বেসামাল প্রেম পর্ব ৩৯

0
1430

#বেসামাল_প্রেম
#জান্নাতুল_নাঈমা
#পর্ব_৩৯
এয়ারপোর্ট থেকে কক্সবাজারের কলাতলী পয়েন্টে অবস্থিত একটি পাঁচ তারকা রিসোর্টে এসে ওঠল মাহের, সূচনা দম্পতি। রিসোর্টটির নাম সায়মন বিচ রিসোর্ট। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রিসোর্ট গুলোর মধ্যে সায়মন বিচ অন্যতম৷ রিসোর্টের সম্মুখে এসে দাঁড়াল তারা। সূচনা আচমকাই শক্ত করে মাহেরের একটি হাত চেপে ধরল। ক্ষণিকের জন্য চমকাল মাহের। অবাক চোখে তাকাল সূচনার বিস্ময়ান্বিত মুখ পানে। রুদ্ধশ্বাস বেরিয়ে এলো তার। সেই যে এয়ারপোর্টে সূচনাকে জানিয়েছিল,

– ” সূচনা আমরা দুদিনের জন্য কক্সবাজার যাচ্ছি। বিয়ের পর আপনাকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি৷ তাই ভাবলাম ঢাকা যখন এসেছি, আপনার অভিলষণীয় জায়গায়টায় একটু ঘুরে আসি৷ তারপর ফুরফুরে মেজাজে দু’জনে বাড়ি ফিরব। ”

কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল সূচনা৷ চোখের পলক ফেলছিল মিনিট দুয়েক পর পর। মাহের পুনরায় যখন বলেছিল,

-” আপনি খুশি হননি? রুদ্রর কাছে শুনেছি আপনার অনেক দিনের শখ ছিল। কক্সবাজারে বেড়াতে যাওয়ার? সব ব্যবস্থা রুদ্রই করেছে আমি নিষেধ করেছিলাম শোনেনি। বলেছে আমার তরফ থেকে আপনাকে আর যাই দেই এই জিনিসটা সে দিতে চায়। কারণ সে আপনার বহুদিনের জমিয়ে রাখা অভিমান ভাঙাতে চায়। ”

মাহেরের মুখে কথাগুলো শুনে নিরুত্তর হয়ে ছিল সূচনা৷ চোখ দুটো চিকচিক করছিল ঠিকি তবুও বুকভরে শান্তির নিঃশ্বাস ছেড়েছিল। মনে মনে ভাইকে কৃতজ্ঞতা জানিয়েছিল খুব। একদিন পরই তার জন্মদিন। জন্মদিনের উপহারটা দারুণ লেগেছে তার৷ মাহের এখন পর্যন্ত বলেনি এটা তার বার্থডে গিফট তবুও বুদ্ধিমতী সে বুঝে নিয়েছে। মাহেরও বুঝি তাকে কোনো অসাধারণ উপহার দিয়ে চমকে দেবে এবার? এমন অহরহ উত্তেজনাময় ভাবনা ভাবতে ভাবতে একটা শব্দও বিনিময় করেনি সে। মাহের ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিল। সূচনা কিছুতে অসন্তুষ্ট হয়নি তো। তার সে চিন্তা দূর হয়ে গেল এভাবে শক্ত করে হাতটা ধরাতে। এরপর শান্তি মিলল সূচনার বলা বাক্যটিতে। সে অবিশ্বাস্য সুরে তাকে শুধালো,

– ” আমিত বিশ্বাসই করতে পারছি না মাহের। আপনার সঙ্গে আমার এখানে এভাবে আসা হবে৷ আমি কি স্বপ্ন দেখছি ? একটু চিমটি কাটুন তো আমায়। ”

মাহেরের হাত নাড়িয়ে কথাগুলো বলল সে। মাহের মুচকি হেসে চিমটি না কেটে সহসা তাকে জড়িয়ে ধরল। শক্ত করে। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল,

-” এটা স্বপ্ন নয় সত্যি। বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন ডিয়ার। ”

পুরো শরীর জুড়ে শীতল হাওয়া দোল খেল সূচনার। কনকনে শীতের মাঝে কক্সবাজার সমুদ্র সৈকতের শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল ওদের। সূচনা লজ্জায় মুখ দিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়তে ছাড়তে নুইয়ে পড়া কণ্ঠে বলল,

-” ওরা দেখছে মাহের প্লিজ সরুন, ছাড়ুন আমায়। ”

ওরা সায়মন রিসোর্টর প্রবেশদ্বার এরিয়াতে দাঁড়ানো। সূচনার কথাটি শুনে সহসা মাহের তাকে ছেড়ে দিয়েছে। ডান দিক বাম দিক, সামনে পেছনে তাকিয়ে সে মাত্র তিনজন লোক দেখতে পেল৷ এদের রয়েছে দু’জন কাপল আরেকজন সিঙ্গেল ম্যান৷ তারা ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে৷ কাপলদের মধ্য থেকে ছেলেটা ওদের উদ্দেশ্য করে বলল,

-” হায়, আমরা নব দম্পতি আপনারা? ”

মাহের সৌজন্যপূর্ণ হেসে জবাব দিল,

-” হ্যালো, সেম টু ইউ। ”

সূচনা লজ্জায় গাল দু’টো লাল করে নত মুখে দাঁড়িয়ে। মাহেরও কিঞ্চিৎ লজ্জায় অধরে হাসি ছড়াল৷ মাথা চুলকে একহাতে লাগেজ অপর হাতে সূচনার নরম হাতটা চেপে ধরে এগিয়ে গেল ভিতরে। সূচনার মস্তিষ্ক জুড়ে আন্দোলন হতে লাগল মাহেরের বলা একটি বাক্যই, ” বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন ডিয়ার ” হানিমুন! শব্দটা হৃদয়ে যেন ধড়াক ধড়াক করে ওঠল৷ তাকে নিয়ে মাহেরের পরিকল্পনা এতদূর এগিয়ে গেল অথচ সে জানতেও পারল না? কোনোভাবে তার মনের চলা অনুভূতি টের পেয়ে গেছে নাকি? যেই ভবিষ্যৎ চিন্তা শাশুড়ি মা তার মাথায় ঢুকিয়ে দিয়েছে তা কী টের পেয়েছে মাহের? পাক টের সে তো এটাই চাইছে শুধু মুখ ফুটে বলতে পারছে না৷ এবার সত্যি সত্যি তার সংসার টা হোক৷ তার আর মাহেরের সম্পর্কটা পূর্ণতা পাক। ভালোবাসার ছোঁয়া পড়ুক তাদের দাম্পত্য জীবনে৷ যেই ভালোবাসা সুখের হাতছানি দিক। তাদের পরিপূর্ণ মিলন ঘটুক। তার কোল আলো করে আসুক ফুটফুটে একটি শিশু। যে তাকে মা বলে ডাকবে, মাহেরকে ডাকবে বাবা বলে। কিন্তু তার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন! সেটাও পূরণ হোক। এতকাল শুনে আসা প্রবাদটা এবার নিজ জীবন দিয়ে উপলব্ধি করতে চায় সে৷ যে নারী রাঁধতে জানে সে নারী চুলও বাঁধতে জানে। নারীরা অনেক বেশি শক্তিশালী, ক্ষমতাবান৷ নারীর তুলনা নারী নিজেই। নিজের তুলনা নিজেই হয়ে দেখাবে সূচনা।
__________
সন্ধ্যার পর রুমে ফিরল রুদ্র। হৈমীকে দেখল বেঘোরে ঘুমাতে। মাথাটা বেশ ঠাণ্ডা এখন। তাই ঠাণ্ডা মাথায় একটি নিখুঁত পরিকল্পনা করেছে সে। সেই পরিকল্পনা অনুযায়ী হৈমীকে ডেকে তুলল। ঘুমের ঘোরে ওঠে বসল হৈমী। ঢুলুনি খেতে লাগল অবিরত। রুদ্র হাঁপ নিঃশ্বাস ছাড়ল। সাইট টেবিল থেকে জগের পানি গ্লাসে ভরল। এরপর তা হৈমীর সামনে ধরে শান্ত গলায় আদেশ করল,

-” পানিটা খাও। ”

হৈমী হাই তুলতে তুলতে রুদ্রর দিকে অদ্ভুত করে তাকাল। অস্ফুট স্বরে বলল,
-” দরদ দেখাচ্ছে দরদ। আমার কারো দরদের প্রয়োজন নেই। ”

অস্ফুটে হলেও রুদ্র কথাটা বুঝতে পারল৷ দাঁতে দাঁত চেপে কঠিন করে কয়েক পল তাকিয়েও রইল৷ হৈমী বিরবির করে আরো কিছু বলছিল৷ রুদ্র সেদিকে কান দিল না৷ সহসা বাম হাত দিয়ে হৈমীর ঘাড়টা চেপে ধরল। ডান হাতে গ্লাসটা মুখের কাছে চেপে ধরে দৃঢ়স্বরে বলল,

– ” পানিটা খাও ভালো লাগবে। ”

রুদ্রর সঙ্গে সংসার মানেই পরতে পরতে বিপদ৷ এই দুঃখ বুকে চেপে পানিটা সম্পূর্ণ শেষ করল হৈমী। রুদ্রর থেকে মুক্তিও মিলল। তার বীর বাহাদুর সাহেব এবার আরো একটি আদেশ ছুঁড়ে দিল।

-” খাবার গরম করো গিয়ে আজ তাড়াতাড়িই খাব আমরা। ”

খাবার গরম করে রুদ্রকে ডাকতে এলো হৈমী। বলল,

-” খাবার হয়েছে খেতে মন চাইলে আসতে পারেন। ”

রুদ্র ভ্রু বাঁকিয়ে তাকিয়ে দেখল হৈমী যেই স্পিডে এসেছিল সেই স্পিডেই চলে গেল। বাঁকা হেসে সেও ডাইনিং রুমে গেল। হৈমী খাবার বেড়ে বসে আছে৷ রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল,

-” এ পাশে এসে বসো। ”

ভ্রু কুঁচকে হৈমী জবাব করল,

-” আমি কারো পাশে বসতে আগ্রহী নই আমি। ”

-” আগ্রহ করে নাও ডার্লিং। একটু পর আমার বুকের নিচে শুতেও হবে। ”

আকস্মাৎ চোখ দু’টো বড়ো বড়ো করে দাঁড়িয়ে পড়ল হৈমী। কী সাংঘাতিক কথাবার্তা। মুহুর্তেই আবার দমে গেল। বুকের নিচে শোয়া মানে অশালীন কিছু হয়তো বোঝায়নি। বুকে নিয়ে ঘুমানোর কথাও বোঝাতে পারে। সে শুধু শুধু হাইপার হয়ে গেছে। ভেবেই পুনরায় বসল। রুদ্র একধ্যানে তাকিয়ে তার কাণ্ড দেখছিল। সেভাবে ভ্রু নাড়িয়ে বলল,

-” কী হলো পাশে এসো খাওয়িয়ে দাও। হাত দিয়ে খেতে ইন্টারেস্ট পাচ্ছি না। ”

ঠোঁট উল্টে বিচলিত ভঙ্গিতে তাকিয়ে রইল হৈমী। মনের কোণে কক্সবাজার যেতে না পারার কষ্টটা কাঁটা দিয়ে ওঠল। মেজাজ দেখিয়ে বলল,

-” পারব না। আপনি আমার অনেক প্ল্যানকে গলা টিপে হত্যা করেছেন। আপনাকে আমি আর আদর করব না। ভালোও বাসব না। ”

বাঁকা হেসে রুদ্র শুধালো,

-” এমন করে বলছ যেন আদর করে, ভালোবেসে আমাকে ভাসিয়ে ফেলেছ। ”

-” তার মানে আমি আপনাকে আদর করিনি? ভালো বাসিনি? আপনি একটা, উমম আপনি একটা মীর জাফর। না না আপনি একটা বেইমান। কলিজা টুকরা করে ভুনা করে খাওয়ালেও আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন না৷ বলবেন লবণ কম পড়েছে। ”

-” লবণ কম দিলে তা তো বলবই। ”

রাগে ফুঁসতে শুরু করল হৈমী। রুদ্র শীতল দৃষ্টিতে চেয়ে বলল,

-” আরমাত্র তিন দিন আছ। এই তিনদিন প্রত্যেকবেলা আমাকে খাওয়িয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, যতটা আদর দিতে পারো দেবে, যতটা ভালোবাসতে পারো বাসবে। ”

সহসা হৈমীর জীবনের সমস্ত বাতি যেন এক দমকা হাওয়ার তোড়ে নিভে গেল। সে আঁতকানো কণ্ঠে বলল,

-” মানে! ”

তার এই কণ্ঠস্বর, ভীত দৃষ্টিজোড়া দেখে অনেকটাই অবাক হলো রুদ্র। হৈমী কি তাকে হারানোর ভয় পেল? বা তাকে ছেড়ে যেতে নারাজ বলে এমন রিয়াকশন দিল? মস্তিষ্কে বিচরণ করা প্রশ্ন গুলোর উত্তর মেলাতে মুহুর্তেই একটি কৌশল অবলম্বন করল সে। বলল,

-” তুমি মাহের আর সূচনার সঙ্গে বাড়ি ফিরে যাবে। এটাই মানে। ”

-” কেন! ”

সহসা কেন শব্দটির উচ্চারণ করল হৈমী। মুখটা তার থমথম। রুদ্র মনে মনে ব্যাপক হাসি হাসল বলল,

-” আসলে হয়েছে কী আমাদের এভাবে বিয়েটা দু বাড়ির কেউই মেনে নিতে পারেননি৷ বিশেষ করে দাদিন আর তোমার মা। তোমার মা আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে বোনের সঙ্গে তার সম্পর্কের দিন দিন অবনতি ঘটছে। ভাই হয়ে বোনের এতবড়ো সর্বনাশ তো আমি হতে দিতে পারি না তাই না? ”

-” আমার আম্মু অমন নয়। ”

প্রায় কেঁদে ফেলবে এমন করে বলল হৈমী। রুদ্র বলল,

-” নিজের মাকে নিয়ে নেগেটিভ কিছু তোমার চোখে পড়বে না হৈমী৷ কিন্তু সূচনার চোখে পড়েছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফেরত পাঠিয়ে দিব।”

-” একেবারে? ”

ভীত স্বর হৈমীর। রুদ্র ভীষণ সিরিয়াস হয়ে বলল,

-” হু। ”

-” আমি যাব না। আমি আপনার বউ আমি একটুও যাব না। ”

-” উমম বায়না করে না। তোমাকে পুরোটাই যেতে হবে হৈমী৷ সূচনার সুখের জন্য আমি সব করতে পারি। তোমাকে ছেড়ে দিতেও কষ্ট হবে না আমার। ”

সহসা কেঁদে ফেলল হৈমী। বলল,

-” আমাদের যে বিয়ে হলো তার কী হবে? আমরা সংসার করব না? ”

-” না। ”

-” আপনিই তো আমাকে জোর করে সব করলেন৷ তাহলে এখন এমন করছেন কেন? ”

উতলা স্বর হৈমীর৷ রুদ্র বিরক্ত কণ্ঠে বলল,

-” কারণটা বললাম তো। ”

-” আমি আম্মুকে বলব ভাবিকে বেশি বেশি ভালোবাসতে। ”

সহসা রুদ্র ধমকে ওঠল। বলল,

-” আহ এত কথা কেন? আমার জন্য তোমার জীবনটা তো অতিষ্ট, ফিরে যাচ্ছ এতে খুশি হবার কথা মুখটা শুকিয়ে গেল কেন? চোখেই বা পানি কেন? ”

করুণ মুখে তাকিয়ে রইল হৈমী। রুদ্র বলল,

-” চলেই তো যাবে শেষ কটা দিন আমার কথা মতো চললে ভালো লাগত। ”

হৈমীর বুকটা ফেটে চৌচির হয়ে গেল। দুচোখ গলে বেরিয়ে এলো অজস্র অশ্রুকণা৷ রুদ্র নির্নিমেষে তাকিয়ে দেখল প্রতিটা জলকণা। থমকানো সুরে বলল,

-” পাশে এসে বসো। খিদে পেয়েছে নিজ হাতে খাওয়িয়ে দাও। এটাকে না হয় তোমার আদর ধরে নিব। ”

বুকের ভিতর ঝড় ওঠল হৈমীর। সমস্ত দুষ্টি বুদ্ধি এক নিমিষে উধাও হয়ে গেল তার। চোখে মুখে ভর করল রাজ্যের বিষণ্নতা। বুকের ভিতর কষ্ট গুলো তীব্র হতে লাগল। মনে মনে বলল,

-” আমিত আপনাকে ভালোবেসে ফেলেছি রুদ্র বেয়াই। আমিত আপনার বউ। তাহলে কেন আমাকে ফিরিয়ে দেবেন। আমার সাথে কেন সংসার করবেন না। আমি বোকা বলে? বেশি বকবক করি বলে? আমি আর বকবক করব না। আমি চালাক হতে চেষ্টা করব। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আপনাকে বড়ো ভালোবাসি রুদ্র বেয়াই। ”

দীর্ঘশ্বাস ছেড়ে ওঠে দাঁড়াল সে। রুদ্রর পাশে গিয়ে বসে ভাত মেখে রুদ্রর মুখে ধরতেই চোখ গলে পড়তে লাগল নোনাপানির ধারা। সেদিকে তাকিয়ে মুখে খাবার নিল রুদ্র। আয়েশ করে খাচ্ছে সে আর হৈমী একাধারে কাঁদছে আর তাকে খাওয়িয়ে দিচ্ছে। এ এক বিস্ময়কর দৃশ্য। মেয়েটা সত্যি বোকা, সত্যি বাচ্চা। আজো পৃথিবীতে এমন বৈশিষ্ট্যের কিছু মেয়ে আছে। যাদেরকে হঠাৎ কেউ যদি মজা করে বলে আজকে তোমায় দেখতে বিশ্রী লাগছে৷ তাহলে সেই কথা ধরে মেয়েগুলো মন খারাপ করে। বার বার আয়নায় তাকিয়ে নিজেকে ঠিক কতখানি বিশ্রী লাগছে মাপে। এরা এতটাই সরল হৃদয়ের হয় যে সাধারণ বিষয় গুলো সব সময় অসাধারণ ভাবে বিচার করে। কষ্ট পায়, চিন্তা করে। ঠিক যেমন রুদ্রর মজার ছলে বলা কথাগুলো খুব সিরিয়াস ভাবে নিল হৈমী। মনে মনে আকাশ, মাটি কাঁপানো দুঃখ পেতে শুরু করল৷ ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয়ে দুচোখে নামাল ঝরনা ধারা। এ ধরনের মেয়েরা মানুষকে প্রচণ্ড ভালোবাসতে পারে। ব্যক্তিগত মানুষটাকে ভালোবাসে মন প্রাণ উজার করে৷ এদের কাছে থাকে ভালোবাসা নামক জাদুর মেশিন। মন ভালো করা জাদুর মেশিন৷ মন খারাপ করা জাদুর মেশিনও থাকে। তবে সেই মেশিন শুধু নিজেদের বেলায় প্রয়োগ করে। অন্যদের নয়। সর্বপরি, মানুষ নামক পাথরে হৃদয়ে প্রেমের ফুল ফোটানোর ঐশ্বরিক ক্ষমতার মেশিনও থাকে।

রুদ্রকে খাওয়িয়ে হৈমী না খেয়েই ওঠে যাচ্ছিল। তৎক্ষনাৎ ওর হাত টেনে ধরে রুদ্র। বলে,

-” আমার সামনে বসে সুন্দর করে প্রতিটি পদ দিয়ে ভাত খাও তো। আমি চাচ্ছি এই তিনদিন তোমার করা প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখতে। যাতে চলে যাবার পর এগুলো স্মৃতিচারণ করতে পারি। ”

থেমে যাওয়া কান্নাটা হুহু করে ফিরে এলো। রুদ্র বলল,

-” আহ চলেই তো যাবে। যাওয়ার আগে এভাবে কষ্ট দিচ্ছ কেন? এ পৃথিবীতে দুটো মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না। এক সূচনা দুই তুমি। ”

অধর কামড়ে কান্না আটকালো হৈমী। গলা দিয়ে খাবার নামতে চাইল না। জোরপূর্বক পানির সাহায্যে গিলল সে। খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রুমে প্রবেশ করতেই সহসা রুদ্র একটি ব্যাগ হাতে ধরিয়ে দিল। বলল,

-” তোমাকে শাড়িতে দেখতে মন চাচ্ছে। শাড়ি পড়তে পারো না জানি, তবুও যেভাবে পারো পরে নাও। আর হ্যাঁ ভিতরের পেপার গুলো ভালোভাবে দেখে নিও। ”

কথাগুলো বলে রুম থেকে চলে যেতে উদ্যত হলো। আবার থেমে গিয়ে বেরোনোর পূর্বে বলে গেল,

-” শাড়িটা পরে পেপার গুলো ধরবে এর আগে নয়। ”

কোনোরকমে শাড়ি পরে হন্তদন্ত হয়ে পেপার গুলো দেখল। ভেবেছিল ডিভোর্স পেপার। মনে মনে ঠিক করেছিল ডিভোর্স পেপার হলে এগুলো পুড়িয়ে দেবে। কিন্তু নাহ এগুলো ডিভোর্স পেপার নয়। ব্যাংকের কাগজপত্র। যতটুকু বুঝল তার নামে একটি একাউন্ট খোলা হয়েছে আর সেখানে বেশ বড়ো এমাউন্টের টাকাও আছে। মুহুর্তেই আঁতকে ওঠল সে। কীসের টাকা এগুলো। মানুষের ডিভোর্স হলেও জামাই টাকা দিয়ে দেয় শুনেছে। তাহলে কি সেটাই? হৃদয়টা আবারো খানখান হয়ে গেল তার। রাগে, দুঃখে ছুঁড়ে ফেলল পেপার গুলো। অমনি চোখ পড়ল আরো একটি পেপারে। যেখানে গোটাগোটা অক্ষরে কিছু লেখা। সে ধাতুপাত করে পেপারটা হাতে নিল। লেখা গুলো পড়তে পড়তে তার শরীরটা আচমকা অসাড়ে অনুভূত হলো।

-” মিসেস ডার্লিং, মাই সুইট প্যারোট, হটেস্ট জান, লিটল ওয়াইফ, আপনার দেনমোহরের পুরো টাকাটাই পরিশোধ করা হয়েছে। এগুলো হয়তো আপনার মাথায় খুব একটা ঢুকবে না। প্রয়োজনও নেই। শুধু প্রস্তুত থাকুন। আর হ্যাঁ সরি টরি আমার দ্বারা হবে না। আরো একটি হুশিয়ারী দিই , যা কিছু হবে সব স্বাভাবিক, আজ আপনি যে রুদ্রকে পেতে চলেছেন সেই রুদ্রই চিরকাল আপনার জীবনে ধ্রুব সত্য হয়ে থাকবে ইনশাআল্লাহ । ”

চলবে…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here