তাজ ইলোর প্রণয়ালাপন পর্ব:৩৯

0
394

#তাজ-ইলোর প্রণয়ালাপন
লেখনীতে—ইলোরা জাহান ঊর্মি
পর্ব:৩৯

জ্ঞান ফেরার পর পিটপিট করে চোখ খুলতেই মাথায় খানিকটা ব্যথা অনুভব করলাম। চোখ-মুখ কুঁচকে চারদিকে চোখ বোলাতে গিয়েও ব্যর্থ হলাম। ঘুটঘুটে অন্ধকার ছাড়া কিছুই নজরে পড়ছে না। এত অন্ধকার কেন? লোড সেডিং হলো না কি? চারদিকের নিস্তব্ধতায় আমার মনে ভয়ের উদয় ঘটাল। মাথাটা ঝাঁকুনি দিয়ে নড়াচড়া করতে গিয়েও ব্যর্থ হলাম। হাত-পা নাড়াতে পারছি না। পুনরায় চেষ্টা করলাম, নাহ্, হচ্ছে না। পরক্ষণেই অনুভব করলাম হাত পা কিছুর সাথে আটকে আছে। আশ্চর্য! এসব কী? মনে তো হচ্ছে এখন রাত। তো আমি কোথায়? বাবাকে ডাকব, না কি তাজ ভাইকে? সঙ্গে সঙ্গেই হুট করে মনে পড়ল, আমি তো ফুটপাতে দাঁড়িয়ে ছিলাম। তাজ ভাই হাওয়াই মিঠাই নিয়ে আসছিল, তারপর কেউ মুখ চেপে ধরে গাড়িতে ওঠাল। মুখে কিছু একটা স্প্রে করেছিল, তারপর? তারপর কী হয়েছিল? কিচ্ছু মনে নেই। আমাকে কিডন্যাপ করা হয়েছে। কোথায় আটকে রেখেছে আমাকে? এখন কী হবে? আমি বাড়ি ফিরব কীভাবে? আমাকে কি ছাড়বে না? ভয়ে আত্মা শুকিয়ে গেল। আমাকে পাওয়া যাচ্ছে না শুনে বাবার কী অবস্থা হয়েছে? তাজ ভাই? নিশ্চয়ই পাগলের মতো খুঁজছে। আমি কি আর কোনোদিনও তাদের দেখতে পারব না? বুকের ভেতর তোলপাড় শুরু হলো। চিৎকার করতে গিয়েও কন্ঠনালি আটকে গেল। চোখ দুটোতে শ্রাবণের ঢল নেমেছে কিডন্যাপের কথা কথা মনে পড়তেই। তার ওপর চারদিকে নিকষ কালো অন্ধকার। মাথা ব্যথাটা আরও বেড়ে গেল। একে তো অন্ধকারে আমার প্রচন্ড ভয়। তার ওপর আবার অচেনা জায়গা, আতঙ্ক, আশংকা। কিছু সময় পর আমি চিৎকার করে কেঁদে উঠলাম। ‘কেউ আছেন’ বলে বারবার গলা ফাটিয়ে ডাকতে লাগলাম। কিন্তু ফলাফল সেই নিস্তব্ধতা। অন্ধকার জায়গায় আমার চিৎকারের শব্দ ক্ষণে ক্ষণে প্রতিধ্বনিত হয়ে আমার কানেই বেজে উঠল। কতক্ষণ চোখ দুটো খিঁচে বন্ধ করে অনবরত চিৎকার চেঁচামেচি করলাম জানা নেই। ভয়ে সারা শরীর বারবার শিউরে উঠছে। তারপর হঠাৎ মাথার মধ্যে চক্কর দিয়ে উঠতেই পুনরায় জ্ঞান হারালাম।

কারো কর্কশ কন্ঠের চেঁচামেচি কানে ভেসে আসতেই আমার ঘুম ভেঙে গেল। অবশ শরীরে রাজ্যের অলসতা এসে ভর করেছে। তবু বহু কষ্টে চোখ খুলতেই হলো। চোখ খুলতেই আমি ভীষণভাবে চমকে উঠলাম। চোখের সামনে বিশালদেহী চারজন লোক কঠিন মুখে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি কপাল কুঁচকে চারদিকে চোখ বুলিয়ে দেখলাম, বেশ বড়োসড়ো একটা ঘরের একপাশে একটা চেয়ারে বসিয়ে আমার হাত-পা মোটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘরটা অপরিষ্কার। চারপাশে কী সব কাগজপত্র, বাক্স, গ্লাস, বোতল ছড়িয়ে ছিটিয়ে রাখা। লোকগুলোর দিকে পুনরায় তাকাতেই আমার অন্তরাত্মা কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আবার দুচোখ বেয়ে উত্তাল স্রোত বয়ে গেল। লোকগুলো নিজেদের মধ্যে কথা বলছে। আমি শুকনো ঢোক গিলে মাথা নিচু করে ফোঁপাতে ফোঁপাতে বললাম,
“আমাকে ছেড়ে দিন প্লিজ।”
আমার কথা শুনে একটা লোক এগিয়ে এল। লোকটা এসে আমার ঠিক সম্মুখে দাঁড়াল। তারপর হঠাৎ ঝুঁকে পড়ে ডান হাতে আমার চিবুক ধরে মুখটা তুলে ধরল। লোকটার লোলুপ দৃষ্টি দেখে আমার সারা শরীরে কম্পন ধরে গেল। লোকটা বিভৎস হেসে একটানে আমার গলা থেকে ওড়নাটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলো। আমি আঁতকে উঠলাম। এতক্ষণের আশংকা সত্যি করে দিয়ে লোকটা আমার গালে আঙুল ঘঁষে নিচু গলায় বলল,
“ভয় পাচ্ছ কেন বাবু? আমরা কি তোমাকে মেরেছি? এমন কচি, মিষ্টি সোনামনিকে কি মারা যায়? তোমাকে তো আদর করব, খুউউব আদর করব। কাঁদে না সোনা।”
আমি মাথাটা পিছিয়ে নিতে চাইলেও চেয়ারের জন্য আটকে গেলাম। কাঁদতে কাঁদতে আকুতি করে বললাম,
“প্লিজ আমাকে ছেড়ে দিন। আপনার পায়ে পড়ছি। আমাকে ছোঁবেন না। হাত সরান,‌ প্লিজ।”
লোকটা হো হো করে ঘর কাঁপিয়ে হেসে উঠল। পরক্ষণেই দাঁতে দাঁত পিষে আমার গাল চেপে ধরে বলল,
“আমার পেছনে লাগার ফল এবার হারে হারে টের পাবে বিচ্ছু ডিটেকটিভ। আমার পেছনে লাগা? এইবার দেখি কী করে?”
আমার পিলে চমকে উঠল। লোকটা যে তাজ ভাইয়ের কথা বলছে তা বুঝতে অসুবিধা হলো না। আমি সেদিকে কান না দিয়ে গাল ব্যথায় ককিয়ে উঠে চোখ কুঁচকে ফেললাম। ভয়ে জড়োসড়ো হয়ে আরও জোরে কেঁদে উঠলাম। বারবার আকুতি করা সত্ত্বেও লোকটার পাষাণ মন একটুও গলল না। উলটো সে আমার গাল থেকে গলায় হাত নামাল। আমি পুনরায় চিৎকার করে ছটফট করতে লাগলাম। এবার বুঝি আর রক্ষা নেই। অমানুষগুলো আমাকে বাঁচতে দিবে না তা আমি নিশ্চিত। আর বাঁচিয়ে রাখলেও আমাকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়বে। কাঁদতে কাঁদতে ইতোমধ্যে গলা ভেঙে গেছে। মাথাটা প্রচন্ড ভার লাগছে। নিমেষেই এই নিষ্ঠুর দুনিয়াটা আমার কাছে অতি বিষাক্ত মনে হচ্ছে। যেন নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলেই বাঁচি। কাঁদতে কাঁদতে চোখ বন্ধ করে প্রথমেই তিনজন মানুষকে স্মরণ করলাম। আম্মু, বাবা, তাজ ভাই। এই পর্যন্ত এই তিনজন মানুষই আমাকে আগলে রেখেছে। আর আজ? সব শেষ হওয়ার পথে। জঘন্য স্পর্শ গলা গলিয়ে নিচে নামতে শুরু করতেই আমার সারা দুনিয়া জুড়ে অন্ধকার নেমে এল। এবার শুধু নিঃশ্বাস বন্ধ হবার অপেক্ষা।

আমার অপেক্ষা সফল হলো না। কানে কারো কথার শব্দ ভেসে আসতেই বুঝে গেলাম আমি বেঁচে আছি। কিন্তু আমি তো এটা চাইনি। ওই লোকগুলো? আমার সাথে কি খারাপ কিছু করেছে? কপাল কুঁচকে নড়ার চেষ্টা করলাম। আশ্চর্য! এবার তো আমি নড়াচড়া করতে পারছি, হাত-পা মুক্ত। তাছাড়া আমি বোধ হয় বিছানা জাতীয় কোথাও শুয়ে আছি। নড়াচড়া করার পরপরই কেউ পরপর তিনবার ‘ইলু’ বলে ডাকল। ডাকটা ভালোভাবে কর্ণগুহরে পৌঁছনোমাত্র আমি ঝট করে চোখ খুললাম। এবার আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ তো আমার রুম। মুখের ওপর ঝুঁকে রাজ ভাইয়া আমার গালে মৃদু চাপড়ে বারবার ডাকছে। আমি দ্রুত উঠে বসলাম। উঠতে গিয়েও হাত-পায়ে তীব্র ব্যথা অনুভব করলাম। শরীরে চোখ বুলিয়ে দেখলাম ড্রেস চেঞ্জ করা। রাজ ভাইয়া ব্যস্ত হয়ে বলল,
“ইলু? ঠিক আছিস? শরীর কেমন লাগছে?”
রাজ ভাইয়ার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই দেখলাম সামনে জেনিফার ভাবি, জেসিকা, বাবা আর শ্রেয়ান ভাইয়া চোখে-মুখে একরাশ দুশ্চিন্তা নিয়ে আমার মুখের দিকে উন্মুখ হয়ে তাকিয়ে আছে। কোনোদিকে ভ্রুক্ষেপ করলাম না। বাবাকে দেখেই আমার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল‌। কান্নারা গলায় এসে দলা পাকিয়ে বসেছে। ঠোঁট জোড়া ভীষণভাবে কেঁপে উঠে আমার চোখ দিয়ে পানি গড়াতে লাগল। বাবা আমার অবস্থা দেখে বোধ হয় ঘাবড়ে গেল। দ্রুত পায়ে আমার দিকে এগিয়ে আসতেই আমি দুহাতে মুখ চেপে ধরে গলা ফাটিয়ে ‘বাবা’ বলে আর্তনাদ করে উঠলাম। বাবা ততক্ষণে এসে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেছে। অনুভব করে বুঝলাম তার শরীর অসম্ভব কাঁপছে। কাঁপা কাঁপা কান্নামাখা গলায় সে ‘আম্মা’ বলে ডাকছে। আমি সারা দেওয়ার শক্তি পেলাম না। শরীরটা অবশ লাগছে। বাবা আমার অবস্থা দেখে কেঁদেই ফেলল। বারবার আমাকে ডাকছে আর বলে চলেছে,
“আম্মা? কাঁদে না আম্মা। বাবা আছি তো। শান্ত হও। কান্না থামাও আম্মা। আমার কষ্ট হয়।”
বাবার কথাগুলো আমার কানে এলেও আমি সাড়া দিলাম না। আমার মাথায় কারো হাতের স্পর্শ পেলাম। পরমুহূর্তেই শ্রেয়ান ভাইয়া নরম গলায় বললেন,
“ইলোমিলো? শান্ত হও। তোমার শরীর এমনিতেই দুর্বল। তুমি এমন করে কাঁদলে আঙ্কেলও পরে অসুস্থ হয়ে পড়বে।”
অতি নরম কন্ঠের মাঝেও যে কোনো এক লুকায়িত ব্যথা জড়িত ছিল, তা বুঝি আমি একাই টের পেলাম। শ্রেয়ান ভাইয়া আমার মাথায় হাত বুলাতে বুলাতে পুনরায় বললেন,
“প্লিজ শান্ত হও। তোমার কিচ্ছু হয়নি, বিশ্বাস করো। সম্পূর্ণ সুস্থভাবে বাড়ি নিয়ে এসেছি তোমাকে। আর কেঁদো না।”
শ্রেয়ান ভাইয়ার কথাটা বিশ্বাস করেও করলাম না। বারবার ওই জঘন্য লোকটার লালসাভরা মুখটা চোখের সামনে ভেসে উঠছে। এমন বাজে পরিস্থিতিতে আমি এর আগে কোনোদিনও পড়িনি, তাই শকটা নিতে পারছি না। বাবা নিজের কান্না থামিয়ে আমাকে শান্ত করার চেষ্টা করছে। অনেকক্ষণ পর আমি কিছুটা শান্ত হলাম। বাবা আমার চোখ মুছে দিয়ে রিতাকে বলল আমার জন্য খাবার নিয়ে আসতে। শ্রেয়ান ভাইয়া কিছুক্ষণ থেকে রাজ ভাইয়ার সাথে কী সব কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেলেন। লোকটা আমার দিকে খুব একটা তাকাচ্ছেও না। এখন তো এসব নিয়ে ভাবতেও পারছি না। অনেকদিন পর আজ বাবা নিজ হাতে আমাকে খাইয়ে দিলো। পেটে প্রচন্ড ক্ষুধা ছিল, বিধায় নাকোচ করলাম না। চুপচাপ কিছুটা খাবার খেয়ে বাকিটা রেখে দিতে বললাম। বাবা আজ আমার জন্য অফিসেও যেতে পারেনি। জেনিফার ভাবির কথায় বুঝলাম বাড়িসুদ্ধু সবাই গতকাল রাত থেকে উপবাসে আছে আমাকে না পাওয়ার দুঃখে। জেনিফার ভাবি বাবাকে বলল গিয়ে খেয়ে নিতে। আমিও তার সাথে একই কথা বললাম। বাবা আমার কপালে আদরমাখা চুমু খেয়ে চলে গেল। সে যাওয়ার পর জেনিফার ভাবি আর জেসিকা এসে আমার পাশে বসল। জেনিফার ভাবি আমার গালে হাত বুলিয়ে আমাকে নানাভাবে বোঝাতে লাগল। তার কথায় বুঝলাম ওই লোকগুলো আমার কোনো ক্ষতি করতে পারেনি। আমি জ্ঞান হারিয়েছিলাম বলে হয়তো আবার একা ফেলে রেখেছিল। লোকগুলো যখন আমাকে কিডন্যাপ করেছিল তখন আমার কাঁধে ঝুলানো ব্যাগে ফোন রাখা ছিল। শুনলাম আমাকে না পেয়ে তাজ ভাই সঙ্গে সঙ্গে আমার নাম্বার ট্রেক করে লোকেশন জেনে নিয়েছিলেন। কিন্তু লোকগুলো আমাকে আটকে রাখার পর হয়তো ব্যাগ থেকে ফোনটা নিয়ে বন্ধ করে দিয়েছিল। তাই তাজ ভাই আর শ্রেয়ান ভাইয়া লোকেশন অনুযায়ী পৌঁছাতে পারলেও, ঠিক কোন জায়গায় রেখেছে তা বুঝে উঠতে পারেননি। গতকাল সারারাত না কি তারা সার্চ করে কাটিয়েছে। সকাল সাড়ে আটটার দিকে তারা সঠিক স্থানে পৌঁছাতে পেরেছিল। তারপর আমাকে অজ্ঞান অবস্থাতেই বাড়ি নিয়ে এসেছিল। জেনিফার ভাবি রাজ ভাইয়ার মুখে যতটুকু শুনেছে ততটুকুই আমাকে বলল। আমি এবার কিছুটা শান্তি পেলাম। ডাক্তার এসে না কি আমাকে দেখে গেছে আর বলেছে রেস্টে থাকতে। জেনিফার ভাবি অনেকক্ষণ বসে কথা বলার পর আমি নিজেই তাদের বললাম ব্রেকফাস্ট করতে যেতে। তারাও হয়তো ক্ষুধার্ত ছিল। আমার কথায় আপত্তি করল না। জেনিফার ভাবি আর জেসিকা চলে যেতে নিতেই আমি জেনিফার ভাবিকে পিছু ডাকলাম। দুজনেই থেমে গিয়ে প্রশ্নভরা দৃষ্টিতে আমার দিকে তাকাল। জেনিফার ভাবি প্রশ্ন করল,
“কিচু বোলবে?”
আমি আমতা-আমতা করে বললাম,
“তাজ ভাইকে দেখছি না যে?”
“ভাই টো বাড়ি নেই। এসে যাবে টাড়াটাড়ি।”
“আচ্ছা।”
“টুমি রেস্ট নাও। রুম ঠেকে বেরোবে না, ওকে?”
“ওকে”, মাথা দুলিয়ে বললাম আমি।
তারা চলে যেতেই ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিলাম। কিছুই ভালো লাগছে না। সেই ঘুটঘুটে অন্ধকার, লোলুপ দৃষ্টি, বাজে স্পর্শ মনে করে ডুকরে কাঁদতে ইচ্ছে করছে। শ্রেয়ান ভাইয়া বাড়ি এল, আর রাজ ভাই বাইরে কেন? এই মুহূর্তে যে ওনাকে আমার দেখতে ইচ্ছে করছে, তা কি উনি বোঝেন না?

শরীর দুর্বল বলে লম্বা এক ঘুম দিলাম। ঘুম থেকে যখন উঠেছি তখন দুপুর বারোটা। ঘুম থেকে উঠে জেনিফার ভাবিকে পাশে পেলাম। আমি ঘুম থেকে উঠতেই সে মিষ্টি হেসে বলল,
“ইলু, শরীর কেমোন লাগচে?”
“ভালো।”
“টাহলে শাওয়ার নাও গিয়ে। আমিও যাই।”
“আচ্ছা।”
জেনিফার ভাবি চলে যাওয়ার খানিক পরেই আমি ওয়াশরুমে ঢুকলাম। লম্বা সময় শাওয়ার নিয়ে তবেই বেরোলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে সম্মুখে দৃষ্টি পড়তেই থমকে গেলাম। তাজ ভাই খাটের সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছেন। একি অবস্থা লোকটার! মলিন মুখটা ঘামে ভিজে আছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। পরনে গতকাল বিকেলের সেই একই শার্ট। গতকালের আয়রন করা শার্টটা এখন কুঁচকে গেছে। জায়গায় জায়গায় ময়লাও লেগে আছে। শার্টের দিকে চোখ পড়তেই আমি আঁতকে উঠলাম। গলার ঠিক নিচে করা ব্যান্ডেজটায় এখনও তাজা রক্ত ভেসে আছে। আমি ধীর পায়ে এগিয়ে গেলাম। বিছানার পাশে দাঁড়িয়ে ওনার গলার নিচের ব্যান্ডেজে হাত ছোঁয়ালাম। সঙ্গে সঙ্গেই উনি চোখ খুলে সোজা হয়ে বসলেন। উনি ‘ইলু’ বলে ডাকতেই আমি ওনার সামনে বসে কাঁপা গলায় বললাম,
“র-রক্ত কেন?”
আমার বলতে দেরি হলো তাজ ভাইয়ের শার্টের কলার টেনে ব্যান্ডেজটা ঢাকতে সময় লাগল না। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম,
“কী হয়েছে? দেখতে দিচ্ছেন না কেন? দেখি।”
ছলছল চোখে কথাগুলো বলে ওনার চোখের দিকে তাকিয়ে আমি স্থির হয়ে গেলাম। মানুষটার চোখ দুটোও ছলছল করছে। এমনিতেও চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। কাল সারারাত না ঘুমানোর কারণে, না কি কেঁদেছেন? এই তো এখনও চোখ জোড়া পানিতে টইটুম্বুর। উনি অন্যদিকে মুখ ঘুরিয়ে হয়তো চোখের পানি আড়াল করার চেষ্টা করলেন। কেন জানি এই মুহূর্তটা আমার একদমই সহ্য হলো না। হুট করে ওনার বুকে ঝাঁপিয়ে পড়ে মরা কান্না জুড়ে দিলাম। উনি আমাকে ধরলেন না। নিশ্চল মুর্তির মতো একভাবেই বসে রইলেন। এবার যেন আমি আরও বেপরোয়া হয়ে উঠলাম। দুহাতে ওনার পিঠের কাছের শার্ট খামচে ধরে এতটাই শক্ত করে জড়িয়ে ধরলাম যেন পারলে ওনার বুকের মধ্যে ঢুকে পড়ি। তবু উনি নিশ্চুপ। শুধু একবার কাঁপা গলায় ‘ইলু’ বলে ডাকলেন। পরক্ষণেই আমি আহাজারি করে বলতে লাগলাম,
“অন্ধকার ঘরে আটকে রেখেছিল আমায়। ভয়ে হাজার চিৎকার করেও কারো সাড়া পাইনি। প্রচন্ড ভয় পেয়েছিলাম আমি। আর আজ সকালে, ওই খারাপ লোকটা আমার দিকে কীভাবে তাকিয়ে ছিল! পায়ে পড়ার কথা বলেছি, তবু শোনেনি। আমার ওড়না কেড়ে নিয়েছিল। গাল চেপে ধরেছিল। বাজেভাবে স্পর্শ করতে চেয়েছিল আমায়।”
কথাগুলো বলতে বলতে আমি আরও জোরে আর্তনাদ করে উঠলাম। প্রায় সঙ্গে সঙ্গেই তাজ ভাই দুহাতে আমাকে জাপটে ধরলেন। নিজের সাথে মিশিয়ে নিয়ে হয়তো নিজের কান্নাটুকু আটকানোর চেষ্টা চালালেন। ধরা গলায় বললেন,
“শুনতে চাই না আর। একদম চুপ। কিচ্ছু হয়নি ইলু, কিচ্ছু হয়নি। এই তো তুই আমার কাছে আছিস। আর কেউ নেই, কিচ্ছু হয়নি পিচ্চি।”
আমি বুক থেকে মুখ তুলে ওনার মুখের দিকে তাকালাম। ধারণা সত্যি। উনি নিঃশব্দে কাঁদছেন। আমি তাকাতেই উনি মুখ ঘুরিয়ে নিলেন। আমি অসহায় মুখে বললাম,
“আপনি এত দেরি করেছেন কেন? আর একটু তাড়াতাড়ি গেলে কী হত? ওই লোকটা আমার সাথে এমন আচরণ করতে পারত না। আমার শরীর এখনও ঘিনঘিন করছে। বারবার ওসব মনে পড়ছে।”
তাজ ভাই একহাতে নিজের চোখের পানিটুকু মুছে ফেললেন। তারপর আমার মুখটা দুহাতে নিয়ে নাক টেনে নিচু স্বরে বললেন,
“আমি সরি ইলোনি। খুব, খুব সরি। আর কোনোদিনও এমন পরিস্থিতি আসতে দিব না, প্রমিস।”
আমি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করলাম। ওনার কথা শুনে মনে পড়ল এর আগে চিরকুটে উনি আমার নাম ‘ইলোনি’ লিখেছিলেন। আর আজ প্রথম মুখে বললেন। আমি কান্নার মাঝেও ভ্রুকুটি করে বললাম,
“ইলোনি?”
তাজ ভাই বোধ হয় একটু থমকালেন। মুখ ফসকে বেরিয়ে গেল না কি? এখন নিশ্চয়ই কথা ঘুরিয়ে ফেলবেন। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত করে তাজ ভাই আমাকে বিস্ময়ের চরম শিখরে পৌঁছে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে আওড়ালেন,
“তাজওয়ারের অস্তিত্বের নাম।”

চলবে………………..?

(মনের বিরুদ্ধে গিয়ে আজও আস্ত এক পর্ব লিখে ফেললাম। ভাবা যায়! পড়াশোনা লাটে উঠে বসে আছে। তারপর? কেমন ছিল ঝটকাখানা??)

পার্সোনাল গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/935884643636506/?ref=share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here