ে ছিঁটিয়ে আছে আর মিঃমিনি এখন পর্দার আড়ালে গিয়ে চুপটি করে আছেন,আজ শুধু আহনাফ নয় বরং দিবার থেকেও তাকে লুকিয়ে থাকতে হবে,তার এই কার্যকলাপ দিবা দেখলে খুব করে কেলাবে
চলবে♥

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here