#রাগি_Devil_এর_অত্যাচার??
#Arohi_Afrin
#part_24
অরু তার ডেস্কে বসে আহানকে বকা দিচ্ছে,, এমন সময় সোহা বললো,,,
সোহা:কি হলো অরু মেডাম এভাবে রেগে অগ্নিশর্মা হয়ে আছেন যে??
অরু: তো হবো না ওই বজ্জাত ডেবিল অন্য একটা মেয়ের সাথে কথা বলেছে আমার সামনে,, আরও কি বলে ওনি নাকি হ্যান্ডসাম এজন্য মেয়েরা ওনার ওপর নাকি লাইন মারে,,,
সোহা:তো??তুমি তো স্যার কে সহ্যই করতে পারো না,,ভালবাসবে তো দূরের কথা,,,
অরু:আরে কে বললো ভালোবা ,,,,
সোহা:কি????
অরু:আব,,আ,কিছু না,,,,,
সোহা:ওওওও বুঝেছি,,,
হঠাৎ তাদের চোখ গেল অফিসের দরজার দিকে,,আবারও রাজ এসেছে এই অফিসে,,,
অরু:সোহা রাজ এই অফিসে কেন,,
সোহা:তুমি জানো না,,,রাজ স্যার এর সাথে একটা ডিল ফাইনাল করার কথা ছিলো,ওটার কারনে নানান ধরনের প্রবলেম হচ্ছে,, তাই কিছুদিন i mean যতোদিন এই প্রবলেম টা solve না হয় রাজ স্যার আর আমাদের বস আহান স্যারের সাথে এভাবে নিয়মিতে discussion করতে হবে,,,
অরু:এতে কিছু আমি কেন জানি না,,,
সোহা:আচ্ছা থাক বাদ দাও,,
সোহা নিজের ডেস্কে চলে গেল,,,
এর মাঝে রাজ এসে বললো,,,,
রাজ:হায় অরু কেমন আছো??
অরু:(i am sure এই শাঁকচুন্না কোনো গণ্ডগোল পাকাবে) ভালো,,,,
রাজ:ভালো তাকলেই হলো,,আর অরু আমার,কিন্তু মোঠেও মনে হচ্ছে না তুমি এই বিয়েতে রাজি ছিলে,,
অরু: আমাকে নিয়ে তোমার এতো না ভাবলেও চলবে,,,
রাজ:অরু এটা অফিস,, এভাবে কথা বলতো পারো না,,,
অরু:অফিস বলে নিজের হাতটাকে কন্টোলে রেখেছি,,না হলে গালে দু চারটা টাস টাস করিয়ে বসিয়ে দিতাম,,আসা করি বুঝতে পেরেছো,,,,
কথাটা অরু,একটু হেসেই বলেছে ,,,,,, রাজ রাগে ফুলছে আর মনে মনে বলছে,,
রাজ:(এর,প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো,,আহানের থেকে তোমাকে আলাদা করবোই,,আমি তোমাকে নাই বা পেলাম তাতে কি যায় আসে,,তোমার মতো মেয়ে হাজার,টা আসবে,,,,,)
এদিকে আহান রাজের আসার খবর পেয়ে তার কেবিন থেকে বেরিয়ে আসতেই চোখ পড়ে অরু রাজের সাথে হেসে কথা বলছে,,,,সাথে সাথে আহানের রাগ আর অসহায় দুটোই মুখে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে,,,রাগ হবে নাই বা কেন,, কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য কোনে ছেলের সাথে হেসে কথা বলুক,,তার উপর যদি মানুষটা তার,ভালোবাসার মানুষ হয় তাহলে তো কোনো কথায় নেই,,,,আহানের ক্ষেত্রেও কোনো ব্যতিক্রম হলো না,,,,,,
আহান আর রাজ নতুন প্রজেক্ট এর ব্যাপারে নানন ধরনের কথা বলছে,,,,কিন্তু রাজের দৃষ্টি অরুর দিকে,,আহান এই বিষয় টা খেয়াল করেছে,,,,
আহান:আচ্ছা মিস্টার রাজ একটা কথা বলি,,
রাজ:yeah of course why not,
আহান:আপনার সাথে অরুর বন্ধুত্ব কতোদিনের???
রাজ:(এই তো সুযোগ,,,) ওর সাথে তো আমার অনেক দিনের বন্ধুত্ব,,,,,ওর সাথে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করেছি আমি,,,,
আহান:(অরু তে আমাকে এতো কিছু বলেনি)
রাজ:(মিস্টার আহান কিভাবে তোমার থেকে অরুকে দূরে সরিয়ে দিয় তা এবার দেখবে শুধু)
আফিস ছুটি হওয়ার পর আহান আর অরু বাসায় চলে যাচ্ছে,,,, আজ আহান একবারও অরুর সাথে না ঠিক ভাবে কথা বলেছে না ঠিকভাবে তার দিকে তাকিয়েছে,,,,,
বাসায় এসে অরু এই বিষয় নিয়ে ভাবছে,,,,
অরু:মিস্টার ডেবিল আমার সাথে কথা বলছে না কেন,,,,উফফ ভালো লাগছে না আমার,,,আচ্ছা একবার কি যাবো ডেবিলের কাছে??না না,থাক,,,কিন্তু,,,,
অরু ভাবতে দরজা খুলতে লাগলো,, অপর পাশ থেকে আসছে আহান,,,অরু দরজা খুলে যেতে লাগলো,,আর অপর পাশ থেকে আহান আসছে,,দুজনে একই টাইমে এরকম হওয়ায় এক জনের মাথার সাথে আরেক জনের মাথায়,বাজে ভাবে ধাক্কা লাগে,,,,,,,,,অরু মাথায় হাত দিয়ে বললো,,,
অরু:কানা নাকি আপনি,,,,উফ মাথাটা ফাটিয়ে দিলেন,,,,এরকম ডাবের মতো শক্ত মাতার সাথে আমার এই কিউট নরম তুলতুলে মাথায় ধাক্কা লাগলে তো এমনিতেই মাথা ফুলে সুপারি হয়ে যাবে,,,,,
আহান:মাথা ফুলে আবার,সুপারি হয় নাকি??
অরু:মাথায় জি ডান্ডা দিয়ে বারি দিয়ে prove করে দিবো????
আহান:পাগল নাকি,,,না না লাগবে না prove,,,
অরু: আর এদিকে আসেন!!!!
আহান:কেন???
অরু:আসতে বললাম আসেন,,,
আহান এক পা এগিয়ে অরুর কাছে আসলো,,,,অরু বললো,,
অরু:এতো ভয় পাওয়ার কি আছে??
আহান:মিসেস নাগিন ভয় আমি না আপনি পান যে,,,
অরু:?,,,,,আরেকটু কাছে আসেন,,,,
আহান:আরে কেন সেটা তো বলবে,,,
অরু:উফফফ,,
অরু আহানের শার্টের কলার ধরে টান দিয়ে তার কাছে নিয়ে আসলো,,,তার পর তার মাথা দিয়ে আহানের মাথায় হালকা বারি দিলো,,,,আহান হতবাক অরুর এই কাজে,,,,আহানের ধারনার বাহিরে ছিলো যে অরু এই কাজটা করবে,,,,আহান বললো,,,
আহান:এটা কি করলে???
অরু:একবার মাথায় এভাবে বারি খেলে নাকি শিং গজায়,,,তাই আবার দিলাম,,,,
আহান:এরকম stupid কথাবার্তা কে বলেছে তোমায়??
অরু:Stupid কথা না,,,,আর আপনি শিং নিয়ে হাটতে,পারেন কিন্তু আমি পারবো না,, তাই,,,,,,
অরু আহানের থেকে চলে আসতে চায়লে অরুর চেইন আটকে যায় আহানের শার্টের সাথে,,,,, অরু মাথা তুলে তাকালো,,,,,,অরু চেইনটা নেওয়ার জন্য হাত দিতেই আহান চেইনটা ছুটানোর জন্য হাত দিলো,,,,,আস্তে আস্তে আহান চেইনটা ছুটিয়ে দিলো,,,,,
অরু সুযোগ পেয়ে দৌড়ে চলে যেতে চায়লে আহান অরুর হাত ধরে ফেললো,,,,, অরু আর যেতে পারলো না,,আহান এক পা এগিয়ে অরুর কাছে আসলো,,,,,আহান তার এক হাত অরুর গালে রাখলো,,,,আহান যেন অরুর মাঝে হারিয়ে গেছে,,সে এখন নিজের মধ্যে নেই,,,,,,আহান ধীরে ধীরে অরুর দিকে যেতে লাগলো,,,অরু চোখ বন্ধ করে ফেললো,,,দুজনের মাঝে আর সামান্য দুরত্ব রয়েছে,,,,,,,,,আহান আরেকটু এগোলেই অরুর মোবাইলে কল আসে,,,,,,,,,অরু চোখ খোলে আহানের দিকে তাকালো, ,, আহান নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে,,,,কল একবার কেটে গেল,,,,পরপর আবারও বাজতে লাগলো, আহানের হুশ আসলো,,,,অরু হালকা ধাক্কা দেয় আহানকে,,,,,
আহান:এতো রাতে কে কল করেছে??
অরু:দেখে আসি,,,,,
অরু দেখলো Unknown number,,,,,
আহান:কে??
অরু:জানি না Unknown number,,,,
অরু কল রিসিভ করে জানতে পারে এটা রাজ,,,
অরু আহানের দিকে তাকালো,,,,,,আহান ইশারায় বললো “কে”??
অরু মোবাইলটা একটু দূরে নিয়ে বললো,,,”রাজ”
মূহুর্তে আহানের মুখটা ফ্যাকাশে হয়ে গেল,,,,,আহান আর এক মূহুর্তও দেরী না করে সোফায় চলে গেল ঘুমানোর জন্য,,,,অরু মোবাইল নিয়ে পুল সাইডে চলে গেল,,,
(আহানের রুমের সাথে সেট করে একটা সুইমিংপুল রয়েছে,,যার চারপাশে নানান ধরনের ফুলের টব রয়েছে,,,,চারপাশে আরোও নাম না জানা অনেক ধরনের ছোট ছোট গাছ রয়েছে)
অরু পুল সাইডে এসে রাজকে বললো,,,
অরু:বেয়াক্কলের মতো এতো রাতে কল করার,মানেটা বুঝলাম না,,,
রাজ:Shut up,,,এগুলা কোন ধরনের কথা অরু,,,
অরু: যে যেটার যোগ্য,,,,আর অন্য নামবার থেকে কল কেন করেছো???
রাজ:আমার number তে ব্লক দিয়েছো তাই,,,
অরু:তেমার কি common sense নেই,, এতে রাতে একটা মেয়েকে কল করেছো তার উপর আবার আমি বিবাহিত,,,,,,, আহান স্যার যদি জানে তাহলে,,,
রাজ:আহান কিছুই করতে পারবে না,,,
অরু:তোমার সাথে কথা বলায় বেকার,,ফোন রাখো,,,
রাজ:ওকে ঘুমাও,,কাল দেখা হচ্ছে,,,
অরু বিরক্ত হয়ে ফোন রেখে দিলো,,,,তারপর নিজে নিজে বললো,,,
অরু:ইচ্ছে করছে এই রাজের বাচ্চি কে সুইমিংপুলের পানিতে চুবাতে,,,না না,,পানি গুলাতো আবার নষ্ট হয়ে যাবে,,,,,,,আচ্ছা স্যার কি করছে আসি,,,,
অরু রুমে এসে দেখলো আহান সোফায় ঘুমিয়ে আছে,,,,,,,অরু শুধু তাকিয়ে আছে আহানের দিকে,,,,,, আহানের এই চেহেরাটাতে অদ্ভুদ এক মায়া রয়েচে,,আর ঘুমালে এই মায়াটা আরো দ্বিগুণ হয়ে যায়,,,,,অরু দেখলো আহানের ঠান্ডা লাগায় কেমন গুটিশুটি মেরে শুয়ে আছে,,,,,,অরু বেড থেকে একটা চাদর এনে আহনের গায়ে দিয়ে দিলো,,,,,
অরু:ইশশ কি সুন্দর লাগছে এই ডেবিলকে,,,আচ্ছা স্যার আপনার দিকে কেন আমার এভাবে তাকিয়ে থাকতে ইচ্ছে করে,,,উত্তরটা না আমার জানা নেয়,,,আপনার জন্য এক আলাদা মায়া কাজ করে,,,,
অরু খেয়াল করলো আহানের কপালে দুই তিনটে চুল আছড়ে পরেছে,,অরু মুচকি হেসে আহানের কপাল থেকে চুল সরিয়ে দিয়ে কপালে একটা চুমু দিলো,,,,,তারপর উঠে যেতে আহান ঘুমের ঘুরে অরুর হাত ধরে ফেললো,,,,,,
অরু:(হায় হায় স্যার তাহলে সব শুনে গিয়েছে??)
অরু পেছন ফিরে দেখলো আহান ঘুমের ঘুরেই ধরেছে,, অরু কিছুক্ষন তাকিয়ে রইলো এভাবে,,,তারপর আস্তে আস্তে তার হাত থেকে আহানের হাত ছড়িয়ে নিয়ে সে বেডে চলে আসলো ঘুমানোর জন্য,,,,,,,
,
,
,
পরদিন সকালে আবার দুজনে ঝগরা লাগলো কে আগে ওয়াশরুমে যাবে এটা নিয়ে,,,
অরু:আজ কিন্তু আমিই যাবো,,,আপনি কাল আমাকে বোকা বানিয়েছেন,,,
আহান:আচ্ছা যাও যাও,,,,আর ঝগরা কইরেনা,,,,
অরু:ঝগরা তে আপনি করেন আমার সাথে,,আমি কি ঝগরা করি নাকি,,,
আহান:তুমি ঝগরা করো না এটাও আমাকে বিশ্বাস করতে হবে???
অরু: সত্যি কথা কেন বিশ্বাস করবেননা??করতেই হবে,,,
আহান:আচ্ছা আচ্ছা করেছি যাও,,বাট বেশি দেরী করবে না,,,,
অরু:(এই তো পেয়েছি,,আজ এমন দেরী করবো,,২৫ মিনিটের জায়গায় ১ ঘন্টা করবো) না না একদম দেরী করবো না ১০ মিনিটেই চলে আসবো,,,,
আহান:(কেমন একটা ঘটকা লাগছে) আচ্ছা যাও, তুমিই যাও আগে,,,,
অরু কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল,,,,আহান দাড়িয়ে আছে,,আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে,,,,,,আর ভাবছে এতোক্ষণে কেন বের হচ্ছে না অরু,,,
আহান: অরু এতোক্ষণ কেন করছে,,,
১ ঘন্টা ৩০ মিনিট পর,,,,
আহান:না আর ওয়েট করতে পারবো না,,এর একটা ব্যবস্তা করতে হবে,,,,কি করি কি করি,,,,এই তো পেয়েছি,,,,,,
আহান:অরু তুমি কি আজ ওয়াশরুমে থাকার প্লান করছো নাকি,,,,বের হবে না???
অরু:আমার এখনো হয়নি,,,
আহান:What???1 hour 30 minute over,,,অফিস কখন যাবো??
অরু:আমি কি যানি,,
আহান বললো,,,
আহান:অরু তুমি সত্যি বের হবা নাকি হবা না,,,
অরু:আরে আশ্চর্য তো আমি শখ করে ওয়াশরুমে আছি নাকি,,,,,(হিহিহি মিস্টার ডেবিল এবার বোঝ)
আহান : অরু অরু তাড়াতাড়ি বের হও,,, দেখো একটা Cockroach,,,,
অরু ওয়াশরুম থেকে দিলো এক চিৎকার,,,তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা খুলে আহানের জাছে চলে আসলো,,,,,
অরু:ক,,কোথায় ওই তেলাপোকা শাঁকচুন্নার বাচ্ছা,,,,,,
আহান:ওইতো তোমার,মাথার উপর,,,,
অরু:আআআআআআআআআ,,,,,,,,,
অরু এক লাফে আহানের কোলে উঠে গেল,,,,চেখ খিঁচে বন্ধ করে রয়েছে,,,
অরু:স্যার প্লিস প্লিস এই শাঁকচুন্নাকে সরান,,,
আহান তো অরুর দিকে তাকিয়ে আছে,,,এইমাত্র গোসল করে আসার ফলে অরুর মুখে হালকা হালকা পানির বিন্দু লেগে রয়েছে,,,চোখের পাপড়িগুলা ও ভিজে একটার সাতে আরেকটা লেগে রয়েছে,,,,,, অরু চোখ বন্ধ করে রাখায় অরুকে এতে সুন্দর লাগছে আহান শুধু তাকিয়েই আছে,,,,,,,,অরুও কিছুক্ষন পর চোখ খুলল,,অরু দেখলো আহান তার দিকে তাকিয়ে আছে,,,অরুও চোখ ফেরানোর সাহস পায়নি,,,
কিছুক্ষন পর আহানের হুশ আসলো,,অরুকে নামিয়ে দিলো,,,,অরুকে নামিয়ে দেওয়ার পর অরু আয়নার সামনে দাড়িয়ে তার কাপড়ের হুক লাগানোর চেষ্টা করছে,,,,,কিন্তু পারছে না,,তার হাত অতো দদরে যাচ্ছে না,,,,,ডাও চেষ্টা করেই যাচ্ছে,,,,
আহান দেখলো অরু বারবার বিরক্তি নিয়ে চেষ্টা করছে,,,,,আহান অরুর পেছনে দাড়ালো,,,অরু আয়নায় দেখতে পেলো আহানকে,,, অরু হাত নামিয়ে ফেললো,,,,,আহান অরুর পিট থেকে চুল সরিয়ে দিলো,,অরু চোখ বন্ধ করে রয়েছে,,,,,আহান দেখলো অরুর চুল থেকে বিন্দু বিন্দু জল পরছে,,,,অরুর সৌন্দর্য আরোও বেশি বৃদ্ধি পেয়েছে,,,আহান আলতো হাতে অরুর কাপড়ের হুক লাগিয়ে দিল,,,,,,,,এরপর সরে গেল,,,,অরু চোখ খুলে দেখলো আহান ওয়াশরুমে চলে যাচ্ছে,,,,,,
দুজনে নাস্তা করে বেরিয়ে পড়লো,,,,,আহান আজ বারবার অরুর দিকে তাকাচ্ছে,,,,অরু বাহিরে তাকিয়ে আছে,,,,,
অফিসে আসার পর অরু তার ডেস্কে বসে আছে,,,,কিছুক্ষন পর আহান অরুকে তার কেবিনে ডাকলো,,,,,
চলবে!!!
(ভূল-ত্রুটি ক্ষমার চোখে দেখবেন)