রাগি Devil এর অত্যাচার 2? part-4

0
711

#রাগি_Devil_এর_অত্যাচার??

#Season_2

#part_4

#Arohi_Afrin

এদিকে আহান তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে দেখলো রোশান এক পায়ে ভর করে হেটে আসছে,,,আহান তা দেখে বললো,,

আহান:কি রে রোশান তুর পায়ে আবার কি হলো!!!

রোশান:আর বলিস না ওই মেয়েটা,,,

আহান:কোন মেয়ে ওই বোম্বাই মরিচ???

রোশান:না না ওর ফ্রেন্ড কপি,,,,

আহান: কপি??ফুলকপি নাকি বাঁধাকপি??

রোশান:আহান!!(রেগে)

আহান: সরি সরি,,,,,ওই যে রাফু মেয়েটা??,,

রোশান:হ্যা ওই মেয়েটা,,,

আহান:ও আবার কি করলো??

রোশান পুরো ঘটনা খুলে বললো,,,

আহান:আরে ইয়ার এই মেয়ে দুটো কেন আমাদের পিছে পরে আছে,,,,, আমাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগরা করতে আসে,,

রোশান:বাবা রে বাবা আর যেন ওই মেয়ে দুটোর সামনে না পরি,,,,তবে অরুর সামনে পরলেও ক্ষতি নেই,,,

আহান:কেন কেন??

রোশান:কারণ আমি ওর উপর crush খেয়েছি,,

আহান:হায়রে Crush,,আর কিছুূিন যাক দেখবি বড়শড় একটা বাশঁ খাবি বাশঁ,,

রোশান:??

আহান:আচ্ছা বরফ লাগা,, না হলে ব্যাথা বাড়বে,,,
,
,
,
রাত ২:৩৫,,,

তিন্নি আর রাফু বেঘোর ঘুমুচ্ছে,,, কিন্তু অরুর চোখে ঘুম নেই,,তার কানে বার বার ওই গানের প্রতিটা লাইন কানে বাজছে,,,,
,
,
এদিকে আহান বেলকণিতে যাওয়ার জন্য পা বাড়ালো,,আবার এক পা পিছিয়ে দেখলো দেওয়ালে একটা গিটার ঝুলানো,,,,আহান সেই গিটার নিয়ে বেলকণিতে চলে গেল,,,আহান একটা টিউন বাজাতে লাগলো,,,

অপর পাশে অরু গিটারের সুরটা শুনে তাড়াতাড়ি বেলকনিতে চলে আসলো,,অরু দেখলো একটা ছেলে গিটার বাজাচ্ছে,,ওইদিনের মতে আজোও চেহেরাটা দেখতে পারলো না,,,কি আর করার,,অরু টিউনটা শুনতে লাগলো,,,,,,
,
,
পরদিন সকাল সকাল রাফুর ঘুম ভেঙে গেল,,তাই সে রিসোর্টের বাহিরে গেল,,রাফু দেখলো রোশান তার দাড়িয়ে বাহিরে তাকিয়ে আছে,,,,রাফু ভাবলো রোশানকে সরি বলবে,,তাই সে রোশানের পাশে দাড়ালো,,,,রোশান কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকালেই দেখে রাফু,,,,

রাফু:সরি,,,আমি আসলে জানতাম না যে আপনার পায়ে একটু বেশি চোট লাগবে,,

রোশান চুপ করে আছে,,

রাফু:সরি সরি,,,

রোশান চলে গেল,,

রাফু:উফপ এই রশুনটা আমার কথার দাম না দিয়ে চলে গেল,,,,,ধুর আমি আর কথা বলতেই যাবো না,,, না না ওনি তে আমার কারণেই ব্যাথা পেয়েছে,,,ওনার কাছে ক্ষমা চেয়েই ছাড়বো,,না হলে আমার নাম ও রাফিয়া না,,হু,,,

রোশান আড়ালে রাফুর কথা শুনলো,,নিজের অজান্তে সে হাসলো,,তারপর রুমে চলে গেল,,

বিকালে সবাই রেড়ি হয়ে নিলো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে,,,অরু বের হতেই মুখোমুখি হয় আহানের,,,সাথে সাথে দুজনের face reaction বদলে গেল,,,

অরু:(উফফ এই devil এর চেহেরায় দেখতে হলো,,বিরক্তিকর)

আহান:(এই বোম্বাই মরিচ এখানে কিভাবে আসলো?? তার মানে বেলকণির মেয়েটা ও???)

অরু:(শয়তানটা এভাবে তাকিয়ে আছে কেন??,,,ধুর,,,,)

অরু,, রাফু আর তিন্নিকে ডাক দিল,,এরপর তিনজন বেরিয়ে গেল,,,,আহান চলে যাওয়ার জন্য পা বাড়ালে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়,,,,আহান দেখলো অরুর পা থেকে একটা পায়েল খুলে পরে যায়,,,,আহান পায়েলটা তুলে নেয়,,,পায়েলটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহান,,,কিছু একটা ভেবে পকেটে রেখে দিলো,,,,,এরপর আহান রোশান বেরিয়ে পরলো,,,

অরু রাফু আর তিন্নি একটা মার্কেটে গেল,,যেখানে সব জিনিস শামুকের,,,,তিনজন ঘুরে ঘুরে মার্কেটের জিনসগুলো দেখতে লাগলো,,তারা দেখলো শামুকের উপর নাম আর্ট করা,,তিনজনই এগুলো নেওয়ার জন্য তাদের নামের আর্ট খুজতে লাগলো,,,,প্রথমেই রাফু পেয়ে গেল,,,খুশিতে দিলো এক লাফ,,এরপর আবার খুজতে লাগলো তিন্নি আর অরুর জন্য,,,,তিন্নিও পেয়ে গেল,,,অরু অনেক খুঁজলো কিন্তু পেলোনা,,খুঁজতে খুঁজতে পেয়েও গেল,,,”অরুনিমা”,,,তারা তিনজন আরোও অনেক জিনিস কিনলো,,,এরপর মার্কেট থেকে বেরিয়ে আসলো,,,

তিনজনই কথা বলতে বলতে হাটতে লাগলো,,অন্যদিক থেকে আহান আর রোশান আসছে,,,আসতে আসতে এক সময় ওরা কাছাকাছি চলে আসলো,, কথা বলার ঘুরে থাকায় অরু আর আহান বাজে ভাবে ধাক্কা খায় ফলে আহানের আর অরুর হাতে থাকা শামুখের জিনিসটা পরে যায়,,,

অরু:হায় হায় এটা কি হলো,,আমার শামুক,

আহান:What the hell,,,

অরু মুখ তুলে থাকাতেই দেখে আহান,,সাথে সাথে তার মাথা গরম হয়ে গেল,,আহানের ও রাগ হতে লাগলো,,,,,

অরু: আপনি কানা????? দেখে চলতে পারেননা????

আহান:তুমিও কি কানি??? দেখে চলতে পারো না??

অরু:ইইইই,,,,,,,,,আমার শামুক?

আহান: oh my God,,আমারটা ও পরে গেল,,,,এই যে মিস বোম্বাই মরিচ,,সব সময় কি এভাবে পায়ে পা লাগিয়ে ঝগর। ন। করলে হয় না??

অরু: আপানকে,,,,,,, (আহানকে আঙুল দেখিয়ে বলতে নিলেই আবার চুপ হয়ে নিচে বসে গেল)

আহানের হাতে যে শামুকটা ছিলো ওইটাতে আহানের নাম লিখা ছিল,,ঠিক অরুদের মতো,,,দুজনের শামুক গুলো উল্টো হয়ে পরা ছিল,,, অরু তার সামনে পরা শামুকটা নিয়ে আহানকে মুখ ভেংচি মেরে চলে গেল,,,আহানও তার সামনের শামুকটা পকেটে নিয়ে নিলো,,,,,,

অরু তিন্নি আর রাফু চলে গেল,,আহানরাও কিছুক্ষন ঘুরাঘুরি করে চলে গেল,,,,
,
,
,
সন্ধায় অরুরা রেড়ি হয়ে সমুদ্রের পাড়ে গেল,,,অরু পানিতে পা ভেজাচ্ছে,,,, তিন্নিও অরুর সাথে হাটছে,,,রাফু নিজে নিজে হাটতে হাটতে হঠাৎ কার সাথে যেন ধাক্কা খায়,,,চোখ তুলে তাকাতেই দেখে রোশান,,,,

রাফু:আপনি,,,,,

রোশান চলে যেতেই রাফু রোশানের হাত ধরে ফেললো,,,,

রাফু:Please যাবেননা,,,,,আমাকে ক্ষমা করে দিন প্লিস,,না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না,,,

রাফু ছলছল চোখে কথা গুলো বললো,,মনে হয় এক্ষুনি কেঁদে দিবে,,,রোশান তাকিয়ে আছে,,,রোশান শুধু তাকিয়ে আছে,,,,রাফুর কথায় রোশানের ধ্যান ভাঙলো,,,

রাফু:কি হলো মাফ করেছেন তো??Please please please,,

রোশান:হ,,হ্যা,,,

রাফু:সত্যি??????

রোশান:হুমম,,,,

রাফু রোশানকে জড়িয়ে ধরলো,,,,কিছুক্ষন পর রাফুর হুশ আসলো,,,আর তাড়াতাড়ি ছেড়ে দিলো,,,বেচারি লজ্জায় লাল হয়ে গেছে,,,,রোশানও বুঝতে পারলো রাফু লজ্জা পেয়েছে,,

রাফু:I,,i am sorry,, actually,,

রোশান: it’s ok,(মুচকি হেসে)

রাফু কিছুক্ষন পর বললো,,

রাফু:আ,,বলছিলাম,,, friends??? (হাত বাড়িয়ে দিয়ে)

রোশান একটু ভেবে তার হাত বাড়িয়ে রাফুর হাতে রাখলো,,,একজন অন্যজনের দিকে তাকিয়ে আছে,,,,,কিছুক্ষন পর ছেড়ে দিল,,
,
,
তিন্নি:জানিস অরু কতো Happy লাগছে এভাবে তিনজন ঘুরতে পারবো কখনো ভাবতে পারিনি,,,,

অরু: আমারও,,,শুন,, আমার কেমন জানি লাগছে,,,আজ মাম্মা একবারও কল করলো না,,না জানি পাপ্পা আরিফ ওরা কেমন আছে,,,আমার অনেক টেনশন হচ্ছে রে,,,

তিন্নি:টেনশন করিস না,,,রিসোর্টে গিয়ে কল করিস,,,,

অরু:হুম,,,

তিন্নি: অরু তুর পায়েলটা কই??

অরু:পায়েল,,,,

অরু পা দেখে মাথায় হাত দিয়ে বললো,,

অরু:হায় আল্লাহ আমার পায়েলটা কই গেল আবার,,শাঁকচুন্নি পায়েল আমার পছন্দের পায়েল হারিয়ে গেলি তুই,,,আম্মুওওওওওওও

তিন্নি:বাবারে বাবা পায়েল হারিয়ে গেল এজন্য আবার পায়েলটাকেও বকছিস, মানে কি বলবো,,,

অরু:কিছু বলিস না,,

তিন্নি:আচ্ছা ইয়ার মন খারাপ করিস না,,অন্য একটা নিয়ে নিস,,

অরু:হুমম,,

তিন্নি অরুকে জড়িয়ে ধরলো,,,,দূর থেকে আহান তাদের দিকে তাকিয়ে আছে,,,হঠাৎ আহানের মনে পড়লো ওই পায়েলের কথা,,আহান এক পা বাড়াতে গেলেই অরু আর তিন্নি ওইখান থেকে চলে গিয়ে রাফুকে খুজতে লাগলো,,,,আহানেরও আর পায়েলটা দেওয়া হলো না,,,

রাফুকে সহ সাথে নিয়ে তারা রিসোর্টে চলে গেল,,,,আহান আর রোশানও কিছুক্ষন পর চলে গেল,,,,

অরু রিসোর্টে এসেই আগে তার মাকে কল করলো,,,,

চলবে!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here