ছন্দহীন পদ্য
.
পর্ব_৬
.
অনিক ওর প্লেট সরিয়ে, গ্লাস হাতে এনে বললো, ‘থাকুক সমস্যা নেই, তুমি ওই চেয়ারে চলে যাও। আমি আরেকটা প্লেট দিচ্ছি।’
ইভা হাত ধুয়ে উঠতে উঠতে বললো, ‘না ভাইয়া আমি খাব না। আমার একটু শরীর খারাপ লাগছে।’
কথাটি বলেই রুমে চলে আসে ইভা। বিছানায় বসে বুক ভরে কয়েকবার শ্বাস নিয়ে ছাড়ে। কেমন প্রচণ্ড নার্ভাস লাগছে। মানুষটার মধ্যে কিছু একটা আছে। শুরু থেকেই সে সামনে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। হয় বেশি কথা বলছে, অথবা অতিরিক্ত বিব্রত, বিপর্যস্ত হয়ে যাচ্ছে। কারণ কি? উনার চাহনিতে কিছু কি আছে? বুঝতে পারছে না। তাছাড়া এখন খাওয়ার টেবিলে এটা কি করে এলো। প্লেটে পানি-টানি ফেলে কি একটা বিচ্ছিরি অবস্থা করেছে। লোকটা কি ভাবছে কে জানে! লজ্জায় শরীরে কেমন একটা গরম স্রোত বয়ে গেল। কান দিয়ে গরম ভাপ বেরুচ্ছে। বুকে হৃৎস্পন্দন এখনও কিছুটা অস্বাভাবিক। বিছানায় শুয়ে পড়লো সে।
অনিকের ঠোঁটে এখনও হাসি লেগে আছে। যেকোনো খেলাই মানুষকে আনন্দ দেয়। তাকেও দিচ্ছে। তবুও মেয়েটি খেতে পারেনি দেখে কিছুটা খারাপ লাগছে। টেবিল পরিষ্কার করে রুমে গিয়ে সে রেডি হয়ে এসে ডাক দিল, ‘ইভা, বের হও, যেতে হবে তো।’
কোনো সাড়া পেল না। মেয়েটি ঘুমের বা অসুস্থতার ভান ধরতে পারে। তাই সে দরজায় নক দিয়ে বললো, ‘আসো তালতো বোন, দেইখো আবার বইলো না শরীর খারাপ।’
ইভা বিছানা থেকে উঠে এসে পর্দা সরালো। মিষ্টি একটা ঘ্রাণ এলো নাকে। জিন্সের প্যান্টের সঙ্গে নেভি ব্লু গেঞ্জি পরে উনি দাঁড়িয়ে আছেন। চোখের দিকে তাকায় সে। চোখ দু’টা কেমন যেন। সে আমতা-আমতা করে বললো,
– ‘কি ভাইয়া?’
– ‘কই চলো।’
– ‘কোথায় যাব?’
– ‘আমার সঙ্গে ঘুরতে।’
আমতা-আমতা করে বললো,
– ‘আপু দুলাভাই বাসায় নেই। ওদের না বলে চলে যাব?’
অনিক চৌকাঠে হাত রেখে খানিক ঝুঁকে এসে রহস্য করে মুচকি হেঁসে বললো,
– ‘না বলেই তো যাবে। এসব লুকিয়ে ভালো। আমাদের দু’জনেরই ব্যাপার।’
ইভা বিস্ফোরিত নয়নে মাথা তুলে তাকায়। একটু ঝুঁকে এসে উনি কথা বলছেন। লোকটাকে এত লম্বা লাগছে কেন? সে কি খুব খাঁটো? কেউ তো কোনোদিন বলেনি।
এত শঙ্কায় থেকেও কেমন যেন ভেতরের কোনো এক অচেনা, অনাবিষ্কৃত গলিতে অন্যরকম অনুভূতি হলো।
এই যে লোকটার অসভ্যের মতো আচরণ। এগুলো খুব একটা খারাপ লাগছে না কেন? ব্যক্তিত্বহীন মনে হচ্ছে না কেন?
একটা মিষ্টি ঘ্রাণ, উনার চাহনি, মুখভর্তি দাড়ি-গোঁফ, লম্বা চুল, দাঁড়ানোর ভঙ্গি। এই সবকিছু মিলিয়েই উনি যে একজন মূর্তিমান সুপুরুষ। এখন যেন যাই করবেন সেটা শৈল্পিক, নান্দনিক হয়ে যাবে। ব্যক্তিত্বে এটুকুও টান পড়বে না৷ ইভার ‘ধুকপুকানি’ প্রচণ্ড বেড়ে যাচ্ছে। বসে বসে কেউ কি বুকের ভেতর ইট ভাঙছে? উনি আবার শুনে ফেলছেন না তো? শুকনো ঢোক গিলে ইভা বললো, ‘ভাইয়া আমি না হয় আপুকে কল দিয়ে বলে যাই?’
– ‘কেন আমার প্রতি বিশ্বাস, আস্থা নেই?’
কি আশ্চর্য লোক। উনার কিসের এত অধিকার? কেন সে এত আস্থা রাখবে। তালতো বোন তো আর প্রেমিকা বা স্ত্রী নয়।
– ‘কি হলো জবাব দাও, বিশ্বাস নেই?’
– ‘না সে আছে ভাইয়া।’
– ‘তাহলে চলুন।’
একা বাসাতেই তো সে। না গেলে হয়তো এভাবে বিরক্ত করবে। এরচেয়ে যাবে, রাস্তাঘাটে তো মানুষ আছে। গিয়ে দেখবে চায়টা কি উনি। সে স্বাভাবিক গলায় বললো,
– ‘আচ্ছা ভাইয়া, আপনি যান, আমি হিজাব পরে আসি।’
– ‘ওকে ঠিক আছে। আমি বাইরে আছি, দরজা লাগিয়ে তাড়াতাড়ি আসো। দেইখো এখন আবার লুকিয়ে বোনকে কল দিয়ে দিয়ো না।’
ইভার মুখ দিয়ে চলে আসছিল ‘আপনি একটা বাচাল, বেশি কথা বলেন’ তবুও নিজেকে সামলে নিল। এমনিতেই শুরু থেকে বেশি কথা বলে ফেলছে। নিজের নিয়ন্ত্রণ আর হারাতে চায় না সে।
অনিক গেইটের বাইরে দাঁড়িয়ে আছে। একটা রিকশা দেখে ডেকে দাঁড় করায় সে৷ ইভা চলে এলো খানিক পরই।
– ‘দরজা লাগিয়ে এসেছো তালতো বোন?’
– ‘হ্যাঁ।’
অনিক হাত দিয়ে ইশারা করে বললো, ‘উঠো।’
ইভা উঠতে গিয়ে ইতি-উতি করে। এখন কি রিকশায় একসঙ্গে বসে যেতে হবে?
অনিক নিজে আগে উঠে বললো, ‘কি হলো আসো?’
ইভা শুকনো ঢোক গিলে আস্তে আস্তে উঠে বসে। যতটুকু সম্ভব দূরত্ব রাখতে চাচ্ছে। তবুও উরুর সঙ্গে উরু, বাহুর সঙ্গে বাহু লেগে যাচ্ছে। রাতে সে গুগলে উনার নামে সার্চ দেয়ার আগেই এক বান্ধবী কল দিয়ে দেয়। সেখানে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। তাই আর জানা হয়নি। জানাটা দরকার। খুবই অদ্ভুত লাগছে লোকটাকে। কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে কে জানে৷ রিকশা খানিক এগোতেই অনিক একটা সিগারেট ধরিয়ে নিল। ইভা বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। অনিক ওর চোখের দিকে তাকিয়ে বললো, ‘কি কোনো অসুবিধা?’
ইভার এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বললো, ‘এটা কি আপনি ঠিক করেছেন? আপনি জানেন আমি ধোঁয়া সহ্য করতে পারি না।’
– ‘না পারলে এটা তোমার সমস্যা, তুমি কেন আশা করবে রাস্তাঘাটে সবকিছু তোমার সহ্যসীমার ভেতরে ঘটবে? পৃথিবী হলো মানিয়ে নেয়ার জায়গা বুঝলে?’
– ‘লেকচার দিবেন না। আপনার মুখে লেকচার মানায় না। একটা মেয়েকে পাশে রেখে সিগারেট ধরিয়ে ফেলেন আপনি কেমন লোক বুঝা হয়ে গেছে।’
– ‘না, সে আমি ভালো করে জানি মেয়েরা এই কর্ম পছন্দ করবে না। কিন্তু আমি তো তোমাকে পটানোর ধান্ধা নিয়ে ঘুরছি না।’
– ‘আপনি বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। এই রিকশা রাখুন, আমি নেমে যাব।’
অনিক সিগারেট ফেলে হাসতে হাসতে বললো, ‘আরে বসো ইভা। এই রিকশাওয়ালা ভাই আপনি যান।’
– ‘কি হয়েছে? সিগারেট ফেলে দিলেই কি শেষ? আমাকে নামিয়ে দেন।’
– ‘এবার ঠিক আছে৷ তুমি আসল রূপে ফিরে এসেছো। ওইদিনের মতো।’
– ‘এটা আমার আসল রূপ না, এটা ধৈর্যের সীমা অতিক্রম হওয়ার পরের রূপ। আমাকে নামিয়ে দিন। আপনার সঙ্গে কোথাও যাব না।’
অনিক মুচকি হেঁসে তাকিয়ে বললো, ‘হ্যাঁ, তোমার মুখ লাল হয়ে গেছে। খুব রেগে আছো তাই না?’
– ‘আপনি যা করছেন তা না রাগার মতো?’
অনিক রাস্তার পাশের বড়ো ওই রেইনট্রি গাছের দিকে তাকায়। একটা কাক, কা-কা করে ডাকছে, সে আনমনে বললো,
– ‘না, যথেষ্ট রাগার মতো। শান্ত হয়ে বসো।’
ইভার রাগ কেন যেন পড়ে গেছে। তবুও রেগে আছে এমন ভঙ্গিতেই চুপচাপ বসে রইল। মিনিট তিরিশেক পর একটা বাসার সামনে এসে রিকশা থামে। নেমে পড়ে তারা। ভাড়া চুকিয়ে অনিক তাকে নিয়ে একটা বাসার কলিংবেল চাপলো। ইভা বেশ কয়েকবার জিজ্ঞেস করলো এটা কার বাসা। কেন যাচ্ছে তারা কোনো জবাব পেল না সে। জুঁই এসে দরজা খুলে অবাক হয়ে সালাম দিয়ে বললো, ‘আসুন স্যার, আম্মু বলেছিলেন আপনি আসবেন।’
– ‘কেমন আছো তুমি?’
– ‘ভালো।’
– ‘তোমার আম্মুকে ডাক দাও।’
জুঁই মা’কে গিয়ে ডেকে নিয়ে এলো। ইভা সবার মুখের দিকে শুধু “হা” করে তাকিয়ে আছে। একজন ভদ্রমহিলা এলেন। ইভা সালাম দিল। উনি জবাব দিয়ে সোফায় বসতে বসতে বললেন, ‘কিসে পড়েন আপনি?’
– ‘অনার্স প্রথমবর্ষ।’
– ‘সন্ধ্যায় এসে পড়াতে পারবেন তো?’
– ‘জি?’
অনিক ওর দিকে তাকিয়ে বললো, ‘উনার মেয়ে ক্লাস এইটে পড়ে। নাম জুঁই। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নক কামড়াচ্ছে এই মেয়েটা। আগে ছেলে টিচার ছিল। পড়ানো রেখে গল্প-গুজব বেশি করে তাই বিদায় করে দিয়েছেন। তুমি কি তাকে সন্ধ্যায় পড়াতে পারবে এসে?’
ইভার বিস্ময়ের সীমা রইল না। কি প্রতিক্রিয়া দেখাবে খুঁজে পেল না। কি আজব একটা লোক। তাকে এভাবে নিয়ে এসেছে বুঝি টিউশনির জন্য। নিজেকে দ্রুত সামলে নিয়ে ইভা মুচকি হেঁসে বললো, ‘হ্যাঁ আন্টি পারবো।’
– ‘আমাদের এই গলিতে যাওয়ার সময় রিকশা পাওয়া যায় না। আসার সময় মিলে৷ রাতে এদিকটা হেঁটে যেতে হবে।’
কি বলবে ভেবে পেল না ইভা। রাতে কি একা যেতে আসতে অসুবিধা হবে তাও বুঝতে পারছে না। সে অনিকের মুখের দিকে তাকায়। অনিক ঘাড়ের চুলে হাত বুলিয়ে কিছু একটা ভেবে বললো, ‘পারবে সমস্যা নেই। তবে তাকে টাকা একটু বাড়িয়ে দিবেন। কারণ মেয়ে মানুষ। হেঁটে যেতে আসতে পারবে না। রিকশা ভাড়া যাবে।’
– ‘আচ্ছা সেটা দেখা যাবে।’
– ‘তাহলে এখন উঠি।’
– ‘বসুন চা-নাশতা কিছু দেই।’
– ‘না এখন উঠবো, দরকার আছে, চলো ইভা।’
দু’জন রাস্তায় এলো। রিকশা নেই। হেঁটে হেঁটে যাচ্ছে। ছায়াময় রাস্তা। দুইপাশে রেইনট্রি গাছ। ইভা অনিকের দিকে তাকায়। কি যেন ভাবছে লোকটা। সে আমতা-আমতা করে বললো, ‘এ কথা আগে বলতে পারতেন।’
– ‘কি কথা?’
– ‘টিউশনির জন্য নিয়ে এসেছেন।’
– ‘একটু মজা করলাম। দুই দিনের দুনিয়ায়, মজাই আসল, বাকি সব ভুয়া।’
– ‘বাকি সব ভুয়া?’
– ‘মাঝে মাঝে মনে হয় ভুয়া। একেক সময় একেকটা মাথায় আসে। মানুষের মাথা হচ্ছে আরেকটা বাজার।’
– ‘অদ্ভুত।’
হেঁটে হেঁটে গলি পেরিয়ে মেইন রাস্তায় চলে এসেছে। একটা রিকশা দেখে অনিক দাঁড় করিয়ে বললো, ‘সামনে একটা ফার্নিচারের দোকান আছে না? সেখানে যান।’
ইভা ওর দিকে তাকিয়ে বললো,
-‘ফার্নিচারের দোকানে কেন?’
– ‘কথা না বলে উঠো।’
উঠে বসলো সে পাশে। রিকশা চলছে। ইভা চোরা চাহনিতে তাকায়। লোকটা যখন কথা বলে, বলতেই থাকে, আর না বললে বিষণ্ণ দেখায়। কেমন ডুবে থাকে কি একটা ভাবনায়। সরাসরি যখন তাকায় মনে হয় ভেতর দেখে ফেলছে। অস্বস্তির সীমা থাকে না তখন। রিকশা এসে থামলো দোকানের সামনে। দু’জন নেমে পড়ে। অনিক রিকশাওয়ালাকে বললো, ‘মামা আপনি থাকেন আসছি।’
ফার্নিচারের দোকানে ঢুকে অনিক বললো, ‘একটা পড়ার টেবিল চয়েজ করো ইভা।’
ইভা তখনই বুঝতে পারলো মূল ঘটনা। তার রুমে টেবিল নেই। নিশ্চয় উনি সেজন্য এসেছে৷ কি অদ্ভুত একটা লোক। মনেই হয় না এসব ছোটখাটো বিষয় খেয়াল করেন। সে আমতা-আমতা করে বললো, ‘আপনিই দেখুন আমি এসব বুঝি না।’
– ‘আচ্ছা ঠিক আছে।’
অনিক একটা টেবিল দাম-দর করে নিয়ে নেয়।। ভ্যানে তুলে দিল ওরা। ভ্যান যাচ্ছে সামনে। তাদের রিকশা পিছু পিছু। অনিক ওর দিকে তাকিয়ে বললো, ‘তুমি তো বাসায় খেতে পারোনি। সামনে রেস্টুরেন্ট আছে রিকশা থামাই?’
– ‘না, বাসায় চলে যাব।’
রিকশা তবুও থামালো অনিক। তাকে বসিয়ে রেখে বিরিয়ানির প্যাকেট নিয়ে এলো। আবার রিকশা চলতে শুরু করেছে। বাসার সামনে এসে ওর কাছে প্যাকেট আর চাবি দিয়ে বললো, ‘দরজা খুলে যাও তুমি। আমরা টেবিল নিয়ে আসছি।’
সে ভেতরে চলে গেল। ওরা টেবিল নিয়ে এলো ভেতরে৷ ইভার রুমে ফিটিং করার পর অনিক বিদায় করে দিয়ে নিজের রুমে চলে গেল। আর বেরই হলো না। ইভা বিরিয়ানির প্যাকেট রুমে নিয়ে বসে আছে। লোকটা কিছুই বললো না। এটা কার জন্য? তার জন্য হলে তো বলে যাবে যে, ‘ইভা এটা খেয়ে নিয়ো, তোমার জন্য এনেছি’ সেরকম কিছুই বললো না। তাহলে খাবেই বা কি করে? যেরকম মানুষ হঠাৎ বলেও ফেলতে পারে, ‘কি হলো তালতো বোন, বিরিয়ানি খাওনি কোনোদিন?’
সে নিজেই প্যাকেট নিয়ে গেল অনিকের রুমের দিকে। দরজায় নক দিল। ভেতর থেকে অনিক বললো, ‘ইভা না-কি, আসো।’
ইভা ভেতরে গেল। অন্ধকার রুম। দরজা খোলায় ধার করা আলোয় কিছুটা আলোকিত হয়েছে৷ জানালাটাও বন্ধ। বদ্ধ ঘরের একটা ভ্যাপসা গন্ধ নাকে আসছে৷ ল্যাপটপের সামনে বসে আছেন উনি। ইভা তাকিয়ে দেখে কিছু একটা লেখা হচ্ছে। তবুও বললো, কি করেন?’
– ‘এইতো লেখি।’
– ‘অন্ধকারে লিখতে হয় বুঝি?’
– ‘না, যখন যেভাবে লিখতে মন চায় লেখি। এখন আলো সহ্য হয়নি তাই বন্ধ করেছি।’
– ‘লেখার মাঝে বিরক্ত করলাম মনে হয়।’
– ‘না না, তোমার সঙ্গে এমনিতেই ভাব জমানোর ইচ্ছা আছে।’
– ‘তাই না-কি?’
– ‘হ্যাঁ, বসো। আর হাতে কি? এটা খাওনি এখনও?’
– ‘ও হ্যাঁ, এটা দিতেই এসেছি।’
– ‘এটা দেবে কেন, এটা তো তোমার জন্য।’
– ‘ও আমি ভাবলাম, কার জন্য এনেছেন।’
– ‘ঠিকই বুঝেছো তোমার জন্য এনেছি। যাইহোক এখন বিছানার দিকে বসো। এক আবছা আলো ছায়ার অন্ধকার রুমে দু’জন মানব-মানবী বসে থাকি।’
ইভা এবার আর শঙ্কিত হলো না। সে বরং ঠোঁট টিপে হেঁসে অভিনব ভঙ্গিতে বললো, ‘তা বসে কি করতে হবে শুনি?’
অনিক ল্যাপটপ থেকে চোখ সরায়। চেয়ার ইভার দিকে ঘুরিয়ে নেয়৷ আসন পেতে বসে কনুই টেবিলে রেখে কপালে দুই আঙুল ঠেকায়। খানিকক্ষণ চলে যায় এভাবে,
– ‘বাতিটা জ্বালিয়ে নাও।’
– ‘জি?’
– ‘বাতিটার সুইচ দাও।’
ইভা উঠে সুইচ টিপে বাতি জ্বালিয়ে এসে দেখে অনিক সিগারেট ঠোঁটে নিয়ে ধরাচ্ছে। অস্ফুটে বললো ‘অসভ্য একটা লোক’ সেই বলাটায় ভেতর থেকে রাগের জোর পেল না। উলটো কি যেন প্রকাশ পেল। অনিক ধোঁয়া ছেড়ে বললো, ‘বসো ইভা।’
ইভা বিছানায় বসে। তারপর অনিক খানিক ভেবে বললো, ‘ভাইয়াকে কিছু বিষয়ে সাহায্য করতে পারবে না?’
– ‘কি করতে হবে?’
‘এইতো প্রতিদিন লিখে অল্প অল্প তোমাকে হোয়াটসঅ্যাপে দেবো পড়তে। তুমি বলবে কেমন হয়েছে৷ বানান ভুল হলেও জানাবে। আর আমার পেইজ, গ্রুপের এডমিন দেবো তোমাকে৷ এসবে একটু সময় দিতে হবে’ এটুকু বলে থেমে সিগারেটে টান দিয়ে বললো, ‘অবশ্য আমিও তোমাকে একটা সহযোগিতা করতে হবে, সেটা হলো প্রতিদিন নিজের টিউশনি থেকে সোজা জুঁইদের বাসার সামনে গিয়ে তোমাকে আনা।’
ইভা মুচকি হেঁসে বললো,
– ‘আপনি আমাকে সাহায্যের লোভ না দেখালেও করবো।’
– ‘আরেকটা কাজ আছে।’
– ‘কি?’
– ‘বিশেষ কিছু অংশ থাকে লেখায়। সেগুলো আমার সামনে বসেই পড়তে হবে। এটা একটু কঠিন। তুমি শব্দ করে পড়বে আরেকজন তোমার মুখের দিকে তাকিয়ে আছে। এটা তোমার জন্য অস্বস্তিকর হবে।’
ইভা ফিক করে হেঁসে বললো,
– ‘লেখকরা এরকম করে বুঝি?’
– ‘সবার ব্যাপার আলাদা। একেকজন মানুষ যেমন একেক রকম। একেকজন লেখকদের ব্যাপারও আলাদা।’
– ‘ও আচ্ছা৷ তা ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন।’
– ‘যেমন ধরো অতি দুঃখের বা খুব হাসির কোনো অংশ। সেগুলো আমার সামনে পড়বে আমি তোমার প্রতিক্রিয়া দেখবো।’
ইভা পুনরায় হেঁসে বললো, ‘আচ্ছা, তাই বলে আমি কেঁদে ফেলবো না-কি আপনার সামনে।’
– ‘না কাঁদলেও কিছুটা চেহারা দেখে বুঝা যাবে। আর তোমাকে দিয়ে এই কাজগুলো ভালো হবে।’
– ‘কিভাবে বুঝলেন?’
– ‘তা জেনে লাভ নেই। আচ্ছা তোমার ইমাজিনের অবস্থাটা একটু বুঝি। দেখি তোমার ভুল ধরার ক্ষমতা কতটুকু।’
ইভা হেঁসে বললো, ‘আচ্ছা।’
অনিক ঘাড়ের চুলে হাত বুলিয়ে আঙুলের ফাঁকে সিগারেট সহ মাউস টিপে একটা পুরাতন ফাইল বের করে। তারপর একটা লেখার অংশ দেখিয়ে বললো, ‘এই পেইজটা পড়ে বলো কি ভুল আছে।’
ইভা খুব মনযোগ দিয়ে পড়ে বললো, ‘ভুল নেই তো, সবকিছুই ঠিক আছে।’
অনিক মুচকি হেঁসে সিগারেটে টান দিয়ে বললো, ‘আবার পড়ো। পুরো ব্যাপারটা ইমাজিন করো।’
আবার পড়ে বললো,
– ‘নেই তো কোনো ভুল।’
অনিক বিছানায় গিয়ে বসে বললো,
– ‘আসো আমার পাশে বসো।’
ইভা ইতস্তত করে পাশে বসে। অনিক এবার বললো, ‘ওই লেখায় একটা দৃশ্য আছে। বাস চলছে। নায়ক নায়িকা বসে আছে। নায়িকা একপর্যায়ে নায়কের বুকে মাথা রাখে। এরকম একটা দৃশ্য আছে না?’
– ‘হ্যাঁ আছে।’
– ‘এবার আমরা দু’জন বিছানায় বসে আছি। ধরো এটা বাসের সিট। তুমি কি পারবে আমার বুকে মাথা রাখতে? বাসের সিটে যেভাবে বসা থাকে মানুষ। আমি সেভাবে বসে থাকবো।’
ইভা বিস্মিত হয়ে বললো, ‘কী বলেন এগুলো? আমি বুকে মাথা রাখবো মানে কি?’
__চলবে….
লেখা: জবরুল ইসলাম
বি:দ্র: আমার আইডির ফ্রেন্ড/ফলো লিস্টে বা গ্রুপে কি আপনি জয়েন আছেন?