প্রেমের উষ্ণ ধোঁয়াতে পর্ব ২২

0
1526

#প্রেমের_উষ্ণ_ধোঁয়াতে
#লেখিকাঃ আসরিফা সুলতানা জেবা
#পর্ব____২২

মানুষের মন পরিবর্তনশীল। ক্ষণে ক্ষণে বদল হয় মনের রূপ। এককালে যেই জিনিসটা তিক্ত মনে হয়,সময়ের স্রোতে সেই জিনিসটাই আকর্ষণীয় লাগে,তীব্রভাবে গেঁথে যায় হৃদয়স্থে। অবজ্ঞা, অনাদরে ফেলে রাখা জিনিসটা একটা সময় হয়ে যায় অতিশয় প্রয়োজন। অত্যধিক তেঁতো লাগলেও কালের পরিক্রমায় অমৃত মনে হয়। মানসিক,শারিরীক সুস্থতা নির্ভর হয়ে পড়ে সেই দুর্লভ বস্তুখানির ওপর। প্রহর নামক ব্যক্তিটাও সদ্য এক প্রেমের অতলস্পর্শে ডুবন্ত নারীর জীবনে ঠিক এমন। কিছু কাল পূর্বেও সে এই কিশোরীর অবুঝ চিত্তে তিত স্বাদ মিশ্রিত এক বদ পুরুষ হিসেবে শোভাময় থাকলেও, এইক্ষণে ক্ষুদ্র প্রাণের শ্বাস-প্রশ্বাস ক্রিয়া স্বাভাবিক গতিতে রাখার মূলমন্ত্র সে। কিন্তু হায়! কিশোরীর যে মাটি হতে ওই রূপালি চাঁদে স্পর্শ করার সাধ্য নেই।

পড়ার টেবিলে দুই হাত রেখে তার মধ্যে মুখটা গুঁজে রাখল নিশাত। চলছে দিন ও রাত্রির সন্ধিক্ষণ। রুমটা কিয়ৎ পরিমাণ তমসায় আবদ্ধ। উন্মুক্ত জানালার সরু অংশ হয়ে এক ঝাঁক মশাদের আগমন সাঁঝনামা সেই কক্ষটায়। এক দু’টো মশা নির্বিঘ্নে মেয়েটার ঘাড়ে বসে রক্ত চুষছে উৎফুল্লভাবে। এতে তার কোনো হেলদোল নেই। নিস্তব্ধ,নির্বাক নিশাত। অভ্যন্তরে যে বিষ-ক্রিয়া ছড়িয়ে পড়েছে প্রতিটি অঙ্গে-প্রত্যঙ্গে,শিরায়,ধমনীতে তার কাছে দৈহিক অংশে মৃদু ব্যথা নগন্য।

নিশাতের অক্ষিকোল খানিক সময় পর পর জলে পরিপূর্ণ হয়ে উঠছে,গাল ভিজে যাচ্ছে। নরম মাংসপিণ্ডের বুকে তীর রূপে অবিরত গাঁথছে প্রহরের সুমধুর, আড়ষ্টহীন কণ্ঠের একেকটা বাক্য। অসহনীয় যন্ত্র”””ণায় ছটফট করছে অন্দরমহলে বদ্ধ প্রাণপাখিটা। এইটুকুন বয়সে কীভাবে ও এত ভারী কষ্ট, ক্লেশের ভার বহন করবে! রুমের দিকে ধেয়ে আসা পায়ের আওয়াজে সে নিজেকে আরও গুটিয়ে ফেলল। নিঃসাড় দেহ নিয়ে ধাতস্থ হতে পারল না। টেবিলে ওভাবেই পড়ে রইল। কর্ণপাতায় হালকা হালকা আসল মায়ের ঝাঁঝের স্বর,

” রুমটাকে তুই কী বানিয়ে রাখছস নিশু? মাগরিবের আজান পড়ছে,আঁধার নামছে তুই দেখস না? ঘরে বাতি নাই,জানালা খোলা তোর আব্বা দেখলে রে*গে যাইব। সাঁঝ হইলে যে বাড়ির সকল জানালা লাগিয়ে দিতে হয় ভুলে গেছস?”

নিশাত নিশ্চুপ। উত্তর দিল না। চোখ বুঁজে স্রেফ শুনতে থাকল। রোকেয়া চওড়া মেজাজে গজগজ করতে করতে জানালা লাগালেন। নিশাতের হাবভাব সুবিধাজনক ঠেকছে না উনার নিকট। প্রহরকে পানি দিতে বললে সেই যে মুখ ফিরিয়ে ঘরকুনো হলো বের হবার নামদাম নেই। অকস্মাৎ মেয়েটার কী হলো বুঝতে অসফল তিনি। আবার এখন চুপ করে আছে বেয়া*দবের মতোন। মা যে কিছু বলছে তোয়াক্কা পর্যন্ত করছে না। আলো জ্বালিয়ে কষিয়ে কয়েক চ**ড় দিবে ভাবলেন। দীর্ঘদিন কোথাও বাস করলে অভ্যস্ত হয়ে যায় মানুষ কোথায় কী রাখতে হয় তাতে৷ ঘনঘটা অন্ধকারেও হাতড়ে লাইটের সুইচ খুঁজে নিলেন রোকেয়া। টিমটিমে সাদা দীপ্ততায় সৌন্দর্য ফিরে পেল পুরো রুমটা। উল্টো ঘুরে টেবিলের দিক নজর যেতেই হকচকিয়ে গেলেন উনি। ধ্বক করে উঠল বুক। তড়িৎ গতিতে টেবিলের দিক ছুটে আসলেন। মেয়ের বিধস্ত হাল পরখ করতেই শরীরে থরথর কম্পন আরম্ভ হলো। শশব্যস্ত হলেন তক্ষুনি,

” নিশু! এই নিশু? কী হয়েছে তোর? এভাবে বসে আছিস কেন?”

কোনো রাখঢাক নেই। রোকেয়ার চিন্তার মাত্রা বাড়ল। গায়ে হাত দিতেই আতঙ্কিত হয়ে পড়লেন। তীব্র উষ্ণতা সইতে না পেরে হাত সরিয়ে আনলেন বিদ্যুৎ গতিতে। নিশাতের কোমল কায়া নেতিয়ে পড়েছে উত্তাপে। জ্বরের তাপে জ্ঞান হারিয়ে অনুভূতিশূণ্য। সৌরভ মসজিদের উদ্দেশ্যে রওনা হচ্ছিল। বোনের ঘর থেকে মায়ের ডাক শুনে বিনা বিলম্বে উপস্থিত হলো সে। সাথে বাড়ির বাদ বাকি সকল সদস্য। রোকেয়া ওদের দেখে কান্নারত কণ্ঠে বললেন,

” জ্বরে হুঁশ হারাইছে,ওরে তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দে বাপ। ডাক্তার আন। ”

সৌরভ তড়িঘড়ি করে বিছানায় এনে শোয়াল নিশাতকে। জ্বর চেইক করে তারও বুকটা কেমন কেঁপে উঠল। বাজারে এ সময় ডাক্তার পাওয়া যাবে। কয়েকবার কল করেও না পেয়ে খালি পায়েই ছুটল সে বাজারের দিক। রোকেয়া ও ছোট ফুপি বালতিতে পানি এনে মাথায় ঢালতে লাগল,সাথে জলপট্টি। পিংকি ওর মায়ের পাশে দাঁড়িয়ে চাপা স্বরে অনুমতি চাইল,

” তোমারে একটা কথা বলি আম্মা? ”
নিশাতের চাচী তীক্ষ্ণ নজরে তাকালেন মেয়ের দিক। বিরক্তভরা কণ্ঠে সায় জানালেন। তখনই পিংকি সন্দেহ মিশিয়ে নিম্নস্বরেই বলল,
” আম্মা! ওরে আমি বেড়াইতে আসার পর থেকে দেখলাম কেমন মনমরা,কথা কম কয়। তারপর আজ প্রহর ভাই আসার পর দেখলাম খুশিতে মুখ ঢাইকা নিচে হাজির। উনি চলে যাবার পর আবার এখন বিছানায় পড়ছে। ব্যাপারটা কেমন দেখায় না?”

পিংকির মায়ের টনক নড়ে ওঠে। তিনি খেয়াল করেছেন শুরুতে ঠিকঠাক থাকলেও প্রহর যখনই বিয়ের কথা বলল নিশাত ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছিল না,অদ্ভুত আচরণ করছিল। বিষয়টা সাধারণ ভেবে তিনি মাথায় না ধারণ করলেও পিংকির কথায় ভুলের ছিটেফোঁটা নেই। সত্যি বলেছে সে,পুরোটা ব্যাপারই কেমন ঘোলাটে এবং সংশয়মিশ্রিত। এখন ঝামে**লাটা মিটে যাক! মুখ্যম সুযোগ মিললে রোকেয়ার সাথে কথা ভাগ করবেন তিনি।

সৌরভের ফোন বেজে চলেছে একাধারে। থামবার জো নেই। ওইপাশের ব্যক্তির অবস্থা বোধহয় বেতাল নয়ত এত কল কেন করবে! নাম্বারটা সেভ নেই,একেবারে নতুন ও অপরিচিত। তবুও বুঝল সে কে হতে পারে,কার অবস্থা উত্তেজিত হয় সে ফোন না ধরলে। গম্ভীর গলায় বলল,

” কী সমস্যা তোর? পা*গলের মতো এত রাতে কল দিচ্ছিস কেন? ”
ওপাশ থেকে হতভম্ব স্বর এলো,” তুমি কীভাবে জানলে আমি?”
” যেভাবেই জানি,তাতে তোর কী? কেন ফোন দিয়েছিস?”- ধম**কালো সৌরভ।
শিমুল হাল ছাড়ল না। ফের জিজ্ঞেস করল,” কীভাবে জেনেছ?”
” বললাম তো তোর এসব জানতে হবে না। ”
” জানতে হবে। বলো প্লিজ সৌরভ ভাইয়া। ”
ক্রোধে সৌরভের চোয়াল শক্ত হয়ে এলো। চিবিয়ে চিবিয়ে বলল,
” আমাকে তুই বাদে এত কল দিয়ে আর কে জ্বালাতন করবে?”
সোজাসাপ্টা অপ**মান। কিন্তু বুঝেও না বুঝার ভান করল শিমুল। মাখল না গায়ে। কিছু পেতে হলে যেমন কিছু হারাতে নয়, তেমনি ও সৌরভ ভাইয়াকে পেতে অনেক ধৈর্য্য ধরতে রাজি। সৌরভের আকস্মিক একটা বিষয় খেয়ালে চলে আসল। রসকষহীন,কাঠখোট্টা হয়েই প্রশ্ন করল,

” তুই আমায় কী বলে ডাকলি?”
” সৌরভ ভাইয়া। ”
” না,এটা না। তুই আমাকে তুমি করে কেন বলছিস?”
শিমুল তখন লজ্জা পেয়ে উত্তর দেয়,
” একদিন আপনি থেকে তুমিতে যেতেই হইব,তাই আগে থেকেই প্র্যাকটিস করতেছি। ”
সৌরভের ভেতরে দাউদাউ করে আ-গুন জ্বলে উঠল। কপালে ভাঁজ পড়ল গুটি কয়েক। ঝাঁঝালো, বুক কাঁপানো গলায় দৃঢ়ভাবে শা-সাল,
” ঠাটিয়ে একটা মা*রব, তোর আক্কেল জ্ঞান সব হবে। দুই ফুটের একটা মেয়ে। এখনও তোর দাঁত সব পড়েছে? চাপার দাঁতগুলো উঠছে? নিজেই একটা বাচ্চা আবার তুমিতে যাওয়ার স্বপ্ন দেখে। ফোন রাখ। ”
কাতর, আকুলতা শোনা গেল শিমুলের,
” কল রেখো না ভাইয়া দয়া করে। ”
সৌরভ অগ্রাহ্য করতে পারল না চিকন, মুগ্ধ কণ্ঠস্বর। রুক্ষতা বজায় রেখে বলল,
” কী বলবি?”
” নিশাত কোথায়? কখন থেকে কল করছি ওর খবর নেই। ওকে একটু ডেকে দাও না। ”
এ যাত্রায় একটুখানি নিভল সৌরভ। নিষ্প্রভ, ক্লান্ত স্বর,
” ওর শরীরের অবস্থা সন্ধ্যা থেকে খারাপ। স্যালাইন চলছে। আর এখন ঘুমে। ”
শিমুল আঁতকে উঠল। ব্যাথা-তুর কণ্ঠ তার,
” কী হয়েছে নিশুর?”
” জ্বরে দুর্বল হয়ে জ্ঞান হারিয়েছিল। হুঁশ ফিরলেও শরীরের হাল ভালো না। ডাক্তার এসে দেখে গিয়ে,,”
কথাখানি শেষ করতে পারল না সে। কল কেটে গেল টুপ করে। মনে মনে গা** লি দিতে গিয়েও থেমে গেল। নাদান এই মেয়ের জন্য গা**লি খরচ করা বোকামি। মোবাইলটা হাতে নিয়ে রুম থেকে বের হলো। ভাবল,একবার নিশাতকে দেখে আসা দরকার। রোকেয়া মেয়ের শিয়রদেশে বসে ছিলেন। চোখের পাতা বন্ধ হয়ে আসছে উনার। সৌরভের চোখে বিঁধতেই বলে,

” ও কি খেয়েছে মা? আর না খেলে তুমি গিয়ে খেয়ে নাও,এখন আমি বসি। তুমি খেয়ে আসলে চলে যাব। ”

রোকেয়া বিছানা ছাড়লেন। কিছু মনে পড়া গলায় বললেন,

” তোর আব্বার খাবার দেওয়ার সময় হয়ে গেছে। মেয়েরে দেখে মন খারাপ করে রুমে যে গেল আর তো ডাকল না আমারে। আমি বরং গিয়ে দেখি। ”

” আচ্ছা যাও। “– কথার মাঝে সৌরভের মোবাইলটা বেজে উঠল পুনশ্চঃ। চেয়ে দেখল শিমুল হোয়াটসঅ্যাপে অডিও কলও না সরাসরি ভিডিও কল দিয়ে বসে আছে। মায়ের সামনে ইতস্তত ছড়িয়ে পড়ল তার মধ্যে। রোকেয়া এক পলক নিশাতের মলিন,নিস্তেজ মুখখানা দেখে বেরিয়ে গেলেন। কলটা কেটে গিয়ে মেসেজ টোন বাজল। তাতে লেখা-‘ প্লিজ কলটা ধরো ভাইয়া। ‘
হুলুস্থুল কান্ড বাঁধাতে মেয়েটা পারদর্শী। সুতরাং রিস্ক নেওয়া আর বিপ**দ ডাকা সমান। এবং তা ভেবে ও কলটা ধরতে বাধ্য হলো। ধরা মাত্র শিমুল হড়বড়িয়ে বলে,

” ব্যাক ক্যামেরা দাও,নিশুকে দেখাও। জলদি দেখাও। ”
সৌরভ চাপা ধমকে উঠল,
” আস্তে মাইয়া! ইয়ারফোন আনি নি আমি,লোকে শুনবে।

ব্যাক ক্যামেরা ধরতেই শিমুলের অন্তরআত্মা কাঁপল। চোখের আরশিতে ভাসছে র*ক্তশূণ্য ফ্যাকাসে মুখটা। গলা ধরে আসল ওর,” তুমি অন্যদিকে তাকাও ভাইয়া। আমি তোমার জন্য ভালো করে নিশুকে দেখতে পাচ্ছি না। তুমি এক কাজ করো, ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিশুকে দেখাও। ”

বেজায় বিরক্ততে দাঁত কিড়মিড় করছে সৌরভ। অন্যত্র মুখ ফিরিয়ে ক্যামেরা ধরে রাখল নিশাতের মুখ বরাবর। শিমুল নিজের রুম থেকে বেরিয়ে ধীর পায়ে ভাইয়ের রুমে ঢুকল। প্রহর তখন বেলকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছিল। সাউন্ড মিউট করে শিমুল ডাকল তাকে,” ভাইয়া!”

আকাশের ঝলমলে তারাদের রাজ্যে প্রহরের নির্নিমেষ চাহনি। শিমুলের ডাকে সিগা””রেট টা বারান্দার প্রশস্ত রেলিংয়ের ওপর চেপে ধরল,হারিয়ে গেল তেজ। ফেলে দিল সিগা””রেটটা। ঘাড় বাঁকিয়ে তাকাতেই মুহূর্তের মধ্যেই জমে গেল সে। দৃষ্টি স্থির,অনিমেষ। ঠোঁট জোড়া নড়ল বুঝি। শিমুল কল কেটে দিল।

” ওর খুব জ্বর ভাইয়া৷ এ কারণেই তোমার ফোন তুলছিল না অথচ তুমি রে–গেমেগে আগুন। ”

বিস্ময়ে নিবিষ্ট কণ্ঠ কানে আসল,” কার জ্বর? ”

প্রত্যয় ও ঊষা একসাথে রুমে এসেছে। ওদের দিকে তাকিয়ে শিমুল প্রায় কাঁদো কাঁদো হয়ে জানায়,” নিশাতের।”
ঊষার ভেতরটা ছ্যাঁত করলে উঠল। নিদারুণ কষ্টমিশ্রিত গলায় বলে,” বেশি?”
” খুব বেশি আপু। ”
প্রহর নির্বিকার ভঙ্গিতে বলে ওঠে,” এসব ঢং ওই চু**রনির। আমার এনগেজমেন্টে আসবে না বলে তালবাহানা। ওই বাড়ি গিয়ে জ্বরের ভূ’ত নামাব আমি। শিমুল যা গাড়ির চাবি নিয়ে আয়। ”
প্রত্যয় দ্বিধান্বিত চাহনি নিক্ষেপ করল ভাইয়ের চেহারায়। বুঝল প্রহর। সোজাসাপ্টা বলল,
” কিছু বলবি?”
” প্রশ্নটা ব্যক্তিগত ভাই।”
প্রহর একটু ভাবল। অনুমতি দিল প্রত্যয়কে-” জিজ্ঞেস কর।”
বয়সের খুব বেশি ব্যবধান না হলেও বড় ভাইকে ভ-য় পায় প্রত্যয়,যেটা কখনো প্রকাশ করে না কিন্তু পায়। সংকোচ নিয়ে প্রশ্নসূচক বাক্য সাজালো উত্তরের আশায়,
” তুমি সত্যিই তনুজাকে বিয়ে করবে?”
প্রহরের কাটকাট কথা,” বিয়ে আবার মিথ্যা হয় নাকি রে?”
” না।”
সামান্য সহজ হলো সে। অভাবনীয় একটা প্রশ্ন করে,
” নিশাতের প্রতি তোমার কোনো অনুভূতি নেই? ”
প্রহর মোবাইল চাপতে চাপতে নিরলসভাবে বলল,
” অবশ্যই আছে। ও আমার মামাতো বোন। বোনের জন্য অনুভূতি থাকবে না? তোরও আছে। ”
” তুমি ওকে শুধুই মামাতো বোন ভাবো?”– সাহস করে ঊষা প্রশ্নটা করেই ফেলল।
প্রহর দৃষ্টি গরম করে বলল, ” তোদের ঘাড়ে ক’টা মাথা হয়েছে? আমাকে এমন অদ্ভুত প্রশ্ন করছিস কেন? ”
” অদ্ভুত ভাবনার সৃষ্টি তুমি করলে। তাই আমরা ভাবতাম,! ”
প্রত্যয় প্রলম্বিত নিঃশ্বাস ছাড়ে। প্রহর হাতের মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারে সহসা। লাগামহীন কণ্ঠে বলল,

” নিশুকে কী আমি কোলে করে ঘুরে বেড়িয়েছি? চুম্মা দিয়েছি? আর দুটো কাজিনের মতো শাসন করেছি,মে**রেছি বলে তোরা এসব ভাববি? বের হ দু’টো আমার ঘর থেকে। নয়ত আমার মুখ আরও খারাপ হবে বলে দিলাম। ”

ঊষা দ্রুত চলে এলো। প্রহর এমনিতে রা-গ প্রকাশ করে না কিন্তু রা-গ ভিতরে পুষে মাঝে মাঝে সীমাহীন বলে ফেলে।
____________________________

শিমুলকে নিয়ে মজুমদার বাড়ির পেছনে এসে দাঁড়াল প্রহর। বড় মামীকে কল দিল বার কয়েক। রোকেয়া নিশাতের সঙ্গে ছিল। বাড়ির মূল ফটক পার করে আসলেন পা টিপে টিপে,চুপিসারে। রোকেয়া ফিসফিস করে বলে উঠলেন,

” তোরা এখানে?”
প্রহর স্মিত হেসে বলল,
” নিশুর নাকি শরীর খারাপ? শুনেই শিমুলটা কাঁদছিল অনেক। বার বার বলছিল ওকে একটু দেখব ভাইয়া। দিনের বেলায় আমরা আসলে ভেজাল, সে কারণে রাতেই নিয়ে আসলাম। ”
শিমুল হতবুদ্ধি হয়ে ভাইয়ের দিক তাকাল। প্রহর ওকে এক হাতে বুকে জড়িয়ে নিয়ে আদুরে ভঙ্গি করে,” কাঁদিস না। মামী নিয়ে যাবে নিশুর কাছে। ”

রোকেয়া স্বামীর কারণে ভীত হলেও শিমুলের দিকে তাকিয়ে ভাবলেন।
” সবার ঘুমের ঠিক থাকলেও তোদের রবিন মামা রাত জাগা নিশাচর। ও যদি দেখে ফেলে?”
প্রহর আশ্বাস দিল,” দেখবে না মামী। তুমি টেনশন নিও না।”
” ঠিক আছে আয়। ”
প্রহর, শিমুল রোকেয়ার পেছন পেছন এলো। আসার সময় প্রহরের বুদ্ধিতে জুতা খুলে হাতে নিয়ে নেয় শিমুল। ওদের নিশাতের ঘরে ঢুকিয়ে রোকেয়া গেলেন সৌরভের ঘরের সম্মুখে পাহারাদার হতে। আর কেউ না জাগলেও,সৌরভের জেগে ওঠার সম্ভাবনা রয়েছে।

শিমুল দৌড়ে এগিয়ে গেল নিশাতের কাছে। হাতটা ছুঁয়ে দেখল ওর। আলতো করে ডাকল,” নিশু!”
তপ্ত গলায় থামালো ওকে প্রহর,” ওকে ডাকছিস কেন? যা মামীকে গিয়ে বল পানি দিতে। চো*রের মতো এসে গলা শুকিয়ে গেছে। ”
এলোমেলো দৃষ্টি ফেলল শিমুল রুমে। কোথাও পানি নেই। ভীতু হয়ে ভাইকে বলে,
” আমি মামীকে কোথায় পাব?”
” করিডোরেই থাকবে হয়ত। না পেলে চলে আসিস। ”
” আচ্ছা। ”
প্রহর পিছু ডেকে সতর্ক করে,” শোন,সাবধানে যাস। ”

শিমুল যাওয়ার সময় নিঃশব্দে দরজাটা লাগিয়ে গেল। প্রহর লম্বা একটা শ্বাস টেনে নেয় নাসারন্ধ্র মাধ্যমে। নিশাতের পাশে বসে তিরস্কারের সুর তুলল,

” বল*দ! গবেট কোথাকার। জ্বর বাঁধিয়ে ফেললি? আমার বিয়ের কথা শুনেই তোর জ্বর হতে হলো? ইচ্ছে করছে মে*রে ফেলি তোকে। ”

তন্দ্রাভাবে খুব বেশি আচ্ছন্ন ছিল না নিশাত। শুধুমাত্র তাপে আঁখিজোড়া জ্বলছিল। খুলে রাখা দায় হয়ে পড়ছিল। স্যালাইনটা এখনও চলছে। ঝাপসা ঝাপসা নেত্রে দেখল হৃদয়স্থলে যত্ন করে লুকিয়ে রাখা মুখটা। স্বপ্নে ভাসতে থাকল সে। ঘোর লাগানো কণ্ঠস্বরে অভিমান, যাতনা প্রকাশ করে বসল,

” আপনি! আপনি বিয়ে কেন করছেন? ”
প্রহর ভড়কালো এহেন প্রশ্নে। পরক্ষণেই বুঝল জ্বরের ঘোরে তার তিলবতী। দুর্বোধ্য হাসি দখল করল তার দুই ঠোঁট। মুখটা অতি সান্নিধ্যে নিল নিশাতের মুখের। তখনও নিশাতের চক্ষু পল্লব আপন যুদ্ধে নেমেছে ভালো করে মেলবার। দেখল,প্রহরের ওষ্ঠদ্বয় নড়ছে। শ্রবণ হলো,

” আমি বিয়ে করলে তোর কী?”
সময় ব্যয় করল না ও,” আপনি বিয়ে করলে আমাকে মা**রবে কে?”
প্রহর মজা পেল এমন করে দুষ্ট কণ্ঠে বলে,” তুই আমার মা*ইর পছন্দ করিস? আদর পছন্দ করিস না? ”
নিশাতের সম্মতিদান,” করি। আমার ভালো লাগে । ”

আজ হয়ত অনেক সুন্দর আর মজার রাত। প্রহর হাসি চেপে নিজ মনে আওড়ালো,” সব ফেলে তোর এসব ভাল্লাগে? সাধে কি তোকে গাধী বলি? ”

শিমুলটা গেল কোথায়? উঠে দাঁড়ায় সে। কিন্তু আর নড়তে পারে না। নিশাত হাত টেনে ধরে,” প্রহর ভাই! ”
উপেক্ষা করতে পারল না সৌষ্ঠবদেহী পুরুষটা ওর কণ্ঠ। বসল পাশে। কঠিন স্বর ” বল। ”
” আমাকে নিয়ে যান না। আপনার বুকে করে নিয়ে যান। “– অচেতন হালে নিঃসংকোচ আবেদন ওর।
প্রহর ঢোক গিলে। তর্জনী দিয়ে নিশাতের গলার ঘামবিন্দু স্পর্শ করে। মোহময় স্বর ধ্বনি,
” বুকে করে কীভাবে নেবো তোকে? কোলে করে নেওয়াটাই মুশকিল করে দিল পরিস্থিতি। আমার বুকে ঠাঁই পেলে কি তোর শান্তি? ”
” হ্যাঁ, খুব। ”

শিমুল এ বাড়ির কিছুই চিনে না। ঘন ঘন আসা যাওয়া থাকলে চিনত। কিন্তু ভাগ্যের নি–র্মম পরিহাসে নানার বাড়িতে আসতে হয় লুকিয়ে, গোপনে গোপনে। মিনিট খানেক মামীকে খুঁজে না পেয়ে অন্ধকারে নিজেই নিচে নেমে আসল। তখনই ওর নরম উদরে হাতের চাপ পড়ল,ঠোঁটগুলোও চেপে ধরল কেউ অন্য হাতে। বক্ষস্পন্দনের উঠানামা তড়তড় করে বৃদ্ধি পেল তার, যুক্ত হলো ফুসফুসের বেগতিক ক্রিয়া।

#চলবে~

( আজ অনেক বড় পর্ব লিখলাম। প্রায় ২১০৪ শব্দ। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here