একটি নির্জন প্রহর চাই পর্ব ২১+২২

0
2307

#একটি_নির্জন_প্রহর_চাই
২১+২২
#Writer_Mousumi_Aktar

বজ্রপাতের ভ**য়া**ন**ক আওয়াজে রোশান স্যারকে শক্তকরে জড়িয়ে ধরে চোখ,কান বুজে উনার বুকে মাথা রেখে পড়ে রইলাম।ঠান্ডায় থরথর করে কাঁপছি।ভেজা কাপড়ে উনাকে জড়িয়ে ধরায় উনার কাপড় ও ভিজে গেল।মুহূর্তের মাঝে আবারও বজ্রপাতের আওয়াজ হলো।বোধহয় খুব কাছেই বজ্রপাত হয়েছে।আমি পুনরায় কেঁপে উঠে আরো শক্তকরে উনাকে জড়িয়ে ধরলাম।আচমকা জড়িয়ে ধরায় ঈষৎ কেঁপে উঠলেন উনি, সাথে একটু চমকালেনও বটে।উনার অনুভূতি ঠিক কী আমি সেটা বুঝতে পারছিনা!কেমন গম্ভীর ভাবে তাকিয়ে আছেন।না উনি আমাকে জড়িয়ে ধরেছেন, না কিছু বলছেন।টোট্যাল চুপ আছেন।উনার কোনো রেসপন্স না দেখে আমি উনার বুক থেকে মাথা সরালাম।মাথা উঁচু করে উনার মুখের দিকে তাকালাম।উনি প্রচন্ড গম্ভীর মুডে দাঁড়িয়ে আছেন, মুখে হাসির লেশমাত্র নেই।আমি থরথর করে কাঁপছি,চুল থেকেও পানি পড়ছে,সমস্ত শরীর ভিজে একাকার হয়ে গিয়েছি।দাঁড়িয়ে থাকা স্থানটুকু পানিতে ভিজে গিয়েছে।

উনি অভিজ্ঞ দৃষ্টিতে আমার পা হতে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন।বিষয়টা লক্ষ্য করে লজ্জায় মিইয়ে যাচ্ছি আমি।উনার দৃষ্টি অন্যদিকে সরছে না,পুরোটায় আমার দিকে নিবদ্ধ করে রেখেছেন।লজ্জায় কী করব বুঝতে পারছিনা।কেননা, জরজেটের সাদা জামায় শরীরের ভাজ তো বোঝা যাচ্ছেই সাথে শরীরের সমস্ত অংশ স্পষ্ট দেখাও যাচ্ছে।

উনি প্যান্টের পকেটে হাত গুজে থমথমে মেজাজেই বললেন,

‘এ অবস্থা কেনো তোমার?’

উনার এহেন গম্ভীর প্রশ্নে হৃৎপিন্ড তড়িৎ বেগে কম্পিত হলো আমার।মনে হচ্ছে খুব রেগে আছেন উনি।প্রশ্নে ধমকের সুর স্পষ্ট!

আমি উনার দিকে ভ*-য়া*-র্ত চাহনি দিয়ে চেয়ে রইলাম।কিছুই বললাম না।আমাকে চুপ থাকতে দেখে উনি আবার প্রশ্ন করলেন,

‘কোথায় গিয়েছিলে তুমি?’

‘ স্যার।’

‘এক মিনিট, কোথায় গিয়েছিলে বলতে হবেনা ;কার কাছ থেকে পারমিশন নিয়ে গেছিলে সেটা বলো।’

আমি উনার গম্ভীর মুড দেখে মুহূর্তেই চুপসে গেলাম।আসলেই তো আমি জিজ্ঞেস করিনি কাউকে।এটা ভারি অন্যায় হয়েছে।ভেবেছিলাম ফিরে গিয়ে বলব।এখন উনাকে দেওয়ার মত কোন উত্তরও আমার কাছে নেই।আবার ও চুপ রইলাম।উনার কপালের চামড়ায় ভাজ পড়েছে কয়েকটা।

উনি আবার প্রশ্ন করলেন,

‘কী হলো!চুপ কেনো?কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে।লিসেন সারাহ সিদ্দিকী নাউ এট দিস টাইম,আ’ম ইওর লিগ্যাল গারজিয়ান।ইউ আর মাই ওয়াইফ এন্ড আই আ্যম ইওর হাজবেন্ড।সো, উইদাউট মাই পারমিশন তুমি কোত্থাও যেতে পারবে না।আমার একটা রেসপন্সবিলিটি আছে তোমার প্রতি।তোমার কিছু হলে তোমার মা-বাবার কাছে আমাকে জবাবদিহি হতে হবে।এভাবে এলোমেলো চলা ফেরার জন্য যদি তোমার কিছু হয় তাহলে কী জবাব দিব আমি তাদের?”

হঠাৎ যেনো কেমন মন খারাপ হয়ে গেলো আমার।কষ্ট হচ্ছে,নিজেকে ভীষণ অসহায় লাগছে।তাকিয়ে আছি উনার মুখের দিকে।আমাকে নিয়ে একটু বিশেষ ভাবে ভাবার মত কী কেউই নেই।শুধুই কি বাবা-মায়ের কথা ভেবেই উনি অমন করছেন আমার জন্য বিন্দু মাত্র খারাপ লাগা নেই।কই স্বামীরা তো অমন হয়না।তারা তো তাদের বউদের প্রাণ উজাড় করেই ভালবাসে।আমার জীবনে সব থেকে বেশী আমি ভালবাসা নিয়ে স্বপ্ন দেখেছিলাম অথচ আমিই ভালবাসার মানুষ পেলাম না।খুব করে নিজের একজন মানুষ চেয়েছিলাম আমি,যে হুট করেই আমার জীবনে আসবে।এলোমেলো জীবন টা গুছিয়ে দিবে তার ভালবাসায়।খুব স্বপ্ন ছিলো এমন ই কোনো ঝুম বৃষ্টির দিকে বায়না ধরব, ‘চলোনা বৃষ্টিতে ভিজি’আমার হাসি মুখ বিলীন হবার ভ**য়ে অনিচ্ছাসত্ত্বেও সে ভিজবে,আমার হাত ধরে একটা প্রেমের কবিতা শোনাবে।বর্ষার প্রথম কদম এনে বলবে, অনেক খুজে তোমার জন্য নিয়ে এসছি।হুটহাট ফুচকা খাওয়ার বায়না ধরব, ‘সে বলবে রেডি হয়ে নাও।আমরা এখনি ফুসকা খেতে যাবো।’চাঁদনী রাতে ছাদে গিয়ে তার বুকে মাথা রেখে সুয়ে সুয়ে চাঁদের গল্প করব।যে আমাকে হুটহাট করে জড়িয়ে ধরে বলবে, ‘আই লাভ ইউ, ভালবাসি তোমায়,বড্ড ভালবাসি।তুমি ছাড়া কেউ নেই,আশে-পাশে বামে -ডানে কেউ নেই।আমার হৃদয়ের পুরো অস্তিত্বের দখলিনী তুমি।আমার হাজারো বায়না থাকবে তার প্রতি।একজন প্রেমিক চেয়েছিলাম আমি অথচ পেলাম না।আসলে মানুষের কল্পনার জগৎটা অনেক সুন্দর। বাস্তবতা ভীন্ন,সম্পূর্ণ।মানুষ ভাবে এক হয় আরেক।

মুখ ফসকে বের হয়ে গেলো,

‘শুধুই মা-বাবার কাছে জবাবাদিহীতার ভ**য় স্যার?আর কোনো দায় নেই?’

হঠাৎ আমার এহেন প্রশ্নে উনি কেমন ইতস্তত বোধ করলেন।চেহারায় হঠাৎ পরিবর্তন লক্ষ্য করা গেল।কিন্তু উনি রেগে থাকায় সেটা বুঝতে দিলেন না।মুখভঙ্গি আবার আগের মতই গম্ভীর আর থমথমে রেখে বললেন,

‘চারদিকে এত বজ্রপাত,মেঘের গর্জন কোন সাহসে তুমি বাড়ি থেকে বের হয়েছিলে?আর কী এমন ইমারজেন্সি কাজ ছিল যে বের হয়েছ?এসব কিন্তু আমার একদমই পছন্দ নয় সারাহ।আমার সাথে থাকতে হলে অবশ্যই তোমাকে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে।তা না হলে তোমার মা-বাবার কাছে রেখে আসতে বাধ্য হব আমি।আমি কোনো রিস্ক নিতে চাইনা।’

‘দেখুন আমি বলতাম আপনাকে।’

উনি আমার দুই হাতের বাহু শক্ত করে চেপে ধরে বললেন,

‘কখন বলতে? আমি পা**গ**ল হয়ে গেলে,আমি তোমার চিন্তায় উ**ন্মা**দ হয়ে গেলে বলতে?তোমার আইডিয়া আছে আমি কোথায় কোথায় খুঁজেছি তোমায়?সেই সকাল থেকে দুশ্চিন্তায় আমি পা**গ**ল হয়ে যাচ্ছি।এখন কয়টা বাজে তাকিয়ে দেখ, একটা বাজে আর তুমি বের হয়েছ সেই সকালে।চারদিকে বজ্রপাতে মানুষ মা**রা যাচ্ছে।আর তুমি এই ওয়েদারে বাসা থেকে কীভাবে বের হলে?তোমার না হয় কারো প্রতি কোনো দায়ভার নেই, কিন্তু মানুষের আছে।তুমি কারো কথা না ভাবতে পারো,কিন্তু মানুষ তোমার কথা ভাবে।তুমি একটা বেপরোয়া মেয়ে,নিজের খেয়াল খুশিমত চলাফেরা করো,তোমার তো এই চিন্তা নেই যে কেউ তোমার জন্য চিন্তিত হতে পারে বা তোমার কিছু হলে কারো পুরো পৃথিবীটাই এলোমেলো হয়ে যেতে পারে!সবাই কে কি নিজের মত ভাবো?আড়ালে যে কেউ তোমার চিন্তায় অস্থির হতে পারে সেই আইডিয়াটুকুও নেই তোমার।ইউ আর জাস্ট ঠু মাচ!’

‘কে আছে এমন?যে এভাবে ভাববে আমার কথা।সত্যি যদি কেউ ভাবত তাহলে কি আর আমি এত বেপরোয়া থাকতাম?যদি জানতাম কেউ আমাকে নিয়ে চিন্তিত তাহলে, নিশ্চয়ই তাকে জানিয়েই সব করতাম।’

‘কেনো তোমার মা-বাবা নেই?তারা কি তোমার কথা ভাবেন না।।নাকি তাদের কে গুরুত্বপূর্ণ কেউ বলে মনে হয়না তোমার।’

‘মা-বাবা বাদে আর কেউ নেই বলেই এই বৃষ্টিতে ভিজে চুপসে আসা মেয়েটাকে যে পাচ্ছে সেই বকছে।জিজ্ঞাসা করছে না আমার ঠান্ডা লাগছে কিনা!এই ভেজা কাপড়ে কষ্ট হচ্ছে কিনা!আর আমি কি বিএফ এর সাথে দেখা করতে গিয়েছি নাকি যে এত বকাঝকা করা হচ্ছে?

‘ঠান্ডা লাগবে বলেই তো বকা দেওয়া হচ্ছে, সেটুকু বোঝায় বোধ থাকলে এগেইন কোয়েশ্চন করতে না।আর বিএফ থাকলে কেউ একা একা ভিজে ভিজে ক্যাম্পাসে ঘোরাঘুরি করেনা,আর ফোন রেখেও চলে আসেনা।এটা বোঝার জ্ঞান সবার আছে।’

‘শুধু শুধু বকলেন আমাকে!জীবনে কেউ কোনদিন এভাবে ধমক দেয়নি আমাকে!জীবনে প্রথম বার এমন বেশি কথা শুনলাম।’

বেশ মন খারাপ করেই কথাটা বললাম।

উনি ওনার গায়ের ব্লেজার খুলে আমার গায়ে জড়িয়ে দিয়ে বললেন,

‘সকাল থেকে কিছু খেয়েছ?’

‘হ্যাঁ।’

‘মিথ্যা বলছ কেনো?চোখ মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে তোমার!’

‘আপনি খেয়েছেন?’

‘যে টেনশন আমাকে দিয়েছ,আর খাওয়া!’

‘তাহলে বাসায় চলুন!’

‘এই ভেজা শরীরে অটো বা রিক্সা কিছুতেই যাওয়া যাবেনা।শরীরের সমস্ত ভাজই বোঝা যাচ্ছে তোমার।এগুলা কী পোশাক পরো যে সামান্য পানি লাগলেই শরীর বোঝা যায়।’

‘দেখুন আমার বেষ্ট ফ্রেন্ড সু**ই**সা**ই**ড করেছে,এইজন্য মাথা ঠিক ছিল না বেরিয়ে গিয়েছিলাম।জানেন বিশাল এক কারণ আছে।’

‘নিশ্চয়ই কোনো মেয়ের জন্য?’

‘বুঝলেন কীভাবে?’

‘এই বয়সী ছেলেমেয়েরা এসবই করে।’

‘আমার বেষ্ট ফ্রেন্ড হয় স্যার।আর আপনার স্টুডেন্ট। আপনি এমন ড্যামকেয়ার ভাবে কীভাবে বলতে পারলেন?একটা মা**নু**ষ ম**র**তে বসেছে আর আপনার খারাপ লাগছে না!মানুষ এত হৃদয়হীন কীভাবে হতে পারে?’

উনি আমার দিকে আড়চোখে তাকালেন।কোনো কথারই উত্তর দিলেন না।

এরই মাঝে ক্যাম্পাসে একটা সাদা রঙের প্রাইভেট কার এলো।কার টা আমাদের কাছে এসেই থামল।ড্রাইভার দরজা খুলে দিতেই উনি বললেন,

‘ওঠো!’

আমি উনার দিকে অসহায় চোখে তাকিয়ে বললাম, ‘আবার প্রাইভেট কার!আমি উঠব না।আমার ব**মি হয়,মাথা ঘুরায়।’

উনি ড্রাইভার কে বললেন, ‘ভাই বমির ওষুধ টা দিন।’

ড্রাইভার বমির ওষুধ টা এগিয়ে দিলেন।উনি ওষুধ টা খুলে আমার ওষ্টদ্বয়ের মধ্য দিয়ে বললেন, ‘নাও এটা চুষে খেয়ে নাও।মাত্র বিশ মিনিটের রাস্তা কিছুই হবেনা।’

উনার আঙুলের ছোঁয়া ওষ্টে লাগতেই কী ভ*য়া*ন*ক ফিলিংস হলো!আকাশে চমকানো বিদ্যুতের থেকেও যেন বেশি ভ*য়া*ন*ক।কী অস্থির এক শিহরণ!কেমন যেন অবশ হয়ে আসল শরীর।গাড়িতে বসে কেমন যেন ঝিমিয়ে পড়ছি।মাথা যন্ত্রণায় ফেঁ**টে যাচ্ছে।চোখ দিয়ে পানি পড়ছে।চোখ আর খুলে রাখতে পারছিনা।শরীরে অস্বাভাবিক মাত্রায় তাপ চলে এলো।টলমল চোখে উনার দিকে তাকিয়ে বললাম,
‘ফর্ম ফিল-আপ তো করিনি।’
‘আমি করে দিয়েছি।’
‘আমার বান্ধবীর সমস্যা ওর টাও করতে হবে।’
‘ সময় বাড়ানো হয়েছে দুই দিন পরে করে নিতে বলো।এখন তুমি অসুস্থ বাসায় চল।’
কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই।উনার কঁধেই হেলে পড়লাম।

চোখ খুলতেই নিজেকে আবিষ্কার করলাম বিছানায়।শরীরে প্রচন্ড জ্বর ।গায়ের উপর মোটা লেপ আর কম্বল।খেয়াল হলো আমি তো ভেজা কাপড়ে ছিলাম,বিছানায় কী ভেজা কাপড়েই আছি!বেলকনিতে চোখ যেতেই দেখি, ভেজা কাপড় মেলে দেওয়া।কেউ অতি যত্নে তা ধুয়ে মেলে দিয়েছে।বাইরে এখন বৃষ্টি নেই।রোদ ঝলমল করছে।চারদিক কেমন চুপচাপ হয়ে আছে।আমার কাপড় কে পাল্টে দিয়েছে।খেয়াল করে দেখি আমার পায়ের নিচে বসে আছে রোশান স্যার।পায়ের তালুতে সরিষার তেল মালিশ করে দিচ্ছেন।আমি সাথে উঠে বসে পা গুটিয়ে নিয়ে বললাম, ‘ছিঃ!ছিঃ!কী করছেন আপনি?আমার পায়ে হাত দিয়েছেন কেনো?’
‘ঘুম ভাঙল।কেমন লাগছে এখন।’
‘আপনি আমার পায়ে হাত দিয়েছেন কেনো স্যার।’
উনি উঠে এসে আমার কপালে হাত রেখে বললেন,
‘উফফ তাপ তো কমেই নি, এখনো।ভিজবে আর এভাবে?সামনে পরীক্ষা।এখনই জ্বর বাঁধাতে হল।’
‘তাই বলে আমার পায়ে হাত দিবেন আপনি?’
‘কেনো তোমাকে ছোঁয়াতে কি নিষেধ আছে আমার।’
‘না না তা নয়,স্বামী হয়ে পায়ে হাত দিলেন।আমার পাপ হলো না?’
‘কথা বলা শেষ হলে খাবার খেয়ে নাও।ওষুধ খেতে হবে।’
‘আমার কাপড় চেঞ্জ করেছে কে?’
‘ভেজা কাপড় চেঞ্জ করাটা বেশি জরুরী ছিল।কে চেঞ্জ করিয়েছে সেটা জরুরী নয়।’
‘অবশ্যই জরুরী।আপনি আমার কাপড় চেঞ্জ করে দিলেন।আমার অসুস্থতার সুযোগ নিলেন।’
‘কেনো তোমাকে ছোঁয়া যাবে না!’
‘না সেটা নয়,তাই বলে আপনি।’
‘উদ্ভট চিন্তা থাকে সব সময় মাথায়।অসুস্থ তুমি,এত হাইপার হইও না।তরী চেঞ্জ করিয়ে গিয়েছে।এইবার ওঠো খেতে হবে।’
উনি আমাকে ধরে উঠিয়ে বালিশে হেলান দিয়ে বসালেন।আমি উনার দিকে তাকিয়ে আছি।মানুষ টা কত যত্নশীল।গায়ে কফি কালারের গেঞ্জি,হাতা গুটিয়ে ভাত মাখিয়ে আমার মুখে তুলে দিলেন।মুখ তেতো হয়ে আছে।একবার খাবার মুখে নিয়ে মুখ সিঁটকে খাবার ফেলে দিলাম।উনি একটু ধমক দিয়েই বললেন, ‘খাও কুইক।না খেলে ওষুধ খাবে কীভাবে?আর বিশ্ব যুদ্ধ কীভাবে করবে তুমি?ঝ**গ**ড়া করতে প্রচুর সামর্থ্য প্রয়োজন।’
‘খাবার ভাল লাগছে না আমার।অন্য কিছু হলে খেতাম।’
‘কি খেতে।’
‘নুডুলস হলে খেতে পারতাম।’
‘আচ্ছা একটু অপেক্ষা করো।’

উনি রুম থেকে বেরোনোর পনেরো মিনিট পরে নুডুলস নিয়ে এলেন।নুডুলস দেখে বললাম,
‘কে রান্না করল?’
‘আমি।’
‘আপনি রান্না করলেন?তাও আমার জন্য।’
‘হ্যাঁ, তোমার জন্য।’
‘পারেন আপনি?’
‘বিয়ের মত এমন কঠিন কাজ যখন পেরেছি, নুডুলস তো ইজি রান্না।’
‘শুধু একটু কবুল বলেছেন আর কী করেছেন?’
‘ওই তিন অক্ষরের কবুল বলেই তো চ**র**ম স**র্ব**না**শ হল আমার।’
‘কি ক্ষ**তি করেছি আপনার আমি।যে স**র্ব*না*শ হল।’
‘এটা ক্ষ**তি**র জন্য নয়।এই স★★র্ব★না★* শে কারো ক্ষ★তি হয়না।এটা ভীন্ন।তুমি বুঝবে।যা হবার আমার
হয়েছে তাই আমি উপলব্ধি করতে পারছি।’

নুডুলস খাইয়ে দিয়ে, ওষুধ খাইয়ে দিয়ে বললেন,
‘শুয়ে থাকো,একটুও উঠবেনা।’

আম্মুকে ফোন দিয়ে বললাম,
‘আম্মু ৫ হাজার টাকা লাগবে।একজনের থেকে ধার নিয়ে ফর্ম ফিল-আপ করেছি দিতে হবে।’
রোশান স্যার ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে রইলেন।আমার কান থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বললেন,
‘কার থেকে টাকা ধার নিয়েছ?’
‘আপনি?’
‘কখন নিলে?’
‘ওইযে টাকা দিয়ে দিলেন তো।সেটা ফেরত দিবো।’
‘আমার মান-সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছ?’
‘কেনো?’
‘মা-বাবার থেকে টাকা চেয়ে কী প্রুভ করছ,আমি তোমাকে টাকা দেইনা?তোমাকে বিয়ে করেছি কিন্তু দায়িত্ব নেই নি তাইতো।ওয়াইফ আমার তুমি টাকা কেনো অন্য কেউ দিবে।’
‘ভাবতেই পারেন,দুই দিন বিয়ে হতে পারেনি ফর্ম ফিল-আপের টাকা আমার ঘাড়ে তুলে দিয়েছে।’
‘এসব উদ্ভট ভাবনা না ভেবে রেস্ট নাও।তোমাকে সুস্থ হতে হবে।আর আমিও ঘুমাব।’

উনি ঘরের দরজা লক করে দিয়ে এসে আমার পাশে এসে শুয়ে পড়লেন।কয়েকবার কপালে হাত দিয়ে দিয়ে চেক করলেন তাপ কমেছে কিনা।এরই মাঝে কেউ এসে দরজা ধাক্কাচ্ছে।উনি গিয়ে দরজা খুলে দিলেন।আমিও দ্রুত বিছানা ছেড়ে সোয়া থেকে উঠে বসলেন।উনি দরজা খুলতেই দেখি রোহান বল হাতে দাঁদিয়ে আছে।রোহান কে কোলে তুলে বললে,
‘কি ব্যাটা কি হয়েছে?’
‘বল খেলার মানুষ নেই বড় পাপ্পা।আমি তোমার সাথে খেলব।
‘তোমার পাপ্পা কই।’.
‘পাপ্পার যেন কি হয়েছে।শুধু রাগ করছে, ঘরের জিনিস প ত্র ভা-ঙ-ছে।আম্মুকে বারবার মারতে চাইছে।’
“কেনো?’.
‘নতুন আম্মাকে নিয়েও ঝামেলা হচ্ছে।বাবা আর দাদুর কাপড় ধোয়া নিয়ে।বাবা আর দাদুর সমস্ত শরীর চুলকাচ্ছে।এটা নিয়ে আম্মুকে বলছে কেনো নতুন আম্মার কাছে কাপর ধুতে দিয়েছে।আবার বুড়ো দাদা,আর দাদু তারা বলছে কই আমাদের তো চুলকাচ্ছে না।এসব নিয়ে অশান্তি হচ্ছে।

আমি মুচকি হাসলাম।বোঝ এইবার কেমন লাগে।তরীকে দিয়ে গুষ্টিসহ মানুষের কাপড় ধোয়ানো।এখন থেকে যতবার ই এমন করবি ততবার ই বিচুটি পাতা দিবো আমি।

রোশান স্যার ওদেইকে যে বড় সড় ঝামেলা হয়েছে সেটা বুঝতে পেরে বললেন,

‘ব্যাটা ঝামেলার দিকে যাওয়ার দরকার নেই আসো আমরা বল খেলি।’

আমি বললাম, ‘আমিও খেলব।’

‘তুমি চুপ করে সুয়ে থাকো।’

‘আমি বিছানায় বসেই খেলব।’

রোহান খুশিতে হাতে তালি দিলো।

খেলার নিয়ম বল একজনের হাত থেকে অন্য জনের হাতে যাবে।একজন ছুড়ে অন্য জনের হাতে দিচ্ছি।এমন দিতে দিতে একবার আমার খুব জোরে দেওয়া হয়ে গেলো।বল এত জোরে ছুড়লাম রোশান স্যারের গুপ্ত স্থানে গিয়ে লাগল।উনি উঁহ শব্দ করে উঠলেন।রোহান এগিয়ে এলো আর আমিও এগিয়ে গেলাম।বলে উঠলাম দেখি কই লেগেছে।উনি অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে বললেন,

‘হোয়াট।’

কী অদ্ভুত সে চাহনি।আমি লজ্জায় দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম।কি বলতে কি বলে ফেলি নিজের ই খেয়াল থাকেনা।

চলবে?..

(পাঠকমহল রেসপন্স করবেন সবাই)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here