#যখন_আমি_থাকবোনা
#পর্ব_২
#লেখক_দিগন্ত
মুক্তি স্নেহাকে টেনে রান্নাঘরে নিয়ে যায়। স্নেহার হাতে হাতা খুন্তি ধরিয়ে দেয়। স্নেহা রাগী চোখে তাকালে মুচকি হেসে বলে,
-“তুমি তো শুনলাম বাড়িতে সারাদিন শুয়ে বসেই কা*টাও। আজ তার থেকে ভালো রান্নাবান্না করো। শরীরের ব্যায়াম তো হবে।”
স্নেহা হাতা খুন্তি ছুড়ে মে*রে বলে,
-“তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার সাথে এমন ব্যবহার করার ফল কি হতে পারে সেটা তোমার জানা নেই।”
মুক্তি এতক্ষণ হাসি মুখ করে থাকলেও এখন তার চোখমুখ শক্ত হয়ে যায়। স্নেহাকে অনেকটা শাসানোর ভঙ্গিতে বলে,
-“তোমার ব্যাপারে আমি অনেক কিছুই জানি। সেগুলো অন্যরা জানলে কিন্তু ভালো হবে না।”
স্নেহার তেজ হঠাৎ কোথাও যেন হাওয়ায় মিলিয়ে যায়। মুক্তির এমন শক্ত কথায় স্নেহা অনেকটাই ভয় পেয়ে যায়। মুক্তি আর কিছু না বলে কাজে মন দেয়। আলেয়া বেগম আর মুক্তি একসাথে কাজ করছিল। স্নেহা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। মুক্তি স্নেহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলে,
-“১০ মিনিট সময় দিলাম। হয় কাজে লেগে পড়ো আর নাহয় তোমার…”
স্নেহা আর কিছু না বলে কাজে লেগে পড়ে। জীবনে এই প্রথমবার কাজ করছে সে। বিরক্ত লাগছে খুব, সাথে রাগও হচ্ছে। কিন্তু স্নেহা অন্তত এতটুকু বুঝতে পেরেছে এই মুক্তিকে দেখে যতটা সহজ সরল লাগে আসলে ততোটা না। মুক্তি খুব ধুরন্ধর একটা মেয়ে। হয়তো সবার সামনে অভিনয় করে চলেছে। নিশ্চয়ই এই মেয়েটার এরকম কাজের পেছনে বড় কোন উদ্দ্যেশ্য আছে। সেই উদ্দ্যেশ্যটাই স্নেহাকে খুঁজে বের করতে হবে।
____________
বিপ্লব নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। একটা নতুন প্রজেক্ট নিয়ে খুব ব্যস্ত সে। এমন সময় বিপ্লবের বাবা বাকের চৌধুরী তার রুমের বাইরে এসে বলে,
-“ভেতরে আসবো বিপ্লব।”
বিপ্লব আরচোখে নিজের বাবার দিকে তাকায়। এমনিতে বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক। কিন্তু হঠাৎ করে তার অমতে মুক্তির সাথে বিয়ে দেওয়ার জন্য খুব রাগ হচ্ছে নিজের বাবার উপর। তবুও বিপ্লব বলে,
-“হ্যাঁ এসো।”
বাকের চৌধুরী রুমে এসে বিপ্লবকে কাজে ব্যস্ত দেখে বলে,
-“অফিসের কাজের প্রেশার নিশ্চয়ই বেড়েছে।”
-“হ্যাঁ একটা নতুন প্রজেক্টে কাজ করতে হচ্ছে।”
-“দেখো বিপ্লব আমি তোমার বাবা। আমি যা করি তোমার ভালোর জন্যই করি। আমি আগেও তোমাকে আর তোমার ভাইকে বলেছিলাম রাজনীতিতে এসো। তোমাদের সামনে অনেক সুন্দর ভবিষ্যত হবে। কিন্তু তোমরা যে যার নিজেদের মতো পেশা বেছে নিলে।”
-“তার প্রতিশোধ তো তুমি নিয়েছ আব্বু। আমাদের দুজনকেই আমাদের অমতে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য বিয়ে দিলে। প্রথমে ভাইয়ার অমতে মন্ত্রীর মেয়ের সাথে তার বিয়ে দিলে। আর এখন আমাকেও…”
-“তোমরা একটু কম বোঝো সবকিছু। যাইহোক এখন এইসব ব্যাপারে কথা বলতে আসিনি। সামনে ইলেকশন। আমি চাই তুমি এবার ইলেকশনে দাঁড়াও।”
-“হোয়াট? কি বলছ এসব তুমি? আমি আর ইলেকশন। আব্বু তুমি জানো আমার নিজস্ব একটা ক্যারিয়ার একটা স্বপ্ন আছে। এমনিতে জোর করে আমাকে বিয়ে দিয়ে দিলে। এখন আবার জোর করে আমাকে রাজনীতিতে যুক্ত করতে চাও। নো ওয়ে। আমি আর তোমার কোন কথা শুনব না।”
-“জানতাম তুমি এমন কথাই বলবে। কিন্তু ভুলে যেওনা আমি তোমার বাবা। তোমাকে কিভাবে রাজি করাতে হবে সেই উপায় আমার জানা আছে।”
কথাটা বলে অদ্ভুত ভাবে হেসে রুম থেকে বেরিয়ে যায় বাকের চৌধুরী। বিপ্লব বুঝতে পারে তার বাবার মনে কিছু একটা তো চলছেই।
________________
মুক্তি খাবার হাতে নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। বিপ্লব বলে দিয়েছে সে এখন কাজে ব্যস্ত আছে। ডিনার করতে নিচে ডাইনিং টেবিলে যেতে পারবে না। তাই যেন বিপ্লবের খাবার উপরে তার রুমে পাঠিয়ে দেওয়া হয়।
বিপ্লব এখনো মুক্তিকে দেখেনি। মুক্তি সামান্য কেশে বলে,
-“ভেতরে আসবো।”
বিপ্লব মুক্তিতে দেখে বিরক্তির সুরে বলে,
-“আপনি কেন এসেছেন? এই বাড়িতে কি আর কেউ ছিলনা।”
মুক্তি বাঁকা হেসে বলে,
-“আছে তো। কিন্তু সবাই তো আর আমার মতো ফ্রি নয়। সবার কাজ আছে। যে যার কাজে ব্যস্ত। তাই আমিই আপনার খাবার নিয়ে এলাম।”
-“ভালো করেছেন। এখন খাবার রেখে চলে যান। আপনাকে আমার সহ্য হচ্ছে না।”
মুক্তি বিপ্লবের কথামতো তার টেবিলের উপর খাবার রেখে যায়। যাওয়ার সময় মুচকি হেসে বলে,
-“আজ আমাকে সহ্য হচ্ছেনা। একসময় হয়তো এমন সময় আসবে যখন আপনি আমাকে খুঁজবেন কিন্তু পাবেন না।”
মুক্তির কথাটা বিপ্লব গায়ে লাগায় না। মুক্তির নিজের মতো চলে যায়।
মুক্তি নিচে এসে ডাইনিং টেবিলে সবাইকে খাবার পরিবেশন করতে থাকে। এই সময় মুক্তি বুঝে যায় এই পরিবারে সম্পর্কগুলো ঠিক নেই। আলেয়া বেগমের সাথে বাকের চৌধুরীর দূরত্ব চোখে পড়বে সবার আগেই। স্বামীকে বেশ ভয় পান এবং মেনে চলেন আলেয়া বেগম। আর এই ভয়ের কারণেই তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি করেছে।
আশরাফের সাথেও স্নেহার সম্পর্ক ভালো নয় সেটাও বেশ ভালো বোঝা যাচ্ছে। আশরাফকে দেখে বেশ ভালো রুচিসম্মত মানুষই মনে হয়। স্নেহার মতো এতো অহংকারী মেয়ের সাথে তার বনিমনা না হওয়াটাই স্বাভাবিক। খাওয়ার টেবিলেও স্নেহা একটা প্রসঙ্গ টেনে আনে যার কারণে ঝগড়া শুরু হয়। স্নেহা বলে,
-“এই বছরই শীতে তো আমরা ঘুরতে যাচ্ছি তাইনা আশরাফ?”
আশরাফ বেশ রাগী গলায় বলে,
-“না। আমার সময় নেই। হসপিটালে ইদানীং রোগীর চাপ অনেক বেড়ে গেছে। এই সময় ছুটি নেওয়া সম্ভব নয়।”
-“তোমার আর কখন সময় থাকে। যখনই কিছু বলি তোমার শুধু অযুহাত আর অযুহাত। এই দেশে মনে হয় তুমি একাই ডাক্তার।”
আশরাফ উত্তরে আর কিছু বলে না। কিন্তু তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল অনেক কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রেখেছে।
সবার খাওয়া হয়ে গেলে মুক্তি ও আলেয়া বেগম খেতে বসে যায়। আলেয়া বেগম প্রসন্ন হয়ে বলেন,
-“আজ অনেকদিন পর কারো সাথে বসে খাবার খাচ্ছি। এমনিতে তো একা একা বসে খেতে হয়।”
হঠাৎ করে বিপ্লব সেখানে এসে বলে,
-“মুক্তি আপনি একটু আসুন তো৷ আপনার সাথে অনেক জরুরি একটা কথা আছে।”
মুক্তি খাওয়া ছেড়েই উঠে যায়। বিপ্লব মুক্তিকে রুমে নিয়ে এসে বলে,
-“আপনার সাথে আরো একটা কন্ট্রাক করার ছিল।”
মুক্তি বলে,
-“কি কন্ট্রাক্ট?”
-“আজ থেকে এই রুমের অর্ধেক আপনার আর অর্ধেক আমার। আমি বিছানায় শোবো আর আপনি কাউচে।”
মুক্তি মাথা নাড়ায়। তারপর রুম থেকে যেতে যেতে বলে,
-“একসময় নিজের পুরোটা আমাকে দিতে চাইবেন। কিন্তু সেদিন আর আমাকে পাবেন না। কারণ তখন আমি আর থাকবো না।”
__________
খাওয়া দাওয়া শেষ করে মুক্তি একটু ছাঁদে এসে দাঁড়ায়। শীতকালে দুপুরের এই রোদে বেশ শান্তি লাগে। যাকে বলা যায় “মিষ্টি রোদ”
তন্মধ্যে মুক্তির ফোন বেজে ওঠে। ফোনটা বের করে ফুফুমনি নামটা দেখেই মুক্তির মুখে হাসি ফুটে ওঠে। ফোন রিসিভ করেই সালাম বিনিময় করে নেয়।
ভালো মন্দর খোঁজ খবর নেওয়া শেষ হলে মুক্তির ফুফু তাকে বলে,
-“তুই যেই কাজে ওখানে গিয়েছিস, সেই কাজটা কি হয়েছে?”
-“না এখনো শুরু করিনি। আমাকে আগে অনেক কিছু শিওর হতে হবে। তারপর যা করার করবো।”
-“যাই করিস ভেবে চিন্তে করিস। কোন ভুল যেন না হয়।”
-“হুম। আচ্ছা এনাল ভাইয়ার খবর কি?”
-“এনালের কথা আর কি বলবো! তুই তো জানিস। এখনো ছেলেটা রেগে আছে।”
-“করুক রাগ। সবসময় এত হাসিখুশি থাকলে হয়না মাঝেমাঝে একটু রাগ করেও থাকতে হয়। তুমি এখনই এনাল ভাইয়াকে কিছু বলিও না। ও যা ছেলে সবকিছু জানতে পারলে এখানে এসে পুরো খেলাটা না ঘুরিয়ে দেয়।”
-“তা নাহয় বলবো না। কিন্তু তুইও নিজের খেয়াল রাখিস। সাবধানে সবকিছু করিস।”
-“আমি সব কাজ একদম ঠিক করে করব। রাখছি এখন।”
ফোনটা কে*টে দিতেই মুক্তি দেখে বিপ্লব তার সামনেই দাঁড়িয়ে আছে। বিপ্লবকে দেখে বোকার মতো হাসে মুক্তি। বিপ্লব প্রশ্ন করে,
-“আপনার আসল উদ্দ্যেশ্যটা কি বলুন তো আমায়।”
মুক্তি সহজসরল ভাবে উত্তর দেয়,
-“আপনার মন জয় করা।”
বিপ্লব ভ্রু কুচকে তাকায়। মুক্তি এবার তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে,
-“আমার উদ্দ্যেশ্য খুব একটা ভালো না। কিন্তু আপনার কোন ক্ষতি আমি করব না। আপনার কিছু করার আগে যে আমায় নিজেকে শে*ষ করে দিতে হবে।”
(চলবে)