মেঘের পালক চাঁদের নোলক পর্ব ১৫

0
811

#মেঘের_পালক_চাঁদের_নোলক
#পর্ব_১৫
#অধির_রায়

মেঘ, মাহদীর মাঝে চলছে তুমুল লড়াই। কেউ কাউকে ছাড় দিচ্ছে না৷ নিধি দৌড়ে এসে তাদের ঝগড়া থামায়৷ দু’জনকে দুই হাত দিয়ে দুই দিকে সরিয়ে দেয়৷ মাঝখানে অবস্থা করছে নিধি৷ মেঘ রাগ নিয়ে ভেজা গলায় বলল,

“ছোট আম্মু সরে দাঁড়াও। আমি মাহদীকে মে*রেই ফেলব। আমার পেন্সিল ভেঙে দিছো৷”

মাহদীর রাগ কোন অংশে কম নয়৷ দুই ভাইয়ের রাগ যেন আকাশ ছোঁয়া৷ কেউ কাউকে সহ্য করতে পারেনা৷ বড়দের চোখের আড়াল হলেই গেলে যায় যুদ্ধ৷ মাহদী উঁচু গলায় বলল,

ছোট আম্মু, মেঘ আমার গাড়ি ভেঙে দিয়েছে৷ আমি তাকে ছাড়ব না৷ আমার গাড়ি ভাঙছে৷ আমাকে চিনে না৷ আমি আজ মেঘকে পুঁতে ফেলব৷

মেঘ আর মাহদী হলো মুগ্ধ, মাধবীর ভালোবাসার প্রতীক। টম এন্ড জেরির মতো সারাদিন একে অপরের পিছনে লেগে থাকে৷ সারা বাড়ি মাতিয়ে রাখে দু’জন। সবার চোখের মনি৷ যেমন চোখের মনি তেমনই দুষ্টু৷ আজিব আজিব কাজ করে মানুষকে বিপদে ফেলা তাদের মহান কাজ৷ তাদের জন্য ভয়ে দিবারাত্রি পার করে সবাই৷ মেঘ, মাহদীর ঝগড়া শুনে দৌড়ে আসছে মাধবী৷ মাধবীকে দেখেই মেঘ, মাহদী দু’জনই নিধির পিছনে লুকিয়ে পড়ে৷ মাধবী রাগ নিয়ে বলল,

“লুকিয়ে আছিস কেন? বাহিরে আয়৷ আমাকে একটা মুহুর্তও শান্তি দেয়না৷ আজ তোদের দুইটাকেই মে”রে ফেলব। সারাদিন দিন তুমুল লড়াই করে যাবে৷ লেগেই থাকে চব্বিশ ঘণ্টা।”

মেঘ নিধির হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলল,

“ছোট আম্মু আমাদের বাঁচাও৷ আর আমরা ঝগড়া করব না৷ একদম ভালো ছেলে হয়ে থাকব।”

মাধবী নিধির সামনে এসে বলল,

“নিধি সরে দাঁড়াও৷ এরা ভালোবাসার মানুষ নয়৷ দুইটাই হয়েছে বাবার মতোন৷ আমার মতো একটাও হয়নি৷ উচ্ছৃঙ্খল দু’জনেই৷ শাস্তি না দিয়ে ঠিক হবে না৷ দুই মিনিট আবার লাগবে৷ ইচ্ছা করে এদের জন্য সবকিছু ছেড়ে চলে যেতে৷”

মাধবী দু’জনের হাত ধরে বলল,

“ভাবী তারা ছোট মানুষ৷ তাদের বকা দিও না৷ আর ঝামেলা করবে না৷ মেঘ মাহদীর দিকে তাকিয়ে বলল,
” তাইতো তোমরা কোন ঝগড়া করবে না৷ একদম লক্ষী ছেলে হয়ে থাকবে৷”

দু’জনে মাথা নাড়িয়ে সম্মতি জানাল৷ তারা ভালো ছেলে হয়ে থাকবে৷ নিধি তাদেরকে নিজের ঘরে নিয়ে আসে৷ ঘরে আসতে না আসতেই মাহদী মেঘের চুল টান দিয়ে বলল,

“তোর জন্যই আম্মু মা”র”তে আসছিল৷ তোকে তো… ”

মেঘও মাহদীর চুল টান দেয়৷ অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলল,

“আমার জন্য না৷ তোর জন্য৷ তুই আমার পেন্সিল ভাঙলি কেন?”

“তুই আমার গাড়ি ভাঙলি কেন?”

নিধি আবার দু’জনকে থামায়৷ গম্ভীর কণ্ঠে বলল,

“তোমাদের আম্মুকে বলব তোমরা আবার ঝগড়া করছো।”

দু’জনে এক সাথে বলে উঠল,

“না ছোট আম্মু৷ আমরা ভালো ছেলে৷ ছোট আম্মু আমাদের গল্প শুনাও৷ পড়ালেখা ভালো লাগে না৷”

নিধি তাদের দু’জনকে আলতো করে জড়িয়ে ধরে চাঁদের বুড়ীর গল্প শুনাচ্ছে৷
___________________

নিধি অ্যান্টানি শেষ করে বেসরকারি হসপিটালে কর্মরত আছে। তার স্বপ্ন পূরণ হয়েছে। এসে পড়েছে সেই দিন৷ ধুমধামে চারহাত আবার পুনরায় এক করে দিতে৷ ডাইনিং রুমে সবাই বসে আছে৷ শায়লা চৌধুরী সবার উদ্দেশ্যে বলে উঠলেন,

“আমি নিধি আর শাওনের বিয়ের রিসিপশনের ব্যবস্থা করব৷ তাদের পুনরায় এক করে দিব। মানা করা সত্ত্বেও তারা দু’জন আলাদা থাকে নি৷ সেজন্য তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে৷”

শাওন নিধির দিকে পলক তুলে তাকালে নিধি লজ্জায় মাথা নিচু করে ফেলে৷ তাদের ভালোবাসা শেষ পর্যন্ত এক হবে৷ এত কাছেও থেকেও অনেক দূরে ছিল৷ সব সময় পাশে পেয়েও যেন অনেক দূরে ছিল৷

শায়লা চৌধুরীর মতামতের সাথে সকলের মতামত এক হলো৷ মেঘ, মাহদী খুশীতে নাচতে শুরু করল৷ সকলে লেগে পড়ল বিয়ের কাজে৷

শাওনের প্রতি নিধির কোন অভিযোগ নেই৷ নিধি হসপিটালে থেকে মাত্র ফিরেছে৷ আজ অনেক কাজ পড়ায় অনেকটা রাত হয়েছে৷ রুমে প্রবেশ করতেই দেখতে পেল শাওন নিধির জন্য খাবার নিয়ে বসে আছে৷ ঠোঁট জোড়া প্রসারিত হয়ে গেল৷ নিধি ফ্রেশ হয়ে আসে৷ শাওন নিধির হাতে প্লেট দিয়ে বলল,

“আমার অনেক ক্ষুধা লাগছে৷ তাড়াতাড়ি খাইয়ে দাও৷”

নিধি ব্রো কুঁচকিয়ে শাওনের দিকে তাকাল৷ নিধি কিছু বলতে নিবে তার আগেই শাওন বলল,

“আমার কি ইচ্ছা করে না বউয়ের হাতে খেতে৷ আজ তুমি আমায় খাইয়ে দিবে৷ আমি না হয় তোমাকে খাইয়ে দিব৷”

শাওন কথাটা যেন একটু ভাব দেখিয়ে বলল৷ নিধি কিছু না বলে খাইয়ে দিল৷ শাওন সাথে নিজেও খেয়ে নিল৷ কারো হাতে খেতে ইচ্ছা করে না৷ সেজন্য শাওনকে খাওয়ানোর পাশাপাশি নিজেও খেয়ে নিল৷ শাওন খাওয়ার পর মন খারাপ করে বলল,

“আমার বউটা আস্ত একটা আন রোমান্টিক। মেডিক্যালে পড়তে গিয়ে আন রোমান্টিক হয়ে গেছে৷”

নিধি কিছু বলল না৷ শাওন দিনে দিনে লাঘাম ছাড়া কথা বলে৷ যা নিধিকে খুব লজ্জায় ফেলে। নিধি ঘুরে বিছানা মুখী হতে নিলেই শাওন নিধিকে পাঁজা কোলায় নিল৷ নিধি ভয়ে শাওনের টি শার্ট খামচে ধরে৷ আত্মার পানি যেন শুকিয়ে যায়৷ আঁখি বন্ধ করে ফেলে। আঁখি মেলেই রাগী গলায় বলল,

“এসব কি? হুটহাট করে কোলে তুলে নিলে ভয় লাগে তো৷ মনে এতো প্রেম জাগ্রত হলো কবে থেকে৷ আমি ঘুমাব৷ আপনি প্রেম নিয়ে থাকেন৷”

শাওন নিজের মাথা কিছুটা নিচু করে বলল,

“কোন কথা নয়৷ আজ আমরা এক অজানা শহরে হারিয়ে যাব৷ যেখানে তুমি আর আমি থাকব৷ আর কেউ থাকবে না৷ একটা নির্জন পরিবেশে আমি তোমাকে চাই৷”

নিধি কিছু বলল না৷ শাওনের বুকে মাথা রেখে সম্মতি দিল৷ শাওন নিধিকে পাঁজা কোলা করে বাহিরে নিয়ে আসে৷ ঘটির কাটা রাত দু’টো ঘরে৷ নিরিবিলি রাস্তায় হাতের উপর হাত রেখে পাশাপাশি হাঁটছে৷ ল্যামপোস্টের লাইট সাক্ষী হয়ে আছে৷ শাওন আকাশের দিকে তাকিয়ে বলল,

“অনেক দিনেই ইচ্ছা ছিল তোমাকে একটা নির্জন পরিবেশ উপহার দিব৷ কিন্তু সময়ের অভাবে দেওয় হয়নি৷ তোমাকে নিয়ে নিরিবিলি রাস্তায় হাতের উপর হাত রেখে হাঁটব।”

নিধি অভিমানী স্বরে বলল,

“কোনদিন তো বলেনি৷ আমারও তো ইচ্ছা করে প্রিয় মানুষের সাথে একা কিছু সময় কাটাতে৷ আমাকে নিরামিষ বলার আগে নিজেই নিরামিষের পরিচয় দিয়েছেন৷ শাহবাগের চত্বরে গেলে আপনার শূন্যতা অনুভব করছি৷ পাশে আপনি থাকলে দশ টাকার বাতাম কিনে পাশাপাশি বসে ভালোবাসার কথা বলতাম৷ চন্দ্রীমা উদ্যানের প্রতিটি ইটের কণা সাক্ষী। বন্ধুদের সাথে ঘুরতে গিয়েও আপনাকে মিস করছি৷”

শাওন নিধির কথা শুনে রীতিমতো অবাক৷ পিচ্চির নিধির মনের ভালোবাসা আজ প্রকাশ পাচ্ছে৷ এতদিন অজানা এক দেয়ালের জন্য মনের কথা বলতে পারেনি৷ শাওন নিধির হাতে ঠোঁট জোড়া স্পর্শ করে বলল,

“তোমার এই অধম স্বামীকে ভালোবাসার একটা সুযোগ দেওয়া যায়না৷ আমি তোমার শূন্যতা পূর্ণতায় পূরণ করতে চাই৷ আমাকে একটা সুযোগ দিবে৷”

নিধি ইশারায় ল্যামপোস্টের নিচে বসার জন্য বলল৷ শাওনের কাঁধে মাথা রেখে বসে আছে নিধি৷ শীতল হাওয়ায় নিধির অবাধ্য খোলা কেশগুলো উড়ছে৷ নিধি কোমল কন্ঠে বলল,

“ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর৷ ভবিষ্যতে এমন কোনো কাজ করবেন না যাতে আমার মন থেকে বিশ্বাস উড়ে যায়৷ আপনাকে আমার একটা কথা বলার ছিল৷ জানিনা আপনি কথাটা কিভাবে নিবেন?”

শাওন নিধির হাত মুষ্টির মধ্যে আবদ্ধ করে নিল৷ বুকের মাঝে হালকা করে চেপে ধরে বলল,

“তোমার প্রতি আমার অটুট বিশ্বাস আছে৷ আর তুমি কোন অন্যায় করলেও তোমার প্রতি আমার কোন অভিযোগ নেই৷ ভালোবাসা দিয়ে তোমার অন্যায়কে মুছে দিব৷”

নিধি টলমল চোখে বলল,

“আপনি আমার ভাবনার থেকেও অনেক ভালো৷ তবে জানিনা আমার কথা কিভাবে নিবেন৷ আমি আপনাকে আপনার বাড়িতে আসার আগে থেকেই চিনি। আর সে পরিচয় হয় খারাপ এক জায়গায়।”

চলবে……

ব্যস্ততার জন্য লিখতে পারিনি৷ ছোট হওয়ার জন্য দুঃখিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here