কোন কাননে ফুটিবে ফুল পর্ব ১৯

0
353

#কোন_কাননে_ফুটিবে_ফুল🌸
#Part_19
#Writer_NOVA

‘শুভ ভাই, দাঁড়াও।’

‘কিছু কবি?’

ফুল হাত দিয়ে থামতে বললো। এতটুকু জায়গা দৌড়ে এসে সে হায়রান হয়ে গেছে। অনেকটা হাঁপানি রোগীর মতো হাঁপাচ্ছে। শ্বাসের তালে তালে শরীর দুলছে। শুভ সন্দিহান দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।

‘যা কওয়ার জলদী ক। আমার কাম আছে।’

ফুল একটা গেরুয়া রঙের খাম সামনে বাড়িয়ে দিয়ে আকুতি ভরা কন্ঠে বললো,

‘এটা একটু ডাকবাক্সে ফেলে দিতে পারবে?’

‘কার চিঠি এইডা?’

‘আমার।’

সরু চোখে ভ্রু নাচিয়ে শুভ জিজ্ঞেস করলো,
‘কোন নাগররে লিখছোত।’

‘ছি! মুখের ভাষার কি ছিরি।’

‘হাচা কতা হুনতে তিতাই লাগে।’

‘আসছে আমার সত্যবাদীর মূর্ত প্রতীক। তা সত্যবাদী মানুষ বলেন তো গতকাল কয়টা সিগারেট ফুঁকেছেন।’

শুভ বিষম খেলো। এভাবে যে তাকে প্যাচে ফেলে দিবে ফুল তা সে বুঝতে পারেনি৷ করুন চোখে ফুলের দিকে তাকাতেই ফুল ভাব নিয়ে বললো,

‘বলেন, বলেন।’

শুভ ধমকে উঠলো। এই ধমকই তার এখন সম্বল।
‘বেশি ক্যাচক্যাচ করিস না। যা কইতে আইছোত তা ক। নইলে আমি গেলাম।’

শুভ পিছন দিকে ঘুরতে নিলেই ফুল ওর হাত ধরে টেনে নিজের দিকে ঘুরিয়ে কৌতুকের সুরে বললো,

‘এখন পালাচ্ছো কেনো ছোট সর্দার? সত্যি বলার সাহস নেই তো। আমি জানতাম নেই। থাকবেও না। তুমি ঐ ধমকি-ধামকি দিতে পারবে। নিজের বেলায় ঠনঠনা ঠন ঘন্টা।’

‘শুভ কাউরে ডরায় না।’

ফুল তাচ্ছিল্যের গলায় বললো,
‘হাহ, তাতো দেখতেই পেলাম।’

‘বেশি খাই নাই। ছোট এক প্যাকেট শেষ করছিলাম।’

‘এক প্যাকেটে কয়টা থাকে?’

‘বারোডা।’

ফুল চোখ গোল গোল করে চিৎকার দিয়ে উঠলো,
‘বারোটা! আবার বলছে বেশি খায়নি। তোমাকে এখন আমার নানীর মতো করে বকতে ইচ্ছে করছে।’

‘বকতে থাক, মানা করলো কে?’

‘ওরে গোলামের পুত! ঠিকমতো দুই বেলাভাত খাও না। তুমি সিগারেট মা’রাও।’

শুভ চোখ রাঙিয়ে বললো,
‘কি কইলি?’

ফুল ব্যাঙের মতো লাফ দিয়ে দুই কদম পিছিয়ে বললো,

‘আরে আরে রাগো কেন? আমি আমার নানীর মতো করে তোমাকে বকলাম।’

‘বেশি কথা শিইখা গেছোত।’

ফুল দাত কেলালো। শুভ আড়চোখে তাকিয়ে ফোঁস করে নিশ্বাস ছাড়লো। অন্য কেউ হলে সত্যি এতক্ষণে বা হাত দিয়ে তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে একটা চটকনা মা’রতো। শুধু ফুল বলে রক্ষা। এই মেয়েটার কাছে শুভ যেনো একটা মাটির পুতুল। যেমন আদল দিবে তেমনি থাকবে। যেখানে কোন কঠিন আস্তর নেই। ফুলের কাছে এলেই শুভ নিজের অস্তিত্ব খুঁজে পায়। শুভর এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে ফুল হাসফাস আরম্ভ করলো। এভাবে কেউ তাকিয়ে থাকলে অস্বস্তি লাগে। মৃদুস্বরে ডাকলো,

‘শুভ ভাই!’

‘হু!’

‘আমার চিঠিটা।’

‘দে।’

‘মনে করে ডাকবাক্সে ফেলে দিও।’

‘ফালামু না। আমার কাছে রাইখা দিমু। কিছু করতে পারবি তুই?’

‘তুমিও না! আস্ত একটা পাগল।’

সোহেলী বেগম ডাকতেই ফুল সেদিকে দৌড়ালো। শুভ কিছু সময় আহাম্মকের মতো দাঁড়িয়ে রইলো। ফুল তাকে কি বললো, পাগল। হ্যাঁ, সে তো আসলেই পাগল। কাননের সবচেয়ে দামী ফুলের পাগল মালি।

মনোয়ার সর্দার দুই ভাইকে একসাথে দেখে শুকনো ঢোক গিললেন। কলি বেগমকে তাড়া দিয়ে বললো,

‘নাস্তা-পানির ব্যবস্থা করো।’

আমিন চেয়ার টেনে বসতে বসতে চাপা হুংকার দিয়ে বললো,

‘নাস্তা-পানির কোন দরকার নাই শাশুড়ী আম্মা। চুপচাপ এইহানে বহেন।’

মারুফ ছোট ভাইয়ের পাশাপাশি কাঠের চেয়ারে বসলো। আশেপাশে নজর দিতেই দেখলো দুই জোড়া পা দরজার আড়ালে চলে গেলো। একটার ছিলো পাপড়ি, আরোকটা বৃন্ত।

‘ছোট বুবু, ওরা কেডায়?’

বৃন্তের মুখ চেপে ধরে হিসহিসিয়ে পাপড়ি বললো,
‘চুপ কথা বলিস না। ওরা রাক্ষস। আমাদের কথা শুনলে হামলে পরবে।’

‘রূপকথার রাক্ষস?’

‘হ্যাঁ, কথা বলিস না ভাই। এতে বিপদে পরবো আমরা।’

বৃন্ত চুপ হয়ে গেলো। পাপড়ি এবার আর দরজা দিয়ে উঁকি দিলো না। টিনের ফুটো দিয়ে ভেতরের দিকে নজর দিতে লাগলো।

‘বাবা, হঠাৎ তোমরা কি মনে করে আসলে?’

মারুফ হাত দুটো উপরে উঠিয়ে হাই তুলতে তুলতে বললো,

‘কেন আইছি তা আপনে ভালো কইরাই জানেন। ভং ধইরেন না। আমি সোজা মানুষ। বেশি কথা পছন্দ করি না। যা কই সামনাসামনি কই। আমগো বংশ মর্যাদার কথা আপনেগো কইতে হইবো না। বহুত বছর ধইরা আমগো গেরামে আছেন। ভালো-মন্দ সব জানেন। দশ গেরাম খুঁজলে আমগো মতো বংশ পাইবেন না। আমার ভাই পোলা ভালা আছে। শুধু আমরা অশিক্ষিত। পড়াশোনা করতে আমগো ভালো লাগে না। এডা দোষের কিছু না। দোষ যদি ধরেন তো মুখের থিকা হাত বেশি চলে। ঐ একটু-আধটু কোপাকুপি, দা নিয়া মারামারি করি। এডা আমগো বংশ পরম্পরায়। লোকে আমগো বহুত সম্মান করে। আপনের বড় মাইয়াডা আমার ভাইয়ের বউ করলে অনেক সুখে থাকবো। আপনে তো বিষয়টা বুঝতাছেনই না। এমন পোলা লাখে একটা।’

মারুফ থামলো। কতশত বীরত্বের ঘটনা বলে সে হাঁপিয়ে গেছে। মুখে থাকা পানের চিপটি দূরে ছুঁড়ে মারলো। মনোয়ার সর্দার হাত মুঠ করে বিষয়টা হজম করে নিলেন। বেয়াদবদের আদবকায়দা শিখাতে যাওয়া পুকুরে জাহাজ চালানোর চেষ্টা করে একিরকম। দুটোই চরম বোকামী। আমিন এদিক সেদিক চোখ বুলিয়ে বললো,

‘আমার শালা-শালী দুইটারে দেখতাছি না। ওদের কি গায়েব কইরা দিছেন নাকি?’

আমিনের কথা শুনে আরেকটু জড়োসড়ো হয়ে বৃন্তকে নিজের দিকে চেপে ধরলো পাপড়ি। এদের থেকে শত হাত দূরে থাকতে বলে গেছে ফুল।

আমিন নাকের কাছটা চুলকে বললো,
‘দেখেন শ্বশুর আব্বা। হুদাই আমগো হয়রান কইরেন না। আপনের মাইয়া যেই জায়গায় আছে সেইখান থিকা আইনা চুপচাপ আমার হাতে তুইল্লা দেন। এতে আপনেরো মঙ্গল আমগোও। যদি আমগো হয়রান করান তাইলে মাইয়াও যাইবো। লগে আপনের মান-সম্মান। এহন কি করবেন তা আপনের হাতে। মাস আট অন্য জায়গায় গেছি ওমনি মাইয়া হাওয়া কইরা দিলেন? এডি কোন কথা? আমার বউডারে আমি এহন কই খুজমু?’

মনোয়ার সর্দার মাটির মেঝের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো-খারাপ কিছু বলছে না। কলি বেগম হাত জোর করে বললো,

‘বাবা, আমার মাইয়াডারে ছাইড়া দাও। ও তোমারে পছন্দ করে না। হুদাই কেন ওর পিছনে পইরা রইছো?’

মারুফ উঠে চেয়ারে লাথি মেরে হুংকার দিয়ে উঠলো। হুংকারে কেঁপে উঠলো কলি বেগম।

‘সোজা কথা কি বুঝেন না? আমার ভাই আপনের মাইয়ারে ভালবাসে। ওর লিগা আমার ভাই মরতে গেছিলো। ফুলরে ওর লাগবো মানে লাগবোই। ফুল শুধু আমিনের বউ হইবো। সাত দিনের টাইম দিলাম। এর মধ্যে ফুলরে না পাইলে আপনেগো আরেক মাইয়া আছে না কি জানি নাম আমিন?’

‘পাপড়ি!’

‘হো পাপড়ি। পাপড়িরে সারা জীবনের লিগা হারাইবেন। এহন কি করবেন তা আপনেরাই ভাবেন।’

মারুফ, আমিন হনহনিয়ে বের হয়ে গেলো। কলি বেগম স্বামীর হাঁটুর কাছে আছড়ে পরে হু হু করে কেঁদে উঠলেন। কিন্তু মনোয়ার সর্দার তখন আটল হয়ে বসে মেঝের দিকে তাকিয়ে আছে।

‘আব্বা, আমি ফুলকে বিয়ে করতে চাই।’

অভির কথায় কপাল কুঁচকে তাকালো আনোয়ার সর্দার। বইয়ের পাতা উল্টে সামনের শক্তপোক্ত টি-টেবিলের ওপর রেখে ছেলের দিকে তাকালেন।

‘তুই কি কইতাছোত তার কি ধারণা আছে তোর?’

‘হ্যাঁ, আমি সব ভেবেচিন্তে বলছি।’

‘আমি এই বিষয় তোর লগে কোন কথা কইতে চাই না।’

‘কিন্তু আমি বলতে চাই। দাদী আমার জন্য মেয়ে দেখছে। তুমি তাকে মানা করে দাও।’

‘আমি দেখতে বলেছি।’

অভি অবাক হয়ে জিজ্ঞেস করলো,
‘কিন্তু কেনো?’

‘কারণ তোরে বিয়া দেওয়া আমার কর্তব্য।’

‘আমি ফুলকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না।’

‘আমি দুঃখীত! যে পোলা ফুলের রূপের মোহে পরবো তার হাতে আমার ফুল মা রে তুইল্লা দিমু না।’

‘আমি রূপের মোহে পরিনি আব্বা।’

আনোয়ার সর্দার জোর দিয়ে বললেন,
‘তুই রূপের মোহেই পরছোত। আগে কত হাত-পায়ে ধরছি তোর। কিন্তু তুই আমার কথা হুনোস নাই। তাই এহন তোর কথাও আমি হুনমু না।’

‘আপনি ভুল করছেন আব্বা। এর পরিণাম ভয়ানক হবে।’

‘তুই ভুইল্লা যাইস না তুই কার লগে কথা কইতাছোত।’

অভি টি-টেবিলের পায়ায় লাথি ছুঁড়ে দুমদাম পায়ে চলে গেলো। আনোয়ার সর্দার দীর্ঘ শ্বাস টেনে চোখ বুজলেন। তার মন নতুন এক ঝড়ের আভাস পাচ্ছে। এখন দেখার বিষয় ঝড়ে কে টিকে।

‘কইতরির মা!’

‘আমার নাম ফুল। কোন কইতরির মা-টা নয়।’

‘আমি তো এই নামেই ডাকমু। যতবার খুশি ততবার।’

‘তুমি বেশি কথা বলো শুভ ভাই। এতো বেশি কথা বলা স্বাস্থ্যের জন্য হানিকর।’

‘তোর লগে কথা কইতে কইতে মরণ আইলেও আমি সদরে গ্রহণ করমু রে কইতরির মা।’

‘কেন?’

‘এমনি, তোর বুঝতে হইবো না। কল চাপ দিয়া দে। গোসল করমু।’

পুরনো কথা মনে পরতেই এক চিলতে হাসি ফুটে উঠলো। ফুলকে ধাক্কা মেরে ময়না বললো,

‘কিরে ফুল কি হইছে তোর? একলা একলা মিটমিট কইরা হাসতাছোত কেন?’

ফুল ধ্যান ভেঙে নিজেকে সামলে নিলো। দৃষ্টি নত করে মুচকি হেসে বললো,

‘কই কিছু না তো।’

‘কিছু তো আছিলো সখী। নয়তো তুমি মিটমিট কইরা হাসতা না।’

‘ধূর, তোর ভুল ধারণা। বেশি দেখছিস তুই।’

‘উহু, আমি ভুল দেহি নাই। ভুল দেখলে তোর মুখে এহনো হাসি লাইগা থাকতো না।’

ফুল লজ্জায় পরে গেলো। শুভর কথা মনে পরে সে যে এরকম হুটহাট হেসে উঠবে বুঝতেই পারেনি। করবে বা কি? শুভ যে সকল দুঃখের মাঝে এক চিলতে সুখের নাম। এই তো আমিনের কথা ভেবে সারারাত ঘুমাতে পারেনি। ভয়ে বারবার আৎকে উঠেছে। তাই মধ্যে রাতে উঠে বাবাকে চিঠি লিখলো। সকালে শুভর মুখটা দেখে সারারাতের ভয়ভীতি দূর হয়ে গেলো। ফুলের মাঝে মধ্যে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, ‘কি জাদু করছো শুভ ভাই?’ কিন্তু নিজেকে সামলে নেয়।

‘আবার কই হারালি?’

‘কোথাও না।’

‘তোর মতিগতি ভালো ঠেকতাছে না আমার কাছে। আমার থিকা কি জানি লুকাইতাছোত।’

ফুল উত্তর দিলো না। কারণ দক্ষিণের রাস্তায় মোটরসাইকেলের আওয়াজ পেয়েছে। কান পেতে তা শুনলো। ময়না বিরক্ত হয়ে ফুলের বাহু ধরে ঝাঁকি মেরে বললো,

‘কিরো কথা কস না কেন?’

ফুল দৃষ্টি না সরিয়ে বললো,
‘কি কমু?’

‘এই তুই দেহি আমগো মতো কথা কস।’

ফুলের হুশ ছিলো না। সে যে সবার মতো আঞ্চলিক ভাষায় টান দিয়ে ফেলেছে সেদিকে খেয়াল নেই। তার তৃষ্ণার্ত চোখ দুটো শুভকে খুঁজতে ব্যস্ত।

‘দেখতো কেমনডা লাগে।’

‘হুম বল, আমি শুনছি।’

‘ধ্যাত, তোর লগে কথাই কমু না।’

ময়না অভিমানে গাল ফুলালো। ফুল বান্ধবীকে জড়িয়ে ধরে বললো,

‘রাগ করে না বান্ধবী। তুই বল আমি শুনছি।’

ময়না কথা বলার আগেই ফুলের কানে ভেসে এলো শুভর বিখ্যাত “কইতরির মা” ডাক। ফুল দেরী করলো না। ময়নাকে ‘আসছি’ বলে দৌড় দিলো বাড়ির দিকে। এই ডাক উপেক্ষা করার ক্ষমতা যে ফুলের নেই।

[আমি একটু বেশি অসুস্থ। তাই গত পর্ব দিতে পারিনি। আজও মাথাব্যথা নিয়ে লিখেছি। দয়া করে নেক্সট, নাইস লিখে মন খারাপ করে দিয়েন না। দুই লাইন গল্পের আলোকে ভালো-মন্দ বলেন।]

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here