#রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_26
অরু গাড়ি নিয়ে বাসায় চলে আসলো,,কিন্তু বাসায় এসে অরু অবাক হয়ে গেল,,কারণ আহান সোফায় বসে আছে,,তার সামনে আফরা মাথা নিচু করে কাদঁছে,,,,,অরু বুঝতে পারচে না আফরা কেন এভাবে কাদঁছে,,কারন অরু কখনো আফরাকে এভাবে কাদঁতে দেখেনি,,,,,,,,,
হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে আহান আফরাকে ঠাসস করে থাপ্পড় মেরে দিলো,,,আফরা কিছুই বলেছে না,,,,নিঃশব্দে কেদেঁ যাচ্ছে,,,,,,,
আহান:তুই এমন একটা কাজ করবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি,,,,,,যে আমার পি.এ ছিলো ,,আর তার সাথে তুই,,,ছি ছি,,,,,,,
বুঝতে পারছেননা তো???তাহলে চলুন দেখে আসি একটু আগে কি হয়েছিলো,,,,,,,,
আহান যখন রাগে গাড়ি নিয়ে অফিস থেকে বের হয়ে গিয়েছিলো তখন আহান খুব জোরে গাড়ি চালাচ্ছিল,,,,,, আহান হঠাৎ একপাশে তাকাতেই অবাক হয়ে যায়,,কারণ তার প্রাণপ্রিয় ছোট বোন আফরা মিনারের কাধে মাথা রেখে বসে আছে,,,,,,,আহান ঘটনাটা বোঝার জন্য গাড়ি থেকে নামলো,,,,,,ঠিক তখনি আহান শুনতে পেলো,,,,
আফরা:জানো মিনার আমি তোমাকে কখন কিভাবে এতোটা ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানিনা,,,সবসময় তোমাকে হারানোর,ভয় কাজ করে,,,,আচ্ছা মিনার আমাদের সম্পর্ক কি বাসায় মেনে নিবে???
মিনার:আরে পাগলি মেনে নিবে না কেন,,,,একটু বুঝিয়ে বললে হবে,,,,,
কথা শেষ না হতেই আহান আফরার হাত ধরে টানতে টানতে নিয়ে আসতে লাগলো,,,
আফরা:ভাইয়া প্লিস একটু বুঝার,,
আহান:একদম চুপ তুই,,
মিনার:স,স্যার,আফরার কোনো দোষ নেই,,প্লিস ওকে বকবেননা,,
আহান: মিনার তুমি যে এভাবে এমন কাজ করবে আমি কখনো ভাবি নি,,,,,,,আর একটা,কথা আমার বোনের আশে পাশে যাতে তোমায় না দেখি,,,,,
আহান আফরাকে নিয়ে আসলো,,এদিকে মিনারের চোখ বেয়ে পানি গড়িয়ে পরলো,,,
বাসায় এসে আহান আফরাকে অনেক বকলো,,,,আহানের নিজেরও অনেক খারাপ লাগছে যে বোনকে কখনো সে একটুও বকেওনি সে বোনকে আজ থাপ্পড় মেরেছে,,,,,,
আফরা বললো,,,,
আফরা:ভাইয়া আমি মিনারকে খুব ভালোবাসি,,ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতে পারিনা,,,,(কাদঁতে কাদঁতে বললো)
আহান মারার জন্য হাত উঠাতে গিয়েও থেমে যায়,,,,,আর আফরা দৌড়ে তার রুমে চলে আসলো,,,দরজা বন্ধ করে কাদঁতে লাগলো,,,
অরুকে আহানের মা সব বললো,,,
আহানের মা:জানিস মা আহানের একটু রাগ বেশি,,রাগের মাথায় সে কি করে নিজেও জানেনা,,,কিন্তু পরে বুঝতে পারে,,,,,,আমার তো এখন আফরার জন্য টেনশন হচ্ছে,,,মেয়েটা রুমের দরজা বন্ধ করে কি করছে কে জানে,,,
আহানের মা চলে গেল,,,,,অরু আহানের দিলে তাকালো,,আহানের রাগ এখন একটু কমেছে,,,অরু বললো,,,
অরু:প্লিস আপনি একটু শান্ত হোন,,,,জানি আপনার রাগ জায়েজ আছে,,কিন্তু এটা বলেন,,ভালোবাসাটা কি অন্যায়??? আসলে ভালোবাসা এমন এক অনুভুতি যা নিজের অজান্তে হয়ে যায়,,,,আর সেটা একমাত্র ওই মানুষগুলা বুঝে ,,,,,আপনি একটু ভেবে দেখেন আপনি যদি নিজের বোনকে আপনার পছন্দ অনুযায়ী ছেলের সাথে বিয়ে দেন তাহলে আফরা সুখী হবে,,তার কোন গ্যারেন্টি আপনি দিতে পারেন??? প্লিস আপনি ওদের সম্পর্ক টা মেনে নেন,,,আর মিনার ভাইয়া ছেলে হিসেবে যথেষ্ট ভালো,,,আমি জানি মিনার ভাইয়া আফরাকে অনেক ভালো খুশি রাখবে,,,,
আহান অরুর কথাগুলা ভেবে দেখলো,,,
আহান:(অরু তো ঠিক কথায় বলেছে,,আফরার সাথে অনেক বাজে ব্যবহার করেছি,,না জানি আমার বোনটা কতো কষ্ট পাচ্ছে!!)
আহান উঠে আফরার রুমের সামনে এলো,,,পিছনে অরুও এলো,,,আহান অনেকবার দরজা ধাক্কা দিলো কিন্তু আফরা দরজা খুলছে না,,,,,এবার আহানের মনে ভয় লাগা শুরু করে দিয়েছে,,,,
আহান:বোন আমার দরজা খোল,,, I am sorry বোন,,,মাফ করে দেনা,,,,,,,,
এবার আহান আর নিজেকে কন্টোল করতে না পেরে কেঁদে দিলো,,অরু আহানের কাধে হাত রাখলে আহান অরুকে জড়িয়ে ধরে কেদেঁ দিলো,,,,,,,
আহান:অরু আমার বোনটা কে দরজা খুলতে বলো না প্লিস,,,আমি বলছি তে আমার ভুল হয়ে গেছে,,,,,,,
এদিকে আফরা আহানের লাস্ট কথা শুনে দরজা খুলে দেখলো আহান অরুকে জড়িয়ে ধরেছে,,,,,আফরা মুখে হাসি নিয়ে বললো,,,
আফরা:ভাইয়া,এখানে আমিও আছি এভাবে পাবলিকলি রোমান্স শুরু করে দিয়েছিস??
আহান আফরার কথা শুনে আফরার,দিকে তাকিয়ে আফরা জড়িয়ে ধরে কাঁদো কাঁদো কন্ঠে বললো,,,
আহান:বোন আমাকে মাফ করে দে,,আমি তোকে কষ্ট দিতে চায়নি কিন্তু রাগ কন্ট্রোল করতে পারিনি,,,
আফরা:It’s ok ভাইয়া,,,আমাকেও ক্ষমা করে দে ভাইয়া,,,আমি নিজেও জানি না ভাইয়া আমি ওকে কতোটা ভালোবাসি,,কিন্তু আগে আমার,ফ্যামিলি,,, তুই যদি চাস আমি,,,,, আমি, ম,,মিনারের স,সাথে আর যোগাযোগ করবো না(চোখ বন্ধ করে বলে দিলো)
আহান অবাক হয়ে গেল আফরার কথায়,,সে ভাবেনি আফরা এই কথাটা বলবে,,,
আহান:ধুর পাগলি বোন আমার ,,, কে বললো আমি মানি নি,,,তখন একটু রাগ ছিলো তাই,,,
আফরা:মানে???
আহান:কাল মিনারের,ফ্যামিলি নিয়ে আসতে বলিস,, বাকিটা আমি বুজে নিবো,
আফরার খুশিতে চোখে জল চলে এলো,,আহানকে জড়িয়ে ধরে বললো,,
আফরা:Thank you vaiya thank you soooooooo much,,
আহান:এতো Thanks দিতে হবে না,,যা রেস্ট না,আমিও যায়,,
আফরা:ওকে ভাইয়া,,
আহান আফরার মাথায় হাত বুলিয়ে দিলো,,আহান পেচনে ফিরে দেখলো অরু দাড়িয়ে আছে,,,আহান অরুর দিকে তাকিয়ে চলে গেল,,,,,
অরুও চলে যেতে নিলেই আফরা পেছন থেকে অরুর হাত ধরে অরুর সামনে গিয়ে অরুকে টাইট করে জড়িয়ে ধরে বললো,,,
আফরা:Thank you ভাবি,,,,
অরু:Thanks কেন???
আফরা:Thanks কেন মানে??সব ক্রেডিট তো তোমার!!!
অরু:মানে কিভাবে????
আফরা:তুমি ভাইয়াকে খুব সুন্দর করে বুঝিয়েছ,, আমি দেখেছি and শুনেছি,,,,
অরু:তুমি না দরজা বন্ধ করে ছিলে,,,
আফরা:আরে ভাবি আমি তো জানতাম ভাইয়া একটা সময়,মেনে নিবে তাই একটু দরজা বন্ধ করার নাটক করলাম,,তুমি যখন ভাইয়ার সামনে বসে কথা বলছিলে তখন আমি দরজা খুলেছিলাম আর তোমার সব কথা শুনেছিলাম,,তারপর ভাইয়া যখন আমার রুমের দিলে আসছিলো তখন তো নাটকটা করলাম হিহিহি,,
অরু:ওরেএএএ এতো বুদ্ধি আমার ননদটার!!!
আফরা:উমমম কিছুটা তোমার থেকে নেওয়া,,,,
অরু:হয়েছে যাও,,,কাল তো তোমার দেওয়ানাকে আসতে বলবে তাই না???যাও যাও মিনার বাবুর সাথে কথা বলে আসো,,
আফরা:ভাবি☺
অরু:থাক থাক লজ্জা পেতে হবে না?
আফরা হেসে তার রুমে গিয়ে মিনারের সাথে কথা বলছে,,,,,অরুও তার রুম চলে গেল,,,অরু রুমে গিয়ে দেখলো আহান রকিং চেয়ারে বসে আছে,,,,,,,,
অরু:(স্যার কে কি রাজের ব্যাপারে সব বলে দিবো??,,,উফফ মাথায় আসছে না কি করবো)
আহান:কি হলো কিছু বলবে??
অরু:বলছিলাম যে,,,,,,আপনাকে আমার কিছু বলার আছে,,,,,
আহান:হুম বলো শুনছি,,,,,,
অরু:স,,স্যার আসলে রা,,,,,
হঠাৎ আহানের মোবাইলে কল আসায় অরু আর বলতে পারলো না,,,,,,,,,আহান কিছুক্ষন পর কল রিসিভ করলো,,,,,,,,,
কিছুক্ষন পর,,,,,
আহান:অরু কাল তে মিনারের ফ্যামিলি আসবে,,,,মিনার কল দিয়েছিলো,,,,, আমি বলেছি ওদের এনগেইজমেন্ট করে রাখবো আফরার Exam এর পর বিয়ে,,,,,,
অরু:হুম ভালো,,,,
আহান:বোনটাকে ছাড়া কিভাবে থাকবো?
আহান আবেগের বশে অরুকে জড়িয়ে ধরলো,,,,অরুও আহানকে আস্তে করে ধরলো,,অরুর কাছে এই প্রথম এতোটা সস্তি লাগছে আহান জরিয়ে ধরায়,,,,,
আহানের হুশ আসতে সে অরুকে ছেড়ে দেয়,,,,
আহান:I am sorry অরু,, তোমার পারমিশন ছাড়া তোমাকে,,,,,
অরু:It’s ok sir,,,,
আহান: অরু,,,,,,
অরু:জ্বী স্যার!!!
আহান:I,,,Actually You are really Too good,,,,
অরু মুচকি হেসে চলে গেল,,,,,,,,
আহান:( ইয়েস,,,অরুকে আফরার এনগেইজমেন্ট এর দিনই প্রপোজ করবো),,,
অরু পুল সাইডে বসে পানির দিকে তাকিয়ে আছে,,,,,,,পানিতে নিজের প্রতিচ্ছবি দেখছে,,,অরুর গাল দুটো লজ্জায় লাল হয়ে আছে,,,আহানের সাথে তার ঘটে যাওয়া সব মূহুর্তগুলো মনে করে লজ্জায় লাল হয়ে যাচ্ছে,,,
অরু: আমি সত্যি আহান স্যারকে ভালোবেসে ফেলেছি,,,,,,,কিন্তু ওনাকে এই কথাটা কিভাবে জানাবো????আচ্ছা আফরার এনগেইজমেন্ট এর দিন বললে কেমন হবে????হুম এটাই মনে হয় ভালো হবে,,,,,,,
অরু পুল থেকে পানি নিয়ে নিজের মুখে কয়েক ফোটা পানি দিল,,,,আর আহান দূর থেকে অরুর দিকে তাকিয়ে আছে,,অরুর মুখের পানির বিন্দুগুলো দূর থেকে মুক্তার মতো চকচক করছে,,,,,,
অাহান:পাগলি মেয়ে,, নিজে নিজেই বকবক করবে,,,বাচ্চাদের মতো পাগলামো,,,কয়েকদিন পরেই আমার মনের কথা তোমায় জানিয়ে আপন করে নিবো,,
,
,
,
পরেরদিন,,,
চলবে?!!
(ভূল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন)