বিরহ শ্রাবণ পর্ব ২১

0
845

#বিরহ_শ্রাবণ
#পর্ব_২১
#লেখিকা:সারা মেহেক

জীবনে সুখময় মুহূর্তগুলো কেনো যেনো ক্ষণস্থায়ী রূপে আসে। তীব্র চাওয়া সত্ত্বেও সে সুখকর মুহূর্তগুলোর স্থায়িত্ব বাড়ানো যায় না। বরং সে সময় চারধার দিয়ে বিরহের মুহূর্ত আষ্টেপৃষ্টে ধরে। ইয়াসির মামার সাথে আমার সম্পর্ক খুব একটা মজবুত ছিলো না। আবার আমাদের মধ্যকার বোঝাপড়াও একেবারে ফেলনা ছিলো না। মূলত ইয়াসির মামার গরম মেজাজের কারণে উনার সাথে সবসময় মেপে মেপে কথা বলতাম। কিন্তু এতে যে আমার প্রতি ইয়াসির মামার স্নেহ কমে গিয়েছিলো তা নয়। বরং আমার মনে হতো কম কথার মানুষ ইয়াসির মামা অনামিকার মতোই আমাকে স্নেহ করতো। কিন্তু হঠাৎ সেই ইয়াসির মামার মৃ’ত্যু আমাকে ভেতরে থেকে নাড়িয়ে দেয়। গতকাল প্রোজ্জ্বল ভাইয়ের কাছে যখন শুনেছিলাম ইয়াসির মামা এক্সিডেন্ট করে স্পট ডে’ড তখন কিছুতেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না এ কথাটি। এই তো দু দিন আগেও উনাকে বাড়ির সামনে হাঁটতে দেখলাম। আর আজ সে মানুষটা মৃ’ত!
গতকাল প্রোজ্জ্বল ভাই ইয়াসির মামার মৃ’ত্যু সংবাদ শোনামাত্র আমাকেসহ মামি, নানু, খোদেজা মামি ও অনামিকাকে নিয়ে হসপিটালে যায়। হসপিটালে যাওয়ার পুরো রাস্তায় খোদেজা মামি ও অনামিকা ম’র’ণ কান্না জুড়ে দিয়েছিলো। কোনোভাবেই তাদের থামানো যাচ্ছিলো না। ওদিকে মামি ও নানুও কাঁদছিলো। তাদের এ কান্না দেখে আমিও আড়ালে কেঁদে দিয়েছিলাম। যেখানে ঐ মুহূর্তে আমার উচিত ছিলো অনামিকা ও খোদেজা মামিকে সান্ত্বনা দেওয়ার সেখানে আমি নিজেই কেঁদে যাচ্ছিলাম এবং আমাকে সান্ত্বনা দিয়েছিলেন খোদ প্রোজ্জ্বল ভাই।

তখন হসপিটালে পৌঁছানোর পর ইমার্জেন্সি বিভাগে ছোটখাটো একটা ভীড় দেখেলাম। সে ভীড় ঠেলে এগিয়ে দেখলাম অভ্র ভাই ও মামা স্তব্ধ দৃষ্টিতে সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচারের দিকে চেয়ে আছেন। অর্থাৎ ওটাই ইয়াসির মামার লা’শ ছিলো। খোদেজা মামি ও অনামিকা স্ট্রেচার দেখেই এক দৌড়ে এগিয়ে যান সেখানে। ইয়াসির মামাকে দেখে তাদের কান্নার বেগ পূর্বের তুলনায় বেড়ে দ্বিগুণ হলো। আমরা অনেক চেষ্টার পরও তাদের দুজনকে স্ট্রেচারের কাছ থেকে সরাতে পারছিলাম না।

গতকালই ইয়াসির মামার লা’শ নিয়ে বাড়িতে ফিরি আমরা। প্রথমত এটা এক্সিডেন্টে কেস হওয়ায় হসপিটাল কর্তৃপক্ষ ইয়াসির মামার পোস্টমর্টেম করতে চেয়েছিলো। কিন্তু মামা ও প্রোজ্জ্বল ভাইয়ের অনুরোধে তারা পোস্টমর্টেম ব্যতিতই আমাদের কাছে লা’শ হস্তান্তর করে দেয়।
এক্সিডেন্টের ফলে ইয়াসির মামা মাথায় আঘাত পেয়েছিলেন। সেই আঘাতেই মৃ’ত্যু হয় উনার। বাড়িতে নিয়ে আসার পর ঐ অবস্থাতেই উনাকে গোসল করানো হয়। অতঃপর পরিপাটি করে কা’ফ’নের কাপড় দিয়ে উনার লা’শ মুড়িয়ে খাটিয়াতে শুইয়ে রাখা হয়। এভাবেই সারারাত থাকার পর আজ বাদ যোহরে উনার কবর দেওয়া হয়। গতকাল সারারাত কান্না করার পর অনামিকা আজ পুরোপুরি নির্বাক হয়ে বসে ছিলো। আজ এক ফোঁটাও চোখের জল ফেলতে দেখিনি ওকে। কিন্তু ইয়াসির মামার খাটিয়া নিয়ে যাওয়ার সময় ওর চোখে অদ্ভুত শূন্যতা দেখেছি। দেখেছি অসহায়ত্ব। যে শূন্যতা ও অসহায়ত্ব যে কারোর হৃদয় কাঁপিয়ে দিতে সক্ষম। এই ঘটনাই ছটফট অনামিকাকে একেবারে শান্তশিষ্ট করে দিয়ে গেলো।
ওদিকে খোদেজা মামি গতকাল রাতে কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন। আবার আজও খাটিয়া নিয়ে যাওয়ার সময় ছোট বাচ্চাদের মতো মাটিতে গড়াগড়ি করে কেঁদেছিলেন উনি। এখন দুপুর তিনটা বাজে। খোদেজা মামি এখনও উঠোনে বসে বসে বিলাপ করে কাঁদছেন। আর অনামিকা নিষ্পলক চাহনিতে বারান্দায় বসে আছে। দুজনের এ নি’র্ম’ম পরিস্থিতি দেখে আমি কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারলাম না। দ্রুত নিজের রুমে এসে দরজা আটকিয়ে ইচ্ছামতো কাঁদলাম।
আজ অভ্র ভাইয়ের চোখে পানি দেখেছিলাম। যে অভ্র ভাইকে আমি কখনো কাঁদতে দেখিনি সে অভ্র ভাই আজ ইয়াসির মামার খাটিয়া কাঁধে উঠানোর সময় বাচ্চাদের মতো কাঁদছিলেন। খুব ইচ্ছে করছিলো, উনার পাশে গিয়ে উনাকে সান্ত্বনা দেই। উনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে কিছু কথা বলি। অভ্র ভাইয়ের এ অবস্থা দেখে আমার আরো কান্না পেলো। কান্নার গতি পূর্বের তুলনায় বেড়ে গেলো।

———-

ইয়াসির মামা মা’রা গিয়েছে আজ দুদিন হলো। এ দুদিনেও অভ্র ভাইদের বাড়ির কারোর শোক কমেনি। আর কমবেই বা কি করে! তারা প্রত্যেকেই প্রিয়জন হারিয়েছে। আর প্রিয়জন হারানোর শো’ক যে এতো দ্রুত কাটে না তা আমি বেশ ভালো করেই বুঝি।
অভ্র ভাই হসপিটাল থেকে কয়েকদিনের ছুটি নিয়েছেন৷ এ দুদিন উনি ঘর থেকে বের হয়নি বললেই চলে। বাবা হারানোর শোক উনাকে যে কিভাবে গ্রাস করেছে তা উনার মলিন চেহারার ভগ্ন ও উদাস চাহনি দেখেই টের পাওয়া সম্ভব। অভ্র ভাইয়ের সাথে ইয়াসির মামার ভীষণ মিল ছিলো। ইয়াসির মামা অভ্র ভাইকে অনেক আদর যত্ন করতেন। দুজনের মধ্যে সম্পর্কটা বাপ বেটার চেয়ে বন্ধুর ন্যায় বেশি ছিলো এবং মজবুত ছিলো। এ কারণেই অভ্র ভাই আরো ভেঙে পড়েছেন। এ দুদিন উনি ঠিকভাবে আমার সাথে কথাও বলেননি। হয়তো একা একা নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন।

বিকেলের পর আমি অভ্র ভাইদের বাড়িতে যাওয়ার পর অনামিকার সাথে কিছু সময় কাটালাম। বাবা হারানোর শোকে পাগলপ্রায় মেয়েটা এ দুদিনেই যেনো শুকিয়ে অর্ধেক হয়ে এসেছে। এতোক্ষণ যাবত আমরা ইয়াসির মামাকে নিয়েই কথা বলছিলাম। কথার মাঝে আমার চোখজোড়া জলে ভিজে উঠলেও অনানিকা হু হু করে কেঁদে উঠলো। আমি আর উপায় না পেয়ে ওকে শুইয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে বেরিয়ে এলাম। মেয়েটা কাঁদুক। একান্তে কিছু সময় কাঁদুক। এভাবে কাঁদতে কাঁদতে দ্রুতই ঘুমিয়ে পড়বে ও৷ অনামিকার রুম থেকে বেরিয়ে অভ্র ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়ালাম। দরজায় কড়াঘাতের জন্য হাত চাপতেই দেখলাম দরজা খোলা আছে। তাই আমি অনুমতি না নিয়েই উনার রুমে ঢুকে পড়লাম। উনার রুমে ঢুকেই দেখলাম খাটের পাশে হেলান দিয়ে ফ্লোরে বসে আছেন উনি। হঠাৎ আমার আগমনে যে খানিক চমকে উঠেছেন তার উনার অঙ্গভঙ্গি দেখেই টের পেলাম।

আমাকে রুমে দেখে অভ্র ভাই সোজা হয়ে বসে বললেন,
” এসো চন্দ্রিমা এসো। ”

আমি প্রত্যুত্তর না দিয়ে হেঁটে গিয়ে উনার পাশে বসলাম। প্রথম পর্যায়ে আমাদের মাঝে কোনো কথা হলো না৷ তবে কিছুক্ষণ পর অভ্র ভাই-ই নিজ হতে কথা আরম্ভ করলেন৷ প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে ধীরেসুস্থে বললেন,
” সরি চন্দ্রিমা, এতোদিন ঠিকভাবে তোমার খোঁজ না নেওয়ার জন্য৷ আমি কেমন স্বামী হবো বলো তো, বিয়ের আগেই তোমার খোঁজখবর নিচ্ছি না। তাহলে বিয়ের পর কি করবো!”

অভ্র ভাইয়ের কথার মাঝে অপরাধবোধের দেখা মিললো। কিন্তু এ পরিস্থিতিতে উনার অপরাধবোধ আসা যুক্তিসংগত নয়। ফলে আমি সঙ্গে সঙ্গে বললাম,
” এমন কেনো বলছেন আপনি! এখন বাড়িতে যে পরিস্থিতি চলছে তাতে সবার স্বাভাবিক থাকাটাই অস্বাভাবিক হয়ে পড়ছে। আর আপনি আমার খোঁজ না নেওয়ার জন্য সরি বলছেন! আর বলবেন না এমন। আমি বুঝতে পারছি আপনার পরিস্থিতি। ”

উনি আর প্রত্যুত্তর করলেন না৷ আমাদের মাঝে আবারো পূর্বের ন্যায় নীরবতা বিরাজ করলো। কিছুক্ষণ পর অভ্র ভাই আবারো বললেন,
” জানো চন্দ্রিমা? বাবার সাথে না আমার খুব মিল ছিলো। আমি মায়ের চেয়ে বাবাকে বেশি ভালোবাসতাম। কেনো ভালোবাসতাম তা জানি না। তবে বাবা আমার জন্য আদর্শ ছিলো। আমার ভুল সঠিক সবকিছুর দিক নির্দেশনা দিতো। আমাকে সকল পরিস্থিতিতে সাপোর্ট করতো। বাইরের মানুষের কাছে বাবা অনেক রাগী ব্যক্তিত্বের হয়ে থাকলেও আমার কাছে সে ছিলো মুক্তমনা হাসিখুশি একজন মানুষ। কিন্তু দেখো, আজ বাবা নেই চন্দ্রিমা। আজ আমার আদর্শ আমার পাশে নেই। আমাকে সাপোর্ট দেওয়ার মানুষটা পাশে নেই। আমি যে সম্পূর্ণ একা হয়ে পড়েছি চন্দ্রিমা। আমি কি করে নিজেকে সামলাবো? আমি কি করে অনামিকা আর মাকে সামলাবো? কিচ্ছু বুঝতে পারছি না আমি। কিচ্ছুই না।”
এই বলে অভ্র ভাই নিঃশব্দে কেঁদে উঠলেন। কয়েক সেকেন্ডের মাঝে উনার কান্নার আওয়াজ পুরো রুমে ছড়িয়ে পড়লো। উনাকে এভাবে কাঁদতে দেখে আমি ভীষণ অসহায় বোধ করছি। সহ্য করতে পারছি না উনার এ অবস্থা। কিন্তু আমি যে উনাকে সান্ত্বনা দিবো সে ভাষাটাও খুঁজে পাচ্ছি না আজ। শব্দের ভাণ্ডার হাতড়ে হাতড়ে কিছু শব্দ খুঁজে পেলাম বোধহয়। বললাম,
” আপনি নিজেকে শক্ত করুন অভ্র ভাই। আপনি নিজেকে শক্ত না করলে মামি আর অনামিকাকে কে সামলাবে। ঐ দুজন যে এখন আপনার ভরসায়ই ঠিকে আছে! ”

” আমি জানি না চন্দ্রিমা। আমি জানি না নিজেকে কিভাবে সামলাবো৷ কিভাবে এ পরিস্থিতি হতে বেরিয়ে আসবো।”
এই বলেই উনি মুখে হাত দিয়ে কেঁদে দিলেন৷ আমি আর না পেরে উনার কাঁধে হাত দিয়ে বললাম,
” প্লিজ অভ্র ভাই কান্না থামান৷ আপনার এ কান্না দেখে আমার ভালো লাগছে না। আমারও কান্না পাচ্ছে।”
অভ্র ভাই এবারও প্রত্যুত্তর করলেন না। তবে আকুল কণ্ঠে আমায় অনুরোধ করে বসলেন।
” তোমার কোলে একটু মাথা রাখতে পারি চন্দ্রিমা? আমার সবকিছু খালি খালি লাগছে। আমাকে একটু আশ্রয় দাও তোমার কাছে। ”
অভ্র ভাইয়ের ব্যাকুল কণ্ঠের আবেদন আমি ফেলতে পারলাম না। আলতো করে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক জবাব দিলাম। উনি আমার সম্মতি পেয়ে কিছুটা পিছিয়ে আমার কোলে মাথা রাখলেন।ভেবেছিলাম এভাবে মাথা রাখার পর উনি বোধহয় কান্না থামিয়ে দিবেন। কিন্তু উনি তা করেননি। বরং পূর্বের ন্যায় কেঁদে গিয়েছেন তবে একেবারেই নীরবে। আমি এবার আর বাঁধা দিলাম না উনাকে। বরং উনার মাথায় আলতো হাতে বিলি কেটে দিতে লাগলাম। এভাবেই কতক সময় কেটে গেলো……….

——————-

কেটে গিয়েছে আরো দু সপ্তাহ। এক মাস আগে এ সপ্তাহের শুক্রবারেই আমাদের বিয়ের তারিখ পাকা হয়েছিলো। কিন্তু ইয়াসির মামার মৃ’ত্যুতে সবকিছুই থমকে গিয়েছিলো। ধীর হয়ে এসেছিলো অভ্র ভাইদের জীবনযাত্রা। তবে ইয়াসির মামার কথা ভেবেই আমাদের বিয়েতে আর দেরি করতে রাজি হলেন না কেউ। ফলস্বরূপ আমাদের বিয়ের তারিখ পুনরায় পাকা হলো। এ সপ্তাহের পরের সপ্তাহের শুক্রবারেই আমাদের বিয়ের অনুষ্ঠান করবে। তবে পারিপার্শ্বিক ও পারিবারিক অবস্থার বিবেচনায় হলুদ ও বিয়ের অনুষ্ঠান যথাসম্ভব ছোট পরিসরে রাখার ব্যবস্থা করা হয়েছে। হলুদের অনুষ্ঠান শুধু এ আমাদের দুই বাড়ি, আমার চাচারা ও আশেপাশের দু বাড়ির মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

কলেজ শেষে অভ্র ভাইয়ের সাথে দুপুরের খাবার খেতে বের হলাম। উনি দু ঘন্টার জন্য ডিউটি ডিপার্টমেন্টের অন্য ডাক্তারকে দিয়ে এসেছেন৷

রেস্টুরেন্টে খাওয়াদাওয়া শেষে একটা বিলের পাশে গিয়ে বসলাম আমরা। দুজনে মাটিতে বসে আধো আধো উত্তাপময় দুপুরের স্নিগ্ধ হাওয়া উপভোগ করছি।
বেশ কিছুক্ষণ পর অভ্র ভাই মুগ্ধ কণ্ঠে বললেন,
” কতদিন পর বাইরের ঠান্ডা হাওয়া উপভোগ করছি। আহ, সময়টাই অন্যরকম!
চারপাশে শীতল হাওয়া, পাশে আমার প্রেয়সী কম হবু স্ত্রী। কি এক দারুণ মুহূর্ত! মন চায় রোজ এমন সময় কাটাই। ”

আমি মৃদু হেসে বললাম,
” ঠিক আছে। এভাবে রোজ বিকেলে এখানে আসবো আমরা। ”

আমার কথায় উনি সশব্দে হেসে বললেন,
” তা করলে আমার সংসার চালানোর, আয় রোজগারের যে একমাত্র আশা ভরসা আছে সেটাও শেষ হয়ে যাবে। আমি আরো ভাবছি, এক্সট্রা টাকা আয় করবো কি করে। আমার যে বেতন, এ বেতন দিয়ে আমাদের তিনজনের চলা কষ্টকর হয়ে যাচ্ছে। আবার পরের মাস থেকে তোমার খরচাপাতিও চালাতে হবে। ”

এতোক্ষণ মনটা ফুরফুরে থাকলেও অভ্র ভাইয়ের এ কথায় আমার মাথায় চিন্তারা দানা বাঁধতে শুরু করলো। আসলেই, এক উনার বেতন দিয়ে আমরা চারজন কি করে চলবো! তার উপর আবার প্রতিমাসে অনামিকার কলেজের বেতন, প্রাইভেটের বেতন। কি করে সম্ভব এ ক্ষুদ্র আয় দিয়ে!

অভ্র ভাই দীর্ঘশ্বাস ছাড়লেন। বললেন,
” বাবা বলেছিলো, বিয়ের পর এফসিপিস পার্ট ওয়ানের উপর পড়াশোনা করতে। আমার এ ডিগ্রির খরচাপাতি সব বাবাই দেখবে বলেছিলো। কিন্তু এখন তা আর সম্ভব না। আমার ফারদার পড়াশোনা কন্টিনিউ করতে আরো টাকা প্রয়োজন। এজন্য ভাবছি, একটা ক্লিনিকে জব নিবো। রাতে যত সময় দেওয়া যায় দিবো। এতে যদি একটু হেল্প হয়। ”

” আপনার পরিচিত কোনো ক্লিনিক আছে যেখানে ভালো বেতন দেয়?”

” হুম আছে। তবে তা শহর থেকে একটু দূরে। এজন্যই সমস্যা হয়ে যাচ্ছে। তবে দেখি কি করা যায়। ”
এই বলে উনি আমার কাঁধে মাথা রাখলেন। বললেন,
” চন্দ্রিমা, তুমি এসবে হয়তো বিরক্ত বোধ করছো কিন্তু কি করবো বলো। তুমি আর প্রোজ্জ্বল ছাড়া আমার ভেতরকার কষ্টগুলো বের করার মতো কেউ নেই। তোমাদের সাথেই সব শেয়ার করি। ”

” আমি বিরক্ত বোধ করছি না। আর কয়দিন পরই তো এ সংসার আমারও হবে। তখন আমারও তো কিছু দায়িত্ব থাকবে। ভাবছি, বিকেলে একটা প্রাইভেট পড়ানো শুরু করবো যেনো আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি। এমনিতে বিকেলে আমার পড়া হয় না। তাই ঐ সময়টুকু কাজে লাগানো যেতেই পারে। আর হ্যাঁ, আপনি মোটেও চিন্তা করবেন না। আমি সব পরিস্থিতিতে সবসময় আপনার পাশে আছি। ”

অভ্র ভাই প্রত্যুত্তর করলেন না। বরং আমার বাম হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নীরবে বসে রইলেন।

—————-

কিছুক্ষণ আগেই হলুদের ছোট্ট কার্যক্রম শেষ হয়েছে। ঘরোয়াভাবে বেশ মজা করেই হলুদের অনুষ্টান শেষ করেছি আমরা। এখন মেহেদি দেওয়ার পালা। হলুদের শাড়ি বদলে থ্রিপিস পরে এসে মেহেদি নিতে বসলাম আমি। মেহেদি দেওয়ার জন্য প্রত্যাশা আপুর এক বান্ধবী এসেছে যার শহরে নামকরা একটা পার্লার আছে। আপুর বান্ধবী হওয়ায় মেহেদি দেওয়ার খরচও অর্ধেক হয়ে এসেছে।

এক হাতে মেহেদি পরানো শেষে অপর হাতে মেহেদি দেওয়া শুরু হয়েছে। কিন্তু মেহেদি দেওয়ার মাঝেই বাতাসে শ্যাম্পু করা চুলগুলো কপালের সামনে অবাধ্যে উড়াউড়ি করছে। দু তিনবার হাতের কনুই দিয়ে তা সরিয়ে দিলেও আবার যা লাউ তাই কদু হয়ে যাচ্ছে। অসময়ে অবাধ্য চুলগুলোর নাচুনি ভীষণ বিরক্তি ধরিয়ে দিচ্ছে। মাঝে অবশ্য আপু নিজ হাতে মেহেদি দিতে দিতে আমার চুল ঠিক করে দিয়েছিলো। কিন্তু এতে লাভ হয়নি খুব একটা। এক পর্যায়ে এ নিয়ে ভীষণ বিরক্ত হওয়ায় জোরে নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বললাম,
” মনটা চাচ্ছে, এক্ষুণি এ চুলগুলো কেটে ফেলি। ”

” খবরদার এ চিন্তা ভুলেও মাথায় আনবি না। ”
এই বলে অকস্মাৎ প্রোজ্জ্বল ভাই পিছন হতে আমার মাথায় ব্যান্ড দিয়ে চুলগুলো পিছনে নিয়ে এলেন। উনার এরূপ অকস্মাৎ আগমনে চকিত দৃষ্টিতে পিছনে ফিরে তাকালাম উনি। আমার এ চাহনিতে উনি মৃদু হেসে আমার পাশে ফ্লোরে বিছানো তোষকে এসে বসে পড়লেন। হাঁটু দুটো ভাঁজ করে দু হাত হাঁটুর সামনে দিয়ে বললেন,
” এই সামান্য কারণে এতো সুন্দর চুলগুলো কেটে ফেলবি! সাহস তো কম না তোর! তুই জানিস, তোর চুলগুলো কি সুন্দর! আমার ভীষণ পছন্দের তোর চুলগুলো। ”

আমি বললাম,
” চুলগুলো আমার মাথায় আছে প্রোজ্জ্বল ভাই। আপনার মাথায় না। এরা যে মাঝে মাঝে কি ডিস্টার্ব করে তা তো জানেন না আপনি। এজন্যই মন চায় কেটে ফেলি। ”

আমার কথার প্রত্যুত্তর স্বরূপ উনি কিছু বলতে গিয়েও থেমে গেলেন। আমি সেদিকে আর খেয়াল না করে জিজ্ঞেস করলাম,
” আমি যে চুল কাটার কথা বললাম তা আপনি জানলেন কি করে?”

বহুদিন পর আবারো প্রোজ্জ্বল ভাই আমার মাথায় একটা গাট্টা মে’রে বললেন,
” তুই তো একটা নাদান বাচ্চা। এতোকিছু বুঝবি না কি! চুপচাপ বসে মেহেদি নে। বেশি নড়াচড়া করলে নষ্ট হয়ে যাবে। ”

আমি আর কথা বাড়ালাম না। কিছুক্ষণ পর ঐ আপু বললেন,
” নাম বলো।”

কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে যে উনি কার নাম জিজ্ঞেস করলেন। আমি প্রস্তুত হয়ে অভ্র ভাইয়ের নাম বলতে যাবো, কিন্তু এর পূর্বেই প্রোজ্জ্বল ভাই জিজ্ঞেস করলেন,
” কার নাম বলবে?”

ঐ আপু বললেন,
” কেনো, চন্দ্রিমার উডবি হাজবেন্ডের নাম। ”

” ওহ। হাজবেন্ডের নামও হাতে লিখতে হয়!”

” হ্যাঁ। কেনো আপনি জানেন না এখনকার সব মেয়েরাই তাদের হাজবেন্ডের নাম হাতে লিখে? ”

প্রোজ্জ্বল ভাই বোকাসোকা হেসে বললেন,
” নাহ, জানা ছিলো না। আচ্ছা আপনি লিখুন। অভ্র, অভ্র নাম লিখুন।”

” আচ্ছা। ”

প্রোজ্জ্বল ভাই আর কথা না বাড়িয়ে উঠে চলে গেলেন। পিছে সিঁড়ি দিয়ে নামার পথে একবার পিছনে ফিরে আমার দিকে চেয়ে মৃদু হাসলেন।

—————–

পার্লারের ঐ আপুটাই আজ আমাকে সাজাতে এসেছে। বাড়িতেই বিয়ের সাজ শেষ করলেন উনি। সকাল থেকে সাজগোজ শুরু করে মাত্রই শেষ করলেন উনি। সাজতে ঠিক কতক্ষণ লাগলো তা দেখতে ঘড়ির দিকে তাকালাম। প্রায় বারোটা বাজে। এই ব্রাইডাল সাজ দিতে উনার সময় লাগলো প্রায় আড়াই ঘণ্টা। সাজানো শেষে উনি বিয়ের লাল বেনারসী পরিয়ে দিলেন আমাকে। অতঃপর বিয়ের সকল গহনা দিয়ে আমাকে পরিপূর্ণভাবে সাজিয়ে মাথায় ওড়না দিয়ে আয়নার সামনে নিয়ে বসালেন। আয়নার সামনে বসার পর আমি অবাক নয়নে নিজেকে দেখলাম। বিয়ের সাজে আমি নিজেকে চিনতেই পারছি না। এ কি আদৌ আমি! গায়ে লাল বেনারসি, মাথায় লাল ওড়না, গলায় ভারী ওজনের মালা, নাকে নোলক, মাথায় টিকলি, হাতে চুড়ি, এ যেনো অন্য আরেক আমি! মন চাইছে বিয়ের সাজে এভাবেই অভ্র ভাইকে একটা ছবি তুলে পাঠাই। অবশ্য, আজ সকাল থেকে উনার সাথে আমার একবারও কথা হয়নি। আমি কয়েকবার কল দিয়েছিলাম কিন্তু উনি রিসিভ করেননি। আমি আবারো কল দিতে ফোন তুললাম। এরই মধ্যে আমার রুমে প্রবেশ করলেন প্রোজ্জ্বল ভাই। দরজা খুলেই আমাকে দেখে কয়েক সেকেন্ডের জন্য নিষ্পলক চেয়ে রইলেন আমার দিকে। উনার এ নিষ্পলক চাহনিতেও বিরাজ করছিলো বিস্মিত ভাব। বোঊ করি, উনি আমায় হয়তো এ রূপে আশা করেনি!

প্রোজ্জ্বল ভাই ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালেন। বিস্মিত কণ্ঠে বললেন,
” এটা কি তুই চন্দ্রিমা! বিশ্বাসই হচ্ছে না। তোকে আজ কি দারুণ লাগছে দেখতে তুই জানিস? চোখ ফেরানোই দায় হয়ে পড়েছে। ”

প্রোজ্জ্বল ভাইয়ের এহেন প্রশংসায় আমি লজ্জায় মিইয়ে এলাম। কিছু প্রশংসামূলক কথা শোনার পরিবর্তে উনাকে ধন্যবাদ দিতে চাইলাম। কিন্তু এর পূর্বেই আমার ফোনের ম্যাসেজ নোটিফিকেশন বেজে উঠলো। ফোনের স্ক্রিন অন করে ম্যাসেজ পড়তেই আমার পুরো দুনিয়া যেনো থমকে এলো। কয়েক সেকেন্ডের জন্য শ্বাস প্রশ্বাস উভয়ই বন্ধ হয়ে এলো যেনো। অভ্র ভাইয়ের ম্যাসেজ এসেছে,
” আমি এ বিয়ে করতে পারবো না। ”
®সারা মেহেক

—১ম খণ্ডের সমাপ্তি—

( প্রথম খণ্ড এখানেই শেষ। খুব শীঘ্রই এর দ্বিতীয় আসবে ইন শা আল্লাহ। ততদিন না হয় একটু অপেক্ষা করুন। কিছু কারণে এর দ্বিতীয় খণ্ড আনছি। আর এ অপেক্ষার জন্য আগে থেকেই ক্ষমাপ্রার্থী। যারা এখনও পড়েননি, তারা গল্পটা পড়ে রাখতে পারেন)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here