তোমার মায়ায় আবদ্ধ আমি পর্ব ২

0
1474

#তোমার_মায়ায়_আবদ্ধ_আমি ?
#পর্বঃ2
#লেখনিতেঃসামিয়া_আক্তার_মুনা?

সেদিন,,,

মরিচবাতির রং বেরং এর আলোতে সেজেছে পুরো খান বাড়ি।শত শত লোকজন এর উপস্থিতিতে পুরো খান বাড়ির গান-বাজনা ও আনন্দে হৈ হৈ করছে।আর করবে নাই বা কেন?আজ খান বাড়ির বড় মেয়ের এনগেজমেন্ট বলে কথা!!

_____

‘এই অপুর (আমার ছোট ভাই) বাচ্চা কোথায় গিয়ে খাপটি মেরে বসে আছে কে জানে? সে কখন থেকে ওকে খুঁজে যাচ্ছি,যেখানেই গেছিস ভালো কথা আমার ফোনটা কেন নিয়ে গেছিস?ওই দিকে সবাই হয়তো যার যার ফোন দিয়ে সুন্দর সুন্দর পিক!তুলছে আর আমি এখনো ফোন খুজচ্ছি! ধুর ভাল লাগে না,,আচ্ছা অপু বলছিল ওর এইসব সোরগোল ভালো লাগছে না ও বাড়ির পিছনের দিকটায় যায়নি তো??’

এমন হাজারো কথা মনে মনে বলতে বলতে একটা সময় বাড়ির পেছনের বাগানের দিকে চলে যায় নিশি।হঠাৎ উঁচু হিলস এর সাথে গাউন ভেজে নিশি একজনের উপর পড়ে যায়!!

_____

ইমপর্টেন্ট একটা কল আসায় অনুষ্ঠানের শোরগোল থেকে বেরিয়ে নিহান বাড়ির পেছনের বাগানের নিরব দিকটা এসেছিল কথা বলতে। কথা শেষ করে যেই বাড়ির দিকে ফিরতে যাবে হঠাৎই কেউ ওর উপরে পড়ে যায়।

‘ওরে আল্লারে!গেল গেল আমার কোমরটা গেল মনে হ,,,,’

‘ ইউ ইডিয়েট গার্ল!এটা কি করলে তুমি? তোমার সাহস কি করে হলো নিহান চৌধুরী গায়ের উপর পড়ে যাওয়ার??’

‘ সরি ভাইয়া, আসলে আমি দেখতে পাইনি!’

‘দেখতে পাওনি মানে? চোখ খি বাড়িতে রেখে বাহিরে বের হও নাকি?’

‘ দেখুন ভাইয়া! আমি তো বলছি আমি ইচ্ছে করে আপনার গায়ের উপর পড়ে যায়নি।হিলস পড়েছি লং ড্রেসের সাথে বেজে পড়ে গেছি।আরেকটা কথা আমি এই বাড়িরই মেয়ে তাই আমার চোখ আমার সাথেই ছিল বু,,,

আমি আর কিছু বলতে যাব তার আগেই উনি রেগে আমাকে ধমক দিয়ে বললেন___

‘এই মেয়ে!উঠো আমার উপর থেকে আর তোমার তোতা পাখির মত মুখটা বন্ধ রাখো ননস্টপ কে বকর বকর করেই যাচ্ছ।’

আমি উঠতে উঠতে বললাম ___

‘হ্যাঁ হ্যাঁ!উঠছি তো হাইপার হওয়ার কি আছে?আর আপনি কি বলেন আমার মুখ তোতা পাখির মত আর আপনি কি?বদ রাগী শুধু শুধু চিৎকার করছেন মানছি একটা ভুল হয়েছে তাই বলে মন কর,, ‘

নিশি আর কিছু বলার আগেই নিহান নিশির ধিকে এগোতে এগোতে বলল__

‘কি বললে তুমি?আমি বদ রাগী!তোমাকে তো আমি ‘

নিশি এতক্ষণ মুখের উপর জবাব দিলেও নিহান কে নিেজর দিকে এগিয়ে আসতে দেখে বেশ ভয় পায়।তার ওপরে এই দিকটা নিরব সবাই বাড়ির ভেতরে।পার্টিতে অনেক জোড়ে গান বাজচ্ছে এই খান থেকে ডাকলেও বাড়ির ভেতর থেকে শোনা যাবে না। তাই নিশি বেশ ঘাবড়িয়ে নিহান কে বলল__

‘আরে এতো রেগে যাওয়ার কি আছে?আমি তো জাস্ট মজা করে বলছিলাম আর আপনি এগোচ্ছেন কেন??’

এমন সময় সেখানে এসে হাজির হয় নিলয় নিহানকে রাগী মুডে এগিয়ে যেতে দেখে বলল __

‘কি হয়েছে নিহান তুই এমন রেগে আছিস কেন??’

নিলয় ভাইয়াকে দেখে এতক্ষণে মনে হচ্ছে যেন জান ফিরে পেলাম তাই আমি ভারী গাউনটাকে হাত দিয়ে উঁচু করে এক দৌড়ে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়া কে বললাম __

‘ভাইয়া দেখো না এই বদ রাগী লোকটা কেমন আমাকে ধমকাচ্ছে।’

অবন্তীর মুখে আবার কথাটা শুনে নিহান ভয়ঙ্কর রেগে বলল__

‘তুমি আমাকে আবারও এসব বলছো তোমাকে তো আমি ‘

এই বলে যেই নিহান নিশির কাছে যেতে চাইলো অমনি নিলয় এগিয়ে নিহানকে ধরে ফেলে।আর নিশি এই সুযোগে পালিয়ে যায়।যাওয়ার সময় পেছন ফিরে বলে,,

‘ আপনি শুধু বদরাগীই নন সাথে একটা বজ্জাত নাহলে আমার মত নিষ্পাপ মেয়েকে ধমকায় ‘

এই বলে নিশি এক দ‍ৌড় নিশিকে আর পায় কে! আর এইদিকে নিহান রেগে গিয়ে নিলয়কে বলল__

‘ঐ মেয়েকে তো আমি ছাড়বো না!এই মেয়ের সাহস হয় কি করে আমাকে এসব বলার?’

‘একটু শান্ত হ ও হচ্ছে আমার ছোট বোন নিশি। চাচ্চুর একমাত্র মেয়ে আর আমাদের বাড়ির ছোট মেয়ে অনেক আদরের তো তাই একটু পাজি হয়েছে।প্লিজ একটু শান্ত হ আর এই অনুষ্ঠানের মধ্যে কিছু বলিস না আমি ওকে পরে বুঝায়ি বলব ও যেন আর এমন না করে।’

‘শুধু তোর জন্য আজকে ওই মেয়েকে ছেড়ে দিলাম কিন্তু এরপর যদি ওই মেয়ে আমাকে আবার এমন কিছু বলে দেখিস কি করি।( আমাকে বজ্জাত বলা তো তোমাকে আমি পরে দেখে নেব।)’

মনে মনে নিহান এই কথা বলে নিহান নিলয়ের সাথে চলল বাড়ির ভেতরের দিকে।

আর ঐ দিকে,, নিশি আর ভয়েও নিহানের সামনে যায় নি।

_____

‘এই নিশি!স‍্যার তো চলে গেছেন আর কতো কান ধরে দাঁড়িয়ে থাকবি? বস।’

নিশির ধাক্কায় আমার ধ‍্যান ফিরে।আমি এদিক ওদিক তাকিয়ে দেখি সত্যি সত্যিই স‍্যার ক্লাসে নেই।কি বজ্জাত! আমি যে কান ধরে দাড়িয়ে আছি আমাকে একবারও বসতে বলে গেল না!!

আমি কান ছেড়ে বসে নদীকে বললাম __

‘দেখেছিস?তোর পছন্দের স‍্যার কে শুধু শুধু আমাকে কান ধরিয়ে রেখেছে।চিঠিটা খুলে পড়লেই কিন্তু আমাকে আর এতক্ষণ আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো না।আসলে কি বলতো ওনি ইচ্ছে করেই এমনটা করেছে ঐ দিনের প্রতিশোধ নিয়েছে।’

‘মানে?’

‘মানে হলো,সেদিন,,’

তারপর আমি নদী আর রুহিকে ঐদিনের ঝগড়ার সব কথা বলি।আমার কথা শুনে নদী বলল__

‘তবে যাই বলিস না কেন!স‍্যারের উপরে আমি তো ক্রাশ খাইছি’

আমি নদী কে কিছু বলতে যাব তার আগেই আমাদের সামনে এসে উপস্থিত হয় লিমি।

#চলবে,

(আসসালামুআলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি গল্প টাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য সবাই পাশে থাকবেন।ধন‍্যবাদ ও ভালোবাসা ?)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here