রংধনুর_রঙ_কালো ২৮.

0
598

#রংধনুর_রঙ_কালো
২৮.

রাত আটটায় অরিন অন্বয়ের দরজায় এসে খুব জোরে করাঘাত করতে লাগলো। অন্বয় মাত্র গোসল করে বের হয়েছে। তার একটা বদভ্যাস হলো সে রাতের বেলা গোসল করে। দরজা খুলতেই বিচলিত অরিন এক নিঃশ্বাসে বললো,” অম্বয়সাহেব, ইলহান একটু আগে আমাকে ফোন করে বলেছে ডিভোর্সের আগে ও আমার সাথে একবার দেখা করতে চায়৷ ওর নাকি খুব জরুরী কথা বলার আছে। ওর কথা বলার ধরণ শুনেই আমি বুঝে গেছি যে ও আসলে কি বলতে চায়। ও মনে হয় সোফিয়ার প্রেগ্ন্যাসি নিয়ে মিথ্যে বলার ব্যাপারটা জেনে গেছে। কারণ এয়ারপোর্ট থেকেই ও এই বিষয়ে সন্দেহ করছিল। আমি তখনই বুঝেছি যে ও হয়তো সব জেনে যাবে। এখন আমি ওর কাছে গেলে ও নিশ্চয়ই আবার আগের মতো শুরু করবে,ক্ষমা চাইবে, আমাকে আটকে রাখতে চাইবে আর ডিভোর্স তো জীবনেও দিবে না। আমার কি করা উচিৎ অন্বয়সাহেব? আমি কি যাবো?”
অন্বয় এতোকিছু শুনে নিরব হয়ে গেল। কতক্ষণ চেয়ে থেকে হাসার ভঙ্গি করে বললো,” এটা একান্তই আপনার সিদ্ধান্ত মিসেস অরিন। আমি এখানে কি বলতে পারি? আপনার যদি ইচ্ছে করে যেতে তাহলে আপনি অবশ্যই যাবেন!”
” কিন্তু যাওয়াটা কি ঠিক হবে? ওকে ক্ষমা করা কি ঠিক?”
” এটাও আপনি জানেন। আপনার হাসব্যান্ড, আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এখন আপনার যদি ইচ্ছে করে ক্ষমা করতে তাহলে করবেন?”
” ওর অপরাধটা কি আসলেই ক্ষমা পাওয়ার যোগ্য?”
” এটা বড় কথা না। বড় কথা হচ্ছে আপনার মন কি চায়?”
অরিন বিরবির করে বললো,
“না,না, আমি তো ওকে ক্ষমা করতে চাই না।”
অন্বয় মনে মনে হাসলো এবং বললো,” আপনি অবশ্যই তাকে ক্ষমা করতে চান মিসেস অরিন৷ এজন্যই এতো কনফিউজড হয়ে পড়েছেন। আপনি ইলহান মাহদীর উপর এখনও ততটাই দূর্বল। যতটা প্রথমে ছিলেন। তাই তো তার একটা ফোন আপনার সবকিছু এলোমেলো করে দিয়েছে।”
অরিন নিচে তাকিয়ে উদ্ভ্রান্তের মতো বললো,” আমি বুঝতে পারছি না কি করবো? আমার ওর সাথে দেখা করতে ভয় লাগছে।”
ভয়ের কারণটাও অন্বয় জানে। ইলহানের আকুতি শুনে দূর্বল হওয়ার ভয়৷ তাকে ফিরিয়ে দিতে না পারার ভয়। অরিন নিজেও মনে মনে জানে, ইলহান কখনও ঠিক হবে না। তবুও তার প্রতি দূর্বল হওয়ার এতো কিসের ভয়? অরিন বললো,” অন্বয়সাহেব, আপনিও আমার সাথে চলুন।”
” এটা কিভাবে হয়? আপনি আমাকে আবারও মার খাওয়াতে চান?”
অরিন জীভ কেটে বললো,” আই এম স্যরি। কিন্তু আমার মনে হয় ও এখন আপনাকে আর কিছু করবে না।”
” তবুও আপনাদের হাসব্যান্ড-ওয়াইফের পারসোনাল ব্যাপারে আমি ঢুকতে চাই না।”
” ঠিকাছে, তাহলে আমি একাই যাচ্ছি।”
অরিন যেভাবে এসেছিল সেভাবেই দৌড়ে চলে গেল। অন্বয়ের উত্তরের জন্য অপেক্ষাও করলো না। অরিনকে দেখে মনে হলো, সে শুধু এই দিনটার জন্যই অপেক্ষাতে ছিল। অন্বয় জানে না কি হতে চলেছে। কিন্তু তার হৃদয়ের যন্ত্রণা ক্রমশ এমনভাবে বাড়ছে যেমন অক্সিজেনের উপস্থিতিতে জ্বলন্ত আগুনের উত্তাপ দাউ দাউ করে বাড়ে।
অরিন ফিরে এলো রাত এগারোটায়। অন্বয় তখনও জাগ্রত অবস্থায় অরিনের অপেক্ষা করছে। সে ভেবেছিল অরিন আসবে না। হয়তো কিছু জানাবেও না। ইলহানের সাথে চলে যাবে। এরপরদিন হয়তো ফোন করে বলবে, ” সব ক্যান্সেল অন্বয়সাহেব। আমি আমার স্বামীকে ডিভোর্স দিচ্ছি না। আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে। আপনাকে বাসায় দাওয়াত রইল৷ এসে আমাদের নতুন করে সাজানো সংসার দেখে যাবেন।”
সেরকম কিছুই হলো না। অরিন ফিরে এসে কাঁদতে কাঁদতে বললো,” আমি পারিনি অন্বয়সাহেব। তাকে আমি ক্ষমা করতে পারিনি। সে খুব কাঁদছিল জানেন। ওইভাবে কাঁদতে আমি তাকে কখনও দেখিনি।”
কথা বলতে বলতে অরিন হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লো। দুইহাতে মাথা চেপে ধরলো। অন্বয় জিজ্ঞেস করলো,” তাহলে এখন আপনি কেনো কাঁদছেন? তাকে ক্ষমা করতে পারেননি বলে? নাকি তাকে আগে কখনও কাঁদতে দেখেননি বলে?”
” জানি না। আমি জানি না আমি কেনো কাঁদছি। শুধু জানি, সে যখন আমাকে হাত ধরে বললো আবার নতুন করে সব শুরু করবে, আমাকে আর কখনও কষ্ট দিবে না, সে ভালো হয়ে যাবে, সে তার ভুলের জন্য অনুতপ্ত! তখন আমি ভেতর থেকে একটুও তাগিদ অনুভব করিনি তার সাথে যাওয়ার। আমার মন একবারও সায় দেয়নি তাকে ক্ষমা করতে। আমার শুধু কি মনে হচ্ছিল জানেন? যতক্ষণ আমি তাকে ক্ষমা না করবো ততক্ষণ সে ক্ষমা চাইতে থাকবে। আর ক্ষমা পেয়ে যাওয়ার পর আবারও ক্ষমার অযোগ্য অপরাধগুলো করবে। এক কথায় আমি তাকে আর বিশ্বাস করতে পারছি না অন্বয়সাহেব। কিন্তু আমার প্রচন্ড কষ্ট হচ্ছে।”
” বিশ্বাস করতে পারছেন না এজন্যই কি কষ্ট হচ্ছে?”
” হয়তো।”
” আপনি কি তাকে বিশ্বাস করতে চান?”
” নিশ্চয়ই চাই।”
” বিশ্বাস করতে পারলেই কি ক্ষমা করতে পারবেন?”
অরিন এবার কান্নায় বিরতি দিয়ে ভ্রু কুচকালো। কিছু একটা ভেবে নিয়ে বললো,” তা জানি না। আমি নিজেকেই নিজে বুঝতে পারছি না এখন। আমি জানি না আমার কেমন সিদ্ধান্ত নেওয়া উচিৎ। ”
অন্বয় দীর্ঘশ্বাস ফেলে বললো,” জীবনের এমন কিছু সিদ্ধান্তগুলো খুব ভেবে-চিন্তে নিতে হয়। নাহলে একটা সময় গিয়ে খুব আফসোস করতে হবে। ”
” আমি কি করবো অন্বয়সাহেব?”
” আমি বলবো না। আপনি নিজেই খুঁজে বের করুন। ইলহান মাহদীকে ক্ষমা করতে আপনার বিবেকে বাঁধছে। তাকে ফিরিয়ে দিতে আপনার মনে বাঁধছে। আবেগ আর বিবেকের এই লড়াইয়ে কার জোর বেশি দেখা যাক!”
অরিন কিছু বললো না। চুপচাপ কাঁদতে লাগলো। অন্বয় জিজ্ঞেস করলো,” ইলহান মাহদী আপনাকে এভাবেই ছেড়ে দিলেন? আপনি তাকে কিছু বলে আসেননি? মানে কোনো সিদ্ধান্ত? ”
” আমি তাকে বলেছি আমার সময় প্রয়োজন। আমি তাকে ভেবে বলবো, তাকে সুযোগ দেওয়া যায় কি যায় না? যদি আমার উত্তর ‘না’ হয় তাহলে ডিভোর্স পেপার ওর বাসায় চলে যাবে। ও ডিভোর্স দিক আর না দিক আমাকে কখনও আর পাবে না। কিন্তু যদি উত্তর ‘ হ্যা’ হয় তাহলে সবার আগে তাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। নিজের অপরাধ সবার কাছে স্বীকার করবে। আমার কাছে যেভাবে ও ক্ষমা চেয়েছে সবার কাছে একইভাবে ক্ষমা চাইবে। তখন যদি সবাই ওকে ক্ষমা করতে রাজি হয়, আমিও ওকে ক্ষমা করবো। নয়তো কোনোদিন না।”
অন্বয় মনে মনে অদ্ভুত শান্তি পেল। মিসেস অরিন নিঃসন্দেহে বিচক্ষণ ও বুদ্ধিমতী৷ কিন্তু একটা ছোট্ট সমস্যা হলো, স্বামীর প্রতি তার ভালোবাসার পরিমাণ অনেক বেশি। এইভাবে কাউকে ভালোবাসতে নেই৷ কক্ষনো ভালোবাসতে নেই।
অন্বয় সকালে ঘুম থেকে উঠে সবার আগেই অরিনের রুমের দরজায় এসে কড়া নাড়লো। অরিন প্রায় সাথে সাথেই দরজাটা খুললো। তার চোখ-মুখ দেখে বোঝা যাচ্ছে, সারারাত ঘুমায়নি। মেয়েটা কঠিন সিদ্ধান্তহীনতায় ভুগছে। অন্বয় ভেতরে আসার অনুমতি চাইলো। অরিন দরজা থেকে সরে বিছানায় বসলো। অন্বয় ঘরে ঢুকে বললো,” কি অবস্থা? কোনো সিদ্ধান্ত নিতে পেরেছেন?”
অরিন শূন্যদৃষ্টিতে চেয়ে রইল। জবাব দিল না প্রশ্নের। যেনো শুনতেই পায়নি। অন্বয় বললো,” আমি আপনাকে সাহায্য করতে পারি। মাথায় একটা পরিকল্পনা ঘুরছে। আমার মনে হয় এর মাধ্যমে আপনার সকল কনফিউশান দূর হয়ে যাবে। আপনি নির্দ্বিধায় সিদ্ধান্ত নিতে পারবেন।”
অরিন চকিতে চোখ তুলে তাকালো। কিছুটা আবেগকম্পিত হয়ে জিজ্ঞেস করলো,” কেমন পরিকল্পনা? ”
” আপনি ইলহান মাহদীকে শেষ একটা সুযোগ দিবেন। ”
অরিন কিছু বলার জন্য উদ্যত হতেই অন্বয় তাকে থামিয়ে বললো,” আগে শুনুন, আপনি যদি তাকে শেষ একটা সুযোগ না দেন তাহলে সারাজীবন আফসোস হতে পারে। আপনার আবেগাক্রান্ত মন সারাক্ষণ আপনাকে জ্বালাবে এই বলে যে, শেষমেষ ইলহান হয়তো শুধরে যেতো। নতুন করে আপনাদের সুখের জীবন শুরু হতে পারতো। শুধু একটা শেষ সুযোগের অভাবে তা হয়নি। ডিভোর্সের পর এই চিন্তা আপনার মনে আসতেই পারে। তখন সেটা হবে খুব যন্ত্রণার। তাই আমি বলছি, শেষ একটা সুযোগ দিন তাকে। যেনো এই নিয়ে কখনও আফসোস করতে না হয়। নিজের কাছে সন্তুষ্ট থাকবেন যে আপনি তো শেষ সুযোগ দিয়েছিলেন কিন্তু ইলহান শুধরায়নি।”
” আর যদি শেষ সুযোগ দেওয়ার পর আবারও প্রতারিত হই? সেই আঘাত সহ্য করার ক্ষমতা আমার আর নেই!”
” সেটার সলিউশন আমি বের করেছি। এখন আপনি আমার প্রস্তাবে রাজি হলেই হলো।”
অন্বয়ের প্রস্তাব একদমই ফেলে দেওয়ার মতো নয়। অরিন রাজি হতে বাধ্য ছিল। কারণ এছাড়া অন্যকোনো পথ সে খুঁজে পাচ্ছিল না। অরিন ইলহানকে ফোন করে জানিয়ে দিল, সে ইলহানকে শেষ সুযোগ দিবে। কিন্তু এটাই তার শেষ সুযোগ। সত্যি, সত্যি শেষ সুযোগ!

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here