কেন আমি ডাকি তারে- পর্ব ১৬

0
743

কেন আমি ডাকি তারে -১৬

রেহানকে দেখে নিতুর ভাবী হাসল।
এসো, কেমন আছ?
রেহান বলল, ভালো আছি আপা, নিতুকে নিতে এলাম।

সে কী, মাত্র আজই এসেছে।

কেন, নিতু বলে নি, আমরা ট্যুরে যাচ্ছি। কাজ আছে তো!

সে যাও, যাবে। আজ থাকতে হবে, এখন এসো খেতে বসো।

রেহান খাওয়া শেষ করে বলল, আমি তো প্রিপারেশন নিয়ে আসিনি যে থাকব, সকালে অফিস আছে।

নিতু নিচুস্বরে বলল, আমি ম্যানেজ করছি।

নিতুর ভাইয়া বলল, কোনোভাবেই এখন যাওয়া চলবে না।

অগত্যা রেহান নিতুর ঘরে ঢুকল।

নিতু নিজের ব্যাগ থেকে রেহানের কাপড় বের করে দিলে রেহান মনে মনে ভাবল, মহারানী তাহলে ধারনা করেছে, আমি আসতে পারি!

কিন্তু মুখে কিছু বলল না, খুব স্বাভাবিক ভাবে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল।

নিতু, সকাল সকাল বের হতে হবে, বাসায় গিয়ে তৈরি হয়ে অফিস যাব।

নিতু বলল, দরকার নেই, অফিসের পোশাক আছে!

রেহান বলল, তুমি কি আন্ডারওয়্যারও নিয়ে এসেছ নাকি?

নিতু রেহানের দিকে তাকিয়ে বলল, লাগবে? বের করে দিব?

এতটুকু ব্যাগে সব তো আমার জামাকাপড়!

আমার জামাকাপড় তো এখানে আছে।

ওহ! তাই তো! এজন্য তোমাকে অপরিচিত লাগছিল।

নিতু গালে হাত দিয়ে হাসল। রেহান মনে মনে ভাবল, নিতু বুঝতে পারছে না, আমরা দুজনেই জড়িয়ে যাচ্ছি।

তোমার রুমটা সুন্দর।

হুম! – নিতু চোখ বন্ধ করে বলল।

রেহানের মনে হলো, নিতু একটু কাছে আসুক গতরাতের মত! কিন্তু নিতু আজ এগুলো না।

কিছুক্ষণ অপেক্ষা করে রেহান নিতুর হাতে হাত রাখল।

নিতু চোখ খুলল না।
আসলে ঘুমায় নি, চোখ খুললেই দৃষ্টি ফেরাতে পারবে না। একই ভুল বারবার করা যায় না। রেহানের স্পর্শে নিতু বুঝে ফেলেছে, রেহান কতটা চায়। কী চায়।

নিতু, এই নিতু!

নিতু চোখ মেলল।

ঘুম আসছে না। নতুন জায়গা তো।

মুভি দেখবেন?

না। ঘুমাতে হবে।

চোখ বন্ধ করে থাকুন, ঘুম হবে!

রেহান বুঝল, আজ আর ডাকাডাকি করে লাভ নেই!

তাই অন্য দিকে ফিরে চোখ বন্ধ করে ফেলল।

নিতুও ঘুমিয়ে পড়ল অল্প সময়ে।

★★★

বান্দরবান যাওয়ার জন্য নিতু বেশ খুশি মনে গোছাতে শুরু করল। রেহানের দেওয়া শাড়িটা সাথে নিলো৷ রিসোর্টটা ভীষণ সুন্দর, ওখানে গেলে মন ভালো হবে।
নিতুর প্রিপারেশন দেখে রেহানেরও খুব ভালো লাগল। নিতুর সাথে স্পেশাল কিছু সময় কাটবে।
সায়রাকে কিছু বলার প্রয়োজন মনে করল না রেহান।
নির্দিষ্ট দিন রাতে ওরা রওনা হয়ে গেল বান্দরবানের উদ্দ্যেশে।

বান্দরবান রিসোর্টে ঢুকে নিতুর মনটা ভালো হয়ে গেল। রেহানের দুই বন্ধুর ওয়াইফও আছে, সবার সাথে মোটামুটি আলাপ হয়েছে, তবে নিতু একটু হেজিটেট ফিল করছে। কারন এই সম্পর্কটা স্থায়ী নয়। সারা রাত জার্নি করে এসে রুমে ফ্রেশ হয়ে ওরা ব্রেকফাস্ট করতে বের হলো।
নিতু রেহানের কেনা স্কাই কালারের জামদানির সাথে রূপোর একটা গয়না পরেছে। রেহান চোখ ফেরাতে পারছে না, বার বার তাকাচ্ছিল নিতুর দিকে।

ব্রেকফাস্ট টাইম প্রায় শেষ, একটা কর্পোরেট অফিসের বেশ কিছু ইম্প্লোয়ি এসেছে, তিনটা কটেজ আর কনফারেন্স রুম ওদের।

ব্রেকফাস্টের জন্য রেস্তোরাঁয় ঢোকার সময় গেটে দেখা হয়ে গেল সায়রার সাথে। ওরা বের হচ্ছিল, আর রেহান নিতু ঢুকছিল।

-রেহান! তুমি!

বলে সায়রা নিতুর দিকে তাকালো।

বলো নি তো বউ নিয়ে বান্দরবান হানিমুনে এসেছ!

রেহান একটু অপ্রস্তুত হলো নিতুর সামনে।

সায়রার গ্রুপের দুজন সাথে দাঁড়িয়েছে। নিতুও বিব্রতবোধ করছে৷

নিতু, ও সায়রা।

নিতু একটু হাসার চেষ্টা করল। তারপর বলল, আপনারা কথা বলুন, আমি ভেতরে যাচ্ছি!

সায়রা বলল, ভেতরে একা যাবে কেন! হাজবেন্ড নিয়ে এসেছে, তার সাথে যান!

নিতু বলল, সায়রা আপনি হয়তো ভুল বুঝছেন, আপনারা কথা বলে বিষয়টা ফিক্স করে নিন, আমি অপেক্ষা করছি।

সায়রা হঠাৎ রেহানের কলার চেপে ধরল, এই ছিল তোমার মনে! আমাকে কেন ঝুলিয়ে রেখেছ তুমি! আমি কি ভুল করেছি! তোমাকে ভালোবেসে, বিশ্বাস করাটাই আমার ভুল! বউ নিয়ে হানিমুনে এসেছ! আবার আমাকে বলো, এক বছর পরে ডিভোর্স দিয়ে দিব!ট্রেইটর!

রেহান সায়রাকে সামলাতে বলল, সায়রা কন্ট্রোল ইউরসেলফ! এটা তোমার অফিস ট্যুর! সবাই দেখছে তোমাকে!

সায়রা আনরেস্ট হয়ে এবার নিতুকে এটাক করল। এই
মেয়ে, খুব শখ না! বড়লোক জামাই পেয়ে বয়ফ্রেন্ডকে ভুলে এখন হানিমুন করে বেড়াচ্ছ!
তোমাদের মত মেয়েদের না আমি ভালো করে চিনি! ভালো ফ্যামিলি সুন্দর চেহারা দেখিয়ে রেহানের মত ছেলেদের ঘাড়ে বসে পড়ো! তোমাদের জন্য আমরা ঠকে যাই! ইউ বিচ!

নিতু হতভম্ব, রিসোর্টে ঢুকতে বা ঢুকতেই এরকম ধাক্কা! নিতু হজম করতে পারছে না৷

তবু নিজেকে সামলে নিতু বলল, সায়রা, আপনার ভুল হচ্ছে কোথাও। আপনি শান্ত হয়ে কথা বলুন রেহানের সাথে!

সায়রা নিতুকে ধাক্কা দিলো!

সায়রা, হোয়াট ইজ হ্যাপেনিং! সায়রার কলিগরা ওকে সামলাতে এলো।

সায়রা চিৎকার করতে লাগল, এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড! আমাকে বলেছে মিথ্যমিথ্যে বিয়ে করছে, এক বছর পরে নাকি ডিভোর্স দিবে, আমাকে মিথ্যা বলে এখন বউকে নিয়ে ফুর্তি করতে এসেছে!

নিতু ধাক্কার টাল সামলাতে না পেরে সিঁড়ি থেকে পড়ে গেল। রেহান দৌড়ে গিয়ে নিতুকে ধরল।

নিতু, তুমি ঠিক আছ?

নিতু পায়ে প্রচন্ড ব্যাথা পেয়েছে, হিলথেকে পা ফসকে মচকে গেছে মনে হয়!

ব্যাথায় নিতুর ফর্সা মুখ লাল৷ হয়ে গেছে, চোখ টলটলে হয়ে উঠল।

সায়রা বুঝল, ঘটনা ভালো ঘটেনি!

তবু নিজের ইগো ধরে রেখে রেহানকে বলল, বউয়ের প্রতি এত টান!

রেহান এবার নিজেকে ধরে রাখতে পারল না।

সায়রা, গেট লস্ট! এরপর আমার কোনো আচরণের জন্য আমি দায়ী থাকব না!

সায়রা হন হন করে হেঁটে চলে গেল!

চলবে

শানজানা আলম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here