#বেসামাল_প্রেম
#জান্নাতুল_নাঈমা
#পর্ব_৪০
মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে হৈমীর৷ রুদ্র এসব কী লিখেছে, কেন লিখেছে? সেই হিসেব কষতে ব্যস্ত সে। এলোমেলো ভাবে শাড়ি পরেছে৷ একহাতে শাড়ির কুঁচি জড়োসড়ো করে ধরা। অন্যহাতে কাগজের লেখাগুলো বারবার করে পড়ছে। দেনমোহরের এতগুলো টাকা সে কী করবে? এই প্রশ্নটাও মাথায় কিলবিল করছে৷ পরপর সাতবার রুদ্রর লেখাগুলো পরার পর একটা জায়গাতে আটকে গেল সে। যা কিছু হবে সব স্বাভাবিক। কোন হুশিয়ারী এটা, কী হবে? চিত্ত চঞ্চল হয়ে ওঠল তার। পেপারগুলো গুছিয়ে নির্দিষ্ট জায়গাতে রাখল। এরপর রুম থেকে বেরিয়ে পড়ল রুদ্রকে খুঁজতে। কয়েকবার হোঁচট খেয়ে খেয়ে পৌঁছাল ড্রয়িং রুমে। সোফায় বেশ চিন্তিত ভঙ্গিতে বসে আছে রুদ্র। এত কী চিন্তা করছে সে? চিন্তান্বিত রুদ্রের পাশে গিয়ে আলগোছে বসল হৈমী। কয়েক পল নিশ্চুপ থেকে সহসা বলল,
-” আমার দেনমোহর চাইই না। ”
চমকে তাকাল রুদ্র। যেন হুঁশে ফিরল সে৷ মাত্রই বন্ধু আবিরের সঙ্গে ফোনকলে কথার সমাপ্তি দিয়েছে। শেয়ার করেছে নিজের সিদ্ধান্তটির বিষয়ে। আবির তাকে সাপোর্ট করলেও সতর্ক বাণী দিয়েছে, যেন হৈমীকে মানিয়ে নিয়ে সবটা হয়৷ নয়তো হিতে বিপরীত হতে পারে। আঠারোর ঘরে পা দেয়নি হৈমী। মানসিকতাও বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয়৷ তাই হুট করেই সব ধরনের কর্তৃত্ব ফলানো উচিৎ নয়৷ অন্তত ফিজিক্যালি এটাচমেন্টের ক্ষেত্রে সমঝোতা অনিবার্য। সে কথা স্মরণ করে চিন্তান্বিত দৃষ্টিতে তাকাল রুদ্র। হৈমী থতমত খেল তার দৃষ্টি দেখে৷ শাড়ির আঁচল গুছিয়ে ভালোভাবে বসল সে। রুদ্র বলল,
-” এটাই নিয়ম। ”
-” থাকুক নিয়ম অতো গুলো টাকা দিয়ে আমি কী করব? চাইই না আমার। আমার কিচ্ছু চাই না। আমি শুধু আপনার বউ হয়ে থাকতে চাই। আমার যে বউ হয়ে থাকার অনেক শখ৷ সংসার করার অনেক স্বপ্ন।”
-” থাকো। ”
থমকানো সুর রুদ্রর৷ হৈমী কেঁদে ফেলবে এমন করে বলল,
-” তাহলে পাঠিয়ে দিচ্ছেন কেন? ”
-” একেবারে নয়। তোমার পরীক্ষা পর্যন্ত ব্যস। ”
চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠল হৈমীর। বলল,
-” সত্যি? ”
গম্ভীর উত্তর রুদ্রর,
-” হুম। ”
হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠল হৈমী৷ ধপ করে দাঁড়িয়ে পড়ল সে৷ বলল,
-” তাহলে এতক্ষণ কেন কাঁদালেন? আপনি খুব খারাপ আমি একেবারেই চলে যাব। ”
বলতে বলতে চলে যেতে উদ্যত হলো সে। অমনি খপ করে হাতটা টেনে নিজের পাশে বসিয়ে দিল রুদ্র। বলল,
-” এমন ছটফট না করে স্থির হয়ে কিছুক্ষণ বসো। ”
ঠাণ্ডা সুরের ধমকটা একদম বুকে গিয়ে বিঁধল। ঘনঘন চোখের পলক ফেলে তাকিয়ে রইল হৈমী৷ রুদ্রও তাকাল। সুগভীর সে দৃষ্টিজোড়ায় অদ্ভুত এক অসহায়ত্ব ফুটে ওঠেছে আজ৷ কী বুঝল কে জানে। আকস্মাৎ প্রশ্ন করে বসল,
-” কী হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেয়েছেন? মুখটা শুঁকনো লাগছে কেন অমন? ”
দ্বিধায় ভুগছিল রুদ্র। হৈমীর প্রশ্নে কিছুটা স্বস্তি পেল। বলল,
-” জীবনে প্রথমবার ভয় পাচ্ছি আমি। ”
মুখ হা করে হৈমী বলল,
-” ওরে বাবা আপনি ভয়! ওএমজি! আমিত বিশ্বাসই করতে পারছি না। হায় হায় এ কী দিন আসল, আমার জামাইও ভয় পায়। ”
-” শ্যাট আপ! ”
চমকাল হৈমী। বলল,
-” অ্যাঁ নিজে ভয় পাচ্ছেন বলে আমাকেও ভয় দেখাচ্ছেন। আচ্ছা শুনুন, আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে ভয় দেখিয়েছে? আমার আম্মু বা ভাইয়া? ”
গম্ভীর মুখটা নিমিষেই হাস্যজ্জ্বল হয়ে ওঠল৷ হাঁপ নিঃশ্বাস ছেড়ে বলল,
-” সত্যিই আমার কপালে জুটেছিল একটা। ”
কপট রাগ দেখিয়ে হৈমী বলল,
-” অ্যাঁ ঢং! মনে হয় সেধে এসে জুটেছি? আপনিই তো জুটিয়েছেন৷ তো এটা বলুন যে সত্যিই জুটিয়েছিলাম একটা। ”
হতভম্ব হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল,
-” তুমি কি একটু চুপ থাকবে? আমাকে কিছু বলতে দেবে নাকি থাপড়িয়ে কানের লতি লাল বানাবো কোনটা? ”
আঁতকানো কণ্ঠে হৈমী বলল,
-” বলুন বলুন আমি শুনছি। ”
হৈমী চুপ করার পর রুদ্র কয়েক পল কী যেন ভাবল। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকাল হৈমীর দিকে। আপাদমস্তক দেখে নিয়ে বলল,
-” ভালো লাগছে শাড়িতে। ”
খুশিতে হৈমীর মুখটা গদগদ করতে লাগল। রুদ্র পুনরায় বলল,
-” পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবে৷ ওখানে যাওয়ার পর মন পরিবর্তন হয়ে যাবে তাই তো৷ আজ আমাকে ফেলে যেতে চোখের জল ফেলছ কাল নিশ্চয়ই ওখানে ফিরে ভুলে যাবে সব? তুমি খুব ইমম্যাচিওর তোমার দ্বারা এটা অসম্ভব কিছু নয়। কিন্তু মাথায় রেখো আমার দ্বারা সব সম্ভব। আর আমি আমার বাবার মতোও নই। ”
হৈমীর কিছুটা রাগ হলো। এভাবে কেন বলছে রুদ্র? বিয়ের পর কি মানুষ বাপের বাড়ি যায় না? আর গেলেই কি মন পরিবর্তন হয়ে যায় নাকি? তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সে৷ সে চাহনিতে পাত্তা না দিয়ে রুদ্র বলল,
-” আজ আমি তোমাকে পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করতে চাই। আশা করি তুমিও গ্রহণ করবে। মৃত্যুর আগ পর্যন্ত নিজের মনে এক রুদ্রই থাকবে এই প্রতিজ্ঞাও করতে হবে৷ ঠিক যখন প্রতিজ্ঞাটা ভেঙে যাবে তখনই তোমাকে আমি প্রমাণ করে দিব আমি সত্যিই আমার বাবার মতো নই। ”
ঠাণ্ডা স্বরের হুমকি গুলো শুনে হৈমীর গলা শুকিয়ে গেল। ঢোক গিলে বলল,
-” ভুল করার আগেই ভুলের শাস্তি দেবেন বলছেন? ”
রুদ্রর মনে হলো সহসা হৈমী বুদ্ধিমতী হয়ে গেছে। বাঁকা হাসল সে। বলল,
-” গুড। বুঝতে পেরেছ কী বুঝিয়েছি। ভুল করার আগে নয় শাস্তি ভুল করার পরই দিব৷ শুধু জানিয়ে রাখলাম আগে। ”
হৈমীর মুখটা চুপসে গেল৷ মাথা নিচু করে বসে রইল সে। রুদ্র কয়েক পল নিশ্চুপ থাকল। চিন্তা করল, সে কী অনেক বেশি রুড হয়ে বোঝাল? তাদের মধ্যে সমঝোতা হয়েছে তো? জিজ্ঞেস করল,
-” আমি কী বলেছি বুঝেছ? ”
হৈমী তাকিয়ে রইল তার দিকে। কোনো উত্তর দিল না। তাই সেই বলল,
-” মাহের যখন আমাকে জানাল তোমাকে নিয়ে যেতে চায়। আমি রাজি হইনি। পরবর্তীতে তোমার ভালোর কথা ভেবেই রাজি হয়েছি। তাই গুটিকয়েকটা দিন কক্সবাজারে না কাটিয়ে তোমার সঙ্গে একান্তে এখানেই কাটাতে চাই। দু’জন একসঙ্গে বাঁচব। ঘুরাঘুরি করার সময় অনেক পাবো৷ কিন্তু এই দুদিনের মতো গুরুত্বপূর্ণ সময় আর পাবো না। ”
-” এই দুদিন এত গুরুত্বপূর্ণ কেন? ”
-” এই উত্তরটা তুমি নিজে নিজেই পেয়ে যাবে। ”
___________
সূচনার মেজাজ বেশ ফুরফুরে। মাঝেসাঝে মুখ জুড়ে লজ্জার আভাসও পাওয়া যাচ্ছে। তার সেই ফুরফুরে মেজাজ, আর লাজুকতাকে আরো বেশি উপভোগ করতে চাইল মাহের৷ তাই ধবধবে আরামদায়ক বিছানা থেকে এক প্রকার টেনেই তুলল। গায়ের ওপর থাকা সাদা রঙের শীতনিবারণ গাত্রাবরণ বিশেষ সরিয়ে বলল,
-” পরে আরাম করবেন, আসুন আমার সঙ্গে। ”
সূচনা লজ্জায় আড়ষ্ট হয়ে নেমে দাঁড়াল। গায়ের ওপর উল চাদর জড়িয়ে মাহের সঙ্গে গিয়ে দাঁড়াল বেলকনিতে। বেলকনির কাঁচের দেয়াল ভেদ করে দৃষ্টিজোড়া চলে গেল সমুদ্র পাড়ে। কৃত্রিম আলোতে যতটুকু দেখল তাতেই মুগ্ধ হয়ে গেল সে৷ বিস্মিত হয়ে চোখ ফেরাল মাহেরের পানে৷ অধর কামড়ে হাসল মাহের। ভ্রু নাচিয়ে শুধালো,
-” আনন্দেঘেরা চোখ দু’টো ভীষণ সুন্দর আপনার। ”
ইস লজ্জায় মুখ ঘুরিয়ে নিল সে। সমুদ্রের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল সে। আনমনে জিজ্ঞেস করে ফেলল,
-” কখন সকাল হবে? ”
আলতো হাসল মাহের। ধীরেধীরে সূচনার পিছনে গিয়ে দাঁড়াল। নিঃশব্দে জড়িয়ে ধরল স্ত্রীকে৷ চমকে গেল সূচনা। চোখ দুটো রুদ্ধ করে ঠোঁটজোড়া চেপে ধরল সে। রাতের বেলা ঘরে বসে সমুদ্র দর্শন পাশাপাশি প্রিয়জনের নরম আলিঙ্গন। বুকের ভিতরটা উথাল-পাতাল শুরু করে দিল সূচনা। তৃপ্তি ভরে শ্বাস নিল সে। অস্ফুটে বলল,
-” আমায় খুব ভালোবাসুন মাহের। আমি আপনার ভালোবাসার দহনে পুড়ে ছাড়খাড় হতে চাই। ”
নিঃশব্দে হাসল মাহের। নিঃশব্দে সূচনার টপস ভেদ করে শীতল হাতজোড়া ছুঁইয়ে দিল সূচনার উদরে। কম্পিত শরীরে আচমকা সরে গেল সূচনা৷ তীব্র লজ্জায় পালাই পালাই করে একছুটে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে৷ মাথা চুলকে মৃদু হাসতে হাসতে পর্দাগুলো মেলে দিল মাহের। এরপর সূচনার কাছে এসে কানে কানে বলল,
-” আমরা হানিমুনে এসেছি৷ লুকোচুরি খেলতে নয়। ”
সহসা ঘুরে তাকে জড়িয়ে ধরল সূচনা৷ বলল,
-” আজ আমরা গল্প করি প্লিজ। ”
নিরাশ চিত্তে মাহের বলল,
-” সে তো সব সময়ই করি। ”
-” আজো করব। আজকের রাতটা আমায় দিন কালকের রাতটা আপনাকে দিব। ”
ভ্রু উঁচু করে মাহের বলল,
-” সিরিয়াসলি? ”
লজ্জায় মুখ লুকাল সূচনা৷ বলল,
-” জানি না। ”
______________
রাত বারোটা ছুঁই ছুঁই। হৈমী বিছানায় চুপচাপ বসে৷ রুদ্র বেলকনিতে দাঁড়িয়ে। কথা বলছে আবিরের সঙ্গে। আজ বন্ধুর সাথে একটু বেশিই কথা বলছে৷ ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল হৈমী। সে কত কষ্ট করে শাড়ি পড়ল৷ বিনিময়ে শুধু ভালো লাগছে। ব্যস আর কিছুই পেল না। কী সব প্যাঁচানো কথা বলল। মনে হলো অনেক কিছুই৷ সেসবের কিছুই তো ঘটল না। নিরাশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিল সে। কিছু শাড়ি পরে ঘুমানো কঠিন। সিদ্ধান্ত নিল সেলোয়ার-কামিজ পরে ঘুমাবে৷ তাই ঝটপট কাভার্ড খুলে সেলোয়ার-কামিজ বের করল৷ ফোনে কথা শেষ করে রুদ্র রুমে ঢুকল। হৈমীর মতিগতি বুঝতে পেরে বলল,
-” এগুলো কী করবে? ”
-” পরব ঘুম পাচ্ছে আমার। শাড়ি পরে ঘুমানো যায় না। ”
ভ্রু কুঁচকে ফেলল রুদ্র। চোয়াল শক্ত করে বলল,
-” তুমি চেঞ্জ করবে না রাখো এগুলো। ”
-” কী আশ্চর্য! একশবার চেঞ্জ করব আমি। ”
রুদ্রর মেজাজ খারাপ হতে নিয়েও হলো না। সে ঠান্ডা মাথায় হৈমীর হাত থেকে কাপড় কেড়ে নিল। কাভার্ডে সেগুলো ঠিকভাবে রেখে আচমকা কোলে তুলে নিল মেয়েটাকে। বলল,
-” তুমি বোকা নাকি বোকা হওয়ার ভাণ করো? এত করে বোঝাচ্ছি বুঝছ না কেন? এবার কি সরাসরি খুলে বলতে হবে আজ আমাদের বাসর! শুনেছি হাজব্যন্ডরা বউদের একবার ইশারা করলেই ওরা বুঝে যায়। তুমি মেয়ে ইতিহাস শুনেও বুঝো না। ”
সহসা রুদ্রর এমন কথায় গা শিউরে ওঠল হৈমীর৷ লজ্জায় গায়ের গাল দুটো থমথম৷ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা চোখ দুটো নিমিষেই বন্ধ করে ফেলল। খামচে ধরল রুদ্রর বুকের কাছের টিশার্ট। মিনমিনে সুরে বলল,
-” আমি একটু একটু বুঝেছিলাম কিন্তু… ”
রুদ্র কিন্তুর পরের অংশটুকু শুনতে নারাজ৷ হৈমীও উত্তেজনায় আর বলতে পারল না৷ তার কেমন যেন লাগছে। মাথাটা ভনভন করছে, ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে ওঠছে৷ মৃদু মৃদু কাঁপছে হাত, পা৷ রুদ্র হাঁপ নিঃশ্বাস ছাড়ল। ধীরপায়ে বিছানার কাছে এগুতে এগুতে বলল,
-” ভয় পেলে? ”
চট করে তাকাল হৈমী৷ রুদ্র তার চোখেতে তাকিয়ে। সে মাথা নাড়িয়ে না সূচক বোঝালো৷ সত্যি সে ভয় পাচ্ছে না৷ শুধু লজ্জা পাচ্ছে। কেমন লজ্জা? লজ্জা পেতেও লজ্জা অনুভব করার মতো লজ্জা। রুদ্র বাঁকা হাসল। মৃদু স্বরে বলল,
-” বাহ খুব সাহসী। তাহলে আমি অযথাই ভয় পাচ্ছি তাই না? ”
-” আপনি ভয় পাচ্ছেন কেন? ”
প্রশ্নটা শুনে থতমত খেল রুদ্র। কিন্তু বলল না কিছুই। নিঃশব্দে ওকে শুইয়ে দিল শুধু। এরপর ধীরেসুস্থে গিয়ে রুমের বাতি নিভিয়ে দিল। নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন রুমটায় সাবধানতা অবলম্বন করে পৌঁছাল কাঙ্ক্ষিত মানুষটার কাছে। অনুভব করল মানুষটার শরীরের তীব্র কম্পন। যা তার পৌরুষ হৃদয়ে উষ্ণ উন্মাদনার জন্ম দিল। নিস্তব্ধ ঘন অন্ধকারে আচ্ছন্ন রুমটা যেন গুমোট ধরে রইল কয়েক পল৷ এরপরই হঠাৎ সেই গুমোট ভেঙে গেল। দু’জোড়া মানব-মানবীর উষ্ণ নিঃশ্বাসের মিলন ক্রিয়ায় ঝংকার তুলল রুমজুড়ে৷ মিলনের সূচনাতে যে সুখ, যে অনুভূতিতে লুটোপুটি খাচ্ছিল হৈমী৷ সহসা সেই অনুভূতি যেন আঁধারে হাওয়ায় মিলিয়ে গেল৷ রুমজুড়ে দোল খেল হৈমীর ক্রন্দনরত সুর। নখ দ্বারা একের পর এক আঁচড় লাগল রুদ্রর সারা পিঠজুড়ে। এ প্রথমবার হৈমীর দ্বারা শত আঘাত পেয়েও রাগ হলো না তার৷ বরং তৃপ্তিতাই অনুভব করল। সেই সঙ্গে ছটফট করা হৈমীকে কৃতজ্ঞতা সরূপ মোহনীয় স্বরে বলল,
-” আম প্রাউড অফ ইউ মাই জান। থ্যাংকিউ সো মাচ বউ। ”
চলবে…
রিচেক দিতে পারলাম না। ভুলগুলোর জন্য দুঃখীত।