#রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_7
অরুর মোবাইলটা হাত থেকে পড়ে গেল,,আর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে,,,,,,তিন্নি বললো,,
তিন্নি:অরু কি হয়েছে তুর,,
অরু:ত,,তিনু,,ব,,বাবা,,,
তিন্নি:কি হয়েছে,,,,,,,
অরু কিছু না বলে দৌড়ে বেড়িয়ে গেলো হসপিটালে,,,,,,অরুকে তার মা কল করেছে,,তার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে,,,,,,
অরু হসপিটাল আসলো,,তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করছে,,,,,অরু তার মা কে কি করে সামলাবে,,সে তে নিজেকেই সামলাতে পারছেনা,,,,,,,অরু নিজেকে শক্ত করে বললো,,,
অরু:আম্মু দেখো বাবা একদম ঠিক হয়ে যাবে,,,,
-তাই যেনো হয় রে মা,,,,
কিছুক্ষন পর ডক্টর আসলো,,,,অরু গিয়ে বললো,,,
অরু:ডক্টর আমার বাবা কেমন আছে এখন,,,
ডক্টর :এখন ভালো আছে,,দেখুন আপনার বাবার বয়স,হয়েছে,,,ওনি কাজের চাপে ভীষন দূর্বল হয়ে গেছে,,,কয়েকমাস বেড রেস্টে থাকতে হবে,,,,,,,ওনার খেয়াল রাখবেন,,আর সব সময়,চিন্তামুক্ত রাখার ট্রাই করবেন,,,
অরু মাথা নেড়ে হ্যা বললো,,,,
অরু:আচ্ছা ডক্টর আমরা কি দেখা করতে পারি বাবার সাথে??
ডক্টর :of course,,
অরু:Thank you Doctor,,
ডক্টর :My pleasure,,,
অরু আর তার মা দেখা করতে চলে গেলো,,,
অরুর বাবাকে রিলিজ দেওয়ার পর বাসায় নিয়ে আসলো,,,,,পরের দিন তিনি সোফায় বসে আছে,,,মুখে চিন্তার চাপ,,,,,অরুর ঔষধ নিয়ে তার বাবার হাতে দিয়ে বললো,,,
অরু:বাবা তোমাকে না ডক্টর বলেছে চিন্তামুক্ত থাকতে,,তাও তুমি কি চিন্তা করছো,,,
-চিন্তা হবে না,,অফিসেও যেতে পারছিনা,,কয়েক মাস বেড রেস্টে থাকলে তো,,
অরু:বুঝছি বাবা,,,,,বাবা আমি একটা চাকরি করতে চায়,,প্লিস তুমি রাজি হয়ে যাও,,
-না না তুই কেন চাকরি করবি,,আমি মেনেজ করে নিব,,
অরু:বাবা প্লিস,,প্লিস প্লিস,,,,,,,
-আচ্ছা যা করিস,,কিন্তু মা সাবধানে,,
অরু:ওকে thank you বাবা,,,,
অরু তার রুমে গিয়ে ভাবতে থাকলো কিভাবে কি হবে,,,,,,এরপর লেপটপ নিয়ে বিছানায় বসে পড়লো,,,কয়েক জায়গায় চাকরির জন্য apply করলো,,,,,,অতঃপর লেপটপ বন্ধ করে দিলো,,
অরু অনেক জায়গায় interview দিলো,,কিন্তু এক জায়গায় বললো ঘুস দিতে হবে,,,,এরকম আরো নানান বাহানা,,অরুর interview দিতে দিতে যায় যায় অবস্তা,,,,,, আজ গেলো আবার,অন্য জায়গায় interview দিতে,,,,,অরু বসে আছে অফিসের বসের সামনে,,,,,লোকটা বয়সে তেমন বুড়ো না,,আবার একদম যুবক ও না,,,,,২০ মিনিট ধরে বসে আছে অরু,,আর লোকটা অরুর দেওয়া সার্টিফিকেট সহ সব ধরনের ফাইল দেখছে,,,,,অরুর বিরক্ত লাগছে এসব,,,,,অরু বললো,,
অরু:স্যার জব টা কি হবে???
লোকটা অরুর দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে বললো,,,
-হবে তবে আমার একটা শর্ত আছে,,,
অরু:কি শর্ত,,,,
-আমাকে বিয়ে করতে হবে,,,,
অরু হতবাক,,,,মূহুর্তে অরুর রাগ মাথায় ওঠে গেল,,অরু ছোঁ মেরে ফাইল টা নিয়ে বললো,,
অরু:শালা বুড়ো একটা,,তুকে বিয়ে করবো আর আমি??ভাবলি কি করে,,,আরেকবার যদি এই কথাটা মাথায় আনিস তাহলে ওই মাথায় আমি পচা ডিম পচা টমেটো মারবো বলে দিলাম,,,বুড়ো কোথাকার,,,,
অরু হনহন করে চলে গেল,,,,লোকটাও অরুর কথা শুনে অবাক,,,
অরু ঘরে আসতেই তার মা বললো,,,,
-আজও হয়নি তাই না??
অরু:না,মা,,তবে ঠিক পেয়ে যাবো,, চিন্তা করো না,,,,,
রাতে অরু বললো,,
অরু:হয়েছে কি মা কাল আমার একটা interview আছে,,,তুমি তো জানো আমি সকাল সকাল উঠতে পারি না,,তাই আমাকে কাল সকালে ডেকে দিও,,
অরুর মা অবাক হয়ে গেল অরুর কথা শুনে,,অরু বললো,,,
অরু:অবাক হওয়ার কি আছে,, ?
-আচ্ছা ডেকে দিবো,,কিন্তু রাত জাগিস না,,,
অরু:ওহহো পিয়ারি মাম্মা আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে,,,
-দাড়া বজ্জাত মেয়ে,,,,
অরু দৌড়ে চলে যাচ্ছিলো এমন সময় তার মা ও আবার ডেকে বললো,,,
-অরু,,,,,
অরু:জ্বী আম্মু,,
-তুকে খুব কষ্ট করতে হচ্ছে,, তাই না মা??
অরু:আরে আম্মু কিসের কষ্ট,,,এমনিতে আমার একটা চাকরি করার ইচ্ছে ছিলো,,আর এখন তা পূরণ হচ্ছে,,আমার তো বরং ভালো লাগছে,,(ডাহা মিথ্যে কথা?)
-আচ্ছা যা গিয়ে ঘুমিয়ে পর,,,,
অরু রুমে গিয়ে শুয়ে পড়লো,,,,,,,পরদিন সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙলো,,
-অরু??????তুর না আজ interview,, ওঠ না মা,,,
অরু:ওও আম্মু আরেকটু ঘুমায় না,,,,
-হ্যা ঘুমা তুই,,এই ঘুমের জন্য তুর কোনোদিন চাকরি করা আর হবে না,,,,
অরু বিরক্ত হয়ে ঘুম থেকে উঠলো,,,,,এরপর ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে ফ্রেস হয়ে এলো,,,,,,,,
অরু:কোন ড্রেসটা পরবো,,,,,ধুর বাবা আমি ফ্যাশন দেখাতে যাবো নাকি,,,একটা পরলেই হলো,,,,,,
অরু একটা সাদা কামিজ কালো জিন্স আর কালো ওরনা পড়ে রেড়ি হয়ে নিলো,,চোখে হালকা কাজল আর ঠোটে হালকা লিপিস্টিক লাগালো,,,,আয়ানার সামনে গিয়ে বললো,
অরু:বাহ অরু তোকে তো খুব সুন্দর লাগছে,,,ইসস নজর যেন না লাগে,,,,নিজে নিজে এভাবে ড্রামা করতে লাগলো,,,,
অরু নাস্তা করার জন্য নিচে এলো,,তার মা বললো,,
-শুন অরু,,,interview তো দিতে যাচ্ছিস ভালো কথা,,কিন্তু কোনো বাকাঁ বাকাঁ উত্তর দিবিনা,,যেরকম প্রশ্ন করে ঠিক সেভাবে উত্তর দিবি,,উল্টা পাল্টা ঝামেলা করে আসবি না,,কতো interview দিছিস একটা চাকরি তো হলোই না,,আল্লাহ জানে ওখানে তাদের সাথে কতো ঝামেলা পাকিয়েছিস,,,
অরু ছোট ছোট চোখ করে তার মায়ের দিকে তাকিয়ে বললো,,
অরু:আম্মু you know না i am so good girls,
অরুর আম্মু:??,,,ড্রামা না করে নাস্তা শেষ কর তারাতারি,,,,,
অরু নাস্তা করে বেরিয়ে পড়লো,,,,,,, কিছুক্ষনের মধ্যে এসে পড়লো অফিস,,,অফিসের দরজার সামনে এসে,,
অরু:আল্লাহ আমায় রক্ষা করো,,চাকরিটা যেনো হয়ে যায়,,আর বসটা যেনো ডেবিল টাইপের না হয়,,একটু ভালো মনের মানুষ হয় যেনো,,,,
অরু অফিসে ডুকলো,,,,একটু পর ম্যানেজার এসে অরুকে ভেতরে যেতে বললো,,,,
অরু কেবিনে সামনে এসে অনেক দোয়া দরুদ পড়ে বললো,,
অরু:May I come in sir???
অফিসের বস পিছন ফিরে ফাইল দেখছে,,এমন সময় কারো ডাক শুনে চেয়ার সামনে ফিরে বললো,,”yeah come in”ফাইল এখনো মুখের সামনে,,,,,অরুকে বসতে বললো,,,,,
অরু বসলো,,,,বস ফাইল থেকে মুখ সরাতে Shocked,,,, অরু বসকে দেখে Shocked এর উপর shocked,, অরুর হিচকি উঠে গেল বসকে দেখে,,,,,,বসা দেখে দাড়িয়ে গেল অরু,,,
বস আর কেউ না কালা হাতি থুক্কু আহান আবরার?,,,,,,,
আহান:তুমি??????
অরু:আ,,আ,,আপনি,,,
আহান:আমার অফিসে আমি না থেকে কি তুমি থাকবে?????
অরু:(শেষ রে অরু,,তুই শেষ,,মনে হয় আর চাকরি করা হবে না,,, )
আহান:তোমার মতো বজ্জাত মেয়ে interview দিতে এসেছে,,,ভাবতে হচ্ছে তো,,,
অরু কিছু বলতে চেয়েছিলো,, আবার চুপ হয়ে মনে মনে বললো””মাথা ঠান্ডা কর অরু,,,,চাকরিটা ভীষন দরকার তুর,,,”
অরু:Actually i am sorry,,,,
আহান:কি কি কি????
অরু:Sorry(দাতে দাত চেপে বললো)
আহান:হাহাহাহা sorry বলছো তুমি????how funny,,
অরুর রাগ উঠতে লাগলো,,তাও কামিজের ওরনা,শক্ত করে চেপে ধরে নিজেকে কন্টোল করতে লাগলো,,,,
আহান ভাবলো”না এই মেয়েটাকে যদি চাকরিতে না নি তাহলে তো শাস্তি দিতে পারবো না,,প্রতিশোধ নিতে পারবো না,,,বরং,চাকরিটা দিয়ে দি,,এরপর শুরু হবে আসল খেলা হিহিহি”
অরু:(আল্লাহ একবার সুযোগ দাও,,আর জীবনেও ঝগরা করবে না,,এই রাজের বাচ্চা রাজহাঁসের বদদোয়া পরছে যে,,শাঁকচুন্না কোনহানের)
আহান:আচ্ছা যাও মাফ করে দিলাম,,,,
অরু :ধন্যবাদ,,স্যার চাকরি??এটা আমার ভীষন দরকার স্যার প্লিস,,,
আহান দেখলো অরুর মুখে চিন্তার চাপ,,,,তাই সে অরুকে বললো,,,
আহান:আচ্ছা দাও ফাইল,,,,
অরু তার হাতে থাকা ফাইলটা দিলো,,আহান সব দেখছে,,না ভালোই আছে লেখাপড়াই,,কিন্তু এতো কম বয়সে চাকরি কেন করতে চায়ছে এটাই ভাবছে আহান,,,
আহান:হুম দেখলাম,,,,তোমার চাকরি confirme,,
অরু:কোনো কিছু তো ask করলেননা,,,
আহান:লাগবে না,,,কাল থেকে join করবা,,যদি কাজ এদিক সেদিক হয় তখন বুঝবা,,
অরু:Thank you thank you so much sir,
আহান:এবার আসতে পারো,,,
অরু চলে গেল,,,,কেবিন থেকে বের হয়ে বড় একটা নিশ্বাস নিয়ে বললো,,
অরু:সত্যি মাফ করে দিলো এতো সহজে,,,,নাকি আবার চাকরিতে জয়েন করার পর শাস্তি দিবে,,,,,,,অরুর নিজের মাথায় মেরে বললো”দূর কালা হাতি থুক্কু বস অনেক ভালো,,, কিছু করবে না,,,,,,,”
অরু খুশি হয়ে গেল,,এদিকে আহান নিজের কেবিন থেকে অরুর কান্ড দেখে ডেবিল স্মাইল দিয়ে বললো,,
আহান:মিস অরুনিমা ঝগরাটে এবার বুঝবা কত ধানে কতো চালের বস্তা,,দূর চালের বস্তা কেন চাল হবে,,,,,
চলবে?!!!
(রাতে আরেকটা পার্ট দিবো তাই ছোট করে দিলাম,,,ভূল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন আশা করি)