আঙুলে আঙুল পর্ব ১২

0
471

#আঙুলে_আঙুল
#পর্ব (১২)

সঞ্জয়ানের হুঁশ এলো। জিভ কামড়ে বলল,
” না। কোলে নেওয়ার মতো না। ”
” কেন? বড় বাচ্চা? ছেলে নাকি মেয়ে? ”
” মেয়ে। ”
” আলহামদুলিল্লাহ! কার বাচ্চা রে? আমি চিনি? ”

সঞ্জয়ান অন্য দিকে ফিরে গেল। কী উত্তর করবে বুঝতে পারছে না। নিজের বোকামির জন্য মনে মনে ধমকাচ্ছে। স্বর্ণলতা তার সামনে গিয়ে পুনরায় সুধালেন,
” কার মেয়ে? খুব রক্ষণশীল পরিবার নাকি? সেজন্যই হয়তো বাচ্চাকে কোলে দেয়নি। ”

সঞ্জয়ান চোখ বন্ধ করে রুদ্ধশ্বাসে বলল,
” অসীউল্লাহর মেয়ে। ”

স্বর্ণলতা ভাবুক স্বরে বললেন,
” অসীউল্লাহ! নামটা চেনা লাগছে। তোর কোনো বন্ধু নাকি? ”

সঞ্জয়ান কিঞ্চিৎ ঘাবড়ে গেল। তার মা বছরে দুই বার রুহানিয়া কলেজে যান। সকলের সাথে দেখা করেন, কথা বলেন, ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেন। সেই সূত্রে অসীউল্লাহর সাথেও দেখা হয়েছে কয়েক বার। আলাদা করে কথা বলেনি বলেই হয়তো চট করে ধরতে পারেননি। নাহলে ঠিক চিনে ফেলতেন! তার স্মরণ শক্তি চমৎকার, প্রশংসনীয়। স্বর্ণলতাকে ভাবার সময় দিয়ে বিপদে পড়তে চাইল না। দ্রুত বলল,
” না। পরিচিত। মনটা খুব ভালো। ”

কৌশলে উত্তরটা প্রদান করে বলল,
” পানি নিতে এসেছিলে, মা ? নিয়ে যাও। ”

স্বর্ণলতার ভাবনার পথ বন্ধ হয়ে গেল। হাতের খালি জগটায় চেয়ে বলল,
” হ্যাঁ, ঘুমিয়ে পড়। আর রাত জাগিস না, বাবা। ”

সঞ্জয়ান মৃদু হেসে বলল,
” তুমিও ঘুমিয়ে পড়ো। ”

মাকে একটু এগিয়ে দিয়ে দরজা আটকে দিল ভেতর থেকে। আলো নিভিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে আনমনা হলো। ঠোঁটের কোণে হাসি জমল। বন্ধ চোখের পাতায় ভেসে উঠা মুখটা হৃদয়ে আনন্দের ঢেউ তুলতে আপনমনে উচ্চারিত হলো, ‘ অরুণিমা! ‘

___________
সকালে দাঁত ব্রাশ করা নিয়ে এক প্রস্থ ঝগড়া হয়েছে শূভ্রা ও নিয়াজের মধ্যে। ভাইয়ের গায়ের জোরের সাথে না পেরে রাগে-ক্ষোভে পেস্ট সমেত ব্রাশটা জানালা দিয়ে ঢিল মেরে ফেলে দিয়ে বলল,
” এই বাড়ির দুটো ছেলে-মেয়ে। অরুণিমা ও নিয়াজ। আমি অন্য বাড়ির মেয়ে। ভুল করে এসেছি, তাই সব ক্ষেত্রে দ্বিতীয়। ”

নিয়াজ গোসলখানার ভেতর থেকে মুখ ধুতে ধুতে উত্তর করল,
” উহু, ফেইল। তুই আবার দ্বিতীয় হলি কোন জন্মে? বাবা হাতে-পায়ে ধরল বলেই তো কলেজে সিট পেলি। ”

শূভ্রা দৌড়ে এসে বন্ধ দরজায় লাথি মারল। চিৎকার করে বলল,
” চুপ, বান্দর। মুখে মুখে কথা বলিস! বেরিয়ে আয় শুধু, নাক সই করে ঘুষিটা যদি…”

হুমকিটা সম্পন্ন হলো না। তার পূর্বে অরুণিমার আগমন ঘটল। বোনের উদ্দেশ্যে বলল,
” যে ব্যবহারটা তুই সহ্য করতে পারিস না, সেই ব্যবহারটা অন্যের সাথে কিভাবে করিস? ”

শূভ্রা রাগ মুখে ঘাড় বাঁকিয়ে তাকাল। জিজ্ঞেস করল,
” আমি আবার কী করলাম? ”
” মুখে মুখে তর্ক করেছিস। কত বার নিষেধ করেছি, বাবা-মায়ের সাথে এভাবে কথা বলবি না? ”

অরুণিমার কণ্ঠস্বরে একই সাথে রাগ ও হতাশা। শূভ্রার মনে পড়ল, ঘুম থেকে ডাকতে এসে মা রান্না-বান্না নিয়ে কথা শোনাচ্ছিল। বড় মেয়ে পড়া, চাকরি সামলেও মায়ের সাথে রান্নার কাজ করে। আর ছোট মেয়ে শুধু ঘুম, টইটই করা। বড় বোনের প্রশংসার সাথে নিজের নিন্দাটুকু সহ্য করতে পারছিন না। বিরক্ত ঝাড়তে গিয়ে কয়েকটা কথা বলে ফেলেছে। শূভ্রা অনুতপ্ত হওয়ার পরিবর্তে পরিহাস করল,
” এরমধ্যে বিচারকের কাছে নালিশও করা হয়ে গেছে? এত অধৈর্য্য তোমরা? দাঁতটা পরিষ্কার করার সময়ও দিলে না? গন্ধ মুখে শাস্তি নিতে হবে এখন? ”
” শূভ্রা! ঠিক করে কথা বল। ”

অরুণিমা চাপা স্বরে ধমকে ওঠল। শূভ্রা বিন্দু পরিমানও ভয় পেল না। সামনে অগ্রসর হয়ে বলল,
” বলব না। কী করবে? মারবে? মার। আমার জন্য এটাই তোলা থাকে সবসময়। ”

অরুণিমার ইচ্ছে হলো সত্যি সত্যি চড় মেরে বসতে। মেয়েটা দিন দিন বখে যাচ্ছে। সামলানো যাচ্ছে না কিছুতেই। এতদিন তার সাথে বাজে ব্যবহার করেছে, এখন তো বাবা-মায়ের সাথেও করছে! অরুণিমা ইচ্ছেটাকে দমিয়ে রাখল। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বলল,
” ব্রাশ করিসনি কেন? কয়টা বাজে দেখেছিস? তোর কলেজে দেরি হয়ে যাবে না? ”

বলতে বলতে শূভ্রার ব্রাশটায় খুঁজছিল। না পেয়ে সুধাল,
” তোর ব্রাশ কোথায়? দেখতে পাচ্ছি না যে? ”

শূভ্রা দূর থেকে জানালার দিকে তাকাল, যেটা দিয়ে ব্রাশটা ফেলে দিছে। আপুর প্রশ্নটার উত্তর করবে কি-না ভাবতেই নজর পড়ল কাছের টেবিলটায়। বেশ বড় একটি ব্যাগ। কৌতূহল বশত ব্যাগটার দিকে এগিয়ে এলো। মুখটা খুলে ভেতরে তাকাতে তার সব রাগ জলে পরিণত হলো। সবিস্ময়ে উচ্চারণ করল,
” মেকাপ সেট! ”

তারপরে হাত ঢুকিয়ে দিল ভেতরে। এক এক করে সব বের করছে আর আনন্দ ঝলমল করছে মুখটায়। অরুণিমার এদিকে যখন নজর পড়ল তখনই শুনতে পেল,
” এগুলো আমার জন্য এনেছ, আপু? কী সুন্দর! খুব দামী, তাই না? ”

অরুণিমার একবার মনে হলো, দৌড়ে সব কেড়ে নিয়ে বলে, এগুলো শূভ্রার না। সে আনেনি। কিন্তু বোনের আনন্দিত মুখটায় চেয়ে কিছুই বলতে পারল না। চুপচাপ তাকিয়ে থাকল শুধু।

_________

” আপু, খালি হাতে এলে যে? ”

অরুণিমা কাজ থেকে ফিরেছে মাত্র। হিজাবটা খুলতে খুলতে জিজ্ঞেস করল,
” কিছু আনার কথা ছিল? ”

শূভ্রা ভীষণ উৎসাহে বলল,
” অবশ্যই। তোমার বন্ধু নির্বাচনে পাশ করে গেল, তার তুমি কিছু আনবে না? অন্তত এক প্যাকেট মিষ্টি আনতে পারতে। ”

অরুণিমা বোনের দিকে মনোযোগী হলো। পুনরায় জিজ্ঞেস করল,
” আমার বন্ধু নির্বাচনে পাশ করেছে? কোন বন্ধু? ”
” মাইমূন ভাই। ”

নামটা তীরের ফলার মতো গিয়ে বিঁধল অরুণিমার হৃদয়ে। আচমকা আঘাতটা সামলাতে পারল না বুঝি! ছিটকে ওঠল। কেঁপে ওঠল সর্বাঙ্গ। কয়েক মূহুর্তের জন্য পাথরের রূপ নিল। অত:পর বিচলিত স্বরে সুধাল,
” তোকে কে বলল, উনি আমার বন্ধু? ”

শূভ্রা নি:সংকোচে প্রত্যুত্তর করল,
” বলতে হবে কেন? আমি দেখেছি। রেষ্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিলে। ”

অরুণিমার বুকের ভেতরটায় ঝড় সৃষ্টি হলো। তাকে আর মাইমূনকে একত্রে দেখে ফেলেছে কেউ। বাবার কানে কথাটা গেলে কী হবে? এই চিন্তায় তার গলা শুকিয়ে এলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল চোখ-মুখে। শূভ্রা এতকিছু খেয়াল করল না। নিজের মতো বলে চলল,
” সেদিন ভালো করে দেখতে পারিনি। আজ দেখে এসেছি। ”

অরুণিমা বিপন্ন স্বরে সুধাল,
” কোথায়? ”
” পোস্টারে। তুমি দেখনি নাকি? রাস্তার পাশের গাছে, দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছে। আমাদের বাসার গেইটের দুইপাশেও তো দুটো লাগিয়েছ। আমি দাঁড়িয়ে থেকে দেখলাম। কী ভালো দেখতে! একদম রাজাদের মতো। তোমার এই বন্ধুটিকে বাসায় দাওয়াত দাও একদিন। সামনাসামনি দেখি। ”
” সামনাসামনি দেখে তুই কী করবি? ”

অরুণিমা ধমকে উঠে দরজার দিকে এগুল। বের হতে হতে আবার বলল,
” উনি আমার বন্ধু নয়। ”

শূভ্রা পিছু নিতে নিতে প্রশ্ন করল,
” তাহলে? ”
” তাহলে কী? ”
” বন্ধু নাহলে কী হয় তোমার? ”
” কিছু না। ”

অরুণিমা গেইটের কাছে এসে পোস্টার দুটো টেনে তুলে ফেলল।

___________

অরুণিমা আজ দুপুরে বাসায় যায়নি। বাবার কল পেয়ে রুহানিয়া কলেজে এসেছে। সে ভেবেছিল, বাবা আবারও অসুস্থ হয়ে পড়েছে। এসে দেখে, তেমন কিছু নয়। তিনি সম্পূর্ণ সুস্থ। অরুণিমাকে কাছে ডেকে নিয়ে বললেন,
” আজ আমরা একসাথে দুপুরের খাবার খাব। ”
” এজন্যে ডেকে এনেছ, বাবা? ”

অসীউল্লাহ দুজনের খাবার সাজাতে সাজাতে বললেন,
” না। আরও একটি কারণ আছে। ”
” কী কারণ, বাবা? ”

অরুণিমা জিজ্ঞাস্য দৃষ্টিতে তাকিয়ে থাকলে তিনি মৃদু হাসলেন। মেয়ের ভাগের খাবারটা এগিয়ে দিয়ে বললেন,
” খাওয়া শুরু কর, বলছি। ”

সে দেখল, একজনের খাবার দুজনের জন্য ভাগ করা হয়েছে। তাই বলল,
” এইটুকুতে কারও পেট ভরবে না, বাবা। তুমি খাও। আমি বাসায় গিয়ে খেয়ে নিব। ”

অসীউল্লাহ নিজের ভাগের ভাতটা মাখলেন। এক লোকমা মেয়ের মুখের সামনে ধরে বললেন,
” খুশিমনে খেলে, এক মুঠো ভাতেও পেট ভরে যায়। ”

অরুণিমা বিস্ময়াশ্চর্য হলো। বাবাকে এমন গলায় কথা বলতে শোনেনি অনেক দিন। জিজ্ঞেস করল,
” তোমাকে অনেক খুশি লাগছে, বাবা। কারণটা কি খাওয়ার পরই বলবে? ”
” এখনও বলা যায়। ”

অরুণিমা বাবাকে অপেক্ষায় রাখল না। ভাতের দলা মুখে নিয়ে চিবুতে শুরু করল। অসীউল্লাহ একটুক্ষণ নীরব থেকে বললেন,
” তোকে সঞ্জয়ান স্যার ডেকে পাঠিয়েছেন। ”

অরুণিমা ভাত চাবানো বন্ধ করে বাবার দিকে চেয়ে থাকলে তিনি বললেন,
” সঞ্জয়ান স্যারকে ভুলে গেলি নাকি? ঐ যে আমাকে হাসপাতালে ভর্তি…”
” মনে আছে, বাবা। তিনি হঠাৎ আমাকে ডেকে পাঠিয়েছেন কেন? ”

অসীউল্লাহ সামান্য হাসলেন। নিজের মুখে ভাত নিয়ে বললেন,
” এই কারণটা আমি জানি, কিন্তু বলব না। ”
” কেন? ”
” আমি চাই, কারণটা উনি-ই তোকে বলুক। ”

মেয়েকে নিয়ে খাওয়ার পর্ব শেষ করে অসীউল্লাহ অফিস রুমের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর এগুতে এক লোকের সাথে দেখা। তিনি এক ছাত্রকে খুঁজছেন। অসীউল্লাহ নাম-পরিচয় জেনে নিয়ে মেয়ের উদ্দেশ্যে বললেন,
” তুই এখানে দাঁড়া। আমি এখনই আসছি। ”

অরুণিমাকে দাঁড় করিয়ে লোকটিকে নিয়ে তিনি মাঠে নামলেন। বিরতি সময় চলছে বিধায় পুরো মাঠেই কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রী ছড়িয়ে-ছিটিয়ে আছে। তার হঠাৎই স্মরণ হলো, শূভ্রাও এখানে পড়ে। তাকে চমকে দিলে দারুন হবে। সেই বাসনায় পুরো মাঠে চোখ বুলাতে লাগল। শূভ্রা নজরে এলে ভূতের মতো সামনে গিয়ে দাঁড়াবে। এই খোঁজাখুঁজির মধ্যে আমচকা একটি কণ্ঠস্বর ভেসে এলো,
” আপনি সবসময় এমন সাধারণভাবেই চলাফেরা করেন? ”

অরুণিমা চমকে ঘাড় বাঁকিশে পাশে তাকায়। মুহূর্তেই অপ্রস্তুত হয়ে পড়ে। সঞ্জয়ানের মুখ থেকে দৃষ্টি সরিয়ে নেয় চট করে। মাঠের দিকে চেয়ে মৃদু স্বরে বলল,
” জি। ”

উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাইমূনের মুখটা অন্তরে প্রজ্জ্বলিত হলো। এই মানুষটার সামনে অসুন্দর হওয়ার জন্য ভারী সাজের প্রলেপটা মুখে ল্যাপ্টানো বন্ধ করলেও আর শুরু করা হয়নি। অবাক করার বিষয়, তার মালিকও কিছু বলে না। অথচ শুরুতে তার ঝাড়ি খেতে খেতেই এই প্রলেপ ল্যাপ্টানো শেখা হয়েছিল। এই সময় এটাও মনে করিয়ে দিল, মাইমূন তার কথা রেখেছে। তার সাথে শেষ দেখা হয়েছিল, দুই মাস আগে। এর মধ্যে দেখা তো দূর, অন্য কোনোভাবেও যোগাযোগ হয়নি।

” আপনার নামটা খুব সুন্দর। অর্থ জানেন? ”
” ভোরের আলো। ”

সঞ্জয়ান মনে মনে বলল, ‘ উহু, মনের আলো। ‘ সামনাসামনি বলল,
” চাচা বলেছিলেন, আপনি খুব মেধাবী, বুদ্ধিমতী। মনে হচ্ছে, সত্যিই বলেছিলেন। ”
” কীভাবে বুঝলেন? বাবা, সিভিও দিয়েছে নাকি? ”

সঞ্জয়ান স্মিত হাসল। বলল,
” না, তবে দিলে উপকার হতো। আপনার সঙ্গে আছে? ”

অরুণিমার দৃষ্টি ফিরে এলো সঞ্জয়ানের দিকে। সম্পূর্ণ শরীরটা ঘুরিয়ে এনে সুধাল,
” এজন্য ডেকেছেন? ”

সঞ্জয়ানের চোখ শুরুতেই তার মুখের মধ্যে নিবদ্ধ ছিল। এবার আরও গভীর করে বলল,
” হ্যাঁ, অন্যায় করে ফেললাম নাকি? চাচা, আপনার সম্পর্কে অনেক কিছুই বলেছে, কিন্তু এটা বলেনি, আপনি অল্পতেই রেগে যান। ”
” আমি রাগ করিনি। ”
” আমার বিশ্বাস হচ্ছে না। প্রথম দিনের গলার সাথে আজকেরটা মিলছে না। একটু রুক্ষ! ”
” সম্বোধন বদলে গেছে যে তাই। ”
” বুঝিনি। ”
” তুমি থেকে আপনি হয়ে গেছি তো, তাই বিনয়ীর ভাবও বদলে গেছে। সম্বোধন আচরণে প্রভাব ফেলে। ”

পুরো ব্যাপারটা বুঝতে সঞ্জয়ান একটু সময় নিল। তারপর বলল,
” আপনি আসলেই বুদ্ধিমতি। ”

অরুণিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই পুনরায় বলল,
” ‘ তুমি ‘ করে বলার অনুমতি দিচ্ছেন তাহলে? ”
” অনুমতি ছাড়াই তো আমি ‘ তুমি ‘ ছিলাম। ”

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here