কানামাছি,পর্ব:১২

0
1633

#কানামাছি
#পার্টঃ১২
#জান্নাতুল কুহু (ছদ্মনাম)
ভিড়ের মধ্যে একটা লোক ইচ্ছা করে শাড়ির কুচির উপর পা দিয়ে কুচি কিছুটা টেনে ধরে চলে গেলো। পাশ কাটিয়ে যাওয়ার পরে পিছন ঘুরে একবার পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিলো। সাঁঝের ইচ্ছা করলো লোকটার দাঁত বরাবর একটু ঘুষি মারতে। দাঁত না পড়লেও অন্তত নড়ে তো যাবে সেটাই মনে শান্তি দিবে।

ব্যর্থভাবে চারিদিকে আরো একবার চোখ বুলিয়ে নিলো সাঁঝ। গলা ছেড়ে কান্না করতে ইচ্ছা হচ্ছে। চারিপাশে ভয়াবহ ভিড়। এর মধ্যে সে একপ্রকার হারিয়ে গিয়েছে। লোকেরা যাওয়ার সময় গায়ের সাথে গা লাগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। সাঁঝ ডানপিটে মেয়ে হলেও এই ভিড়ের মধ্যে তার সাথে খারাপ কিছু হলে সে কিছুই করতে বা বলতে পারবে না। বরং কিছু বললে মানুষ তার চরিত্রের উপর আঙ্গুল তুলবে। একবার শেষ বারের মতো কুচিটা হাতে ধরে ডান পাশে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু ফলস্বরূপ মানুষ তার পায়ের উপর, শাড়ির উপর পা দিয়ে হেঁটে চলে গেল। সাঁঝে ভয় হতে শুরু করলো এখানে তো কত ধরনের মানুষ আছে। এই ভীড়ের মধ্যে খারাপ কোন অভিজ্ঞতা না হয়ে যায়! আবার ভয় হলো শাড়ি সামলাতে পারবে তো?

আকাশের দিকে তাকালো সাঁঝ। সূর্য নিজের পূর্ণ শক্তি ব্যবহার করছে। ঘামে পিঠ ভিজে একাকার হয়ে গেছে। প্রাণটা যেনো বলছে ছেড়ে দে মা কেঁদে বাঁচি।

দুপুরবেলা এই মেলাতে আশার আইডিয়া তারই ছিলো। আজ ফুফা আর মায়ের স্বামী তাদের নিতে এসেছিলো ইহানের বাসায়। সাঁঝ অত্যন্ত বিরক্ত হয়েছিলো এই দুজন মানুষকে দেখে। এর থেকে কেউ না আসলে সে আর ইহানই যেতে পারতো। মায়ের স্বামী নিজের গাড়ি এনেছিলো। নিজেই ড্রাইভ করে নিয়ে যাবে সেই উদ্দেশ্যে। গাড়িতে উঠার পরেই মায়ের স্বামী দুটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলল,

—” এই নাও তোমাদের জন্য কিছু গিফট”

সাঁঝ অপ্রস্তুত হয়ে গিয়েছিলো। গাড়ির মধ্যে গিফট কে দেয়? সাঁঝ না নেয়ায় ওটা ইহানই নিয়েছিলো। ইহান বলল,

—”Thank you”

মায়ের স্বামী বলল,

—” এটা আমার পক্ষ থেকে তোমাদের দুজনের জন্য। আগেই দিয়ে দিলাম”

ইহান শুধু প্রতিত্তরে সৌজন্যমূলক হাসি দিয়েছিলো। এরপর শুরু হলো আরেক ঝামেলা। ফুফা আর সামনে বসেছিলো, পিছনে সে আর ইহান। সামনে বসে ভিউ মিরর দিয়ে ফুফা বারবার সাঁঝের দিকে তাকাচ্ছিলো। সাঁঝ ইহানের পাশে বসে এই বিষয় নিয়ে চরম অস্বস্তিতে পরে। নির্বোধ ফুফা কিছু বুঝেনা বারবার অসহ্যের মতো সাঁঝের দিকে তাকাচ্ছে। সাঁঝ তো ইহানের দিকে তাকাতেই পারছিলো না অস্বস্তিতে। সাঁঝের ইচ্ছা করছিলো তখনই গাড়ি থেকে নেমে যায়। কোনমতে মোটামুটি বাড়ির কাছে আসার পর এই মেলা চোখে পড়ে। বেশ কয়েকদিন ধরেই চলছে। তখন সাঁঝ গাড়ি থামিয়ে ইহানকে বলে,

—” চলুন মেলাতে যাই”

সবাই অবাক হয়েছিলো। ইহান জিজ্ঞেস করলো,

—” এই দুপুর বেলাতে মেলায় গিয়ে কি করবা?”

—” বাড়ির সবার জন্য কেনাকাটা করে নিয়ে যাই! বাচ্চারাও আছে”

ইহান অবাক হয়ে বলেছিলো,

—” মেলা থেকে?”

—” মেলা বলে অবজ্ঞা করবেন না। বানিজ্য মেলা। শহরের বড় বড় দোকান থেকে এখানে স্টল দেয়। আর পছন্দ না হলে পরে কিনবো। এখন তো দেখে আসি”

মায়ের স্বামী বলল,

—” না না সাঁঝ কি বলছো? কেনাকাটা করতে হবে না। যদি করতেই হয় পরে করো। এখন বাসায় চলো”

সাঁঝ বিশাল একটা মেকি হাসি দিয়ে বলেছিলো,

—” না না কি বলছেন? জামাই প্রথমবার শশুড়বাড়ি যাচ্ছে কিছু তো দায়িত্ব আছে না?”

সাঁঝের এই দায়িত্বের কথা শুনে ইহান গলে গিয়ে জিজ্ঞেস করলো,

—” Are you sure?”

—”100% sure. Let’s go”

তাদের যাওয়ার কথা শুনে ফুফা প্রথমবার মুখ খুলে জিজ্ঞেস করলো,

—” আমরা সবাই যাই? নাহলে গাড়ি নিয়ে অপেক্ষা করি? তোমরা ফিরবে কি করে? দুপুরে খাবে না?”

সাঁঝ বলে,

—” না না আমাদের দেরী হবে। আপনারা চলে যান। আমরা সিএনজি বা রিকশায় করে চলে আসবো। গিয়ে খাবো”

এরপর অতি উৎসাহে ইহানকে নিয়ে ফুফার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে গাড়ি থেকে বের হয়ে আসলো। আর এই উৎসাহের কারণে ভুলেই গেছে ফেসবুক স্ক্রল করে ফোনটা গাড়িতেই রেখেছে। আসার সময় ফোন আনতে ভুলে গেছে।
মেলার ভিতরে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট কিনে আনার পরে ইহান জিজ্ঞেস করে,

—” তোমার এই দুপুরবেলাতে মেলায় কেনাকাটা করার আইডিয়াটা কি ঠিক হলো? মানুষ কিন্তু অনেক”

ইহানের কথা উড়িয়ে দিয়ে সাঁঝ বলেছিলো,

—” আরে দুপুরবেলাতেই আসতে হবে। মানুষ কম থাকবে। এই বাইরেই ভিড়।
ভিতরে ঢুকলে দেখবেন ফাকা।”

ভিতরে ঢুকে সাঁঝের ধারনা ভুল প্রমান হলো। মানুষ গিজগিজ করছে। তার উপর জায়গায়টা ছোট মনে হচ্ছে। এবং বালি ফেলা জায়গা। হাঁটতে সমস্যা হচ্ছে। ভিতরে ঢুকে সাঁঝ একটু অবাক হয়ে বলেছিলো,

—” এই দুপুরে এতো মানুষ কেন?”

ইহান একটু আশেপাশে তাকানোর পরে বলল,

—” আজ মেলার শেষ দিন। বিকালে শেষ। তাই সবাই তোমার মতো ভেবেছে দুপুরে কে আসবে? এবং এতো ভীড়”

এরপর দুজন মিলে দোকান ঘুরতে থাকলো। ইহান সাঁঝকে বলেছিলো সামনে বা পাশে পাশে হাঁটতে। সাঁঝ না শুনে দোকান ঘুরে হাঁটছিলো। শাড়ি পায়ে বেঁধে হাঁটতে সমস্যা হচ্ছিলো। ফলস্বরূপ ইহানকে হারিয়ে ফেলেছে। আর এখন এই ভীড়ের মাঝে একা দাঁড়িয়ে আছে। একটা ছেলে তার পায়ের কাছে শাড়িতে পা দিয়ে চেপে ধরলো। একদিকে টান পড়েছে। সাঁঝের মেজাজ খারাপ হয়ে গেলো। ছেলেটা তার পাশে আসলে সে তার নিজের শরীরের সব ভর ছেলেটার পায়ের উপর দিয়ে পায়ে পাড়া দিলো। ছেলেটা চোখ মুখ কুচকে তার দিকে তাকিয়ে না থেমে চলে গেলো।
সাঁঝের মনে হলো কেউ ইচ্ছে করে তার পিঠে হাত লাগিয়ে চলে গেলো। পিছনে ঘুরেও কাউকে দেখতে পেলো না। চোখের কোণে পানি জমতে শুরু করলো তার। মনে মনে আল্লাহ কে ডাকলো। হঠাৎ কেউ তার পিঠের সাথে একদম এসে দাঁড়ালে সাঁঝের কান গরম হয়ে যায়। রেগে পিছনে ঘুরে ইহানকে দেখতে পায়। দেখেই কেঁদে দিয়ে বলে,

—” এসেছেন আপনি? কোথায় ছিলেন এতক্ষন?”

—” তোমাকেই খুঁজছিলাম। তখন তো বললাম পাশে পাশে হাঁটো। তা তো হাঁটলে না।”

সাঁঝের যেন প্রাণ ফিরে আসলো। বলল,

—” হাঁটতে পারছি না”

ইহান পিছনে দাঁড়িয়ে সাঁঝের দুই পাশে হাত দিয়ে একটা বলয়ের মতো তৈরী করলো। যাতে কেউ সাঁঝকে ছুতে না পারে। তারপর বলল,

—” কুচি ধরে সাবধানে হাঁটো। কেউ এখন ডিস্টার্ব করবে না”

সাঁঝের মনে হলো এই প্রতিরক্ষা বলয় ভেদ করে কেউ তার ক্ষতি করতে পারবে না। এমন একটা আশ্রয়েরই যে খুব দরকার ছিলো তার। ইহানই কি তার সেই আশ্র‍য়?
এরপর হেঁটে একপাশে আসার পরে ইহান তাকে আড়াল করে দাঁড়ালো শাড়ি ঠিক করে নেয়ার জন্য। তার অবস্থা দেখে বলল,

—” ঘেমে তো গোসল করে ফেলেছো”

—” হুম”

সাঁঝ ভাবলো ইহান নিশ্চয় এবার মেলায় আসা নিয়ে বকা দিবে বা কিছু বলবে। সে প্রস্তুতি নিয়েই রেখেছি ইহান কিছু বললে সেও বলবে। কিন্তু ইহান কিছু বলল না। বরং ফ্যান আছে এমন একটা দোকানে নিয়ে গিয়ে কিছুক্ষণ বসলো। তারপর বাকি শপিং করে ইহান তাকে একপ্রকার নিজের সাথে চেপে ধরে মেলার বাইরে আসলো।

সিএনজিতে করে আসার সময় সাঁঝের মনে হলো কেউ একজনও তার এই জীবনে আসলো যে তার হাতকে শক্ত করে ধরতে পারবে। ভাইয়া যাওয়ার পর থেকে এই কঠিন পৃথিবীকে একা মোকাবেলা করতে গিয়ে নিজের উপরে এবং ভিতরে কাঠিন্য চলে এসেছে। এখন তার বিপদকে মোকাবেলা করার মতো না হলেও বিপদের সময় পিছনে এসে পথ আগলে রাখার মতো কেউ তো আছে!
,
,
,
?
নিষ্পলক ভাবে উপরের দিকে তাকিয়ে শুয়ে আছে সাঁঝ। তার ফেক একাউন্টটা হ্যাক হয়ে গেছে। মাত্র কয়েকদিনের জন্য সেটা একটিভ ছিলো। তারপর বন্ধ করে দেয়। কিন্তু এর মাঝেই হ্যাক হয়ে গেছে। পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারছে না গত তিনদিন ধরে চেষ্টা করেও। যে করেছে তাকে অবশ্যই টেকনোলজি নিয়ে এক্সপার্ট হতে হবে। কম্পিউটার, কোডিং, সফটওয়্যার এগুলোতে পারদর্শী হতে হবে।
একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আপনা আপনি। আজ সে হাসপাতালের সেই কেবিনের সামনে আবার গিয়েছিলো। আশা ছিলো হয়তো যাকে অনিক ভাবছিলো তাকে আবার দেখতে পাবে। কিন্তু সেখানে কেউ ছিলো না। ফাকা রুম। হয় রোগীকে ছেড়ে দেয়া হয়েছে না হলে ওখান থেকে সরিয়ে নেয়া হয়েছে।

সাঁঝ চোখ বন্ধ করলো। প্রচন্ড গরমে অস্বস্তি লাগছে দুপুরবেলা। ইহান বাসায় নেই। অনেক ব্যস্ততা আছে তার। তাই ঐ বাসা থেকে ফিরে দুদিন পর থেকে নিজের কাজে লেগে পড়েছে। আর সাঁঝ ওবাসা থেকে ফিরেছে দুই সপ্তাহ হলো কিন্তু এখনো ভার্সিটিতে যায়নি। যাবে কাল বা পরশু থেকে। চোখ বন্ধ করে একসময় ঘুমিয়ে পড়লো।

একসময় হঠাৎ ঘুম ভেঙে গেলো সাঁঝের। ঘুম কেন ভাঙলো সেটা বোঝার চেষ্টা করতেই বাইরে তাকিয়ে দেখলো অন্ধকার হয়ে গেছে। খুব সম্ভবত বৃষ্টি পড়ছে। তার চোখ ঘড়ির দিকে যেতেই মনে প্রশ্ন আসলো এতোক্ষণ ঘুমিয়েছি? ইহান কি চলে এসেছে অফিস থেকে?

জোরে বৃষ্টির শব্দ শুনে সাঁঝের খেয়াল হলো আজ অনেক কাপড় ধোয়া হয়েছে। সেগুলো সব বারান্দায় মেলে দেয়া আছে। তড়িঘড়ি করে উঠে কাচের দরজা ঠেলে বারান্দায় গিয়ে দেখলো ঘরের থেকে বোঝা না গেলেও বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। সাথে বাতাস আর মেঘের ঝলকানি তো আছেই। এতো কাপড় তুলতে সাঁঝ হিমসিম খাচ্ছে। হঠাৎ জোরে মেঘ ডেকে উঠলো। মনে হলো কানে তালা লেগে যাবে। সাঁঝের হাত থেকে কাপড়গুলো পড়ে গেলো। ভয় আকড়ে ধরেছে। তার সব থেকে বড় ভয় এই বজ্রপাত! কোন রকমে কাপড় তুলে পিছনে দরজা খুলতে গিয়ে দেখলো দরজা বন্ধ। খুলছে না। কয়েকবার চেষ্টা করেও খুলতে পারলো না।

তখন আবার জোরে বজ্রপাত শুরু হলো। বজ্রপাত একবার শুরু হলে বেশ কিছুক্ষণ থাকে। সাঁঝ কান্না শুরু করে দিলো। এতো শব্দ আর এতো আলো! সাঁঝ দিয়ে ডাকলো,

—” ইহান! ইহান!”

বৃষ্টি আর বজ্রপাতের কারণে তার এতো জোরে চিৎকার ঘর পর্যন্ত পৌছাচ্ছে কিনা সন্দেহ! তাই সাঁঝ কান্না করতে করতে চিৎকার দিয়ে ডাকলো,

—” ইহান!”

কাচের দরজায় হাত দিয়ে বাড়ি মারতে শুরু করলো। চিৎকার দিতে গিয়ে মনে হলো গলা ছিড়ে যাবে। আবার ডাকলো,

—” আন্টি,… ইশিতা…..”

আবার জোরে শব্দ হলে বলল,

—” আন্টি… আঙ্কেল…”

সাঁঝের মনে হলো এবার সে জ্ঞান হারাবে। শেষ চেষ্টা হিসেবে ডাকলো,

—” বাবা… বাবা বাঁচাও। ভাইয়া বাঁচাও আমাকে। ভাইয়া………”

চিৎকার দিতে দিতে সাঁঝ মেঝেতে বসে পড়লো।

ইহান নিজের ঘরের দরজার সাথে হেলান দিয়ে সামনে বারান্দার দিকে তাকিয়ে আছে। বারান্দা থেকে তাকে দেখা যাবে না তার উপর পর্দা আছে তাই সাঁঝ তাকে দেখতে পাচ্ছে না। সে সাঁঝের চিৎকার শুনতে পাচ্ছে আর দরজায় বাড়ি মারাটাও দেখতে পাচ্ছে। ইহানের ফোন আসলে ফোনটা তুলে নেয়। জিজ্ঞেস করলো,

—” ডা. সাহেব আমার ভাই মানে অনিকের অবস্থা কি?”

—” একই রকম। কোমায় আছে। উন্নতি বা অবনতি কিছুই হচ্ছে না”

—” আপনারা চেষ্টা চালান। বাকিটা আল্লাহর হাতে।দেখা যাক কি হয়”

ইহান ফোন কেটে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। গত প্রায় তিনমাস ধরে অনিকের অবস্থা হয় অবনতি হচ্ছে নাহয় এক জায়গায় থেমে আছে। কিছুক্ষণ পরে ইহান হেঁটে বারান্দার কাছে গেলো। (চলবে)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here