গোধূলি বেলায় তুমি এসেছিলে দ্বিতীয় খন্ড (পর্ব ১৯)

0
422

#গোধূলি_বেলায়_তুমি_এসেছিলে
#আনিশা_সাবিহা
পর্ব ১৯ (২য় খণ্ড)

গাড়িতে বসে আছে মেহরাজ আর রাগিনী। মেহরাজ চুপচাপ। রাগিনীর কঠোর চেহারার দিকে মাঝে মাঝে চো/রের মতো তাকাচ্ছে সে। অনেক বলেও রাগিনীকে এড়িয়ে আসা গেল না আর। মেহরাজ বেচারা পড়েছে রাগিনী এবং কোহিনূর উভয়ের তোপের মুখে। সুযোগ পেলে দুজনই শা/সায়। দীর্ঘশ্বাস ফেলে রাগিনী গম্ভীর গলায় প্রশ্ন করল,
“আপনার স্যার এখন কোথায় আছেন?”

বোকার মতো মাথা চুলকাতে শুরু করে মেহরাজ। শুকনো ঢক গিলে আমতা আমতা করতে করতেই রাগিনী আবারও জিজ্ঞেস করে,
“আপনার স্যারকে আমি খে/য়ে ফেলব না। সো সহজভাবে বলে দিলে ভালো হয়।”

“অফিসেই আছেন উনি। এখন কাজে বেশি ব্যস্ত। কারণটা হয়ত আপনি বুঝতে পারছেন ম্যাডাম। এই কেসটা ক্রমশ জটিল হচ্ছে। এমনকি ব্যক্তিগত আ;ক্রমণ করতেও ছাড়ছে না সেই ভয়ানক আ/তঙ্কবাদীর দল।”

“উনি সেজন্যই ব্যস্ত রয়েছেন? নাকি অন্য কোনো কারণ আছে?”

বেশ সন্দিহান হয়ে প্রশ্নটা মেহরাজের দিকে ছুঁ/ড়ল রাগিনী। মেহরাজের চেহারায় এবার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। অনুজ্জ্বল হলো মুখ। মাথা নুইয়ে নিয়ে নিচু সুরে বলল,
“আসলে আমারই উচিত ছিল কথাগুলো আপনাকে আগে বলা। কিন্তু স্যার আমাকে অনেকটা হু/মকি দিয়ে রেখেছে বলা চলে। স্যার অনেক মানসিক চাপের মধ্যে আছেন। যেদিন নয়নতাঁরা ম্যাডামকে শ্যু/ট করা হলো ওইদিন থেকে উনি নিজেকে এমনভাবে দোষা/রোপ করা শুরু করলেন যে আস্তে আস্তে উনি অন্যরকম হয়ে উঠতে লাগলেন। আপনার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়ার একমাত্র কারণ হলো ভয়। উনার মতে, আ/তঙ্কবা;দীর লক্ষ্য আগে থেকেই আপনি রয়েছেন। এরপর যদি স্যারের সঙ্গে আপনাকে তারা মিশতে দেখে আপনারও ক্ষ;তি করার চেষ্টা করে তখন স্যার এটা মোটেও মানতে পারবেন না। ঠিক এই কারণে উনি আপনাকে এড়িয়ে চলছেন কয়দিন ধরে।”

বিষাদযুক্ত সেইসব কথা কানে আসতেই বুকটা ভার হয়ে আসে রাগিনীর। মাঝে মাঝে সে ভেবে পায় না লোকটা কি আসলেই পা/গল জাতীয় কিছু? হয়ত তাই হবে! এই লোকটার প্রয়োজন চিকিৎসার। নয়ত এতটা অদ্ভুত চিন্তাভাবনা কেউ করতে পারে? ম্লান মুখ নিয়ে গাড়ির দরজাটা খুলতেই মেহরাজ এবার অনুরোধ করে বসে তাকে।
“ম্যাডাম, প্লিজ স্যারকে বলবেন আমি এসব বলেছি। তাহলে আমার খবর করে দেবেন।”

“হুমম বলব না।”

রাগিনী নেমে গেল। তবে এবার সে যেকোনো মূল্যে কোহিনূরের সঙ্গে কথা বলবে। নয়ত লোকটি তার ভুল ধারণা থেকে সরবে না কিছুতেই।

সবেমাত্র শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়েছে অভিরূপ। আজকাল ভিজে চুলগুলো নুইয়ে থাকলে চোখ দুটো ঢেকে যায় তার। বুঝতে পারে চুলগুলো বেশি বড়ো হয়েছে অযত্নে। তবুও কোনো হেলদোল সৃষ্টি হয় না তার মাঝে। ঠান্ডা লাগছে বেশ। দ্রুত হাতে আরেকটা টাওয়াল নিয়ে বুকে পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ল সে। জানালার কাছে রোদের সামনে দাঁড়াতেই ফোনের সবচেয়ে বিরক্তিকর মেসেজ টোনটা কানে আসায় চোখমুখ জড়িয়ে এলো তার। হয়ত নোমানের মেসেজ! এটা ভেবেই বিরক্তি সরিয়ে কাবার্ডের ওপরে রাখা ফোনটা হাতে নিয়ে আরো বেশি অসন্তুষ্ট হলো। আননোন নম্বরে মেসেজ! এটা তার কাছে অস্বাভাবিক ব্যাপার নয়। বাংলাদেশে থাকার খবর পাওয়ায় অনেক অনুষ্ঠানের গেস্ট হিসেবে তার ডাক পড়েছে। অনেক ডিল করতে চেয়েছে অনেকেই। ইতিমধ্যে একটা অনুষ্ঠানের ডিল ফাইনালও করেছে সে। এটাও যথেষ্ট! তবুও ফোনটা যখন হাতে ধরেছে মেসেজটা না দেখলেই নয়। তাই ফোনের লক খুলতেই মাত্র এক লাইনের অদ্ভুত বার্তায় কপালের ভাঁজটা প্রগাঢ় হলো তার। ‘বি এলার্ট, বি সেফ।’

হালকা মস্তিষ্কে জোর দিতেই না চাইতেও রূপাঞ্জনার কথাটা মনে ধা/ক্কা দিলো। বিলম্ব না করে কল অপশনে গিয়ে ফট করে কল দিয়ে ফেলল সে। প্রথমে কল রিসিভ না হলেও পরবর্তীতে প্রথমেই কল ধরল কেউ। অভিরূপ তীক্ষ্ণ প্রশ্ন করে ফেলল,
“হ্যালো! হু ইজ দিস?”

“ই…ইটস রং নম্বর! সরি।”

বেশ চিকন সুর। বোঝাই যাচ্ছে অপরপ্রান্তে থাকা এই মানবী কম চেষ্টা রাখছে না অচেনা হিসেবে পরিচিতি দিতে। তবে অভিরূপ বেশ জোর দিয়েই বলল,
“রূপাঞ্জনা। ডোন্ট অ্যাক্ট ইন ফ্রন্ট ওফ মি।”

অপরপ্রান্ত এবার একেবারেই চুপ, নির্জীব! অভিরূপ আবারও বলে,
“আমি জানি তুমি গলার সুর পাল্টাতে, নকল করতে বেশ ভালোই পারো। ঠিক এই একটা কারণেও তোমাকে রাগিনী ভেবে অনেকবারই ভুল করেছি। কিন্তু মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। এর মধ্যে আমিও একজন।”

রূপাঞ্জনার শ্বাস ঘন হলো এবার। নিজের মনের বিরুদ্ধে গিয়ে অভিরূপকে মেসেজ করেছে অনেক কষ্টে। জানিয়ে দিতে চেয়েছিল শুধুমাত্র তাকে সাবধানে থাকতে। কারণ পৃথিবী উল্টে গেলেও সে কখনো কোনোভাবেই চাইবে না এই মানুষটির শরীর থেকে এক ফোঁটাও র/ক্ত পড়ুক। কারণ রূপার মনে এবং মস্তিষ্কে এটা গেঁথে গিয়েছে যে অভিরূপকে সে একসময় পরা’স্ত করতে চাইলেও লোকটি নির্বিঘ্নে সব জেনেও তার জন্য মায়া করে গিয়েছে। কিন্তু অভিরূপ চৌধুরী বেশ জেদি মানুষ। ঠিক এই কারণেই হয়ত সে বেশ আত্মবিশ্বাসের সাথেই কল দিয়েছে রূপাকে।
“রূপা! কথা বলো! চুপচাপ থাকা সাজছে না। এমনিতেই অ/ন্যায়ের পাল্লায় তোমার ওজন কম নয়।”

“জানি আমি। সেকারণেই কম করার চেষ্টা করিও না।”

“চলে গেলে কেন এভাবে না বলে?”
অভিরূপের সোজা প্রশ্ন এবার রূপার কাছে জটিল প্রশ্ন হয়ে দাঁড়াল। তাই সে কাঠকাঠ গলায় প্রশ্ন করল,
“কেন? থেকে গেলে তো পুলিশে ধরিয়ে দিতেন।”

অভিরূপের রাগ হলো বেশ। চোয়াল শক্ত হলো। তবুও কণ্ঠে তা প্রকাশ না করে বলল,
“এই চিনলে আমায়?”

“আমি কাউকে চিনতে চাই না। বিশেষ করে আপনাকে তো একদমই না। আপনি মানুষটাকে চিনতে গেলে হয়ত আমায় নিষ্ক্রিয় হতে হবে আপনাতে।”

“তার উল্টোটা হলে বুঝি খুশি হবে তুমি? আমি তোমাতে মিশে যেতে চেয়েছিলাম।”

রূপাঞ্জনার নিঃশ্বাস ঘন হয়। ফট করে অভিরূপের কথা ধরে বলে,
“চেয়েছিলেন। এখন চান না তাই না?”

“এখনো চাই। সবসময় চাইব। সব জেনেও চাইব। মন মানুষের কর্মকাণ্ডের চেয়েও বেশি নিবারিত। কারণ তারা সব চেয়েও নি/ষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয়।”

অভিরূপের সোজাসাপটা উত্তরে প্রতিত্তোরে আর কিছু বলার সুযোগটা হলো না রূপার। হতবিহ্বল হয়ে জানতে চাইল,
“এখনো স্বপ্ন দেখেন কীসের আশায়?”

“আশা আমি নিজে তৈরি করে নিয়েছি। স্বপ্ন দেখি তুমি আমি পালাব কখনো। কোথাও ছোট্ট বেড়ার বাড়ি হলেও করব। সেখানেই গড়ব সংসার!”

রূপাঞ্জনা দিশাহারা হয়। লোকটির সঙ্গে কেন কথা বলতে এলো সেটা ভেবে কপাল চাপড়াতে চায়। অভিরূপ আবারও বলে,
“তোমার অপেক্ষায় আছি। আশা করি তুমি আসবে। চলে এসো প্লিজ। আমি সেই পথে চেয়ে থাকব যেই পথ দিয়ে তুমি আসবে।”

ব্যস…আর কোনো উত্তর পাওয়া গেল না। কলটা হঠাৎ কাটল। পরবর্তীতে কল করতে গিয়ে নম্বর বন্ধ পাওয়া গেল। তবে প্রত্যাশা হারাল না। কোথাও যেন মনে হলো মৌনতায় সম্মতি!

“কঙ্কালটা অনেক পুরোনো ছিল স্যার। ডিএনএ রিপোর্টের সঙ্গে ডার্ক ম্যাক্সের ডিএনএ ম্যাচও করেছে। তাই এটা বলায় যায় কঙ্কালটা ডার্ক ম্যাক্সের ভাই শরিফ দেওয়ানের।”

কোহিনূর চেয়ারে মাথা লাগিয়ে দিলো কথাগুলো শুনে। মুখে গাম্ভীর্যের ভাবটা খানিকটা বাড়ল। তার সামনে সহকারী অফিসার নিহান কথাগুলো অনবরত বলে চুপ করে রইলেন কোহিনূরের নির্দেশের আশায়। কোহিনূর এবার চোখ বুঁজে প্রশ্ন করল,
“তাহলে শফিক দেওয়ানকে গতদিন আগে মা/রা হয়েছে বলে ধারণা করেছে ফরেনসিক ডক্টর?”

“প্রায় তিন বছর আগেই। আর এটাকে কঙ্কাল তৈরি করার জন্য আলাদা করে এসিডও দেওয়া হয়েছে।”

কোহিনূর হতাশ হলো। ভেবেছিল এই লোকের দেখা মিললে কিছুটা হলেও কেইসের সমাধান হতে পারত। কিন্তু মনে হচ্ছে নকল ডার্ক ম্যাক্স আগেই সব প্ল্যানিং করে মাঠে নেমেছে। কোহিনূর আবারও ভার গলায় বলে উঠল,
“দেওয়ান বাড়ির ফাঁকা জায়গায় মাটির নিচে আর কিছু পাওয়া গিয়েছে?”

“না স্যার।”

কোহিনূর বড়ো একটা শ্বাস নেয় নিজেকে শান্ত করতে। তৎক্ষনাৎ মেহরাজের আগমন ঘটে। দেরি না করেই বলে,
“স্যার, রাগিনী ম্যাডাম এসেছেন। উনি আপনার সঙ্গে এখনি, এই মূহুর্তে দেখা করতে চাইছেন।”

ভ্রু কুঁচকালো কোহিনূর। প্রখর সুরে বলল,
“তুমি বলো নি আমি অফিসে নেই?”

“জি স্যার বলেছি। কিন্তু একই বাহানা দিয়ে আর কত ম্যানেজ করা যায়? ম্যাডাম বলছেন আপনি দেখা না করা পর্যন্ত উনি বাড়ি ফিরবেন না আজ।”

বেশ কষ্টেই নিজের মেজাজটা সামলে নেয় কোহিনূর। মেয়েটাকে কোনোমতেই দমিয়ে রাখা যায় না। সে ইশারায় এখন নিহানকে আসতে বলে মেহরাজকে বলে,
“ওকে আসতে বলো।”

মেহরাজ সম্মতি জানিয়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হনহনিয়ে পদার্পণ ঘটে রাগিনীর। প্রথমেই সামনে এসে এক টেবিলে এক থা/বা দিয়ে কোহিনূরের চোখে চোখ রেখে কাঠকাঠ গলায় বলে ওঠে,
“সমস্যা কী আপনার? কী পেয়েছেন আপনি আমায়? যখন যেভাবে পারছেন ব্যবহার করে যাচ্ছেন। আমাকে ব্যাটারি চালিত পুতুল মনে হচ্ছে আপনার?”

কোহিনূর আগেই কিছু বলল না। হকচকিয়ে উঠল কিছুটা। তার রাগের রানি ঝাঁঝালো তেজ দেখাতে শুরু করেছে। তবে এই তেজের সামনে তাকে হার মানলে আবারও সমস্যা হবে। তাই সে গাম্ভীর্য বজায় রেখে বলল,
“আমি কখন বললাম তুমি আমার ব্যাটারি চালিত পুতুল?”

“সব কথা মুখে বললেই বোঝা যায় নাকি? আপনার হাবভাব সেটাই বলে দিচ্ছে। আপনার ফোন তুলছিলেন না কেন?”

“ব্যস্ত আছি। আমার কাজটাই তো এমন। সব জেনেই তো আমার সঙ্গে সম্পর্ক রাখতে রাজি হয়েছ। রাইট?”

রাগিনী দাঁতে দাঁত চেপে বলল,
“রাখুন আপনার কাজ! কত কাজ করছেন জানা আছে।”

“কাজই করছি। আর তুমি সবসময় তাতে বাঁধা দিচ্ছো। এমন করলে তো সমস্যা রাগিনী!”

রাগিনীর মেজাজ তুঙ্গে ওঠে এবার। মিথ্যে সহ্য হচ্ছে না আর। টেবিলের ওপাশ থেকে এপাশ চলে এসে প্রথমেই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে মানুষটির দিকে। রা/গটা কমতে না চাওয়ায় নিজেকে সামলাতে না পেরে এবার ডান হাত দিয়ে না চাইতেও একটা থা/প্পড় মে/রে দেয় রাগিনী। আকস্মিক ঘটনায় হতভম্ব কোহিনূর। সরাসরি নিজের গালে হাতটা চলে গেল তার। মুখটা হা করে গালে হাত দিয়েই উঠে দাঁড়াল সে। ব্যাপারটা কী হলো? তারই অফিসে তাকেই কোনো মেয়ে ইচ্ছে অনুযায়ী চ/ড় দিয়ে দিচ্ছে? কিছু বলতে গিয়েও পারল না কোহিনূর। তার আগেই রাগিনী আঙ্গুল উঁচিয়ে বলল,
“এর আগেও আপনি আমাকে বহুবার মিথ্যে কথা বলেছেন। নিজের মিথ্যে পরিচয় দিয়েছেন। একটার পর একটা কথা গোপন করেছেন। আমার সঙ্গে অভিনয় করেছেন। আমি সব মেনে নিয়েছি এবং আপনি কথা দিয়েছিলেন এরপর থেকে আপনি কখনো আমার থেকে কিছু লুকিয়ে যাবেন না। কিন্তু নিজের কথাটা বিন্দুমাত্র রাখার চেষ্টাও করছেন না আপনি।”

কোহিনূর গাল থেকে হাতটা নামায়। মাথাটা নিচু হয় আপনাআপনি। অনুতপ্ত হয় বেশ। রাগিনী থামে না। আবারও অনর্গল বলতে শুরু করে,
“আপনি দেশের জনগনের জন্য ভাবছেন। কেইস নিয়ে ব্যস্ত আছেন। সকলের জন্য আপনার চিন্তা। খুব কথা, কোহিনূর। এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমারও আপনাকে দরকার হয়। আপনি আমার কথা চিন্তা করছেন না। আমার অনুভূতি বুঝতে চাইছেন না।”

আর নীরব থাকে না কোহিনূর। জবান খোলে তার।
“তোমার কথা চিন্তা করেই তোমায় এড়িয়ে চলছি, রাগিনী। তুমি আমায় বুঝতে পারছ না। আমার পরিস্থিতি সম্পর্কে তোমার ধারণা নেই। নয়নকে দেখেছ? ওই মেয়েটা যে কিনা এক সেকেন্ডও বসে থাকতে পারে না একভাবে। সেই মেয়েটা হসপিটালের বেডে আজ পাঁচদিন ধরে পড়ে আছে। আমি ভাই হিসেবে ব্যর্থ হয়ে গিয়েছি। চাই না আমি আর ব্যর্থ হতে। আমি চাই না তোমার স্বামী হয়ে ব্যর্থ হতে।”

কথাগুলো বলতে বলতে চোখ দুটো জ্বলজ্বল করল কোহিনূরের। রাগিনী স্পষ্ট খেয়াল করল মানুষটির চোখে সামান্যতম অশ্রু! পুরুষ মানুষের সামান্য অশ্রুপাত হওয়া মানে তার দাম অনেক। কোহিনূরের গালে হাত রাখে রাগিনী। নম্র হয় এবার।
“আপনি ভাবছেন আপনি ভাই হিসেবে ব্যর্থ। এটা আপনার ভাবনাতেই সীমাবদ্ধ। নয়নকে প্রশ্ন করে দেখবেন। তাহলেই বুঝতে পারবেন আপনি কতটা ভুল ধারণা নিয়ে বেঁচে আছেন। অফিসার কোহিনূর, একটা কথা শুনুন। সকল জীবের মৃ/ত্যু নির্ধারিত। এটা কেউ আটকাতে যেমন পারে না ঠিক তেমনই এটার জন্য কেউ দায়ী হতে পারে না। মৃ/ত্যু একটা বাহানা খোঁজে। যাতে সেই বাহানা দিয়ে মানুষের থেকে প্রা/ণ কেঁ/ড়ে নিতে পারে। তার জন্য কি জীবনে থেমে যাওয়া উচিত?”

কোহিনূর নীরব রইল। ফ্লোরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কিছুটা সময় নিয়ে বলল,
“ডেপুটি কমিশনার স্যার বলেছেন সামনে কোনো ভয়া/নক বিপদের আশঙ্কা রয়েছে। সকলকে তৈরি থাকতে বলেছে। এখন আ/তঙ্কবা/দী পুরোপুরি স্তব্ধ হয়েছে। এরমানে নিশ্চয় তারা পরিকল্পনা করছে বড়ো কিছুর। এতসব আশ/ঙ্কা নিয়ে আমি তোমার সঙ্গে নিজের জীবন জড়িয়ে ফেলতে পারব না।”

ক্রো/ধ নিভে যাওয়া রাগিনী আবারও জ্বলে ওঠে। কোহিনূর তো কোনোকিছুতেই বোঝার পাত্র নয়। সে এবার স্পষ্ট বলে,
“যা ইচ্ছে মিশন থাক। আপনি সময় চেয়েছিলেন আমি সময় দিয়েছি। তবে মনে রাখতে হবে আমার সময়ও বেশি নেই। রেজাল্ট বের হবে আমার। আপনি যেই মিশনেই যান না কেন আমার একটা শর্ত আপনাকে মানতে হবে। সেটা হচ্ছে বিয়ের শর্ত। বাবা অসুস্থ রয়েছেন। উনিও বারবার বিয়ের কথা তুলছেন।”

“বিয়ের কথা এখনি কেন রাগিনী? আমি বলছি তো… ”

রাগিনী কথায় বাগড়া দিলো এবার। নিজে থেকে বলল,
“আমি মিশনের ওতো কিছু বুঝি না। আপনি কালকের মধ্যে আপনার সিদ্ধান্ত জানাবেন নয়ত আমি কালকে বিকেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেব। এতকিছুর মাঝে থাকার কোনো মানে নেই।”

রাগিনী আর দেরি করল না এক মূহুর্তও। একবার কোহিনূরের দিকে তাকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে এলো সেখান থেকে।

নোমানের নম্বরটা হাতে পাওয়ার পর থেকেই নম্বরটা ফোনে ডায়াল করা অবধিই সীমাবদ্ধ থাকছে উর্মিলা। কল দেওয়ার আগ্রহ জমলেও সেটা হয়ে উঠছে না। নোমান লোকটি যদি আবার ভাব নেয়? এই কাজটা সে ভালো পারে বলে জানে উর্মিলা। ফলে আরো কল করতে চেয়েও পারছে না সে। হাজারো দোটানায় ভুগতে ভুগতে শেষমেশ সন্ধ্যায় কলটা দিয়েই ফেলল সে। বেশ অনেকক্ষণ রিং হলো। মনে হলো নোমান কল ধরবে না। তবে কল রিসিভ হওয়ার পরেই চুপসে গেল উর্মিলা। অন্তর শুঁকিয়ে গেল ওপাশ থেকে নোমানের কণ্ঠ পাওয়ার পর।
“হ্যালো! কে বলছেন?”

উর্মিলা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল,
“উ…উর্মিলা বলছি।”

“ওহ হো! সো মিস. শুঁকনো মরিচ! কী মনে করে হঠাৎ এই ভিনদেশী, বিরক্তিকর, জ্বালাতন করা মানুষটিকে কল দেওয়ার কথা মনে হলো?”

উর্মিলা আজ শান্ত। সে মোটেও রা/গল না। বরং কেন যেন ভীষণ আনন্দিত হলো। ইশশ…এমন ধরনের কথা সে কতই না মিস করেছে। বিগত কয়দিন শুধু এমন কথায় শোনার জন্য মনটা ছটফট করত। এ যেন কোনো খোঁচানো কথা নয়! অমৃত!
“আপনার মনে পড়ে না বলে কি আমারও মনে পড়বে না? সবাইকে আপনার মতো ভাবেন নাকি?”

নোমান হেসে বলে ওঠে,
“তাই তো! মিস. উর্মিলা তো খুব দয়াময়ী মেয়ে। তা কেমন আছো? পায়ের অবস্থা কেমন? হাঁটতে পারো?”

“আমার অবস্থা জেনে কী হবে আর? আপনার তো যোগাযোগ করে জানার ইচ্ছে হয়নি। তাই জানতে হবে না। আপনি কেমন আছেন?”

নোমান বুঝল উর্মিলার অভিমানের ধাঁচ। তবে তার প্রতি মেয়েটি অভিমানিনী হলো কেন সেটা বোধগম্য হলো না নোমানের। সে জানাল,
“সত্যি করে বলব? আমি খুব একটা ভালো নেই। বাংলাদেশে ফেলে আসা একটা ঝগড়ুটে মেয়ের ঝগড়া ভীষণ মিস করছি। বিলিভ মি! আমি এতটাই এখানে এসে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে তোমার সঙ্গে কথা বলতে চেয়েও হয়নি।”

উর্মিলার অভিমান নিভল কিছুটা। নরম গলায় বলল,
“থাক আর বাহানা দিতে হবে না।”

“আচ্ছা দিলাম না।”

নোমানের কথায় এবার উর্মিলা বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করে,
“আপনি এখানে আর আসবেন না?”

“গিয়ে কী হবে?”

“কী হবে মানে?”

নোমান আগের সুরেই খামখেয়ালী হয়ে বলে,
“হুমম। তুমিই বলো কী হবে? কিছু কি নেওয়ার আছে ওখান থেকে? আমার পারমানেন্ট বাড়ি এখানে। ওখানে গিয়ে করবটা কী?”

“তারমানে আর আসবেন না?”

নোমান উর্মিলার এমন হতাশ গলায় কিছুটা সন্দিহান হয়। সে বলে উঠল,
“গেলেই তো তোমার সঙ্গে ঝগড়া হবে। সেটা কি চাও তুমি?”

উর্মিলা কিছু না ভেবেই বিড়বিড়িয়ে বলল,
“হু চাই তো। আপনি আমায় আর বিরক্ত করছেন না বলে আমি বিরক্ত। ভীষণ বিরক্ত।”

নোমান উর্মিলার গলা সেভাবো শুনতে না পেয়ে আবার শুনতে চাইল,
“কী বললে?”

“না, কিছু না। আচ্ছা রাখি।”

উর্মিলা বিনা বেদবাক্যে এবার কল কাটে। ভারী শ্বাস নিয়ে ফোনে ভেসে থাকা নম্বরটার দিকে চেয়ে থাকে। কী হচ্ছে তার? কেমন এমন উদাস লাগছে? এই বিরক্তিকর মানুষটির জন্য?

হঠাৎ কল কেটে দেওয়ায় কিছুটা বিস্মিত হয় নোমান। সেও একমনে তাকিয়ে রইল ফোনের দিকে। ভালোই তো কথা বলছিল সে। হঠাৎ কেন কল কেটে দিলো! বলতে পারত কিছুক্ষণ কথা! ভালোই তো লাগছিল। পরক্ষণেই সে বুঝল তার শুঁকনো মরিচ হয়তবা আশা করছে, প্রতীক্ষা করছে তার দেশে যাওয়ার। কোনোভাবে কোনো সূক্ষ্ম মিলবন্ধন কি সৃষ্টি হয়েছে তাদের ভেতর?

রাত তখন নয়টা পার হয়েছে। রাগিনী সবে খাওয়াদাওয়া সেরে রিওকে খাইয়ে তার গায়ে হাত বুলিয়ে আদর করছে। রিও আগের থেকে বেশ বড়ো হয়েছে। গায়ের গঠন পাল্টেছে তার। খানিকটা প্রশস্ত হয়েছে। আর আজকাল ভীষণ আদুরে হয়েছে। রাতে তার গায়ে হাত বুলিয়ে না দিলে ঘুমাতেই পারে না যেন সে! রিও-এর সঙ্গে ব্যস্ত সময় কাটানোর মাঝে দরজায় টোকা পড়ে। তাও আবার ভীষণ প্রবলভাবে। অসময়ে কারোর এমন আগমনে কিছুটা ব্যতিব্যস্ত হয় রাগিনী। রিওকে কোলে নিয়েই হন্তদন্ত হয়ে দরজা খুলে দিয়ে অভিরূপকে কিছুটা অপ্রসন্ন দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করে উঠল,
“কোনো সমস্যা হয়েছে নাকি?”

অভিরূপ বিনা বাক্যে শুধু মাথা নাড়ায়। মুখ দেখে মনে হচ্ছে সমস্যা খুব জটিল! রাগিনীর কপালে চিন্তার ভাঁজ পড়ে। উদ্বেগ নিয়ে বলে,
“কী হয়েছে?”

“তোমার নিজে দেখতে হবে সমস্যাটা কী। আমি বলতে পারব না।”

রাগিনী আর কিছুই বলবার সুযোগটাও পেল না। তার চোখ দুটো আচমকা চেপে ধরল অভিরূপ। রাগিনী বিস্ময়ে তখন কিংকর্তব্যবিমূঢ়। হচ্ছেটা কী? সে কিছুটা চেঁচিয়ে উঠল।
“আরে! কী করছেন?”

“আরে চলো আমার সাথে। ভরসা রাখো।”

অভিরূপ রাগিনীকে ঠেলেই নিয়ে যায় এবার। রাগিনী বুঝতেও পারে না অভিরূপের কাণ্ডকারখানা। সে অন্ধের মতো চলেছে আস্তে হেঁটে। রিও যেন ইতিমধ্যে রেগেমেগে আ;গুন। রাগিনীকে যেন এভাবে ধরা মোটেও পছন্দ হচ্ছে না তার। দুয়েকবার অভিরূপকে খাঁ’মচে দেওয়ার চেষ্টায় থেকেও লাভ হয়নি তার। বেশ কিছুটা হেঁটে গিয়ে বাহিরের খোলা হাওয়া অনুভব করে রাগিনী। অভিরূপ এবার তার চোখ থেকে হাত সরায়। আশপাশটা দেখে বুঝতে পারে এটা তাদেরই বাড়িতে করিডর পেরিয়ে শেষ প্রান্তের ঝুলবারান্দায় দাঁড়িয়ে। অভিরূপকে আশেপাশে খুঁজতে গিয়ে পায় না রাগিনী। অতঃপর নজর গিয়ে পড়ে ওপাশে থাকা গাড়ির সামনে একটা পুরুষের দিকে। কালো রঙা কোট পড়া পুরুষ তার অতি প্রিয়! হম্বিতম্বি করে রিওকে নিয়ে রেলিং চেপে দাঁড়ায় রাগিনী। হ্যাঁ, ওটা তো কোহিনূরই। কী সুন্দর হাসছে মানুষটি। ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় তার হাতে যত্ন করে ধরে রাখা একটা কৃষ্ণবর্ণের বিড়াল। ফ্যালফ্যাল করে তাকায় রাগিনী। তৎক্ষনাৎ কোহিনূর আরো প্রশস্ত হেঁসে এগিয়ে এসে কালো বিড়ালটি উপরে ধরে গলা ফাটিয়ে চিল্লিয়ে বলে ওঠে,
“বিয়ে করার জন্য কিন্তু আমি একা আসিনি বউরানি! আমি এবং এই বিড়াল রানি দুজনেই আজ একই পথের পথিক। তুমি এবং তোমার রিও তোমরা কি আমাদের দুজনকে গ্রহণ করতে রাজি আছো?”

এ যেন জেগে জেগে স্বপ্ন। মাথাটা টনটন করছে রাগিনীর। হাসবে না কাঁদবে বুঝেই উঠতে পারছে না। এরই মাঝে কোহিনূর চিল্লিয়ে বলে বসল,
“উইল ইউ ম্যারি মি, রাগিনী তাজরীন? এই পা/গলটাকে বিয়ে করে উদ্ধার করো প্লিজ! নয়ত সে বিবাহ বিরহে নি/হ/ত হয়ে যাবে আজ।”

চলবে…

[বি.দ্র. ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকের অপেক্ষাকৃত বিষয়টা বোধহয় উপস্থিত হয়েই গেল। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক।]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here