চারুর_সংসার পর্ব ৪

0
1215

#চারুর_সংসার
#Written_by_Nowshin_Noor
#পর্ব_৪

.
?
.

চারু মারার ভান করে আনাফের দিকে আগায়।আনাফ ভয় পেয়ে বলে…….

আনাফঃএই না,না??
চারুঃএইতো লাইনে এসেছো বাবু??।

এরপর চারু আনাফ কে খাবার দেয়।

আনাফঃআমি খাবো?
চারুঃতো কে খাবে শুনি?
আনাফঃমানে আমি নিজের হাতে খাবো?তুমি খাইয়ে দাও?।

চারু হতভম্ব হয়ে যায় আনাফের এই কথা শুনে!

চারুঃআ…আমি দিবো খাইয়ে?
আনাফঃহ্যা তুমি(বাচ্চাদের মতো করে ঠোঁট উল্টিয়ে)
চারুঃআচ্ছা দিচ্ছি।

চারু আনাফকে খাইয়ে দেয়।আনাফও বাচ্চাদের মতো করে খেয়ে নেয়।খাওয়া শেষে…….

চারুঃআচ্ছা আমি এগুলো রেখে আসি।
আনাফঃআচ্ছা যাও তাড়াতাড়ি আসিও।

চারু চলে যায়।কিচেনে যায় গিয়ে দেখে মা রান্না করছে।

চারুঃকী করেন মা?
মাঃএইতো রান্না করি চারু।
চারুঃআমি হেল্প করি?
মাঃনা,না। কোনো দরকার নেই।অহ হ্যা তুমি তো কিছু খাও ও নি।আচ্ছা আমি নাস্তা দিচ্ছি।শবনম ও খায় নি,দুজন মিলে খেয়ে নিবে।
চারুঃওক্কে।

চারু মায়ের সাথে গল্প করতে থাকে আর খুটিনাটি হেল্প করে।তখনি সেখানে শবনমের উপস্থিতি ঘটে।

শবনমঃকী হচ্ছে এখানে?
মাঃএইতো আমি আর চারু মিলে গল্প করছি আর রান্না বান্না করছি।
চারুঃফাইনালি তুমি উঠলে শবনম।
শবনমঃহ্যা ভাবী।
চারুঃএই একদমি ভাবি বলবে না?।আপু বলে ডাকবে কেমন??
শবনমঃঅক্কে মেরি জান।
মাঃআচ্ছা তোরা গিয়ে টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি।

দুজন মিলে নাস্তা খেতে লাগলো আর গল্প করছিলো।।

চারুঃআচ্ছা শবনম শুনো। তোমাদের বাড়িটা এত্ত বড় আমার মনেহয় আমি হারিয়ে যাবো।আমি পুরো বাড়ি চিনিই না।তাই বলি কী তুমি আমাকে পুরো বাড়িটা…..
শবনমঃহ্যা হ্যা বুঝে পারছি।আচ্ছা খাবারটা খেয়ে নেই তাহলে পুরো বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো।
চারুঃওকে।।

খাওয়া শেষে দুজম মিলে পুরো বাড়ি ঘুরে।শবনম কোনটা কী!সবকিছু বুঝিয়ে দেয় চারুকে।চারু যতো দেখছে ততো অবাক হচ্ছে।মনে হচ্ছে সে সপ্ন দেখছে।সব শেষে তারা শবনমের রুমে আসে।

শবনমের রুমটা অনেক সুন্দর।ঝলমল করছিলো ওর রুম।রুমের বিছানার চারিদিকে অনেকগুলো ডল রাখা,আর ছোট ছোট লাইট দেওয়া। যেগুলো বিয়ে বাড়িতে লাগানো হয়।রুমের দেয়ালে শবনমের ছবি,আনাফের সাথে ছবি এবং ওদের পুরো ফ্যামিলি মেম্বারদের ছবি লাগানো।আর বারান্দা!!বারান্দা টাও অনেক সুন্দর।তাছাড়া বারান্দায় বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে ভরা পুরো রুম ফুলের গন্ধে ভরে গেছে।বসে আড্ডা দেওয়ার জন্য আছে সোফা,দোলনা।

.
?
.

চারুঃওয়াও শবনম!তোমার রুম এত্ত সুন্দর।আমি ক্রাশড তুমার রুমের উপর।সুধু ক্রাশড না প্রেমে পড়ে গেছি বলতে পারো??।
শবনমঃহাহহা।আপু তোমার যখন ইচ্ছা তখন চলে আসবে রুমে।দুজন মিলে আড্ডা দিবো?।
চারুঃহ্যা!!

দুজন আরো কিছুক্ষন গল্প করে।এরপর হঠাৎ চারুর আনাফের কথা মনে পড়ে দৌড়ে রুমে যায় চারু…

.
?
.

আনাফঃউফফফফফ এতক্ষনে আসলে তুমি!বোর হচ্ছিলাম আমি।
চারুঃআসলে আমি শবনমের সাথে ছিলাম।ওর সাথে গল্প করছিলাম।
আনাফঃহুম।ইসসস না পারছি হাটতে,না পারছি কিছু করতে খুব বিরক্ত লাগছে।
চারুঃখুব ভালো হয়েছে।তখন আমার কথা শুনেছিলেন????
আনাফঃউফফফ এই কথা শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে গেলো।কেন যে এমন করছিলাম!!

চারু ফিক করে হেসে দেয়।হঠাৎ চারুর মনে পড়ে যে আনাফের পায়ে মালিশ করে দিতে হবে।

চারুঃঅহহহ হ্যাঁ আপনাকে মালিশ করে দিতে হবে।আমি ভুলেই গিয়েছিলাম।
আনাফঃনা,না।লাগবেনা।
চারুঃবেশি কথা বলেন আপনি।

চারু আনাফের পায়ে মালিশ করে দিতে থাকে যত্ন করে।

আনাফঃউফফফ চারু আস্তে দাও এত্ত জোরে কেউ মালিশ করে?।
চারুঃএইরকম জোরে দিলে ব্যাথা কমবে বুঝছেন?
আনাফঃহুম?।(বেচারা??)

আনাফের এমন চেহারা দেখে ভিতরে ভিতরে হাসতে হাসতে শেষ চারু।না পারছে মন খুলে হাসতে?।

আনাফঃএই চারু আমার অনেক বোরিং লাগছে আসো কিছু করি!
চারুঃকী করবেন?(ভ্রু কুচকে)
আনাফঃউমমমম!!!!হ্যা পেয়েছি! আসো ট্রুথ ওর ডেয়ার খেলি।
চারুঃকচু!!আমি এসব খেলিনা ওকে?
আনাফঃধুরররররররর!!!!
চারুঃআচ্ছা অন্য সময় খেলবো নে।

কলিংবেল……………

চারুঃএই আমি দেখে আসি কে আসলো।
আনাফঃআচ্ছা যাও।

চারু দেখতে গেলো কে এসেছে।

.
?
.

চারু দরজা খুলতেই স্ট্যাচু হয়ে যায়।অবাক হয়ে যায় চারু।

চারুঃতু….তু…মি??
—–আমি মনেহয় ভুল ঠিকানায় চলে আসছি
চারুঃতুমি এখানে কী করছো আবির?
আবিরঃআমি শবনমের কাছে এসেছে!তুমি এখানে কী করছো চারু?
চারুঃএ….এটা আমার শ্বশুরবাড়ি!তুমি কী এখানে এসেছো আবার আমার ক্ষতি করতে?
আবিরঃনা চারু!হ্যা আমি আগে তোমাকে পাওওয়ার জন্য তোমার সাথে খারাপ ব্যাবহার করেছি।তার জন্য আমি ক্ষমা প্রার্থি।আমি আগে তোমাকে ভালোবাসতাম।যখন আমি বুঝতে পারি আমি তুমাকে পাবোনা তখন থেকেই আমি তোমার পিছু ছেড়ে দেই।এরপর আমার জীবনে শবনম আসে।এখন আমি ওকে ভালোবাসি।শবনম ও আমাকেভালোবাসে।কাল ঝগড়া করেছিলো আর ওর ফোন এখন পর্যন্ত বন্ধ।তাই আমি টেন্সন করতে করতে শেষ। তাইতো চলে আসলাম।প্লিজ্জজ তুমি আমাকে ভুল বুঝো না।আমি শবনমের সাথে দেখা কররেই চলে যাবো!!

চারুঃআচ্ছা আমি ওকে ডেকে দিচ্ছি।

শবনমঃআপুউউউউ কে এসেছে??

শবনম আসতেই দেখে আবির দাড়িয়ে।

শবনমঃতুমি??????
আবিরঃহ্যা!আসলে……

চারুঃআচ্ছা তোমরা কথা বলো আমি আসছি।ও হ্যাঁ আবির তুমি কফি খেয়ে যেওয়।

এরপর আবির শবনমের সাথে কথা বলে চলে যায়।

তারপর????????????

চলবে……….

খুশি?বড় করে দিছি!

আজ একদিনে মোট ৩ টা পার্ট দিছি??।উপহারস্বরূপ ভালো ভালো কমেন্ট কইরেন নেক্সট নেক্সট ছাড়া??

চারুর জীবনে কিন্তু ভিলেন এন্ট্রি নিচ্ছে??।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here