বৌপ্রিয়া পর্ব ৩ + ৪

0
878

#বৌপ্রিয়া
#আভা_ইসলাম_রাত্রি
#পর্ব – |৩|

কুসুম মাথা নত করে বলে,
‘ আপনার কোলে এই বাচ্চাটা কার? আপনার? ‘

উচ্ছাস চমকে উঠে। চোখ মেলে কুসুমের দিকে চায়। আবার কোলে থাকা বাচ্চার দিকে চেয়ে সঙ্গেসঙ্গে তার ভ্রু কুচকে যায়। কুসুমের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে,
‘ আমাকে দেখে কি মনে হয়? আমার দুই বছরের বাচ্চা আছে? বাচ্চাসমেত বিয়ে করতে এসেছি? ‘

কুসুম ভাসা ভাসা চোখে এবার উচ্ছাদের দিকে চেয়ে দেখে। সুদর্শন ছেলে উচ্ছাস ভাই। লম্বাটে খুব। এই যে তার দিক তাকাতে কুসুমের মাথা উচু করতে হচ্ছে। কুসুম তার কাঁধের চেয়েও নিচে। পেটানো দেহ। প্রশস্ত বুক। চেহেরা দেখে বোঝা যাচ্ছে না যে তার বাচ্চা আছে। তবুও কুসুম প্রশ্ন করল,
‘ তবে এই বাচ্চা কার? ‘

উচ্ছাস মৃদু নিঃশ্বাস ছেড়ে। নিঃশ্বাসের সঙ্গে বেরিয়ে যায় তার ভেতরের সমস্ত শান্তি-প্রশান্তি। উচ্ছাস বলে,
‘ আমার ফুপুর বাচ্চা, নাম মানহা। ‘

কুসুম শুনে লজ্জা পেয়ে যায়। সে মনেমনে কি না কি ভেবে ফেলেছে! ইশ! এই যে লজ্জায় এখন আর কুসুম মুখ তুলে চাইতে পারছে না। গা লজ্জায় জ্বলছে। একজন অবিবাহিত ছেলেকে সে বাচ্চার বাবা বানিয়ে দিয়েছে। কুসুম মৃদু স্বরে বলল,

‘ সরি! আসলে আপনার ফুপুকে আমি আপনাদের বাড়িতে আগে দেখেনি। তাই এই প্রশ্ন করে ফেলেছি। ‘

উচ্ছাস মানহার গালে চুমু দিয়ে কুসুমের দিকে চায়। বলে,

‘ ইটস ওকে। তোমার আর কিছু জিজ্ঞেস করার আছে? ‘

কুসুম সঙ্গেসঙ্গে মাথা নাড়ায়, ‘ না, না। নেই। ‘
মূলত, কুসুম ভয় পাচ্ছে। সে প্রশ্ন করতে গেলে কিসব অদ্ভুত প্রশ্ন কর বসবে তার ঠিকঠিকানা নেই। তার চেয়ে বরং চুপ থাকাই ভালো। কথাও বাড়ল না, অদ্ভুত প্রশ্নও করা হল না।
উচ্ছাস এবার বলে,

‘ মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয়না। তবুও যেহেতু বিয়ে করতে এসেছি। বয়স জানা ভালো। তোমার বয়স কত? ‘

কুসুম উত্তর দেয়, ‘ ১৫। সামনের বছর ফেব্রুয়ারিতে ১৬ হবে। ‘

উচ্ছাস ভ্যাবাচেকা খেয়ে যায়। বিষম খেয়ে কেশে উঠে। কুসুম এসে উচ্ছাসের কোল থেকে মানহাকে নিজের কোলে নিয়ে উচ্ছাসের পিঠে হাত বুলিয়ে দেয়। মুখে বলতে থাকে, ‘ দূর,দূর,দূর। ‘

উচ্ছাস কিছুসময় পর থামে। হাত বাড়িয়ে বলে,

‘ আমি ঠিক আছি। কাশি এসেছিল শুধু। এত ব্যস্ত হওয়ার কিছু নেই। ‘

কুসুমের কোলে মানহা কাদঁছে। নতুন মানুষ বলে হয়ত চিনতে পারেনি। উচ্ছাস মানহাকে নিজের কোলে নিয়ে নেয়। মানহার পিঠে হাত বুলিয়ে দিতেই সে শান্ত পাখির ন্যায় হয়ে যায়। উচ্ছাসের কাধে মাথা গুঁজে আঙ্গুল চুষতে থাকে। উচ্ছাস কুসুমের দিকে চেয়ে বলে,

‘ এত ছোট বয়সে বিয়ে করছ, ভয় করছে না? ‘

কুসুমের মুখ ছোট হয়ে যায়। সে মিনমিন করে বলে,

‘ মা বলেছে দেখে করছি। ‘

উচ্ছাস আর কথা বাড়ায় না। মানহাকে নিয়ে বলে,

‘ এখন যাওয়া যাক। অনেক কথা বলেছি। তোমার বারান্দাটা সুন্দর। নিজে লাগিয়েছ এসব গাছ? ‘

উচ্ছাস সামনে এগিয়ে যায়। কুসুম পিছু পিছু আসতে আসতে বলে,

‘ হুঁ। গাছ আমার ভালো লাগে। ‘

যাক, এই দিকে উচ্ছাসের সঙ্গে কুসুমের মিল রয়েছে। উচ্ছাস শান্তি পেল মনেমনে। উচ্ছাস এসে বসে আগের জায়গায়। মানহা মাকে দেখে তার কোলে যাবার বায়না ধরে। উচ্ছাস মানহাকে ফুপুর কোলে দেয়। কুসুম এসে ভাইয়ের পাশে বসে। উচ্ছাসের মা ছেলের হাঁটুতে টোকা দিয়ে ফিসফিস করে বললেন,

‘ কুসুম কেমন লেগেছে রে? ‘

উচ্ছাস মায়ের কানের কাছে ফিসফিস করে বলল,

‘ আম্মা, তুমি তো আমাকে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছ। এসব পুলিশ জানলে তোমাকে সহ আমাকেও ধরে নিয়ে যাবে। সচেতন ডাক্তার হয়ে আমি বাল্যবিবাহ করব? ‘

উচ্ছাসের মায়ের মুখের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। তিনি আগের ন্যায় ফিসফিস করে বললেন,

‘ বিয়ে হচ্ছে নাকি এখন? এখন তো শুধু কাবিন হবে, সংসার করবে না কুসুম। ১৮ পাড় হলে সংসার করবে। পুলিশ কিছু করবে না। আমাকে আর আইন শেখাস না। এখন বল, মেয়ে ঠিক আছে? কাবিন পড়াব? ‘

উচ্ছাস অসহায় কণ্ঠে বলে,

‘ আরো একটু ভাবলে হয় না, আম্মা? এত ছোট মেয়ে..’

উচ্ছাসের মা এবার যেন বেশ বিরক্ত হলেন। তিনি উচ্ছাসের কথা কানেও তুললেন না। নিজের বোনের দিকে চেয়ে বললেন,

‘ সাহেদা, কাবিনের কাগজ তৈরি তো? শুভ কাজে দেরি করা ঠিক হবে না। ‘

ইয়াহিয়া মাঝখানে কথা বলে,

‘ উচ্ছাস, তোমার মত হলে আমরা কথাবার্তা এগুব। ‘

উচ্ছাস আর কি বলবে? মা নিজেই তো সবকিছু আগে থেকেই ঠিক করে রেখে দিয়েছেন। উচ্ছাস নম্র স্বরে বলে,

‘ আম্মার কথাই আমার কথা। ‘

সবার মুখ প্রসন্ন হয়। উচ্ছাসের মা ছেলের দিকে খুশি খুশি চোখে তাকান। উচ্ছাসের বোনেরা খুশিতে বাকবাকুম করে উঠে। ইয়াহিয়া মৃদু কন্ঠে বলে,

‘ আলহামদুলিল্লাহ। ‘

অতঃপর কাজী ডাকা হল। কুসুমকে কাবিননামায় সাক্ষর করতে বলা হলে, কুসুমের চোখে আবারও জল চলে এল। মায়ের দিকে ভাসা ভাসা চোখে চেয়ে কেঁদে ফেলল। সাহেদা মেয়েকে জড়িয়ে ধরলেন। মেয়ের হাতে কলম তুলে বললেন,

‘ কাঁদিস না। সাক্ষর কর। ‘

উচ্ছাস এসব দেখে যায়। বিড়বিড় করে বলে,

‘ বাচ্চা মেয়ে বিয়ে করার জ্বালা দেখো। কাঁদার কথা আমার কারণ আমাকে ধরেবেঁধে বিয়ে দিচ্ছে। কিন্তু কি হচ্ছে? কনে কাঁদছে। উফ!’

উচ্ছাসের মনেমনে বেশ য”ন্ত্রণা অনুভব হল। মায়ের প্রতি ভীষন অভিমান জন্মালো মনে। কুসুম একসময় কাঁদতে কাঁদতে সাক্ষর করে দিল। উচ্ছাসের বেলায় উচ্ছাস দেরি না করে কলম তুলে সাক্ষর করল। সাক্ষর করার আগে দোয়া করল,

‘ আল্লাহ! এই বাচ্চা মেয়েকে নিয়ে সংসার করা ক্ষমতা আর ধৈর্য্য তুমি আমাকে দিও। ‘

উচ্ছাস সাক্ষর করার পর বাড়িতে হইচই লেগে গেল। সবাই একে অন্যের মুখে মিষ্টি তুলে দিচ্ছেন। ইয়াহিয়া এসে উচ্ছাসের সঙ্গে কোলাকোলি করল। কুসুমের হাত উচ্ছাসের হাতে রেখে ভেজা কণ্ঠ বলল,

‘ নিজের কলিজা ছিঁ”ড়ে তোমার হাতে দিলাম। দেখে রেখো। বাবা নেই আমাদের। আমিই নিজের হাতে ওকে বড় করেছি। ওর দোষকে অদেখা করে বুঝিও। সারাজীবন একসঙ্গে থেকো। যাই হয়ে যাক, একে অপরের হাত ছেড়ে দিও না কখনো। ‘

উচ্ছাস কুসুমের হাত ধরে। কি নরম হাত। উচ্ছাসের হাতের মধ্যে যেন ডুবে যাচ্ছে। উচ্ছাস ইয়াহিয়ার দিকে চেয়ে বলে,

‘ চেষ্টা করব ইন শা আল্লাহ! ‘

ইয়াহিয়া মৃদু হাসে। অতঃপর খাবারের দিকটা দেখার জন্যে চলে যায়। কুসুম এখন উচ্ছাসের পাশে বসে। উচ্ছাসের কোলে আবারও মানহা বসে আছে। ফুপু উচ্ছাসের মায়ের সঙ্গে কথা বলেছেন। আপাতত মেয়ের কোনো খোঁজ নেই তার। উচ্ছাস মানহার মুখে একটু একটু করে আপেল দিচ্ছে। মানহা খাচ্ছে আর খেলছে। কুসুম এসব দেখে যাচ্ছে। কুসুমের কেমন যেন অদ্ভুত লাগছে উচ্ছাসের পাশে বসতে। তাই সে উঠে গিয়ে উষার পাশে বসে পরল।

#চলবে

#বৌপ্রিয়া
#আভা_ইসলাম_রাত্রি
#পর্ব – |৪|

‘ তোর উচ্ছাস ভাই কল করেছে রে কুসুম। নে, কল ধরে কথা বল। ‘

কুসুম পড়ছিল। কদিন পরেই দশম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা। কুসুমের ক্লাসে ফলাফল বরাবরই দুর্দান্ত। প্রথম না হলেও, সবসময় রোল ১-৩ এর মধ্যে থাকে। উষার কথা শুনে কুসুমের কান লাল হয়ে গেল। যেন গরম ধোঁয়া উঠছে কান থেকে। কুসুম মাথা তুলে তাকাতে পারল না। নত মুখে বইয়ে ডুবে বলল,

‘ আমি পারব না আপা। আমার অস্বস্থি হয় তার সঙ্গে কথা বলতে। ‘

উচ্ছাসের কল এসে এতক্ষণে কে”টেও গেছে। উষা মোবাইল টেবিলের উপর রাখল। কুসুমের পাশে বসে কুসুমের মাথায় হাত বুলাল। কুসুম তখন অস্বস্থিতে জমে। ফোনটা আবার বেজে উঠেছে। ধমধম-ধমধম করে ফোনের ভাইব্রেন্টে টেবিলে কেঁপে উঠছে। কুসুম সেদিকে আড়চোখে চেয়ে পুনরায় বইয়ে মুখ গুজে দিল। উষা বলল,

‘ ধুর বোকা। বিয়ে হয়েছে সবে। এখন কথা বলে বলে ফ্রি না হলে, সংসার করবি কিভাবে? মোবাইল রেখে গেলাম। ইচ্ছে হলে কল রিসিভ করিস, নাহলে রেখে দিস। উচ্ছাস কল করে ম”রে যাক, তোর তাতে কি? তাইনা? ‘

কুসুম দ্রুত বলল,

‘ ফোন রেখে যেও না, আপা। ‘

কুসুমের কথা কানে তুলল না উষা। এতক্ষণে সে বাহারি রেশমী চুল আঙ্গুলের ডগায় পেঁচাতে পেঁচাতে ঘর ছেড়েছে। কুসুম পরল মহা ফ্যাসাদে। গা অস্বস্তিতে জ্ব”লে যাচ্ছে যেন। এই নতুন বিয়ে নামক শব্দ তার ঠিক সহ্য হচ্ছে না। উচ্ছাসের কথা মনে করলেই তার পেটের ভেতরে কেমন যেন গুড়ুম গুড়ুম করে উঠে। মো”চড় দিয়ে উঠে বুক। এই অদ্ভুত অনুভূতি ঠিক সহ্য হচ্ছে না কুসুমের। কুসুম মোবাইল উল্টো করে টেবিলের উপর রেখে আবার পড়তে লাগল। না, কল বেজেই যাচ্ছে। ফোনের ভাইব্রেন্টে টিকে থাকা যাচ্ছে না। টেবিল কাঁপছে, সেই সঙ্গে কাঁপছে কুসুমের বুক। ইশ! ব”জ্জাত বুক এত ধরফর করছে কেন? কুসুম কিছুক্ষণ অপেক্ষা করল। ফোন না ধরে একসময় পারল না। কল রিসিভ করে কানে লাগাল।

‘ হ্যালো। ‘

কুসুমের কথা শুনে উচ্ছাস বলল,

‘ এতবার কল দিলাম। এখন ধরার সময় হল। পড়ছিলে? ‘

কুসুম মিনমিন করে বলল,

‘ হুঁ। আপনি কিভাবে জানেন? ‘

‘ তোমার বোন বলল, তুমি খুব পড়াকু মেয়ে। সারাক্ষণ চোখ দিয়ে বই খেতে থাকো। তাই গেইস করলাম। ‘

উচ্ছাসের ফোনের কণ্ঠ ভীষন সুন্দর। ছাড়াছাড়া, স্পষ্ট সব কথা। কোথাও কোনো ছন্দপতন নেই। কাজের সাথে, তার কথা বলার স্টাইলও পারফেক্ট। এত পারফেক্ট একজন ছেলে আল্লাহ কি না কুসুমের মত অগোছালো মেয়ের কপালে জুটিয়ে দিলেন? ইশ! কুসুম বলল,

‘ কি দরকারে কল করেছেন? ‘

উচ্ছাস কোনোরূপ কথা বাড়ানোতে গেল না। সোজাসাপ্টা বলল,

‘ আমি দুইদিন পর লন্ডন চলে যাচ্ছি। জানো তো? ‘

কুসুম কেপে উঠল। মৃদু স্বরে মাথা দুলাল,

‘ হুঁ। ‘

‘ ওহ, ভালো। আসলে আম্মা বলল, তোমাকে একবার আমাদের বাড়িতে আনতে। সারাদিন থেকে তারপর রাতে আমি গিয়ে দিয়ে আসব। বাড়িতে সবাই তোমার সঙ্গে একদিন কাটাতে চাচ্ছে? আসবে? আপত্তি থাকলে বলতে পারো। আমি আম্মাকে বুঝিয়ে বলব। ‘

কুসুম কি বলবে খুঁজে পেল না। এভাবে উচ্ছাসের বাড়িতে যেতে তার খুব অস্বস্তি হচ্ছে। এই যে, গাল অস্বস্তিতে গরম হয়ে যাচ্ছে। বিয়ের আগে কুসুম রোজ যেত উচ্ছাসদের বাড়ি। কিন্তু অষ্টম শ্রেণীতে উঠার পর মা বলল, উচ্ছাসের বাড়িতে আর না যেতে। কুসুম তখনো জানে না, উচ্ছাস ভাইয়ের সঙ্গে কুসুমের বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আগে যে তাদের দেখাসাক্ষাৎ মা বন্ধ করে দিতে চেয়েছেন, তা কুসুম জানলোই না।

‘ কি হল? কথা বলছ না। আপত্তি আছে? লজ্জা পেও না। বলো। ‘

কুসুম মৃদু স্বরে বলল,

‘ মাকে জিজ্ঞেস করেন। মা যা বলবেন। ‘

দেখা গেল, উচ্ছাস হাসছে। প্রাণখুলে হেসে তারপর বলল,

‘ মায়ের মেয়ে, মাকে আমি জিজ্ঞেস করে নিয়েছি। তোমার মা”ই বললেন তোমাকে জিজ্ঞেস করতে। ‘

ইশ! কি সুন্দর করে বলল, ‘ মায়ের মেয়ে ” এত সুন্দর করে কথা বলে সে। কুসুমের বুক কাঁপে। কুসুম বলল,

‘ আমি রাজী। ‘

‘ কবে আসতে চাও? ‘

‘ আগামীকাল। ‘

‘ ঠিকাছে। দুপুরের দিকে তৈরি থেকো। আমি এসে নিয়ে যাব। রাখছি এখন। ‘

‘ ঠিকাছে। আসালামুয়াইকুম। ‘

উচ্ছাস হেসে বলল,

‘ ওয়ালাইকুম আসসালাম। রাখছি। ‘

কুসুম চট করে কল কেটে দিল। মোবাইল টেবিলের উপর ধড়াস করে রেখে বুক চেপে ধরল। দম বন্ধ হয়ে আসছে যেন। জীবনে প্রেম কি জানে নি কুসুম। প্রেম করতেও বুকের পাটা লাগে। কুসুমের বোধহয় সে বুকের পাটা’টাই ছিল না। তাই তো কক্ষণো প্রেমে জড়ায় নি। তারপর প্রেম নয়। সোজা বিয়ে করে বসল কাউকে। এখন এই সদ্য বিয়ের অনুভূতি কুসুম সামলাতে পারছে না। একদম না। কেমন যেন লাগছে তার। উচ্ছাস ভাইয়ের সঙ্গে এতক্ষণ কথা বলে এখন অস্থির লাগছে। উচ্ছাস ভাইয়ের কথা বলার ধরন সুন্দর, ভয়াবহ সুন্দর। এই সুন্দর বিষয়টাই কুসুমের হৃদয় নাড়িয়ে দিয়েছে। ইশ! কুসুম পড়ায় মন দেবার চেষ্টা করল। পারছে না, হচ্ছে না। এখনো বুক কাঁপছে। কুসুম কি করবে তাহলে? ভেবে পাচ্ছে না।
_________________________
কুসুম তৈরি হচ্ছে না। বিছানার উপর এখনো ঘাপটি মেরে বসে রয়েছে। উষা এসে কতবার বলল, তৈরি হয়ে নে কুসুম। উচ্ছাস এই এলো বলে। তবুও কুসুমের কোনো নড়চড় হচ্ছে না। মূলত কুসুম যেতে চাইছে না। নার্ভাস লাগছে। খালার বাড়ি হলেও, কুসুম গত দুই বছর ধরে সে বাড়ি যায়নি। আজ যাচ্ছে। তবে খালার বাড়ির বৌ হয়ে। তাতেই কেমন যেন অদ্ভুত লাগছে কুসুমের। উষা কুসুমের জামা কাপড় বের করে বিছানার উপর রাখল। কুসুমের পাশে বসলেই কুসুম উষার হাত খামচে ধরে বলে,

‘ আমি ওই বাড়ি যাব না, আপা। আমার যেতে ইচ্ছে করছে না। ‘

উষা বলে,

‘ পাগল মেয়ে। তুই তোর খালার বাড়ি যাচ্ছিস। বৌ ভাবছিস কেন নিজেকে, পাগল। এখন তৈরি হ। উচ্ছাস এলে তোকে তৈরি না দেখলে হুলস্থুল কান্ড বাঁধিয়ে দেবে। ‘

কুসুম এখনো বসেই রইল। নিচের ঠোঁট কা”মড়ে বিছানার উপর রাখা জামা কাপড়ের দিকে চেয়ে রইল। খয়েরী রঙের শাড়ী পরে যাবে কুসুম। সেটাই বিছানার উপর রাখা। হঠাৎ কলিং বেলের আওয়াজে কুসুম চমকে উঠল। উষা ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল,

‘ তৈরি হস নি। উচ্ছাস এসে গেছে। ব”কা দেয় কি না, দেখ। ‘

কুসুম ভয় পেল কী? বোধহয় হ্যাঁ। এই যে কুসুম কেপে উঠছে সময়ের সাথে সাথে। কেন? লজ্জায়, অস্বস্থিতে নাকি ভয়ে?

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here