ছায়া সঙ্গিনী পর্ব ১৪+১৩

0
760

#ছায়া_সঙ্গিনী
#পর্ব-১৩
#Israt_Bintey_Ishaque(লেখিকা)

তারপর,,,
সেই দিনের মতো করে এক‌ই স্থানে,এক‌ই ভাবে তার অধর দুটি ছুঁয়ে দিল। আমি দুই হাতে আঁকড়ে ধরে বললাম,
– আবার কবে আসবা তুমি? আমি অপেক্ষায় থাকবো।

আমার দুটো বাক্য শুনে, তার কার্যকলাপ থেকে স্থব্দ হয়ে গেল সে। সামনে ফিরে দুই হাত দিয়ে আমার গাল দুটো আঁকড়ে ধরে বললো,
– তুমি বলছো আমাকে ফিরে আসার জন্য? আদৌও কি সত্যি? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না।

তাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম,
– আমাকে এত্তো পাষান মনে হয় কেন তোমার? আমি কি তোমায় ভালোবাসি না?

– ভাসো বুঝি?

– আবার জিজ্ঞাসা করে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। আমি জানি তো,সব সময় আমার সাথে রাগ দেখাও। এতো গুলো দিন একসাথে ছিলে, তুমি চাইলেই আমাকে নিজের করে নিতে পারতে তুমি সেটা করো নাই। আমি বুঝতে পারছি তুমি আমাকে একদম ভালোবাসো না।

রাহাত জোর করে আমার মাথা উঁচু করে,ভ্রু কিঞ্চিৎ উঁচু করে বললো,
– এই কথা গুলো এতো দিন বললে কি হতো? এখন চলে যাচ্ছি বলে বলছো? আমি যে চাইলেও এখন তোমার কাছে থাকতে পারবো না। কেন বললে না এতো দিন? কত্ত অপেক্ষা করে ছিলাম মুখে না বললেও ঘড়িটা আমাকে পরিয়ে দিয়ে তোমার মনের কথা বুঝাবে আমায়। কিন্তু তুমি তাও করলে না।

আমি আবার ঝাপটে ধরে কান্নার বেগ বাড়িয়ে বললাম,
– ঘড়ির কথা বেমালুম ভুলে গিয়েছিলাম আমি। তাছাড়া ওটা,,,,

– তাছাড়া ওটা?

– কিছু না, তুমি আমাকে ছেড়ে যাবে না, আমি যেতে দিব না তোমাকে। তুমি ওখানে গেলে আবার অসুস্থ হয়ে পরবে। তোমার কপালের ক্ষত স্থান এখনো ভালো করে শুকায় নাই। তুমি যাবে না, আমি যেতে দিব না তোমাকে।

এসব বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম, আমি জানি ছারলেই ও চলে যাবে। রাহাত কিছুক্ষণ নিরব থেকে বললো,
– আয়রা আমাকে যে যেতেই হবে,এখান থেকে
ক্যান্টনমেন্ট ফিরে, সেনাবাহিনীর টিম কে নিয়ে র‌ওনা হতে হবে। আমি খুব শীঘ্রই ফিরে আসবো তোমার কাছে ইনশা আল্লাহ। এবার আমাকে বিদায় দাও প্লিজ?

– না দেব না।

– তুমি না আমার কিউট ব‌উ।

– না, আমি কিছু শুনতে চাই না।

– আমার পিচ্চি ব‌উ, তুমি তো জানো আমার কর্মক্ষেত্র সম্পর্কে। না গিয়ে উপায় নেই, দেশের কল্যাণের জন্য নিজেকে যে সঁপে দিয়েছি আমি।সেখান থেকে পিছিয়ে আসা যে কাপুরুষ বলে গণ্য হবো। তুমি কি চাও তোমার স্বামী একজন কাপুরুষ হয়ে বেঁচে থাকুক?

মাথা নাড়িয়ে বললাম,
– না কখনোই না।

– তাহলে তো এবার আমাকে বিদায় দিতে হবে। আল্লাহ তা’আলা চায় তো আমি আবার তোমার কাছে ফিরে আসবো। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো।জ্ঞান অর্জনের একমাত্র পথ পড়াশোনা।আর পড়াশোনা কখনো বিফলে যায় না,তাই মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করো। আমি ফিরে আসলে তো পড়তে পারবে না!

আমি মাথা উঁচু করে বললাম,
– কেন পড়তে পারবো না?

সে দুষ্টু হাসি দিয়ে বললো,
– আমি তোমাকে সারাক্ষণ আমার সাথে মিশিয়ে রাখবো, একটুও ছাড়বো না।তাই এখন পড়াশোনা করে রাখ। বুঝাতে পারলাম?

আমি আবার তাকে জড়িয়ে নিয়ে বললাম,
– দুষ্টু লোক কোথাকার।

আমার একটা আবদার রাখবে ব‌উ? শেষ বারের মতো!

আমি আবার ডুকরে কেঁদে দিলাম,কিল ঘুষি মেরে, কেঁদে কেটে হেঁচকি দিতে দিতে বললাম,
– আমাকে আঘাত দিতে তোমার খুব ভালো লাগে তাই না? কেন বার বার বলছো শেষ বারের মতো, এমন অলক্ষুনে কথা দ্বিতীয়টি শুনতে চাই না আমি।

– আচ্ছা বাবা ঠিক আছে।তাহলে নতুন করে বলি শুনো, আমার একটা আবদার রাখবে সব সময়ের জন্য?

– আচ্ছা বলো?

– আমাকে সব সময়ের জন্য আদর করে দাও! না মানে যতদিন তোমার থেকে দূরে থাকি ততোদিন যেন তোমার আদর গুলো আমাকে সাহসের সাথে কাজ করতে সাহায্য করে।নাও এবার শুরু করো?

তারপর আর কি, প্রথমে কপাল তারপর দুটো গাল,নাক, থুতনি, শেষে কিনা….
শেষ মেষ দিলাম কামড় বসিয়ে!সে আউচ শব্দ করে হাসতে হাসতে বের হয়ে যায় রুম থেকে। তারপর সবাই কে বিদায় জানিয়ে র‌ওনা হয়। আমি সাথে সাথে নিচে গেইট অবধি এসে দাড়িয়ে রইলাম।যতক্ষন পর্যন্ত তাকে দেখা যায়, ততোক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইলাম।
_______
কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছি, আজকে দুদিন হলো রাহাত গিয়েছে। একবার ও কল করে নাই।কাজে গিয়ে ব‌উকে একদম ভুলে গেছে।
হঠাৎ পিছন থেকে বিকট শব্দ শুনে ইয়া আল্লাহ বলে কানে হাত দিলাম। এদিকে ফারহা হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। মেয়েটা সব সময় আমার সাথে এরকম করে। এরকম আচমকা কোন শব্দ শুনলে ভয়ে লাফিয়ে উঠি আমি।আর এটার সুযোগ নেয় ফারহা।
হাসি থামিয়ে ফারহা বললো,
– দোস্ত সেদিন তুলি আমাকে বলেছিল, ইমরান ভাইয়া কে তোর বিয়ের খবর যদি না দেই তাহলে আমাকে চিকেন ফ্রাই আর নান রুটি খাওয়াবে। কিন্তু বজ্জাত তুলি এখনো অবধি খাওয়ালো না।

ফারহা’র কথা শুনে বুঝতে পারলাম সে জন্যই ফারহা এতো দিন চুপ করে আছে।ফারহা কে বললাম,
– ঘুষ দেওয়া আর নেওয়া সমান অপরাধ তুই কি জানিস? তোকে খাওয়াবো অবশ্যই তবে ঘুষ হিসেবে নয়।ট্রিট হিসেবে।তুলি আসলে একসাথে যাবো রেস্তোরাঁয়।

ফারহা আনন্দে জরিয়ে ধরে বললো,
– থ্যাংক ইয়ু দোস্ত। দাঁড়া আমি তুলি কে কল করছি এক্ষুনি আসার জন্য।

তুলি কে কল করলে জানতে পারলাম ও কলেজ গেইটের কাছাকাছি।তাই ফারহা বললো, গেইটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা কর। আমি আর আয়রা এক্ষুনি আসতেছি।

তারপর আমরা নিচে চলে গেলাম গেইটের কাছে। তিন মিনিটের মধ্যে তুলি এলো,এসেই আমাকে বললো,
– কুত্তা তুই আমার ফোন ধরিস না কেন?

আমি কিঞ্চিৎ রাগ নিয়ে বললাম,
– তোকে না বলেছি, মানুষকে প্রানীর নাম নিয়ে ডাকলে আল্লাহ তা’আলা নারাজ হন।
আমরা হাসির ছলে মানুষকে মন্দ নামে বা বিকৃত নামে ডেকে ফেলি। কারো নাম পদবি বা কার্যকলাপ নিয়ে উপহাস না করলে অনেক সময় সামাজিক আড্ডাই জমে উঠে না। কিন্তু যা আমাদের দৃষ্টিতে হাস্যরসিকতা তা আল্লাহর দৃষ্টিতে জুলুম অর্থাৎ মানুষের মান সম্মান ভূলুণ্ঠিত করার মতো মারাত্মক অপরাধ।

আল্লাহ মানুষকে মন্দ নামে ডাকা বা উপহাস করতে নিষেধ করেছেন।

এ উপলক্ষে কোরআনে আল্লাহ বলেন : ‘হে ঈমানদারগণ। তোমাদের কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা সে উপহাসকারীদের অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী যেন অন্য কোন নারীকে উপহাস না করে কেননা তারা উপহাসকারিণীদের অপেক্ষা উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যকে দোষারোপ করো না এবং একে অন্যকে মন্দ নামে ডেকো না, ঈমান আনার পর মন্দ নামে ডাকা গর্হিত অপরাধ। আর যারা এহেন অপরাধ থেকে তওবা না করে তারাই প্রকৃত জালেম। (সূরা হুজরাত ৪৯:১১)

তাই প্রতিটি মানুষের উচিত কারো চালচলন বা আচরণ নিয়ে কোন ধরনের বিব্রতকর মন্তব্য না করা। কোন অবস্থাতেই কাউকে গালিগালাজ না করা।

তুলি সবটা শুনে বললো,
– আচ্ছা ব‌ইন মাফ কর এবার বল এখানে থাকতে বললি কেন?

ফারহা বললো,
– গেলেই দেখতে পাবি চল এবার।

তারপর ভালো একটা রেস্তোরাঁয় গেলাম। তারপর তিন জনের জন্য খাবার অর্ডার করে বসে গল্প করতে শুরু করলাম।এক পর্যায়ে ফারহা বললো,
– দোস্ত বাসর রাতে কি হলো?

সাথে তুলি ও যোগ হয়ে বললো,
– হুম দোস্ত বল না? আমার অনেক জানার আগ্রহ।

– অন্য টপিক নিয়ে কথা বল, এগুলো বাদ দিয়ে।

তুলি বললো,
– প্লিজ দোস্ত?বল না?

– স্বামী স্ত্রীর মধ্যকার কথোপকথন অন্য কারো সাথে শেয়ার করা উচিৎ নয়।
পবিত্র ধর্ম ইসলামে মানুষকে এমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে নিষেধ করা হয়েছে। স্বামী-স্ত্রীর একান্ত বিষয় অন্যের কাছে প্রকাশ করা গর্হিত অপরাধ। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘কিয়ামতের দিন আল্লাহর কাছে নিকৃষ্টতম মানুষ হবে ওই ব্যক্তি, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়, অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। (মুসলিম, হাদিস : ৩৪৩৪)

অন্য বর্ণনায় হাদিসটি এভাবে এসেছে, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর কাছে সর্বাপেক্ষা বড় আমানত খিয়ানতকারী বিবেচিত হবে, যে তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় এবং স্ত্রীও তার সঙ্গে মিলিত হয়। অতঃপর সে তার স্ত্রীর গোপনীয়তা ফাঁস করে দেয়। (মুসলিম, হাদিস : ৩৪৩৫)

অনুরূপভাবে স্ত্রীর ও গোপনীয়তা রক্ষা করতে হবে।

ওয়েটার খাবার নিয়ে আসলে সবাই খাবার খাওয়াতে মনোযোগ দিল। খাওয়া শেষ করে কলেজে ফিরে যাবো তখন কোথায় থেকে যেন ইমরান ভাইয়া এসে বললো,
– আয়রা তোমাকে কলেজে খুঁজে পেলাম না। তোমাদের ক্লাসের একটা মেয়ে বললো, তুমি কলেজে এসেছ। কিন্তু সারা কলেজ খুঁজেও পেলাম না।তাই বাসায় ফিরে যাচ্ছিলাম, হঠাৎ এখানে নজর পড়তেই তোমাদের দেখলাম।

আমি উত্তরে কেবল বললাম,
– ভাইয়া আমাদের পাঁচ মিনিট পর ক্লাস শুরু হবে।তাই কলেজে যাই।

– না আজকে ক্লাস করতে হবে না, তুমি আমার সাথে যাবে!

– কিসব বলছেন ভাইয়া? আমি কোথাও যাবো না আপনার সাথে। আমাদের কলেজে যেতে দিন?

– প্লিজ আয়রা আজকে ক্লাস না করলে কিছু হবে না। আমার আম্মু কে তোমার কথা বলেছি আমি! আম্মু তোমাকে দেখতে চেয়েছে।তাই তুমি আমার সাথে যাবে।

– আমি যাবো না।
তুলি ফারহা চল।

আমি চলে যেতে নিলে, ইমরান ভাইয়া আমার হাত শক্ত করে ধরে! তারপর টানতে টানতে নিয়ে যায়। তুলি সাথে আসতে চাইলে, তুলিকে নিষেধ করে দেয়! এদিকে আমি রাস্তায় সিনক্রেট করছি না যত‌ই হোক স্যারের ছেলে বলে কথা। লোকজন জড়ো হলে স্যারের সম্মানহানি হবে।
_______
ইমরান ভাইয়ার আম্মুর সামনে বসে আছি আমি,তখন আমার ফোনে কল আসলো। আননোন নাম্বার থেকে, তবুও রিসিভ করে সালাম দিলাম।
ওপাশ থেকে সালামের জবাব দিয়ে বললো,
– আমার মিষ্টি বউ কেমন আছো?

ভয়ে চুপসে গেলাম আমি, এখন যদি রাহাত জিজ্ঞাসা করে আমি কোথায় আছি! তখন কি জবাব দেব আমি? এদিকে ইমরান ভাইয়ার আম্মু উৎসুক হয়ে তাকিয়ে আছেন!

#চলবে,,,, ইনশা আল্লাহ।

#ছায়া_সঙ্গিনী
#পর্ব-১৪
#Israt_Bintey_Ishaque(লেখিকা)

ইমরান ভাইয়া আমাকে ড্রয়িং রুমে বসিয়ে রেখে তার মা’কে ডাকতে চলে গেছেন। আমি বসে চারিদিকে একবার লক্ষ্য করলাম, খুবই বিলাসবহুল জীবনযাপন তাদের দেখেই বোঝা যাচ্ছে। আমি ভাবছি ইমরান ভাইয়ার মা’কে যদি বলে দেই যে আমি বিবাহিত, তাহলে নিশ্চয়ই উনি উনার ছেলে কে বুঝিয়ে বলবেন। হুম তাই করবো,,,,
পাঁচ মিনিট পর ইমরান ভাইয়া আসলেন, সাথে ভদ্রমহিলা নিশ্চয়ই উনার মা। ভদ্রমহিলা কে তার বয়স ঠিক বোঝা যাচ্ছেনা,এই বয়সে মা শা আল্লাহ এতো সুন্দরী! না জানি যৌবনে কতো সুন্দর ছিলেন। ধবধবে ফর্সা, গোলগাল মুখশ্রী।কাঠালি রঙের থ্রিপিস যেন আরো দ্বিগুন সুন্দর্যো বাড়িয়ে দিয়েছে মহিলার।অথচ সেই দিক থেকে স্যারের গায়ের রং কালো। অবশ্য কালো সাদা দিয়ে কি হবে, কালো,সাদা, লম্বা, বেঁটে,কানা,লেংরা সকলেই তো একজনের সৃষ্টি। সৃষ্টিকর্তা তো খুশি মনেই আমাদের সৃষ্টি করেছেন।অথচ আমরা মানুষরাই এর ভেদাভেদ করি। সমাজে কালো বেটে মেয়েরা সবচেয়ে বেশি অবহেলিত। মানুষ অকপটে বলে দেয়, একজন আরেকজনকে কালো বেটে।কেউ একবার ও ভেবে বলে না যে তাকে যে সৃষ্টি করেছে,অপর ব্যক্তিকে সেই সৃষ্টি করেছে। নিজেকে নিজে তো আর সৃষ্টি করে নাই যে এভাবে আঘাত দিয়ে কথা বলতে হবে।তারা একবারও চিন্তা করে দেখে না যে, আল্লাহ তা’আলার সৃষ্টিকে অবজ্ঞা করা মানে শয়ং আল্লাহ তা’আলা কে অবজ্ঞা করা!আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তা’আলার সৃষ্টিকে ভালোবাসার মধ্য দিয়েই আল্লাহ তা’আলা ভালোবাসা হয়।”সুবহান আল্লাহ”।

যাই হোক,
আমি সালাম দিলাম। উনি সালামের জবাব দিয়ে বললেন,
– কেমন আছো?

– আলহামদুলিল্লাহ ভালো।আপনি কেমন আছেন আন্টি?

– আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

তারপর আমাকে বসিয়ে তিনিও আমার পাশে বসলেন। বসে মাথায় হাত বুলিয়ে বললেন,
– তুমি আসলেই খুব মিষ্টি একটা মেয়ে। ইমরান তোমার কথা সব সময় বলে। নাম কি তোমার?

– জ্বি,আয়রা মেহেনূর।

– তোমার মতো তোমার নামটাও অনেক মিষ্টি। তোমার বাসায় সবাই ভালো আছেন?

– আলহামদুলিল্লাহ ভালো।

– তুমি কি সব সময় এভাবে পর্দা করে চলো? ইমরান অবশ্য বলেছে তুমি খুব ধার্মিক।

– না আন্টি ভাইয়া ভুল বলেছেন, আমি খুব ধার্মিক তেমন নয়। তবে আমি চেষ্টা করি আল্লাহ এবং তাঁর রাসূলের আদেশ পালন করে চলার।

– আচ্ছা খুব ভালো, এটাই আজকালকার যুগের মেয়েরা কয়জনে করে বলো?
ইমরান তুই ভিতরে যা, আমি আয়রা’র সাথে কথা বলছি।

ইমরান ভাইয়া বললেন,
– আম্মু আমি থাকিনা কি হয়েছে?

আন্টি তখন হালকা রাগ নিয়ে বললেন,
– আমি যেতে বলছি তোকে?

ইমরান ভাইয়া আর কথা না বাড়িয়ে চলে গেলেন এখান থেকে। আমার এতে সুবিধা হলো, এখন নির্দ্বিধায় বলতে পারবো। ইমরান ভাইয়া চলে যেতেই আমি বলতে যাবো তখন আমার ফোনে কল আসে।কল রিসিভ করে ওপাশের ব্যক্তির কন্ঠস্বর শুনে চিনতে সময় লাগলো না আমার। আজকে দুদিন পর তার কন্ঠস্বর শুনতে পেয়ে অশান্ত মন শান্ত হয়ে গেল আমার। রাহাত বললো,
– বাসায় সবাই কেমন আছেন?

– আলহামদুলিল্লাহ ভালো।

– তুমি ঠিক মতো গিয়ে পৌঁছেছো?

– হুম আলহামদুলিল্লাহ। আমার ব‌উটা কি করে এখন?

ঠিক এই ভয়টাই এতোক্ষণ পাচ্ছিলাম আমি, এখন কি জবাব দিব?তাই একটু ভেবে বললাম,
– আমি আজকে কলেজে এসেছি রাহাত। তুমি সকালের খাবার খেয়েছো?

– হুম খেয়েছি। আচ্ছা তাহলে তুমি এখন বাহিরে আছো। আমি অবসর হলে রাতে কল দিব, এখন তাহলে রাখি ব‌উ?

– আচ্ছা ঠিক, আল্লাহ হাফেজ।

– আল্লাহ হাফেজ ব‌উ।

মুচকি হেসে কল রাখলাম আমি,দেখি আন্টি উৎসুক হয়ে তাকিয়ে আছেন। আমি কার সাথে এভাবে কথা বললাম হয়তো তাই ভাবছেন। তাকে চিন্তা মুক্ত করতে বললাম,
– আন্টি আমি বিবাহিত!এই মাত্র যার সাথে কথা বললাম সে আমার স্বামী! ইমরান ভাইয়ার পাগলামির ভয়ে এতো দিন কিছু বলার সাহস করে উঠতে পারিনি। তবে আজকে আপনাকে সবটা বলবো বলেই আমার এখানে আসা।যদিও প্রথমে আসতে চাইনি আমি, ইমরান ভাইয়ার জোরাজুরিতে আসা।পরে ভেবে দেখলাম আর না বলে বসে থাকা উচিৎ হবে না আমার। আন্টি আপনি আমাকে মাফ করে দিবেন।

আন্টির ফেইস মুহূর্তেই অন্ধকার হয়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন,
– আমার বোনের মেয়ে ফাইজা খুব সুন্দরী তবে অনেক আধুনিক। আমার ইচ্ছা ছিল তার সাথে ইমরানের বিয়ে দেওয়ার। কিন্তু ইমরান উঠতে বসতে তোমার কথা বলতে বলতে হয়রান। মানে সে তুমি বলতেই অজ্ঞান। তার মুখে এতো এতো প্রশংসা শুনে বললাম, তোমাকে যেন নিয়ে আসে।তাই আজকে হয়তো জোর করেই নিয়ে এসেছে। সত্যি বলতে কি জানো? তোমাকে দেখার পর থেকে আমি বুঝতে পারি, আমার ছেলে এতো দিন বিন্দুমাত্র ও ভুল বা বানোয়াট কিছু বলে নাই। তুমি সত্যি খুব সুন্দরী এবং মিষ্টি একটা মেয়ে মা শা আল্লাহ। তোমাকে দেখে মনে মনে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে নিয়েছিলাম। ভেবেছিলাম তোমার সাথেই আমি আমার ইমরান এর বিয়ের কথাবার্তা বলবো। কিন্তু এ কি বললে তুমি? কবে তোমার বিয়ে হয়েছে? আদৌও কেন ইমরান জানলো না?

একজন অতি সাধারন বেশভূষায় মহিলা শরবত আর নাস্তা নিয়ে আসলেন। আন্টি বললেন,আয়রা শরবত টা খাও গরমে ভালো লাগবে।আমি মাথা নিচু করে অপরাধী গলায় বললাম,
– আমি আবারও মাফ চাইছি আন্টি, আমি আপনার ছেলের ভয়েই বিষয়টা লোকাতে বাধ্য হয়েছি। উনি আমাকে বলেছিলে যেকোন মূল্যেই হোক তিনি আমাকে বিয়ে করবেন।এই ভয়েই আমি বলতে পারি নাই।

– আমার ছেলেটাকে সামলাতে সত্যি বড় কষ্ট হয়ে যাবে। তারপর ও আমি ইমরান কে বুঝিয়ে বলবো।

– ধন্যবাদ আন্টি, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আজকে তাহলে আমি উঠি, আব্বু আবার দুশ্চিন্তা করবে।

– সেকি দুপুরে খাওয়া দাওয়া করে তবেই যাবে। না খাইয়ে ছাড়বো না আমি।

– না আন্টি অন্য কোন দিন খাবো, আজকে নয়। আপনি আমাদের বাসায় আসবেন একদিন।এখান থেকে আমাদের বাসা পনেরো মিনিটের রাস্তা। আপনি আসলে আমি খুব খুশি হবো।

– এটা কোন কথা? তুমি এসে না খেয়ে চলে যাচ্ছ আর আমি কিনা যাবো তোমাদের বাসায়?

-আচ্ছা এই দেখুন আমি খাচ্ছি।

তারপর শরবত টা খেয়ে নিলাম। খেয়ে আন্টি কে সালাম দিয়ে বেড়িয়ে গেলাম। আজকে খুব হালকা লাগছে নিজেকে। এতো দিনে একটা বোঝা যেন কাদ থেকে নামলো। আন্টি যখন বলেছেন তখন ইমরান ভাইয়া কে ঠিক বুঝিয়ে বলবেন। আন্টি মানুষটা অনেক ভালো।
_______
রাতের বেলা টেবিলে বসে পড়ছি আর ফোনের দিকে বার বার চোখ বুলাচ্ছি । কখন রাহাত কল দেবে ভেবে। এরকম করে পড়াশোনায় মনোযোগ ও হচ্ছে না।তাই সাড়ে এগারোটা বাজতে খাটে এসে শুয়ে পড়লাম।এর দুই মিনিটের মধ্যে রাহাত কল করলো। বললাম,
– এতোক্ষণে সময় হলো?

সে ক্লান্ত ভড়া কন্ঠে বললো,
– অনেক কাজের চাপ ব‌উ। এখন এসে ফ্রি হলাম। সারাদিন একটু বসার টাইম পাই না।খেয়েছো রাতে?

– আলহামদুলিল্লাহ হুম। তুমি খেয়েছো?

– হুম।

– কি খেয়েছো?

– সবজি,ডাল,ভাত।

খুব কষ্ট লাগলো ওর খাবার খাওয়া শুনে, আমি কতো ভালো কিছু দিয়ে খেয়েছি অথচ ও??আমার নিরবতা দেখে রাহাত বললো,
– আমার বউ’টা হঠাৎ চুপ হয়ে গেল ব্যাপার কি?

– তুমি তাড়াতাড়ি বাসায় ফিরে এসো।

– আচ্ছা এই ব্যাপার, আমার বউ কি আমাকে খুব মিস করছে?

– এতো কিছু জানি না তুমি আসবে ব্যাস।

– কাজ শেষ করতে পারলেই চলে আসবো প্রমিজ করছি। আচ্ছা অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পরো ঠিক আছে?

– আচ্ছা ঠিক আছে, তুমিও ঘুমিয়ে পরো।
আল্লাহ হাফেজ।

– আল্লাহ হাফেজ মিষ্টি বউ।

তার শেষাক্ত কথায় হেসে দিলাম, কথায় কথায় ব‌উ বলা। মনে হয় যেন তার‌ই একটা ব‌উ আছে আর কারো ব‌উ নেই।
_______
কলেজে এসেছি আজকে,স্যার ক্লাস নিচ্ছেন।এর ফাঁকে তুলি জিজ্ঞাসা করলো গতকাল কি হয়েছে? আমি কিছুটা বলতেই স্যার দেখে রাগান্বিত দৃষ্টিতে তাকালো।তাই চুপ করে ক্লাসে মনোযোগ দিলাম। তারপর অফ ক্লাসে সবটা বললাম। সবটা শুনে তুলি বললো,
– এটাই ভালো হয়েছে, না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। যেহেতু ইমরান ভাইয়া তার মা অবধি চলে গেছেন।

– হুম।জানিস ইমরান ভাইয়ার আম্মু অনেক সুন্দরী এবং অনেক ভালো।

– ইমরান ভাইয়ার পোরা কপাল, তার থেকে তার মাকে পছন্দ হলো তোর।হা হা হা,,,

এই বলে তুলি হাসতে লাগলো।
______
সেদিনের পর থেকে, কয়েক মাস হলো ইমরান ভাইয়া’কে কলেজে দেখতে পাইনি আমি। মনে হয় এখন আমি সবচেয়ে ঘৃণিত মানুষ তার কাছে।যাই হোক এতে আমার ভালোই হয়েছে। আমি আমার মতো করে নির্দ্বিধায় চলাফেরা করতে পারি।
বাসায় থেকে থেকে বোরিং হয়ে গিয়েছি,তাই ভাবলাম শ্বাশুড়ি মায়ের সাথে কিছুদিন কাটিয়ে আসি। তাছাড়া রাহাতের আসার ও সময় হয়ে এসেছে। এবার একটা সারপ্রাইজ না দিলেই নয়। মা’কে বলবো, রাহাত কে যেন বলে ছুটি হলেই যেন মায়ের সাথে দেখা করতে আসে। আমি জানি ও মায়ের কথা ফেলতে পারবে না।তাই আগে মায়ের কাছেই যাবে।আব্বু’কে বলাতেই খুশি হয়ে অনুমতি দিয়ে দিল। ভাবী কে বললাম,সেও কতো গুলো জ্ঞান দিয়ে বললো যাও। ছোট ভাই কে বললাম,সেও চললো আমার সাথে শ্বশুরবাড়ি পৌঁছে দেওয়ার জন্য।
তারপর,
যেই ভাবা সেই কাজ কাপড় চোপড় গুছিয়ে ট্রলি নিয়ে চললাম শ্বশুর বাড়ি।
অতঃপর,
শ্বাশুড়ি মা আমাকে দেখে খুব খুশি হলেন।ভাইকে কিভাবে আপ্যায়ন করবেন, না করবেন এ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন। তারপর ভাই দু’দিন থেকে নারায়ণগঞ্জ ফিরে গেল।

আজকে দুপুর থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি,মা তার ভাইয়ের বাড়ি গিয়েছেন। বলেছেন বিকালে ফিরবেন, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারছেন না। এদিকে প্রচুর বৃষ্টি সাথে বিদ্যুৎ চমকানো, আমি একা ঘরে ভয়ে চুপসে যাচ্ছি। তার‌উপর টিন সেট ঘর বলে, শব্দ গুলো তিনগুণ বেশি। বিল্ডিং এ এতোটা বোঝা যায় না।যতটা টিন সেট ঘরে শব্দ শুনা যাচ্ছে।এর মধ্যে হঠাৎ দরজায় কড়াঘাত শুরু করে কে যেন! ভয়ে অবস্থা নাজেহাল আমার।একা একটা মেয়ে আমি, আল্লাহ না করুক কোন খারাপ মানুষ হলে,,,,

#চলবে,,,ইনশা আল্লাহ।

(আসসালামু আলাইকুম।
পেইজে লাইক, ফলো দিয়ে আমাকে সাহায্য করুন প্লিজ ?
ভুল ত্রুটি ক্ষমা করবেন আর কেমন হয়েছে জানাবেন।)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here